কম খরচে রিসোর্ট ঢাকার আশেপাশে

সময় পেলে পরিবার নিয়ে কে না ঘুরতে যেতে চায়? কিন্তু যারা ঢাকায় থাকেন তারা অনেকেই জানেন না যে স্বল্প সময়ে ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার মত জায়গা গুলো কোথায়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কম খরচে রিসোর্ট সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো।

যানজট এড়িয়ে কম দূরত্বে যদি কোথাও যাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। ব্যস্ততার ভিড়ে একটু ছুটি মিলে কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে পরিকল্পনারও শেষ থাকে না। এ কারণে জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকার কাছের রিসোর্ট গুলো। যারা একদিনের জন্য ঢাকার আশেপাশে ঘুরে বেড়ানোর মতো জায়গা খুঁজছেন তারা জেনে নিন ঢাকা বিভাগের আশেপাশের জেলাগুলোতে অবস্থিত এমন কিছু মনোরম জায়গার নাম ও প্রয়োজনীয় তথ্য। আপনারা যারে চান তা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।

ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর

সরকারি পিকনিক স্পট গুলোর মধ্যে অন্যতম গাজীপুরের এ ভাওয়াল উদ্যান। ভাওয়াল উদ্যান সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি অথবা এমনও রয়েছে যে আমরা তেমন কিছুই জানিনা। চত্বর গাজীপুর সদর ও শ্রীপুর থানা জুড়ে অবস্থিত ভাওয়াল  জাতীয় উদ্যান। খেলাধুলার জন্য রয়েছে বড় একটি মাঠ। তাছাড়াও রয়েছে এখানে একটি বেশ বড় চিড়িয়াখানা।

পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে 6477 হেক্টর জমিতে 1973 সালে এ উদ্যান সরকারি ভাবে গড়ে তোলা হয়। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হল সাল। এছাড়াও এখানে রয়েছে নানারকম গাছ-গাছালিতে ভরপুর। আপনারা চাইলে ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই উদ্যানটি। এটি যেহেতু খুব কাছাকাছি এবং কম খরচের মধ্যেই আপনার ভ্রমণ হয়ে যাবে। তাই আশা করি আপনারা ঘুরে আসবেন।

ছুটি রিসোর্ট

ছুটি রিসোর্টে রয়েছে নৌ ভ্রমণের ব্যবস্থা। বিরল প্রজাতির সংরক্ষিত বৃক্ষের বনে রয়েছে টানানো তাবু। যা দেখতে সত্যিই অসাধারণ। আপনারা যারা কম খরচে রিসোর্ট ঘুরতে চান তারা এই ছুটি রিসার্চে ঘুরে যেতে পারেন। ছনের ঘর রেগুলার কটেজ বার্ক হাউস মাছ ধরার ব্যবস্থাসহ রয়েছে অনেক রকমের মনমুগ্ধকর সব দৃশ্য। এছাড়াও আরো রয়েছে আধুনিক রেস্টুরেন্ট দুটি পিকনিক স্পট গ্রামীণ পিঠা ঘর এবং বাচ্চাদের জন্য কিডস্ জোনসহ সারাদিন পাখির কলরব সন্ধ্যায় শিয়ালের হাত বিরল প্রজাতির বাঁদর জোনাকি পোকার মিছিল ও আতশবাজি। আর ভাড়া পূর্ণিমা হলে তো কোন কথাই নেই। ছুটি রিসোর্ট মানেই অসাধারণ।

নক্ষত্র বাড়ি

গাজীপুরে অবস্থিত বেসরকারি রিসোর্ট গুলোর মধ্যে সৌন্দর্যমন্ডিত হল নক্ষত্র বাড়ি নামক রিসোর্ট। নক্ষত্র বাড়ি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছেও অতি জনপ্রিয় একটি নাম। প্রকৃতিপ্রেমীদের সব সুযোগ সুবিধা সংবলিত ঢাকার খুব কাছে একটি রিসোর্ট বানানোর কথা চিন্তা করে অভিনেতা চৌকির আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি ১৪ বিঘা জমির উপর নক্ষত্র বাড়ি নির্মাণ করেন। ২০১১ সালের ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নক্ষত্র বাড়ির। তাই আপনারা যারা কম খরচের মধ্যে কাছাকাছি কোন রিসোর্ট খুঁজছেন তারা কোন চিন্তা ভাবনা ছাড়াই এ নক্ষত্র বাড়ি থেকে ঘুরে আসতে পারেন।

রাজেন্দ্র ইকো রিসোর্ট

রাজেন্দ্র ইকো রিসোর্ট নামটি খুবই পরিচিত একটি নাম আমাদের কাছে। এটি গাজীপুর চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের বিপরীত দিকের বড় সড়ক থেকে ডানের গলি পথ ধরে সবুজের অরণ্যে হারিয়ে যাবেন আপনি। ভবানীপুর বাজার পেরিয়ে চিকন রাস্তা ধরে আরো কিছুটা দূর। পথের দুধারে ঘন শালবন।

যতদূর চোখ যায় শুধুই গাছ আর গাছ। পুকুর পাড়ের গাছটিতে মাছরাঙ্গা পাখি শিকারের আশায় বসে। পুকুরের তিল ঘেঁষে বকের হাঁটাহাঁটি। সত্যিই যাকে বলা হয় অসাধারণ দৃশ্য। এছাড়াও রয়েছে হরেক রকমের পাখি দেখে যেন মন ভরে যায়। আর তখন মনে হয় হয়তো কোন গহীন জঙ্গলে এসে পড়েছি। সত্যি এ এক গহীন অরণ্য। আপনারা যারা কম খরচে রিসোর্ট খুঁজছেন তারা এ রাজেন্দ্র ইকো রিসোর্ট ঘুরে আসতে পারেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *