কম খরচে ঘুরার জায়গা

ষড়ঋতুর পরিক্রমায় গ্রীষ্মকাল অনেক ক্ষেত্রে ভ্রমণের জন্য উপযুক্ত হয়ে দাঁড়ায়। ঘুরতে কে না পছন্দ করে। কাজকর্ম এবং বিভিন্ন ব্যস্ততার মাঝে যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন যেন নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মাঝে। তাই আমাদের সবারই এরকম একটি দিন বেশ ভালোই কাটে যখন আমরা অনেক ব্যস্ততার মাঝেও সময় করে ঘুরতে বের হই। তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না।

তাদের জন্যই আমরা আজকে নিয়ে এসেছি আমাদের আজকের এই আর্টিকেল। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কম খরচে ঘোরা যায় সে সম্পর্কে। দেশের ভেতরেই যদি এমন কিছু হনমুগ্ধকর জায়গা থাকে যেখানে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে মনোমুগ্ধকর দৃশ্য গুলোর দিকে তাকিয়ে থাকি বহুক্ষণ ধরে।

তাও যদি সেটি কম খরচের মধ্যে হয় তাহলে তো কতই না ভালো হবে। চলুন বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে আমাদের দেশের কিছু ভ্রমণের জায়গার কথা উল্লেখ করব যেখানে আপনারা কম খরচের মধ্যেই ঘুরে আসতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে।

সিলেটের পান্তুমাই

বাংলাদেশের গ্রামগুলোর সৌন্দর্যের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সবার উপরে থাকবে সিলেটের পান্থমাই। জাফলং ইউনিয়নের সীমানায় গ্রামটি গাছের সবুজ মেঘের ধূসর এবং জলপ্রপাতের চঞ্চলতার মেলবন্ধনে যেন এক অপরূপ নির্যস।

খুব জোরে বাতাস বয়ে গেলে অপার্থিব গঙ্গানি গ্রামের শেষে গুহার উপস্থিতির জানান দিয়ে যায়। আপনারা চাইলে খুব সহজেই সিলেটের পান্থুমাই ঘুরে আসতে পারেন পুরো পরিবার সহ। কম খরচে ভ্রমণের জন্য ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের ৩২০ টাকার সমান চেয়ার বুকিং কারও যেতে পারে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল

আপনারা যারা কম খরচের মধ্যে ভালো জায়গায় ঘুরতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো একটি জায়গা হল মৌলভীবাজারে শ্রীমঙ্গল। একটি কুড়ি দুইটি পাতার দেশে মন ভোলানো রূপের আঁধার শ্রীমঙ্গল। পাতা আর কুড়ির এই দেশ পাহাড় আর চা বাগানে ঘেরা আর সব সময়ই ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শ স্থান।

চা বাগানের এই উপজেলা কিছু হাইল হাওর ছাড়া পুরাটাই চা বাগানের দখলে। তাই যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ। মাইলের পর মাইল চা বাগান ছাড়াও এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নির্ময় শিববাড়ি ও লাউয়া ছাড়া জাতীয় উদ্যান। ঢাকা থেকে শ্রীমঙ্গলগামী ট্রেনের শোভন চেয়ারের ভাড়া পড়বে ৩২০ টাকা।

সিলেটের জাফলং

সিলেটের জাফলং হল অন্যরকম এক ভালবাসার স্থান।খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে আইন নদী ঘেরা জাফলং যেন প্রকৃতির এক স্বপ্নীল খেয়াল। আনমনে কোন শিল্পী যেন তার নিপুন হাতে এঁকে দিয়েছেন পাহাড়ের খোঁজে খাসিয়া পল্লী পানির নিচের পাথর, আর পানির বরজ।

কাছেই সংগ্রামপুঞ্জের রাস্তা ধরে এগুলো দেখা মিলবে দেশের প্রথম সমতল চা বাগান। ট্রেনে চড়ে ঢাকা থেকে সিলেট নামার পর শিবগঞ্জ থেকে ৮০ টাকায় জাফলং এর বাস পাওয়া যাবে। আপনারা চাইলে কম খরচের মধ্যেই আপনার পুরো পরিবারকে নিয়ে ঘুরে আসুন জাফলং।

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর

বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কেয়ারের আশ্রয়স্থল এই জায়গাটির অবস্থান ধোলাই নদের উৎস মুখে। সাদা পাথর ছাড়াও এখানে দেখা যায় রোপওয়ে উদমাশরা ও তরুণ ছড়া।

ঢাকার কমলাপুর থেকে ট্রেনের সিলেট রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে সিএনজি নিয়ে চলে যেতে হবে আম্মুর খানা মজুমদার পয়েন্টে। সিএনজি ভাড়া নিতে পারে প্রায় ৫০ টাকা।

বগুড়ার মহাস্থানগড়

প্রায় চার হাজার বছরের এই পুরনো স্থাপনাটি অবস্থান বগুড়ার শিবগঞ্জে। এখানে ঘুরতে যেয়ে চোখে পড়বে বৈরাগীর ভিটা কালিদহ সাগর। আরো রয়েছে সব ভ্রমণের জন্য অনেক রকমের জায়গা। এছাড়াও আপনারা বগুড়ার মহাস্থানগড়ে গেলে দেখতে পাবেন গোবিন্দ ভিটা মাথুরা লক্ষিন্দরের মেদ মান কালীর দেব বেহুলার বাসর ঘর সহ আরো অনেক রকমের প্রাচীন চরিত্রগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠেছে।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *