আকিজ ইলেকট্রিক বাইক দাম 2024

আকিজ মোটর’স বাংলাদেশের বাজারে সুনামির সাথে বেশ দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসছে। এই কোম্পানির স্লোগান হলো ট্রাস্ট এবং মিউচুয়াল বেনিফিট। অর্থাৎ গ্রাহকের সন্তুষ্টি তাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের এই মোটর কোম্পানি একটি ওয়ান স্টপ অটোমোবাইল সলিউশন বানিয়েছে।

বিশ্বের বড় বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আকিজ ব্যবসায়িকভাবে যুক্ত আছে। এই কোম্পানির সার্ভিস সেন্টার অত্যন্ত আধুনিক এবং ডিজিটালাইজড। এছাড়াও এতে উন্নত প্রযুক্তির মেরামত এবং রক্ষণাবেক্ষণ করার সরঞ্জাম ইন্সটল করা আছে। প্রায় ১২ বছর আগে এই কোম্পানি আকিজ ইলেকট্রিক বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসে।

এই কোম্পানির ইলেকট্রিক বাইকের অটোমোবাইল সলিউশন এখন পর্যন্ত যথেষ্ট গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে কোম্পানিটি অটোমোবাইল এসেম্বলি এবং ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করবে বলে প্রস্তুতি নিচ্ছে। এটি একটি উদ্ভাবনী কোম্পানি হিসেবে বাংলাদেশের বাজারে নিজেদের পরিচয় তৈরি করেছে।

তাদের পণ্য এবং পরিষেবার মান আরো একটু উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। আকিজ কোম্পানি জবাবদিহিতা, সততা এবং গুণমান এগুলো ঠিক রেখে, পরিষেবা এবং গ্রাহক অগ্রাধিকারের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ হয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। নিচে আমি কয়েকটি আকিজ ইলেকট্রিক বাইকের দাম সম্পর্কে উল্লেখ করেছি।

আকিজ দুর্দান্ত

আকিজ দুর্দান্ত একটি অসাধারণ ডিজাইনের ইলেকট্রিক মোটরসাইকেল যা দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মত। এটিকে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে 2500 ওয়াট পাওয়ারের মোটর। বাইকটিতে আপনি সর্বোচ্চ স্পিড তুলতে পারবেন ৭০ কিলোমিটার পার আওয়ার। ফুল চার্জ দিলে এই বাইকটি ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই বাইকটির সামনে এবং পেছনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকটির ব্যাটারির ধরন হলো মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি।

ব্যাটারির পাওয়ার রয়েছে ৭২ ভি ২০ এএইচ। বাইকটিতে আপনার সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা এবং এটি চলবে এসি ১১০/২২০ ভোল্টে। বাইকটির ওজন ১০৫ কেজি। এতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে টিউবলেস এফ ২.৭৫-১৮; আর১২০/৭০-১২। এছাড়া থাকছে ব্যাটারি, কন্ট্রোলার এবং মোটরের জন্য ছয় মাসের ওয়ারেন্টি।

আকিজ দুর্জয়

একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার হল আকিজ দুর্জয়। এটি স্কুটার ধরনের মোটরসাইকেল যেটি ইলেকট্রিক ক্যাটাগরিতে পড়ে। এটিতে ব্যবহার করা হয়েছে মটর হিসেবে এক হাজার থেকে বারোশো ওয়াট পাওয়ারের মোটর। এই বাইকটিতে ফ্রন্ট ব্রেক হিসেবে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক,‌ রিয়ার ব্রেক হিসেবে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক। এই বাইকটিতে আপনি মাইলেজ পাবেন সর্বোচ্চ স্পিডে ৫০ কিলোমিটার পার আওয়ার। সম্পূর্ণ চার্জ দিলে বাইকটি ৬০ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

এটির ব্যাটারির ধরন মেন্টেনেন্স ফ্রি ব্যাটারি। ব্যাটারির ক্ষমতা ৬০ভি ২০ এএইচ। বাইকটিতে সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা। এই বাইকটিতে ইনপুট ভোল্টেজ থাকছে এসি ১১০-২২০ ভোল্ট/৫০ হার্টজ। এই বাইকটির টায়ারের ধরন হচ্ছে ৩.০-১০, ৮০/৮০-১২ টিউবলেস। এই স্কুটারটির ওজন ৯৫ কেজি। এই স্কুটারটির বাংলাদেশের বাজারে বর্তমান মূল্য ৮৫ হাজার টাকা। এছাড়াও এই বাইকটিতে মোটর, ব্যাটারি এবং কন্ট্রোলারের জন্য রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি।

আকিজ পংখিরাজআকিজ পঙ্খিরাজ বাংলাদেশের বাজারে আকিজ কোম্পানির একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটির মনোমুগ্ধকর ডিজাইন আপনাকে আকর্ষিত করবেই। এই কথাটিতে ব্যবহার করা হয়েছে 800 ওয়াট মোটরের একটি ইঞ্জিন। সর্বোচ্চ গতি তুলতে পারবে ৫০ কিলোমিটার পার আওয়ার। ফুল চার্জে এই স্কুটারটি যেতে পারবে ষাট থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত।

এই বাইকটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। চার্জ চার্জ দিতে সময় লাগবে ৭-৮ ঘন্টা। স্কুটারটির ওজন মাত্র ৯২ কেজি। ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার এর জন্য ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে। বর্তমান বাজার মূল্য এই স্কুটারটির ৮০ হাজার টাকা।

তাহলে আপনারা আজকের আর্টিকেলটি থেকে জেনে নিতে পারবেন বর্তমানে বাংলাদেশের বাজারে আকিজ ইলেকট্রিক বাইক কত দামে পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে এই আর্টিকেলটিকে জানানোর চেষ্টা করেছি আকিজ কোম্পানির ভালো ভালো কয়েকটি বাইক এবং স্কুটার সম্পর্কে। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Updated: January 15, 2024 — 9:39 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *