বাংলালিংক সিম 4g করার নিয়ম – থ্রিজি থেকে ফোরজি করার নিয়ম

আপনারা কিভাবে আপনার 3g সিম থেকে 4g করতে পারবেন তা আমাদের এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আমরা আপনাদের কাছে সিম 4g করার নিয়ম টি খুব সহজভাবে উপস্থাপন করব যাতে করে আপনারা সকলেই খুব সহজেই আপনাদের সিমটিকে 3g থেকে ফোরজি তে রূপান্তর করতে পারেন।

বর্তমানে বাংলালিংক দিচ্ছে সারা দেশব্যাপী ফোরজি ইন্টারনেট এর সুবিধা। ফোরজি ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের মোবাইল ব্যবহারে এনেছি যুগান্তকারী পরিবর্তন। এত কিছুর মাঝে অনেকেই রয়েছেন যারা এখন পর্যন্ত থ্রিজি সিম ব্যবহার করেন। অনেকেই 3g সিম ব্যবহার করার পেছনে অনেক কারণ রয়েছে। এরপূর্বে বাংলালিংক 3g সিম বিক্রি করতো যার কারণে বর্তমানে যতগুলো ব্যবহারকারী রয়েছে তাদের বেশিরভাগই 3g সিম কিনেছে।

যার কারণে পরবর্তীতে 4g সিম আশাতে তারা কোনো কারণবশত হয়তো 4g তে রুপান্তর করে নি। মানুষের অনেক ব্যস্ততা থাকতে পারে অনেকে হয়তো সময়ের অভাবে তার বাংলালিংক সিম 3g থেকে 4g করতে পারেনি। আবার বর্তমানে অধিকাংশ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারী বাটন হ্যান্ডসেট ব্যবহার করে। যার কারণে তাদের ফোরজি সিম ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কিন্তু দিন যত যাচ্ছে স্মার্টফোনের ব্যবহার তত বাড়ছে এবং ইন্টারনেটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই 4g ইন্টারনেট পাওয়ার জন্য বাংলালিংকের 3g সিম করব 4g তে রুপান্তর করা খুব প্রয়োজন।

ফোরজি সুবিধাসমূহ

আপনি আপনার সিম থেকে 4g তে রুপান্তর করলে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তা নিয়ে চলুন একটু ভাবা যায়। বর্তমানে এই ইন্টারনেটের যুগে ইন্টারনেট স্পিড অনেক বড় একটি জিনিস। বাংলাদেশের যে সকল মোবাইল অপারেটর গুলি রয়েছে তাদের মধ্যে বেশকিছু মোবাইল অপারেটরের ইন্টারনেট স্পিড অনেক ভালো। বিশ্বের অন্যতম ইন্টারনেট স্পিড পরিমাপকারী প্রতিষ্ঠান উক্লা বাংলাদেশের বাংলালিংক ইন্টারনেট স্পিড কে সবথেকে বেশি বলে আখ্যায়িত করেছে।

দেশ এবং গোটা পৃথিবী যখন ডিজিটাল এর দিকে এগিয়ে যাচ্ছে তখন ফোরজি ইন্টারনেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস। 4g ইন্টারনেট এর মাধ্যমে আপনি অফিস শিক্ষা স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং বিনোদন সব কিছুতেই নিয়ে আসতে পারবেন ডিজিটালের ছোঁয়া। আপনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর সকল খবরাখবর নিতে পারবেন।

আপনি ইচ্ছে করলে আপনার দৈনন্দিন জীবনের অনেক কাজ ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। আপনি ইচ্ছে করলেই আপনার দৈনন্দিন জীবনের সকল ধরনের বিল ইন্টারনেট ব্যবহার করে পে করতে পারবেন। এছাড়া অনেকে রয়েছে যারা অনলাইনে অনেক কেনাকাটা করেন আপনারা ইচ্ছা করলেই এই ফোরজি স্পিড ব্যবহার করে এই কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। এছাড়াও বর্তমানে বাংলাদেশ সরকার তাদের প্রত্যেকটি খাতে ডিজিটাল সিস্টেম শুরু করে দিয়েছে যার দরুন সবকিছু কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে এত কিছু উপকার শুধুমাত্র ফোরজি স্পিড এর কারণে।

3g সিমকে কিভাবে 4g সিম এ রূপান্তর করবেন

আপনি যদি আপনার বাংলালিংক 3g সিম থেকে 4g তে রুপান্তর করতে চান তাহলে আপনার সামনে দুইটি পথ রয়েছে। প্রথম পথটি হল আপনি সরাসরি আপনার সিমটি কে রিপ্লেসমেন্ট করে নতুন 4g সিম করে নিতে পারেন। এতে করে আপনার কিছু টাকা খরচ হতে পারে। এছাড়া আপনি চাইলে আপনার বাংলালিংক সিম টি একদমই ফ্রিতে 4g করে নিতে পারেন। এই দুইটি ধরনে আমরা নিচে বিস্তারিত আলোচনা করছি।

সরাসরি রিপ্লেসমেন্ট এর মাধ্যমে 3g থেকে 4g

আপনি যদি আপনার 3g সিম টা কি 4g করে নিতে চান তাহলে প্রথমে আপনাকে কিছু কাগজ পাতি সঙ্গে নিতে হবে । আপনাকে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
সেই কাগজ পাতি সহ যেকোন মোবাইল টেলিকম এর দোকানে উপস্থিত হতে হবে। প্রত্যেককে দোকানে অবশ্য রিপ্লেসমেন্ট করে না। তাই আপনাকে সঠিক দোকানে যেতে হবে।

এরপর আপনাকে তাদের সঙ্গে আপনার সমস্যাটি উপস্থাপন করতে হবে। তাদের বলতে হবে যে আপনি আপনার সিমটি রিপ্লেস করতে চান। রিপ্লেস করার কারণ হলো আপনি সিমটিতে 4g ইন্টার্নেট চান।

তারা আপনার কথাটি শোনার পরে আপনার সিম কি রিপ্লেস করে দিবে। আপনি যাদের আপনার তথ্যগুলো দিয়ে সাহায্য করুন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাহায্য করুন।

এই রিপ্লেসমেন্ট করতে বর্তমানে 200 টাকা চার্জ লাগছে। যদিও প্রথম দিকে এটি ছিল একদমই ফ্রি কিন্তু বর্তমানে এটির জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চার্জ দিতে হচ্ছে।

আপনি যদি এইভাবে আপনার সিমটি রিপ্লেসমেন্ট করেন তাহলে রিপ্লেসমেন্ট অফার হিসাবে আপনি পেতে পারেন 4 জিবি ইন্টারনেট প্যাক যার মেয়াদ 7 দিন। আপনি রিপ্লেসমেন্ট এর তিন মাসের মধ্যে যতবার ইচ্ছে ততবার এই অফারটি নিতে পারেন। এই অফারটি নিতে হলে আপনাকে 49 টাকা রিচার্জ করতে হবে।

তবে আপনি সিম রিপ্লেসমেন্ট করলে হবেনা আপনাকে একটি 4g এনাবল মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করতে হবে 4g ইন্টারনেট কাভারেজ পাওয়ার জন্য।

একদম ফ্রিতে সিম 4g করে নেওয়া

শুরুর দিকে বাংলালিংক কর্তৃপক্ষ সকল গ্রাহকদের জন্য একদম ফ্রিতে সিম 4g করে নেওয়ার সুবিধাটি প্রদান করেছিল। কিন্তু সেই সুবিধার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে এবং চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে আপনি চাইলেও ফ্রিতে আপনার বাংলালিংক সিম 4g করতে পারবেন না। তবে একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি একটু সময় দিলে আপনার সিমটি কে 4g করতে পারবেন তাও আবার একদম ফ্রিতে। প্রচলন সহজেই পদ্ধতি জেনে নেই।

এর জন্য আপনাকে প্রথমত একটি 3g বাংলালিংক সিম এবং একটি 4g মোবাইল হ্যান্ডসেট এর প্রয়োজন হবে। আপনি যদি আপনার সেই 3g সিম 4g করতে চান তাহলে আপনি সিম 4g মোবাইল ব্যবহার করুন।

আপনি লক্ষ্য করবেন যে যদিও হ্যান্ডসেট 4g কিন্তু আপনি সেখানে সর্বোচ্চ 3g স্পীড পাবেন কারণ, আপনি যে সিমটি হতে ইন্টারনেট চালাচ্ছেন সেই সিম টি একটি 3g সিম।

এখন আপনাকে এই ভাবেই সর্বনিম্ন 90 দিন অর্থাৎ তিন মাস মোবাইল হ্যান্ড সেট দিতে সেই 3g বাংলালিংক সিম টি ব্যবহার করতে। আপনি যখন এই কাজটি ভালোভাবে করতে পারবেন তখন তিন থেকে ছয় মাসের মধ্যে বাংলালিংক অফিস থেকে আপনার মোবাইলে ফোন দিবে।

তারা এটা লক্ষ্য করবে যে আপনি 4g স্মার্ট ফোনে থ্রিজি সিম ব্যবহার করছেন এবং সেটা তিন মাস পেরিয়ে গেছে। তারা ফোন দিয়ে আপনাকে আপনার নিকটস্থ বাংলালিংক মোবাইল অপারেটর এর দোকানে আসতে বলবে। এবং সঙ্গে করে আপনার এনআইডি কার্ড এর একটি ফটোকপি নিয়ে আসতে বলবে।

আপনি সময়মতো সেই দোকানে উপস্থিত হলে তারা একটি প্রতিনিধির মাধ্যমে আপনার সিমটি সম্পূর্ণ ফ্রিতে 4g করে দিবে। ঠিক এই ভাবেই কিছু সময় দিলে আপনি আপনার বাংলালিংক সিম 4g করে নিতে পারেন তাও আবার একদম ফ্রিতে।

অনেকে রয়েছেন আগে থ্রিজি ফোন ব্যবহার করতেন কিন্তু সেখানে একটি 4g সিম থাকতো। পরবর্তীতে আপনি যখন একটি 4g অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়েছেন তখন সেই সিম টি এই স্মার্টফোনে ব্যবহার করছেন। কিন্তু ফোনের সেটিং ঠিকঠাকভাবে না করার কারনে আপনি 4g স্পিড পাচ্ছেন না। আপনি তাই ফোনের ইন্টারনেট সেটিং ঠিক করে নিলেই আপনার 3g স্পিড থেকে চলে আসবেন 4g স্পিডে। কারণ আপনার সিম 4g ছিল এবং আপনার নতুন যে মোবাইল হ্যান্ড সেটটি রয়েছে সেটিও 4g।

যারা বাংলালিংক 4g সিম 4g করার জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য আমাদের আজকের এই অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই তথ্যগুলো ব্যবহার করে আপনি আপনার বাংলালিনক 3g সিম 4g করে নিবেন। আমাদের অনুচ্ছেদটি আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *