এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও কোড ২০২৩

ইমারজেন্সি ব্যালেন্স অনেক প্রয়োজনীয় একটি ব্যালেন্স। আমাদের ওয়েবসাইটে যেসকল পাঠকগণ আসেন তাদের চাহিদার ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট নিয়ে আসার চেষ্টা করি আজকের আলোচ্য বিষয়টি হলো এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও কোড। আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স সম্পর্কে জানতে চেয়ে ছিলেন তাই আজকে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে আসলাম। বাংলাদেশ মোবাইল অপারেটরগুলোর মধ্যে এয়ারটেল অন্যতম।

এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও এয়ারটেল তাদের ইন্টারনেট সেবার মান গ্রামীণ অঞ্চলের থেকে শহরে ভালো রেখেছে তার পরেও প্রতিনিয়ত এই এয়ারটেলের ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। এয়ারটেল বর্তমানে 4g ইন্টার্নেট এর মাধ্যমে তার গ্রাহকদের সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে আমরা এয়ারটেল এ ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ইমারজেন্সি ব্যালেন্স মূলত তখনই নেয়া হয় যখন একজন ব্যক্তির মূল ব্যালেন্সে টাকার পরিমান খুব কমে যায় অথবা একেবারে শূন্য হয়ে যায়। তো চলুন প্রথমে আমরা এয়ারটেল এ ইমারজেন্সি ব্যালেন্স কী তা জেনে নেই।

এয়ারটেল গ্রাহকগণ যখন তাদের মোবাইল ব্যালেন্স টাকার পরিমান 0 দেখে অথবা টাকার পরিমাণ কম দেখে তখন তারা ইচ্ছে করলেই একটি প্রক্রিয়ার মাধ্যমে এয়ারটেল মোবাইল কোম্পানি হতে লোন নিতে পারে। এই লোনের পরিমাণ নির্দিষ্ট থাকে। ব্যবহারকারীর ব্যবহারের ওপর ভিত্তি করে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। আপনি আপনার যে সিমটি হতে ইমারজেন্সি ব্যালেন্স নিবেন সেই সিম টি হতে যদি আপনি প্রতিনিয়ত অনেক বেশি বেশি খরচ করেন তাহলে আপনাকে এয়ারটেল অনেক বেশি ইমারজেন্সি ব্যালেন্স দিবে।

যে সকল গ্রাহকগণ একটু কম খরচ করেন তাদের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স কম হবে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে এয়ারটেল সর্বনিম্ন 12 টাকা ও সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। এই ইমারজেন্সি ব্যালেন্স আমাদের প্রয়োজনের সময় হয়ে ওঠে মহামূল্যবান ব্যালেন্স।

সচরাচর বিপদে পড়লেই আমরা এই ইমারজেন্সি ব্যালেন্স সংগ্রহ করি যাতে করে আমরা বিপদ থেকে বের হয়ে এসে পরবর্তীতে সেটি শোধ করে দিতে পারি। এই ইমারজেন্সি ব্যালেন্স অবশ্যই পরিশোধযোগ্য যেটি কিনা আপনার পরবর্তী রিচার্জের মাধ্যমে কেটে নেওয়া হবে। আপনার পরবর্তী রিচার্জের যদি সমপরিমাণ টাকা নাও কেটে নেওয়া হয় তাহলে পুনরায় পরবর্তী রিচার্জের মাধ্যমে আস্তে আস্তে কেটে নেওয়া হবে।

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড সমূহ

  • আপনি আপনার এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *141# অথবা *8#
  • আপনার এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778# অথবা *1#
  • ইমারজেন্সি ইন্টারনেট ডাটা নিতে হলে *875# ডায়াল করতে হবে
  • ইমারজেন্সি ইন্টারনেট ডাটা চেক করতে হলে *8444*88# অথবা *3# ডায়াল করতে হবে।

উপরে উল্লেখিত কোডসমূহ ব্যবহার করে আপনি উপভোগ করতে পারে এয়ারটেলের ইমার্জেন্সি ব্যালেন্স সার্ভিস। আপনি কোডগুলো আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল করলে আপনি কি পরিমান ইমারজেন্সি ব্যালেন্স পাবেন তা সেখানে উল্লেখ করে দেওয়া হবে। আমরা বরাবর চেষ্টা করেছি আপনাদের সামনে সকল তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরার। আপনারা তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে তারপর এপ্লাই করুন।

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর বিস্তারিত

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর বিস্তারিত বলতে ইমারজেন্সি ব্যালেন্স কতটুকু পাওয়া যাবে সেটারই বিস্তারিত। আপনারা অনেকেই অবগত আছেন আবার অনেকে জানেন না যে এয়ারটেল সর্বনিম্ন 12 টাকা হতে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। আবার এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স হিসেবে মিনিট বান্ডেল ও দিয়ে থাকে।

এছাড়াও এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ইন্টারনেট ডাটা প্যাক দিয়ে থাকে। আমাদের উদ্দেশ্য হলো এই যে আপনাদের সামনে সবকিছু খুব ভালোভাবে বিস্তারিতভাবে তুলে ধরা যাতে করে আপনাদের বুঝতে অনেক সহজ হয়। সেই প্রচেষ্টার আলোকে এখন আমরা আলোচনা করব এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত।

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর লোন নেওয়ার পরিমাণ ও তার সঙ্গে অন্যান্য চার্জ সমূহ

  • আপনি যদি এয়ারটেল সিমে 12 টাকা লোন নেন তাহলে আপনার কাছে থেকে সার্ভিস ফি বাবদ 2.67 টাকা কেটে নিবে। এতে আপনার সর্বমোট খরচ পড়বে 14.67 টাকা।
  • এয়ারটেল সিম থেকে যে সকল গ্রাহকগণ 15 টাকা লোন পাবেন তাদের কাছ হতে সার্ভিস ফি বাবদ 2.67 টাকা কেটে নিবে। এতে আপনার সর্বমোট খরচ পড়বে 17.67 টাকা।
  • যে সকল গ্রাহকগণ 22 টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন তাদের কাছে হতে সার্ভিস ফি বাবদ 2.67 টাকা কেটে নিবে। এতে আপনার সর্বমোট খরচ পড়বে 24.67 টাকা।
  • আপনি যদি এয়ারটেল সিম  হতে 25 টাকা ইমারজেন্সি ব্যালেন্স পান তাহলে আপনাকে পরবর্তীতে সার্ভিস ফি বাবদ 2.67 টাকা দিতে হবে। এতে আপনার সর্বমোট খরচ পড়বে 27.67 টাকা।
  • যে সকল গ্রাহকগণ 32 টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন তাদের কাছ থেকে 2.67 টাকা সার্ভিস ফী কেটে নেওয়া হবে। এতে করে সে গ্রাহকের সর্বমোট 34.67 এত টাকা খরচ হবে।
  • যে সকল গ্রাহকগণ এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স 50 টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন তাদের সর্বমোট খরচ হবে 52.67 টাকা এই খরচটির ভেতর 2.67 টাকা আপনাকে সার্ভিস ফি দিতে হবে
  • এখন আমরা যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল এয়ারটেল এর সর্বোচ্চ ইমারজেন্সি ব্যালেন্স সর্বোচ্চ ইমারজেন্সি ব্যালেন্স 100 টাকা যে সকল গ্রাহকগণ পাবেন তাদের সর্বমোট 102.67 টাকা খরচ হবে এ খরচ এর ভেতরে সার্ভিস হিসেবে 2.67 টাকা ধরা হয়েছে

শুধুমাত্র ইমারজেন্সি ব্যালেন্স হিসেবে টাকা গুরুত্বপূর্ণ নাও হতে পারে ইন্টারনেট ডাটা প্যাক ইমারজেন্সি ব্যালেন্স হিসেবে গুরুত্বপূর্ণ হতে পারে সেই কথা মাথায় রেখেই এয়ারটেল নিয়ে এসেছে এয়ারটেল ইমারজেন্সি ইন্টারনেট ডাটা প্যাক। এতে করে এয়ারটেলে গ্রাহকগণ ইচ্ছে করলেই এয়ারটেল ইন্টারনেট ডাটা প্যাক নিতে পারে তাও আবার একেবারে ধারে। এখন আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।

  • 70 এমবি ইমারজেন্সি লোন

আপনি যদি এয়ারটেল গ্রাহক হোন এবং ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে আপনার মোবাইল এ 70 এমবি ইন্টারনেট প্যাক নিতে চান তাহলে আপনাকে সর্ব মোট 14.67 টাকা খরচ করতে হবে। ইন্টারনেট প্যাক মেয়াদ থাকবে তিন দিন।

  • 300 এমবি ইমারজেন্সি লোন

যে সকল গ্রাহকগণ হঠাৎ মোবাইলে ইন্টারনেট ফুরিয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েন তাদের জন্যও এয়ারটেল নিয়ে এলো 300 এমবি ইমারজেন্সি ইন্টারনেট এই প্যাকটি। আপনার খরচ হবে 25 টাকা এবং ইন্টারনেট প্যাকেজ মেয়াদ 3 দিন।

  • 1 জিবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক

ইমারজেন্সি লোন হিসাবে এয়ারটেল গ্রাহকগণ যদি 1 জিবি ইন্টারনেট প্যাক পেতে চান তাহলে তার জন্য তাকে 37 টাকা খরচ করতে হবে যার মেয়াদ 3 দিন।

  • 1.5 জিবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক

1.5 জিবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক পেতে হলে এয়ারটেল গ্রাহকে 50 টাকা খরচ করতে হবে। এটির মেয়াদ 3 দিন।

  • 2.5 জিবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক

ইমারজেন্সি ইন্টারনেট প্যাক 2.5 জিবি। এই প্যাকটি নিতে গ্রাহককে সর্ব মোট 104 টাকা খরচ করতে হবে এবং এই প্যাকটির মেয়াদ থাকবে 7 দিন।

আমরা এয়ারটেল ইমারজেন্সি ইন্টারনেট প্যাক এর যাবতীয় তথ্য উপরে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি পাঠকগণের চাহিদা অনুযায়ী সঠিক তথ্য তাদের সামনে তুলে ধরার আপনারা নিশ্চিন্তে আমাদের এই তথ্যগুলো ব্যবহার করতে পারেন। একটি কথা উল্লেখ্য যে এয়ারটেল ইন্টারনেট এয়ারটেল ইমারজেন্সি ইন্টারনেট প্যাক গুলি টাকা পরবর্তী রিচার্জের মাধ্যমে কেটে নেওয়া হবে।

আপনি প্রকৃত অর্থ পরিশোধ না করা পর্যন্ত পুনরায় আর কোন ধরনের ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন না। তাই অবশ্যই আপনার ইমারজেন্সি ব্যালেন্স এর তথ্য গুলো ভালোভাবে জানুন এবং কী পরিমান ইমারজেন্সি ব্যালেন্স পাবেন সেটি জেনে ইমারজেন্সি ব্যালেন্স নিন, এবং পরবর্তী রিচার্জের মাধ্যমে পরিশোধ করুন।

যেকোনো ধরনের সমস্যার জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

1 Comment

Add a Comment
  1. মোঃ সুমন খান

    আমি শুধু গেমস খেলে নগত নাম্বার এ টাকা আয় করতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *