রবি বন্ধ সিম অফার ২০২৩

বন্ধুরা কেমন আছেন সবাই? শুধুমাত্র রবি মোবাইল অপারেটর ব্যবহারকারীদের জন্য আজকে আমরা নিয়ে এলাম একটি বিশেষ পোস্ট। যে সকল গ্রাহকরা রবি মোবাইল অপারেটর ব্যবহার করেন এবং তারা বিশেষ কিছু অফারের জন্য তাদের রবি সিম টি কিছুদিনের জন্য বন্ধ রাখেন।

অথবা কোন কারন ছাড়াই রবি সিম টি বেশ কিছুদিনের জন্য বন্ধ রয়েছে সে সকল গ্রাহকদের জন্য আজকের পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। গ্রাহকরা পোষ্টের মাধ্যমে রবি বন্ধ সিম অফার ২০২৩ যাবতীয় তথ্য পেয়ে যাবেন, চলুন বিস্তারিত আলোচনা করা যায়।

কি কি থাকছে আজকের পোষ্টে

আপনি যদি আপনার রবি ব্যবহৃত সিমটি কিছুদিনের জন্য অব্যবহৃত অবস্থায় ফেলে রাখেন। আর এই ফেলে রাখাটা তিন মাস অতিক্রম করে তখন রবি সিমটি রবি বন্ধ সিম অফার এর আওতায় চলে আসে। এই অফারের আওতায় আসে ফলে আপনি যখন পুনরায় এই সিমটি অ্যাক্টিভ করতে চান তখন আপনি বিশেষ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।

এখন এই সুবিধাগুলো অনেকেরই অজানা। অনেকেই কিভাবে এই অফার সমুহ উপভোগ করতে হয় সেটাও জানেনা। আপনি কি সেই অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান ?রবি বন্ধ সিম অফার গুলো কি কি ? আপনার এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পোস্টে কি নিয়ে বিস্তারিত কি কি থাকছে তা নিচে দেওয়া হল:

  • আপনার সিমটি বন্ধ সিমের আওতায় আছে কিনা তা জানার উপায়
  • রবি বন্ধ সিম এর ইন্টারনেট অফার সমুহ
  • রবি বন্ধ সিমের ইন্টারনেট ও মিনিট অফার সমূহ
  • বিভিন্ন ধরনের অফারের কিছু নিয়মাবলী

আপনার সিম টি বন্ধ সিমের আওতায় আছে কিনা তা জানার উপায়

আপনাকে আপনার রবি সিম থেকে বন্ধ রবি সিম এর আওতায় আনতে হলে প্রথমত তিন মাস সিমটি বন্ধ রাখতে হবে। এই শর্ত পূরণের পরে আপনি কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে জানতে পারবেন আপনার সিমটি রবি বন্ধ সিম এর আওতায় এসেছে কিনা। আপনি একেবারে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনি রবি বন্ধ সিমের অফার গুলো পেতে পারবেন কিনা।

  • প্রথমত আপনি রবি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বন্ধ সিমের নাম্বার দিয়ে চেক করে দেখতে পারেন আপনার সিম টি বন্ধ সিমের আওতায় আছে 
  • কিনা এছাড়াও আপনি একদম ফ্রিতে এসএমএস এর মাধ্যমে জানতে পারেন আপনার সিমটি বন্ধ সিমের আওতায় আছে কিনা। এর জন্য আপনাকে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার বন্ধ সিমের নাম্বার টি তুলে 8050 এই নম্বরে এসএমএস করতে হবে।
  • এছাড়াও আপনি সরাসরি ডায়াল এর মাধ্যমে জানতে পারেন আপনার সিম টি বন্ধ সিমের আওতায় আছে কিনা। এর জন্য আপনাকে *8050# এই নম্বরে ডায়াল করে জেনে নিতে হবে।
  • এছাড়াও *999# ডায়াল এর মাধ্যমে আরও সহজভাবে আপনি আপনার রবি সিমের অফার গুলো সম্পর্কে জানতে পারবেন।

রবি বন্ধ সিম এর ইন্টারনেট অফার সমূহ

9 টাকা রিচার্জে 1gb ইন্টারনেট:

শুধুমাত্র রবি দিচ্ছে তাদের বন্ধ সিম এর অফার 9 টাকা 1 জিবি ইন্টারনেট। প্রথমত এই অফারটি পেতে হলে আপনার সিম টি রবি বন্ধ সিমের আওতায় আসতে হবে। এবং পরবর্তীতে এক্টিভ করার পর সরাসরি 9 টাকা রিচার্জ করতে হবে। সরাসরি 9 টাকা রিচার্জ এর মাধ্যমে আপনি 1 জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন যার মেয়াদ 10 দিন।

41 টাকা রিচার্জে 6 জিবি ইন্টারনেট:

বরাবরের মতোই রবি তাদের বিশেষ অফার এর মধ্যে নিয়ে এসেছে রবি বন্ধ সিমের অফার। রয়েছে 140 টাকা সরাসরি রিচার্জের মাধ্যমে 6 জিবি ইন্টারনেট পাওয়ার সুযোগ। আপনি যদি আপনার সিমটি যদি রবি বন্ধ সিম এর আওতায় হয় তাহলে সরাসরি 140 টাকা রিচার্জ করে এই অফারটি উপভোগ করতে পারেন এই অফারের মেয়াদ 7 দিন।

রবি বন্ধ সিম এর বান্ডেল অফার সমূহ:

রবি তাদের গ্রাহকদের ফিরে আসার জন্য বিশেষ বিশেষ কিছু লোভনীয় অফার রেখেছে। এ লোভনীয় অফার এর মধ্যে সবথেকে আকর্ষনীয় অফার গুলো হচ্ছে রবি বান্ডেল অফার অফার গুলোতে একই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন ইন্টারনেট প্যাক ও মিনিট প্যাক এবং সাথে আরো থাকছে এসএমএস প্যাক। এসকল অফার সমুহ গ্রাহকরা অতি সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন।

রবি 119 টাকা বান্ডেল প্যাক:

যদি আপনার রবি সিম টি রবি বন্ধ সিমের আওতায় আসে তাহলে অবশ্যই আপনি এই অফারটি পেতে পারেন। এই অফারটি অত্যন্ত লোভনীয় একটি অফার এই অফার থাকছে 3 জিবি ইন্টার্নেট এর সাথে আরও থাকছে 120 মিনিট এবং 120 টি এসএমএস। এই মিনিট এবং এসএমএস সমূহ আপনি যেকোন লোকাল নাম্বারে ব্যবহার করতে পারবেন।

এই অফার প্যাকগুলি এর মেয়াদ 30 দিন। ইন্টারনেট ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3# এবং মিনিট চেক করতে *222*2# ডায়াল করুন এসএমএস চেক করতে ডায়াল করুন *222*12# আপনি জেনে খুশি হবেন যে এই অফারটি পুনরায় কেনা যাবে।

রবি 48 টাকা অফার:

রবি তার গ্রাহকদের ফিরে আসার জন্য দিচ্ছে 48 টাকার বন্ধ সিম অফার। এই অফারটা একটি স্পেশাল অফার। এই অফারে যদি আপনার সিমটি বন্ধ সিমের আওতায় হয় তাহলে আপনি পেয়ে যাবেন 6 জিবি ইন্টারনেট এর সাথে 48 পয়সা/মিনিট, 48 এসএমএস। এসবকিছুই আপনি পেয়ে যাবেন শুধু মাত্র 48 টাকায় এবং এই অফারটি পেতে আপনাকে সরাসরি 48 টাকা রিচার্জ করতে হবে।

এই অফারের মাধ্যমে আপনি 10 সেকেন্ড পালস কলরেট পেয়ে যাবেন। এসএমএসটি যেকোনো লোকাল লোকাল নাম্বারে ব্যবহার করতে পারবেন। এই অফারটির প্রত্যেকটি প্যাকের মেয়াদ 30 দিন। ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3# এসএমএস চেক করতে ডায়াল করুন *222*12#। এই অফারটি শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন।

রবি 47 পয়সা মিনিট অফার:

রবি বন্ধ সিম অফার এর এটি একটি ব্যতিক্রমধর্মী অফার। অফারটি শুধুমাত্র 47 পয়সা/মিনিট। অফারটি নিতে আপনাকে প্রথমত সিওর হতে হবে যে আপনার সিমটি রবি বন্ধ সিমের আওতায় আছে কিনা এবং পরবর্তীতে আপনাকে সরাসরি 47 টাকা রিচার্জ করতে হবে। এই অফারটির মেয়াদ 30 দিন এই অফারটি আপনি নিতে পারবে শুধুমাত্র একবার।

3gb ইন্টারনেট 48 টাকা:

এয়ারটেল তারপর অন্ধ সিম অফার এ নিয়ে এসেছে 3 জিপি ইন্টারনেট অফার। 3 জিবি ইন্টারনেট অফার আপনি সরাসরি রিচার্জের মাধ্যমে পেতে পারেন। এর জন্য আপনাকে সরাসরি 48 টাকা রিচার্জ করতে হবে। এছাড়াও 3 জিবি ইন্টারনেট অফার এর সাথে আপনি আরো 57 মিনিট অফার। অফার গুলোর প্রত্যেকটি প্যাক এর মেয়াদ 7 দিন।

119 টাকায় 4 জিবি:

এয়ারটেল বন্ধ সিম অফার 2021 119 টাকায় 4 জিবি অফার একটি আকর্ষণীয় অফার। পেতে গ্রাহককে সরাসরি 119 টাকা রিচার্জ করতে হবে। 4 জিবি ইন্টারনেট এর সাথে গ্রাহক আরও পাবে 120 মিনিট। প্রত্যেকটি প্যাক এর মেয়াদ 30 দিন। অফারটি পেতে হলে আপনার সিমটি কে অবশ্যই এয়ারটেল বন্ধ সিম অফার এর হতে হবে।

রবি বন্ধ সিম স্পেশাল অফার:

রবি সকল বন্ধ সিমের জন্য স্পেশাল একটি অফার নিয়ে এসেছে। এই অফারটি সত্যিই একটি স্পেশাল অফার কারণ এই অফারটি আপনাকে 6 জিবি ইন্টারনেট 6 মাস ব্যাপী দিচ্ছে। এটি একটি ব্যতিক্রমধর্মী অফার। সচরাচর এমন অফার অন্য অপারেটরে হয়তো আপনি পাবেন না। চলুন রবি 6 জিবি 6 মাস এই অফারটি নিয়ে বিস্তারিত আলোচনা করি করি।

বন্ধ সিম ব্যবহারকারীরা এই অফারটি পেতে পারবেন। ব্যবহারকারীরা প্রতি মাসে 1 জিবি করে 6 জিবি ইন্টারনেট পাবেন। 1 জিবি ইন্টারনেট এর জন্য আপনার খরচ হবে শুধু মাত্র 6 টাকা। 1 জিবি ইন্টারনেট অফার কিনতে হলে আপনাকে সরাসরি ডায়াল করতে হবে *8666*060# তার পূর্বে অবশ্যই আপনার মোবাইল ব্যালেন্সে 6 টাকা রাখতে হবে।

এই 1 জিবি ইন্টার্নেট শুধু মাত্র 6 টাকা মেয়াদ 30 দিন পর্যন্ত থাকবে। পুনরায় কিনতে হলে আপনাকে 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আগের ব্যক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই আপনি নতুন প্যাক কিনতে পারবেন। এই 1 জীবে 6 টাকায় ইন্টারনেট প্যাক টি আপনি দুপুর 12 টা হতে রাত 12 টাপর্যন্ত ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যালেন্স চেক করতে আপনাকে*8444*88# ডায়াল করতে হবে।

 বিভিন্ন ধরনের অফার গুলোর কিছু নিয়মাবলী

এই অফার সমূহ আপনি রবি অ্যাপ ব্যবহার করে সেই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। রবি যেকোনো সময় ইচ্ছে করলেই অফার সমূহ পরিবর্তন করতে পারে। আপনার বন্ধ সিম টির জন্য এই অফার গুলো প্রযোজ্য কিনা সেটি জানতে আপনি অবশ্যই এসএমএস অথবা সরাসরি ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে জেনে নিতে পারবেন। পরবর্তী যে কোনো ঘোষণা আসা না পর্যন্ত এই প্রত্যেকটি অফার গুলো চলতে থাকবে।

শেষ কথা:

বর্তমানে দেশে রবি একটি অনেক বড় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটর হিসেবে রবি তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দিনদিন। রবি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আর এই রবির বিভিন্ন গ্রাহক সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা আপনাদের সবসময় দেয়ার চেষ্টা করে থাকি।

আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা পুনরায় বিভিন্ন নতুন তথ্য সমূহ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আমাদের এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি কোন সমস্যার সম্মুখীন হওয়া তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *