গ্রামীণফোন ইন্টারনেট অফার 2023

বাংলাদেশে যে সকল মোবাইল অপারেটর বর্তমানে রয়েছে তাদের মধ্যে গ্রামীণফোন হচ্ছে অন্যতম। গ্রামীণফোন অপারেটর ব্যবহারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুরু থেকেই নানান ধরনের অফার প্রদানের মাধ্যমে গ্রামীণফোন হয়ে উঠেছে বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান।

প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা এবং এর পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে এর জনপ্রিয়তাও। এই জনপ্রিয়তার পেছনে রয়েছে গ্রামীণফোনের অনেক ধরনের ইন্টারনেট অফার। এই পোষ্টের মাধ্যমে আমরা চেষ্টা করব  গ্রামীণফোন ইন্টারনেট অফার 2023 এর সকল তথ্য প্রদানের মাধ্যমে গ্রামীণফোন ব্যবহারকারীদের উপকৃত করা।

তাই যারা গ্রামীণফোনের বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার জানতে আগ্রহী তারা আমাদের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং প্রয়োজনীয় অফারটি নিতে  সতর্কতার সহিত প্রতিটি ধাপ অনুসরণ করুন।

গ্রামীণফোনের বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার

গ্রামীণফোন মানে হচ্ছে নতুন কিছু। প্রতিনিয়ত এই বিভিন্ন অফারের মাধ্যমে গ্রামীণফোন তার ব্যবহারকারীদের মন জয় করে আসছে। বিভিন্ন অফারের মধ্যে রয়েছে বিভিন্ন পার্থক্য।
যেমন:-
গ্রামীণফোনের তিনদিনের ইন্টারনেট অফার
গ্রামীণফোনের সাতদিনের ইন্টারনেট অফার
গ্রামীণফোনের মাসিক ইন্টারনেট অফার

আমরা চেষ্টা করব সকল ধরনের অফার সমুহ আপনাদের মাঝে তুলে ধরা।

পোষ্টের শেষে থাকছে আপনাদের জন্য গ্রামীণফোনের সর্বকালের সর্বসেরা ইন্টারনেট অফার এর তথ্য।

গ্রামীণফোন ইন্টারনেটের রিচার্জ অফার সমূহ

গ্রামীণফোন তার ব্যবহারকারীদের দিচ্ছে 28 টাকা রিচার্জে 512 এমবি ইন্টারনেট 3 দিনের জন্য।

গ্রামীণফোন ব্যবহারকারীরা 130 টাকা রিচার্জে 1 জিবি ইন্টারনেট পারছেন মেয়াদ 3 দিন।

শুধুমাত্র 69 টাকা রিচার্জ করলে 3 দিন মেয়াদের 3.5 জিবি ইন্টারনেট অফার আপনারা পেয়ে যাচ্ছেন।

সরাসরি 77 টাকা রিচার্জ করলে 1 জিবি ইন্টারনেট সাত দিনের জন্য শুধুমাত্র গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য।

সরাসরি 148 টাকা রিচার্জের মাধ্যমে আপনি পাচ্ছেন 8 জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিন।

গ্রামীণফোন রিচার্জ অফার 190 টাকা রিচার্জে 7 দিন মেয়াদের 12 জিবি ইন্টারনেট।

গ্রামীণফোন রিচার্জ অফার 198 টাকা রিচার্জে 12 জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিন।

সরাসরি 197 টাকা রিচার্জের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন 2 জিবি ইন্টারনেট মেয়াদ 30 দিন।

10 জিবি ইন্টারনেট মেয়াদ 30 দিন অফারটি পেতে আপনাকে সরাসরি 399 টাকা রিচার্জ করতে হবে।

15 জিবি মেয়াদ 30 দিন ইন্টারনেট অফার পেতে আপনাকে 498 টাকা রিচার্জ করতে হবে।

গ্রামীণফোন দিচ্ছে 649 টাকায় 25 জিবি ইন্টারনেট মেয়াদ 30 দিন রিচার্জ অফার।

গ্রামীণফোনের সকল ভলিউম প্যাক অফার সমূহ

512 এম বি এটা নেট প্যাক টি পেতে আপনাকে *121*3256# ডায়াল করতে হবে মেয়াদ 3 দিন 28 টাকা।

1 জিবি ইন্টার্নেট মাত্র 77 টাকা মেয়াদ 7 দিন আপনাকে ডায়াল করতে হবে *121*3056#।
গ্রামীণফোন 6 জিবি ইন্টারনেট 124 টাকা নিতে *121*3434# ডায়াল করুন অফারটির মেয়াদ 7 দিন।

গ্রামীণফোন 1 জিবি ইন্টারনেট অফার 30 দিন মেয়াদ নিতে আপনাকে অবশ্যই মূল ব্যালেন্সে 179 টাকা রাখতে হবে এবং ডায়াল করতে হবে *121*3390#।

30 দিন মেয়াদে 2 জিবি ইন্টারনেট অফার ডায়াল করুন *121*3027# অফারটি পেতে আপনাকে মূল ব্যালেন্সে অবশ্যই  197 টাকা রাখতে হবে।

30 দিনের জন্য 3 জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ নিতে মূল ব্যালেন্সে 289 টাকা রেখে *121*3391# ডায়াল করুন।

299 টাকায় আপনারা পাচ্ছেন 30 দিন মেয়াদে 5 জিবি ইন্টারনেট অফার *121*3458# ডায়াল করুন।

498 টাকা আপনারা পাচ্ছেন 30 দিন মেয়াদে 15 জিবি ইন্টারনেট অফার *121*3459# ডায়াল করুন।

*121*3393# ডায়াল করলেই আপনারা পেয়ে যাচ্ছেন 30 দিন মেয়াদের 25 জিবি ইন্টারনেট শুধু মাত্র  649 টাকায়।

গ্রামীণফোনের ইন্টারনেট অফার 2023 এর বিভিন্ন অফার প্যাক সমূহ

অফারের মাধ্যমে 1 জিবি ইন্টার্নেট 38 টাকায় আছেন *121*3366# ডায়াল করুন মেয়াদ 3 দিন।

অফার এর মাধ্যমে 1 জিবি ইন্টারনেট মাত্র 46 টাকায় মেয়াদ 3 দিন পেতে ডায়াল করুন *121*3399#।

গ্রামীণফোন অফার প্যাক 2.5 জিবি 3 দিন মেয়াদ *121*3242# ডায়েল করলেই 57 টাকায় পেয়ে যাবেন।

গ্রামীণফোন অফার প্যাক 3.5 জিবি 3 দিন মেয়াদ *121*3283# ডায়াল করলেই 69 টাকায় পেয়ে যাবেন।

গ্রামীণফোন দিচ্ছে 7 দিন মেয়াদ 2 জিবি ইন্টারনেট প্যাক 98 টাকায় অফার টি নিতে আপনাকে ডায়াল করতে হবে *121*3322#।

গ্রামীণফোন দিচ্ছে 7 দিন মেয়াদ 5 জিবি ইন্টারনেট এক 114 টাকায় অফার টি নিতে আপনাকে ডায়াল করতে হবে  *121*3344#

*121*3133# ডায়াল করলেই আপনি পেয়ে যাচ্ছেন 198 টাকায় 7 দিন মেয়াদি 12 জিবি ইন্টারনেট
*121*3474# ডায়াল করলেই আপনি পেয়ে যাচ্ছেন 349 টাকায় 30 দিন মেয়াদে 8 জিবি ইন্টারনেট

গ্রামীণফোনের ইন্টারনেট অফার 2023 এর বান্ডেল প্যাক সমুহ

512 এম বি + 30 মিনিট একটি হচ্ছে একটি অফার প্রযোজ্য প্যাক টি নিতে প্রয়োজন হবে 37 টাকা অফারটির মেয়াদ 3 দিন।

1 জি বি + 80 মিনিট এটি হচ্ছে একটি অফার প্রযোজ্য প্যাক এই প্যাকটি নিতে প্রয়োজন হবে 96 টাকা অফারের মেয়াদ 7 দিন।

2 জি বি + 50 মিনিট 7 দিন মেয়াদি এই ইন্টারনেট অফারটি পেতে আপনার প্রয়োজন হবে সপ্তাহ 97 টাকা এটি একটি অফার প্রযোজ্য প্যাক।

1.5 জি বি + 200 মিনিট 30 দিন মেয়াদে ইন্টারনেট অফারটি পেতে আপনার প্রয়োজন হবে 158 টাকা এটি একটি অফার প্রযোজ্য প্যাক।

3 জি বি + 300 মিনিট বান্ডেল প্যাক টি পেয়ে যাচ্ছেন অতি সুলভ মূল্যে 309 টাকা মেয়াদ 30 দিন।

8 জি বি +250 মিনিট বান্ডেল ব্যাগটি পেয়ে যাচ্ছেন অতি সুলভ মূল্যে 359 টাকা মেয়াদ 30 দিন।

10 জিবি+ 350 মিনিট একটি  অফার প্রযোজ্য বান্ডেল প্যাক 30 দিন মেয়াদ 448 টাকা।

গ্রামীণফোন ইন্টারনেট অফার 2023 এর সকল মাসিক বান্ডেল প্যাক সমূহ

মাত্র 594 টাকায় গ্রামীণফোন 30 দিন মেয়াদে বান্ডেল প্যাক 2 জি বি + 600 মিনিট আপনাদের দিচ্ছে। একটি আপনাকে নিতে হলে আপনাকে ডায়াল করতে হবে *121*3447#।

মাত্র 599 টাকায় গ্রামীণফোন 30 দিন মেয়াদে বান্ডেল প্যাক 10 জি বি + 300 মিনিট 599 আপনাদের দিচ্ছে এটি আপনাকে নিতে হলে ডায়াল করুন *121*3448#।

*121*3449# ডায়াল এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন 6 জি বি+ 1200 মিনিট 995 টাকা মেয়াদ 30 দিন ইন্টারনেট অফার।

*121*3450# ডায়াল করলেই এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন 25 জিবি 600 মিনিট 989 টাকা মেয়াদ 30 দিন ইন্টারনেট অফার।

গ্রামীণফোন ইন্টারনেট অফার 2023 এর সকল 4g প্যাক অফার সমূহ

শুধুমাত্র গ্রামীণফোন দিচ্ছে 20 জি বি 4g প্যাক 499 টাকা মেয়াদ 30 দিন ডায়াল *121*3435#

শুধুমাত্র গ্রামীণফোন দিচ্ছে 60 জি বি 4g প্যাক 999 টাকা মেয়াদ 30 দিন ডায়াল *121*3436#

100 জি বি 4g প্যাক 499 টাকা মেয়াদ 30 দিন ইন্টারনেট অফার টি পেতে ডায়াল *121*3437#

200 জি বি 4g প্যাক 1999 টাকা মেয়াদ 30 দিন ইন্টারনেট অফার পেতে ডায়াল *121*3438#

গ্রামীণফোনের এই সকল ইন্টারনেট প্যাকগুলি সম্পর্কে সাধারণ কিছু তথ্যাবলী নিচে দেয়া হল

১.ইন্টারনেট প্যাক গুলি বিভিন্ন গ্রামীণফোন অনুমোদিত চ্যানেল গুলির মাধ্যমে শক্তিও করা যেতে পারে যেমন: ইউএসএসডি, এসএমএস ,আইভিআর ,মাই জিপি, ইজিনেট ,ওয়াওবক্স ,এবং জিপি ওয়েবসাইট।
২. গ্রাহকরা ইচ্ছা করলেই অটোরিনিউ সুবিধাটি অন করে নিতে পারেন একটি একটিভ করার সময়।
৩. অটোরিনিউ চালু করতে প্যাকটি অ্যাক্টিভ হওয়ার পরে ON লিখে 2500 এ SMS অথবা ডায়াল করতে হবে *121*3042# অটোরিনিউ বন্ধ করতে OFF লিখে 2500 এ SMS অথবা *121*3043# ডায়াল করতে হবে।
৪. মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কাস্টমাররা একই প্যাক পুনরায় ক্রয় করে অথবা অটোরিনিউ হয় তাহলে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তী প্যাক এর সাথে যোগ হবে।
৫. যেসকল কাস্টমারেরা হাই স্পিড চান তারা অবশ্যই থ্রিজি ফোন ব্যবহার করবেন এবং থ্রিজি নেটওয়ার্কের ভেতর থাকতে হবে।
৬. 4g প্যাক ব্যবহারের জন্য গ্রাহককে অবশ্যই 4g সিম কার্ড 4g মোবাইল এবং 4g কাভারেজ এলাকায় অবস্থান করতে হবে।
৭. আপনার ব্যবহৃত সিম 4g কিনা সেটা জানতে ডায়াল করুন *121*3232#
৮. ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*3041#

এখন আমরা কথা বলতে চলেছি গ্রামীণফোনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইন্টারনেট অফার ব্যাগটি নিয়ে। বিভিন্ন সময় গ্রামীণফোন তাদের বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করেছে। এই সকল অফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ অফারটি হল গ্রামীণফোনের 50 জিবি রেগুলার ইন্টারনেট প্যাক অফার। এই প্যাকটির মেয়াদ 30 দিন এবং এটি নিতে গ্রাহকের সর্বমোট 518 টাকা খরচ হবে। সবথেকে বড় সুখবর হচ্ছে এই প্যাকটি সকলের জন্য। এই প্যাকটি নিতে আপনাকে 518 টাকা রিচার্জ করতে হবে।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *