বাংলাদেশ টিভিএস রাইডার 125 দাম 

বাংলাদেশের বর্তমানে যে সকল ব্র্যান্ডের মোটরসাইকেল প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হলো টিভিএস। বাংলাদেশের বাজারে বহু বছর ধরে টিভিএস কোম্পানি বিশ্বস্ততার সাথে খুব ভালো মানের মোটরসাইকেল সরবরাহ করে আসছে। আর এ কারণেই বাংলাদেশের মানুষের মাঝে tvs ব্র্যান্ডের মোটরসাইকেল এর উপরে বেশ ভালো রকমের দুর্বলতা রয়েছে। বছর দুয়েক আগে ভারত এবং বাংলাদেশের বাজারে টিভিএস কোম্পানির একটি নতুন মোটরসাইকেল লাঞ্চ করা হয়েছে। আর এই মোটরসাইকেল এর নাম হলো টিভিএস রাইডার 125cc।

এটি মূলত একটি আপ-মার্কেট ১২৫ সিসি মোটরসাইকেল যা ভারতীয় বাজারে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। এটি টিভিএস মোটর কর্পোরেশন দ্বারা তৈরি করা হয় এবং এর অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং খুব ভালো মানের পারফরমেন্সের জন্য ইতিমধ্যেই এটি বাংলাদেশ এবং ভারতের বাজারে বেশ সুনাম কুড়িয়েছে।

আপনারা অনেকেই ইন্টারনেটে এসে টিভিএস রাইডার ১২৫ সিসি মোটর সাইকেলের দাম সম্পর্কে জানার জন্য সার্চ করে থাকেন কিন্তু ভালো কোন তথ্যের উৎসব খুঁজে না পাওয়ার কারণে আপনাদের এই কাঙ্খিত তথ্য সম্পর্কে জানতে পারেন না। চিন্তার কোন কারণ নেই বন্ধুরা। কারণ আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা টিভিএস রাইডার মোটরসাইকেলের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব এবং পরিশেষে আপনাদেরকে এই মোটরসাইকেলের দাম সম্পর্কে জানিয়ে দিব। তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেল ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। চলুন তাহলে শুরু করা যাক।

ডিজাইন ও ফিচার

টিভিএস রাইডার ১২৫ সিসি একটি স্পোর্টস-স্টাইল মোটরসাইকেল যেটি দেখতে খুবই আধুনিক এবং স্টাইলিশ। বাইকটিতে একটি লম্বা এবং পাতলা ফ্রেম রয়েছে যা এটিকে একটি স্পোর্টস মোটরসাইকেলের মতো ফিল দেয়। মোটরসাইকেলে একটি LED হেডল্যাম্প, LED ডেটাইম রানিং লাইট, LED টেইল ল্যাম্প এবং LED টার্ন ইন্ডিকেটর রয়েছে।

এছাড়াও এই বাইকটিতে একটি TFT ডিসপ্লে রয়েছে যা স্পিড, টর্ক, গিয়ার, ফুয়েল লেভেল, টিউনিং মোড এবং অন্যান্য তথ্য প্রদর্শন করে। এটিতে একটি ব্লুটুথ সংযোগও রয়েছে যা আপনাকে ফোন কল, মিউজিক এবং বিভিন্ন ধরনের অ্যাপ অ্যাক্সেস করার সুবিধা দিবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

টিভিএস রাইডার ১২৫ সিসিতে একটি ১২৪.৮ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ১১.৪ বিএইচপি শক্তি এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এটি একটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে সংযুক্ত। এইমোটরসাইকেলের পারফরম্যান্স বেশ ভাল। এটি শহরে এবং হাইওয়েতে উভয় ক্ষেত্রেই ভালভাবে পারফর্ম করে। এই মোটরসাইকেল এর আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এটি ০-৬০ কিলোমিটার/ঘন্টা গতিতে পৌঁছতে ৫.৯ সেকেন্ড সময় নেয়।

ব্রেকিং এবং সাসপেনশন

টিভিএস রাইডার ১২৫ সিসিতে সামনের দিকে একটি ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে একটি ১৩০ মিমি ড্রাম ব্রেক রয়েছে। সামনের দিকে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি টুইন শক অ্যাবজর্বার রয়েছে। এর ব্রেকিং এবং সাসপেনশন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ এবং আরামের জন্য যথেষ্ট ভাল।

মাইলেজ

টিভিএস রাইডার ১২৫ সিসি বেশ ভাল মাইলেজ প্রদান করে। এটি শহরে ৪৫ কিলোমিটার/লিটার এবং হাইওয়েতে ৬০ কিলোমিটার/লিটার মাইলেজ দেয়।

মূল্য

টিভিএস রাইডার ১২৫ সিসির মূল্য ভারতে ১.২৩ লাখ টাকা থেকে শুরু। বাংলাদেশে এর দাম ১.৬৫ লাখ টাকা থেকে শুরু।

তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই পোস্ট পড়ার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আপনাদের কাঙ্খিত তথ্য সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পড়ার জন্য প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে লিখে থাকি।

আমাদের লেখা আর্টিকেলগুলো ভালোভাবে পড়লে আপনারা বাস্তব জীবনে অনেক বেশি উপকৃত হবেন বলে আশা রাখছি। এছাড়াও যে কোন বিষয়ে আপনাদের কোন জিজ্ঞাসা কিংবা কোন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের পোস্টের নিচে কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না। আমরা আপনাদের প্রশ্নের বা জিজ্ঞাসার সঠিক উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। সামনে আবারো দেখা হবে নতুন কোন আর্টিকেলের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভাল থাকবেন।

Updated: December 31, 2023 — 11:46 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *