ল্যাপটপ এর দাম 2024 বাংলাদেশ

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভাল আছেন। আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকের এই লেখায় আমরা কথা বলব বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের দাম নিয়ে। আপনারা অনেকেই ২০২৩ সালের ল্যাপটপ এর দাম সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন।

আপনাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। আজকের এই আর্টিকেলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ এর দাম সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আপনারা যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা এই পোস্টটি পড়ে উপকৃত হবেন। চলো চলুন কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাই।

আপনি যদি একটি নতুন ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনার চাহিদার বিষয়গুলো কি কি, আপনার ল্যাপটপে আপনি কি কি স্পেসিফিকেশন চান এবং সার্বিকভাবে আপনার বাজেট কেমন, এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আপনাকে সঠিক ল্যাপটপটি নির্বাচন করতে হবে। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যায়। মডেল এবং স্পেসিফিকেশন অনুযায়ী ল্যাপটপের দাম নির্ধারণ করা হয়। চলুন পরিচিত কয়েকটি ব্যান্ডের ল্যাপটপের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেই।

এইচপি ল্যাপটপের দাম ২০২৩

বাজারের অন্যতম একটি ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান হল এইচপি কোম্পানি। গুণমান এবং স্থায়িত্বের কথা বিবেচনা করলে এটি বাজারের অন্যতম সেরা একটি ল্যাপটপ। এই কোম্পানিটি প্রায় বিশ্বের সকল দেশে ল্যাপটপ সরবরাহ করে থাকে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। একদম স্বল্প মূল্য থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এইচপি কোম্পানির ল্যাপটপ গুলো। চলুন কয়েকটি উল্লেখযোগ্য hp ল্যাপটপের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেই।

HP 15s-du1115TU Celeron N4020 Win10 15.6″ HD Laptop মডেলের ল্যাপটপের দাম ৩৩২০০ টাকা।
HP 15s-du1086TU Intel Celeron N4020 15.6 inch FHD Laptop with Win 10 এর বর্তমান বাজার মূল্য ৩৩ হাজার ৫০০ টাকা।
HP 15s-du1088TU Intel Pentium N5030 15.6 inch FHD Laptop with Win 10 এর বর্তমান বাজার মূল্য ৩৭ হাজার ২০০ টাকা।
HP 15s-du1117TU Pentium Silver N5030 15.6″ HD Laptop এর বর্তমান বাজার মূল্য 37800 টাকা।
HP 15s-du3786TU Core i3 11th Gen | 15.6″ FHD Laptop এর বর্তমান বাজার মূল্য ৫০,৫০০ টাকা।

আপনারা যারা এইচপির ল্যাপটপ ক্রয় করতে চান তারা নিকটস্থ এইচপি শোরুমে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে এইচপি ল্যাপটপের ডিলারশিপ নেওয়া শোরুম রয়েছে। আপনারা এই সকল ডিলারদের কাছ থেকেও এইচপি ল্যাপটপ ক্রয় করতে পারেন। এক্ষেত্রে দাম কিছুটা কম পড়বে। পাশাপাশি আপনারা চাইলে অনলাইন থেকেও আপনার পছন্দের এইচপি ল্যাপটপটি অর্ডার করতে পারেন।

ওয়ালটন ল্যাপটপ এর দাম ২০২৩

আমরা কমবেশি সবাই ওয়ালটন ব্র্যান্ডের কথা জানি। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে ওয়ালটন প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। walton আমাদের দেশীয় ব্র্যান্ড যার কারণে ওয়ালটনের পণ্য কেনার ব্যাপারে আমাদের আরো বেশি উৎসাহিত হওয়া উচিত।

আপনারা যদি কেউ ওয়ালটন ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তবে এই আর্টিকেলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান বাজারে ওয়ালটন স্বল্প মূল্য থেকে শুরু করে উচ্চ বাজেটের ল্যাপটপ উৎপাদন করে থাকে। চলুন ওয়ালটনের কয়েকটি উল্লেখযোগ্য ল্যাপটপের মডেল এবং দাম সম্পর্কে জেনে নেই।

Walton PRELUDE N41 মডেলের ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ২৯ হাজার ৯৯০ টাকা।
Walton PASSION BX7800 মডেলের ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ৫৯৯৫০ টাকা।
Walton TAMARIND ZX7 Series মডেলের ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ৩৬ হাজার ৫৫০ টাকা
Walton KARONDA GX510H মডেলের ল্যাপটপের দাম ৭৯ হাজার ৯৯০ টাকা।
Walton WAXJAMBU GL710H মডেল দিয়ে ল্যাপটপের দাম এক লক্ষ ৭৯ হাজার ৯৯০ টাকা। এটি ওয়ালটনের তৈরি করা সর্বোচ্চ দামের ল্যাপটপ।

সুতরাং দেখতেই পাচ্ছেন যে দেশীয় ব্যান্ড হওয়ার সত্বেও ওয়ালটন ব্র্যান্ড বিশ্বমানের ল্যাপটপ তৈরিতে মোটেও পিছিয়ে নেই। কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ তৈরিতে এই কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আপনারা যারা দেশকে ভালবাসেন, দেশীয় পণ্যকে ভালোবাসেন, তারা ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ কিনে দেশ ও জাতির অর্থনীতিতে সামগ্রিকভাবে অবদান রাখতে

পারেন। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলাতে ওয়ালটনের শোরুম রয়েছে। আপনারা যারা ওয়ালটন ল্যাপটপ কিনতে ইচ্ছুক তারা নিকটস্থ ওয়ালটনের শোরুমে খোঁজ নিতে পারেন অথবা ওয়ালটনের বিভিন্ন ডিলার এর কাছ থেকে কিছুটা কম মূল্যে walton ল্যাপটপ ক্রয় করতে পারেন।

Lenovo ল্যাপটপ এর দাম ২০২৩

বাজারের আরো একটি উল্লেখযোগ্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হলো লেনোভো। lenovo অনেক আগে থেকেই বিশ্বমানের ল্যাপটপ উৎপাদন করে আসছে এবং পুরো বিশ্বে ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এই কোম্পানিটির বিশেষ সুখ্যাতি রয়েছে। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদেরকে লেনোভো ল্যাপটপের দাম সম্পর্কেও জানিয়ে দেব। চলুন তাহলে বর্তমান বাজারে লেনোভো ল্যাপটপের দাম কেমন সে সম্পর্কে এক নজর দেখে আসি

ThinkPad X Series- X380 Yoga মডেলের ল্যাপটপের দাম এক ১ লাখ ৫ হাজার ৯৩০ টাকা।
ThinkPad EDGE Series – E570 মডেলের লেনোভো ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ৭৬ হাজার ৫০০ টাকা।
ThinkPad T Series – T 480s মডেলের লেনোভো ল্যাপটপটির দাম ২ লাখ ৭ হাজার টাকা।
ThinkPad Yoga 370 মডেলের লেনোভো ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ৪০ হাজার টাকা।
ThinkPad P Series – P 15v মডেলের lenovo ল্যাপটপের দাম ১৬৫৮৫০ টাকা।

ASUS ল্যাপটপের দাম ২০২৩

সবশেষে আমরা যে ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলব সেটি হল আসুস। আপনারা যারা একটি ভাল স্পেসিফিকেশনের আসুস ল্যাপটপ ক্রয় করতে আগ্রহী তাদেরকে আমরা বর্তমান বাজারে আসুস ল্যাপটপের বিক্রয় মূল্য সম্পর্কে জানিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, আসুস ল্যাপটপ এর দাম জানার জন্য আমাদের এই আর্টিকেলটি পড়তে থাকুন।

বিশ্বের বিভিন্ন দেশে আসুস কোম্পানি গৌরবের সাথে প্রতিবছর অত্যাধুনিক ল্যাপটপ সরবরাহ করে যাচ্ছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বর্তমান তরুণ প্রজন্মের কাছে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ব্যাপক জনপ্রিয়। আপনাদের সুবিধার্থে আমরা নিচে কয়েকটি উল্লেখযোগ্য আসুস ল্যাপটপের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানিয়ে দিচ্ছি

Asus Vivobook X515MA Celeron N4020 15.6″ FHD Laptop এর বর্তমান বাজার মূল্য ৪০ হাজার ৫০০ টাকা।

Asus Vivobook Go 14 E410MA Celeron N4020 14″ FHD Laptop এর বর্তমান বাজার মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।

Asus VivoBook 15 ESIOMA Intel Celeron N4020 15.6” FHD Laptop এর বর্তমান বাজার মূল্য ৪৩ হাজার ৮০০ টাকা।

ASUS VivoBook 15 X515JA Core i3 10th Gen 15.6″ FHD Laptop এর বর্তমান বাজার মূল্য ৪৮,০০০ হাজার টাকা।

Asus VivoBook 15 XS15FA Core i3 10th Gen 15.6″ FHD Laptop এর বর্তমান বাজার মূল্য ৪৮,৫০০ টাকা।
আসুস ব্র্যান্ডের শোরুম বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগীয় শহরেই রয়েছে। আপনার বাজেট এবং স্পেসিফিকেশন অনুযায়ী আসুস ব্র্যান্ডের সঠিক ল্যাপটপটি নির্বাচন করার জন্য আজই আপনার নিকটস্থ শোরুমে যান। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ই-কমার্স শপ থেকেও আপনার পছন্দের আশুশ ল্যাপটপটি অর্ডার করতে পারেন। এক্ষেত্রে দাম কিছুটা কমও পড়তে পারে।

তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। আশা করি এখানে উল্লেখ করা প্রতিটি ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে আপনি একটি ধারণা পেয়েছেন। পাশাপাশি এই ব্র্যান্ডগুলোর বিভিন্ন মানের ল্যাপটপের দাম সম্পর্কেও একটি ভালো ধারণা পেয়েছেন। আশা করছি ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমাদের এই তথ্যগুলো আপনাদেরকে যথাযথভাবে সাহায্য করবে।

শুধু একটা বিষয় মনে রাখবেন, বাজারের বিভিন্ন নিয়ামক এর উপরে ভিত্তি করে প্রতিনিয়ত ল্যাপটপ এর দাম পরিবর্তন হয়। এ কারণে ল্যাপটপ কেনার আগে বাজারের সর্বশেষ প্রাইস আপডেট সম্পর্কে জেনে যাবেন। তাহলে আপনাকে বাজেট সংক্রান্ত কোন ঝামেলায় পড়তে হবে না। পাশাপাশি সেলার আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার কোন সুযোগও পাবেনা। আশা করি বুঝতে পেরেছেন।

Updated: January 14, 2024 — 11:27 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *