গ্রামীণফোন এমবি চেক কোড ২০২৩

আপনারা অনেকেই গ্রামীণফোন এমবি চেক কোড 2023 এ সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের আগ্রহের ভিত্তিতেই আজকে আমরা নিয়ে এলাম গ্রামীণফোন এমবি চেক কোড 2023 এই পোস্টটি আমরা যারা গ্রামীনফোন ব্যবহারকারীদের অনেকেই তাদের এমবি চেক করতে জানেন না অথবা অ্যাপস ব্যবহারের মাধ্যমে ইউএসএসডি কোড ডায়াল করে কিভাবে এমবি দেখতে হয় সেটি ভুলে গেছেন।

গ্রামীণফোন সিমে এমবি চেক করার কিছু পদ্ধতি রয়েছে, গ্রামীণফোন তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার দিয়ে থাকে বিভিন্ন প্যাক এর ইন্টারনেট অফার বিভিন্ন ধরনের হয় বিভিন্ন প্যাক এর মেয়াদ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই প্যাকেজ এর উপর ভিত্তি করে গ্রামীণফোন তাদের ইন্টারনেট এমবি কোড দিয়ে থাকে।

বাংলাদেশে বর্তমানে জিপি সবথেকে বেশি গ্রাহক সংখ্যা নিয়ে মোবাইল অপারেটর কোম্পানি গুলোর মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করছে এখন কয়েক কোটির পরিবার নিয়ে অনেক শক্তিশালী মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এর পেছনে রয়েছে নানাবিধ আকর্ষণীয় প্যাকেজ সমূহ। এই প্যাকেজ সমুহের কারণেই ভোক্তারা জিপির প্রতি আকর্ষিত হয়েছে। জিপিতে রয়েছে নানান ধরনের ইন্টারনেট প্যাকেজ।

আমাদের প্রথমত একটি ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে তারপরে আমরা সেটি চেক করতে পারব। যদি আমরা ইন্টারনেট ইন্টারনেট প্যাকেজ না কিনে ইন্টারনেট ব্যবহার করি তাহলে আমাদের মূল ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমান টাকা কেটে নিবে। তাই প্রথমত আমাদের ইন্টারনেট প্যাক কিনতে হবে। চলুন কিছু ইন্টারনেট প্যাক এর নিয়ম জেনে নিই।

ইন্টারনেট প্যাক গুলো সম্পর্কে কিছু সাধারণ তথ্য ও নিয়মাবলী

  • জিপি ইন্টার্নেট প্যাক ইউএসএসডি ,এসএমএস, মাই জিপি অ্যাপ, জিপি অফিশিয়াল ওয়েবসাইট এছাড়াও গ্রামীণফোন অনুমোদিত যেকোনো চ্যানেল এর মাধ্যমে ক্রয় করা যেতে পারে
  • যে সকল প্যাকেজ অটো রিনিউ অফ থাকে গ্রাহক যদি মনে করেন তাহলে অটো রিনিউ অন করে নিতে পারেনএক্ষেত্রে প্যাকেজ টি একটিভ করার পরে অটো রিনিউ অন করতে “ON” লিখে 25000 এসএমএস করতে হবে। গ্রাহক যদি পুনরায় অটো রিনিউ অফ করতে চান তাহলে “OFF” লিখে 25000 এসএমএস করতে হবে।
  • ইন্টারনেট ভলিয়ম শেষ হওয়ার পরে গ্রাহকের মূল ব্যালেন্স হতে নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তন করা হবে।
  • মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক যদি একই ইন্টারনেট প্যাকেজ নিতে চান তাহলে একি প্যাক আবার ক্রয় করতে হবে অথবা অটো রিনিউ করতে হবে। তাহলে আপনার অব্যবহৃত ইন্টারনেট ভলিয়ম পরবর্তীতে সঙ্গে যোগ হবে।
  • হাই স্প্রীড ইন্টারনেট সেবা পাওয়ার জন্য গ্রাহককে অবশ্যই 4g ফোন ব্যবহার করতে হবে এবং অবশ্যই 4g নেটওয়ার্ক এর আন্ডারে থাকতে হবে।
  • জিপি তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন প্যাক দিয়ে থাকে এই ক্যাম্পেইন প্যাকেজ এমবি গুলো বিভিন্ন রেগুলার প্যাকের এমবির আগে ব্যবহৃত হবে এবং শেষ হবে।
  • আপনি আপনার ইন্টারনেট স্পিড নির্দিষ্ট লিংক এর মাধ্যমে চেক করে নিতে পারেন।
  • 2 জিবি, 3 জিবি, 5 জিবি , 10 জিবি ইন্টারনেট অফার এর সাথে একটি করে কনফার্মেশন এসএমএস পাওয়া যাবে।
  • এই উপরে এই তথ্যগুলো স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে না।

গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার পদ্ধতি

গ্রামীণফোন দেশ সেরা মোবাইল অপারেটর হিসাবে তাদের গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এই অফার গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। বর্তমানে একজন গ্রামীণফোন ব্যবহারকারী বিভিন্ন মাধ্যম হতে বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন।

একজন গ্রামীণফোন ব্যবহারকারী প্লে স্টোর হতে গ্রামীণফোন মাই জিপি অ্যাপ ডাউনলোড করে তার ফোনে ইন্সটল করে রাখতে পারেন।এই মাই জিপি অ্যাপ থেকে আপনি অতি সহজে আপনার ইন্টারনেট ব্যালেন্স ও যাবতীয় তথ্য পেতে পারেন।

আপনি আপনার গ্রামীণফোন সিম ফ্রী ইন্টারনেট ব্যালেন্স জানতে গ্রামীণফোনের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে রাখতে পারেন। লগইন করার পরবর্তী সময়ে আপনি সেই ওয়েবসাইটে ঢুকলে আপনার সিম সম্পর্কিত যাবতীয় তথ্য শেখান হতে পেতে পারেন, এর ভিতরে ইন্টারনেট ব্যালেন্স থাকবে।

সবথেকে সহজ উপায়টি হলো ইউএসএসডি কোড ডায়াল করে আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করবেন। আজকে আমরা এই পোস্টে এই বিষয়টি নিয়েই পোস্ট তৈরী করেছি তাই চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একেবারে পরিষ্কারভাবে আলোচনা করতে।

গ্রামীণফোন এমবি চেক ডায়াল কোড 2023

আজকে আমরা যে বিষয়টি জানানোর উদ্দেশ্যে হাজির হয়েছে সেটি হল গ্রামীণফোন সিমে আপনি এমবি কিভাবে দেখবেন। সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে আপনার গ্রামীণফোন সিমে এমবি ব্যালেন্স চেক করতে পারেন। আমি ইতিপূর্বে বলেছি যে সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে এমবি দেখা সহজ একটি পদ্ধতি। তার কারণ হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে যে কেউ যেকোনো ফোন হতে তার এমবি চেক করে নিতে পারেন।

  • গ্রামীণফোন *121*1*2# কোড ডায়াল 

যে সকল গ্রাহকরা এমবি চেক করার কোড জানেন না তাদের জন্য এটি একটি পদ্ধতি হতে পারে। আপনি আপনার গ্রামীনফোন সিম টির এমবি ব্যালেন্স চেক করতে আপনার মোবাইল অপশনে *121*1*2# এই কোডটি ডায়াল এর মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যালেন্স জানতে পারেন। কোডটি ডায়াল করার পরে একটি এসএমএস এর মাধ্যমে আপনাকে সকল তথ্য জানানো হবে।

  • গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক ডায়াল কোড *121*1*4#

গ্রামীণফোন ব্যবহারকারীরা *121*1*4# এই কোডটি ডায়াল করে তাদের গ্রামীণফোন সিম থেকে ইন্টারনেট ব্যালেন্স এর যাবতীয় তথ্য পেতে পারেন।*121*1*4# কোডটি ডায়াল করার পরে একটি এসএমএস এর মাধ্যমে আপনি আপনার সব তথ্য পেয়ে যাবেন।

  • গ্রামীণফোন ইন্টারনেট চেক কোড *567#

আপনি যদি গ্রামীণফোনের গ্রাহক হন তাহলে *567# এই কোডটি ডায়াল করে আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্স জানার জানতে পারেন।

জিপি ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স কোড

এখন আমরা আপনাদের একটি বিশেষ তথ্য দিতে যাচ্ছি। আমরা অনেকেই এটা সম্পর্কে জানি না বা ভুলে গেছি। আসলেই এই পদ্ধতিটি খুব একটা ব্যবহার হয় না যার কারণে আমরা এটি সচরাচর জানিনা। এখন আমরা গ্রামীণফোনের ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স বা ইমারজেন্সি এমবি চেক কোড এই সম্পর্কিত আলোচনা করতে যাচ্ছি।

আসলে ইমারজেন্সি ইন্টারনেট আমাদের কখন প্রয়োজন হতে পারে আমরা এমবি কিনতে ভুলে গেছি বা আমাদের অজান্তেই আমাদের এমবি মেয়াদ ফুরিয়ে গেছে কিন্তু এমন একটি মুহূর্তে ফুরিয়েছে যে আমাদের এমবি খুবই জরুরী, সেই মুহূর্তে আমরা এমবি কেনার কোন অপশন পাচ্ছি না তখন আমরা এই ইমারজেন্সি ইন্টারনেট নিয়ে থাকি। তবে ইমারজেন্সি ইন্টারনেট নেওয়ার পরে তার এমবি চেক পদ্ধতি আমরা অনেকেই জানিনা। আমরা *121*3021# কোড ডায়াল এর মাধ্যমে আমাদের ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স জানতে পারি।

জিপি সিম ইন্টারনেট ব্রাউজিং সমস্যায় করণীয়

ইন্টারনেট প্যাকেজ এক্টিভ করার পর প্যাকেজটি ব্যবহারের ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নলিখিত কাজ গুলো অনুসরণ করতে পারেন:

  • আপনি আপনার হ্যান্ডসেটটি একবার অফ করে অন করতে পারেন অথবা রিস্টার্ট করতে পারেন।
  • আপনি যে ব্রাউজার হতে ইন্টারনেট ব্যবহার করছেন সেই ব্রাউজার এর যাবতীয় তথ্য মুছে ফেলুন
  • মোবাইল হ্যান্ডসেটের সেটিং অপশন থেকে ডোটা ক্যাপিং এর লিমিট আনলিমিটেড করে দিন।
  • প্রয়োজন পড়লে আপনি আপনার হ্যান্ডসেটটি কনফিগার করে নিনকনফিগার করতে *121*3# ডায়াল করে মেনু থেকে হ্যান্ডসেট সেটিংস অপশনটি নির্বাচন করুন এবং রিপ্লাই এসএমএস এর নির্দেশনা অনুসরন করুন।

ইন্টারনেট আমাদের নিত্যদিনের সঙ্গী এই ইন্টারনেট ব্যবহার করতে আমরা অনেক পছন্দ করি। কিন্তু সব সময় ইন্টারনেট আমাদের জন্য সুখকর হয় না অনেক সমস্যা চড়াইউৎরাই পেরিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। গ্রামীণফোন তাদের সেবার মাধ্যমে গ্রাহকদের মন জয় করার চেষ্টা করে আসছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রামীণফোন তাদের সম্পূর্ণ সেবাটি দিতে পারে না। আসলে হয়তো দেশের সকল অপারেটরে একই অবস্থা। তারা চেষ্টা করে আসছে প্রতিদিনই তাদের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য। 

আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি একজন ইন্টারনেট ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাকরি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তথ্য দিতে পেরেছি। আমাদের তথ্য গুলো যদি আপনাদের কোন কাজে আসে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর আমাদের সঙ্গে থাকবে যেকোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

2 Comments

Add a Comment
  1. ভালো আর্টিকেল ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *