বাংলালিংক মিনিট চেক কোড ২০২৩

আপনি যদি নিয়মিত মিনিট প্যাক কিনে ব্যবহার করতে অভ্যস্ত থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আপনি কথা শুরু করার প্রথমে এবং কথা শেষ করার পরে অবশ্যই যেন আপনার মিনিট প্যাকেজ এর ব্যালেন্সটা চেক করে নেন। এর জন্য আপনি অনেক সময় লজ্জায় পড়তে পারেন।

প্রথম লজ্জা টি হলো আপনি কথা বলার সময় হঠাৎ করেই মাঝখানে আপনার মিনিট শেষ হয়ে যেতে পারে যার কারণে কথা না শেষ করেই আপনি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবেন। এতে করে আপনি যার সঙ্গে কথা বলছেন সে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা প্রিয় জন হয় অনেক রাগান্বিত বা কষ্ট পেতে পারে। তাই আপনার উচিত সঠিক সময়ে মিনিট চেক করে নেওয়া।

এরপরে এমন হতে পারে যে আপনি মিনিট কিনে কথা বলছেন এবং সেটা না চেক করে দীর্ঘক্ষন ধরে কথা বলছেন। কিন্তু মিনিট কেনার পাশাপাশি আপনার মেইন ব্যালেন্সে অনেক বড় একটি টাকার অ্যামাউন্ট রয়েছে। আপনি মিনিট কিনে কথা বলতে বলতে ভুলেই গেলেন যে, আপনার মিনিটে নির্দিষ্ট একটি ব্যালেন্স রয়েছে।

আপনার জানার অজান্তেই মিনিট ব্যালেন্স ফুরিয়ে গিয়ে আপনার মেন ব্যালেন্স থেকে টাকা কাটা শুরু করলো। ঠিক এইভাবে দীর্ঘক্ষণ কথা বলার কারণে আপনার মেন ব্যালেন্স থেকে প্রচুর পরিমাণে টাকা কেটে নিতে পারে। যা আপনার জন্য অনেক বড় একটি ক্ষতির কারণ হতে পারে। তাই এক্ষেত্রে আপনাকে প্রথমে মিনিট এবং কথা শেষে মিনিট ব্যালেন্স চেক করে নাওয়া উচিত।

বাংলালিংক মিনিট প্যাক সম্পর্কে কিছু কথা

বাংলালিংক তাদের কাস্টমারদের জন্য হওয়া প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত দারুন দারুন সব অফার নিয়ে এসেছে। এরমধ্যে বাংলালিংক এর মিনিট প্যাকেজ গুলো অন্যতম প্যাকেজ। যারা নিয়মিত ফোনে কথা বলে এবং প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে কথা বলতে পছন্দ করে। তাদের জন্য এই মিনিট প্যাকেজ গুলো দারুন উপযোগী প্যাকেজ হয়।

শুরু থেকেই আমরা মোবাইল ফোন আমাদের প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য বেশি ব্যবহার করি। সে ক্ষেত্রে যদি সরাসরি কথা না বলে মিনিট প্যাক কিনে কথা বলি, সেটা অনেক সাশ্রয়ী হয়। আর যেহেতু অনেক বেশি কথা বলি তার জন্য সাশ্রয় প্যাকগুলো সকলে খুঁজে নিই। শুরুর দিকে তাদের মিনিট প্যাকেজ গুলো এবং বর্তমানেও দিচ্ছে। বর্তমানে বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের মিনিট প্যাকেজ নিয়ে এসেছে।

প্রথমত বাংলালিংক ডেইলি কয়েক ধরনের প্যাকেজ নিয়ে এসেছে আপনি কোন প্যাকেজ কিনলে মেয়াদ পাবেন 6 ঘন্টা, আবার কার্ডের মাধ্যমে রিচার্জ করে মিনিট প্যাকেজ কিনলে তার মেয়াদ পাবেন 12 ঘন্টা। এইভাবে আরো অন্যান্য পদ্ধতি যেমন সরাসরি রিচার্জ করে মিনিট কেনা অথবা বান্ডেল প্যাক এর মাধ্যমে মিনিট কেনা। আপনি চাইলে আপনার বাংলালিংক অ্যাপ থেকে বিভিন্ন ধরনের মিনিট কিনতে পারেন। অনেক অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে কয়েক ধরনের মিনিট প্যাক কেনা যায় যারা বাংলালিংক গ্রাহক রয়েছেন তারা অবশ্য বুঝতে পেরেছেন। যে কিভাবে মিনিট প্যাক কেনা যায়।

বাংলালিংক মিনিট কিভাবে চেক করবেন

আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হন তাহলে আমাদের এই অনুচ্ছেদটির নিচের অংশটুকু ভালোভাবে লক্ষ্য করুন। আপনি আপনার বাংলালিংক সিম হতে মিনিট কিনে কথা বলেন এবং অনেক সময় মিনিট চেক না করতে পারার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন। কথা বলতে বলতে মাঝখানে হুট করে মিনিট শেষ হয়ে যায় অথবা মিনিট শেষ হওয়ার পরে আপনার মূল ব্যালেন্স থেকে অনেক পরিমান টাকা কেটে নেয়। তাই আপনি খুঁজছেন কিভাবে বাংলালিংক এর মিনিট প্যাকেজ গুলোর ব্যালেন্স চেক করা যাবে। আমরা দুইটি পদ্ধতি আপনাদের বলবো যার দ্বারা আপনারা খুব সহজেই বাংলালিংক মিনিট প্যাকেজ গুলোর ব্যালেন্স জানতে পারবেন।

প্রথমত যেকোনো মোবাইল হ্যান্ডসেট থেকে আপনি ইচ্ছে করলে বাংলালিংকের মিনিট ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য আপনাকে আপনার মোবাইল হ্যান্ডসেট থেকে শুধুমাত্র একটি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। ডায়াল করলে আপনি সঙ্গে সঙ্গে বাংলালিংক এর মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন।

এর পরে আপনি যেভাবে বাংলালিংক এর ব্যালেন্স চেক করতে পারবেন সেটি হল বাংলালিনক অ্যাপ এর মাধ্যমে। আপনি My Banglalink অ্যাপটি প্রবেশ করেই সেই অ্যাপটিতে বাংলালিংকের মিনিট আইকনটিতে প্রবেশ করলেই সেখানে ব্যালেন্স দেখতে পাবেন।

বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করার কোড 2023

বাংলালিংক তাদের কাস্টমারদের জন্য সকল সুযোগ সুবিধা আরো সহজ করে দিয়েছে। বাংলালিংক কাস্টমার দের মিনিট ব্যালেন্স চেক করার জন্য দুইটি পদ্ধতি করে দিয়েছে। 2023 সালে বর্তমানে আপনি যদি বাংলালিংক থেকে মিনিট ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি দুইটি মাধ্যমে এই ব্যালান্স গুলো চেক করতে পারবেন। তো চলুন এখন আমরা এই ব্যালেন্স কোন কোড এবং কিভাবে চেক করবেন তা জানিয়ে দিয়।

*124*100# ইউএসএসডি ডায়াল করে বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করা

এর জন্য আপনাকে যেকোন ধরনের একটি সচল মোবাইল হ্যান্ডসেট সঙ্গে রাখতে হবে।

মোবাইল হ্যান্ড সেটটি থেকে আপনাকে শুধুমাত্র একটি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে।

ইউএসএসডি কোড ডায়াল করতে আপনার মোবাইলের অপশন এ প্রবেশ করুন।

ডায়াল অপশনটিতে *124*100# ইউএসএসডি কোড টি তুলুন।

কোড টি তোলার পর সেটা আপনার বাংলালিংক সিম হতে ডায়াল করুন।

ডায়াল করার সময় অবশ্যই খেয়াল রাখুন যেন এটি বাংলালিংক সিম হতেই ডায়েল করা হয়।

এখন আর আপনাকে কিছু করতে হবে না কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার মোবাইল স্ক্রীনে চলে এসেছে বাংলালিংকের একটি নতুন ইন্টারফেস।

সেই ইন্টারফেসটি তে দেখবেন আপনি আপনার মোবাইলের বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স দেখতে পাচ্ছেন। সেখানে খুব ভালোভাবে উল্লেখ করা থাকবে আপনার বাংলালিংকে কত মিনিট অবশিষ্ট রয়েছে।

My Banglalink অ্যাপ ব্যবহার করে মিনিট ব্যালেন্স চেক করা

প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে বাংলালিংক এর এই অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করে নিতে হবে। এই পদ্ধতি সচরাচর সবাই ব্যবহার করতে পারে না কারন সবার হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই।

এরপরে আপনাকে সেই অ্যাপটি তে লগইন করে সেটআপ এর হোম পেজে প্রবেশ করতে হবে।

অ্যাপটির হোম পেজে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে মিনিট আইকন নামের একটি আইকন রয়েছে এবং সেখানে আপনার অবশিষ্ট মিনিট দেখাচ্ছি। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে সেই আইকনের উপর ট্যাপ করুন।

আপনি কিভাবে বাংলালিংক এর মিনিট প্যাকেজ গুলো কিনতে পারবেন

আপনি যদি বাংলালিংক এর মিনিট প্যাকেজ কিনে ব্যবহার করতে চান তাহলে বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে যার দ্বারা আপনি বাংলালিংক এর মিনিট প্যাকেজ গুলো কিনতে পারবেন। প্রথমত আপনি ইচ্ছে করলেই যে কোন মোবাইল টপ-আপ এর দোকানে গিয়ে বাংলালিংকে মিনিট কার্ড এর একটি কিনে নিতে পারেন। এই কার্ড ব্যবহার করে আপনি বাংলালিংক এর মিনিট কিনতে পারেন।

এছাড়া আপনি বাংলালিংক যেকোনো টপাফের দোকানে গেলেই তারা আপনাদের বাংলালিংকের সকল রিচার্জ মিনিট প্যাকেজ গুলোর কথা বলবে। আপনি সেখান থেকেও মিনিট বান্ডেল প্যাকেজ কিনে নিতে পারেন।

আপনি যদি বাংলালিনক অ্যাপ ব্যবহার করেন তাহলে সেখানে আপনার জন্য আলাদাভাবে কিছু মিনিট প্যাক অফার করবে। আপনি সেই একটিতে নিয়মিত প্রবেশ করুন এবং মিনিট অপশনটিতে চেক করুন। মিনিট অফার গুলো হতে যেকোনো একটি অফার বেছে নিয়ে ব্যবহার করুন।

এছাড়াও বাংলালিংক তাদের কাস্টমারদের জন্য আলাদা আলাদাভাবে প্রতিদিন বিশেষ বিশেষ কিছু অফার দেয়। আপনি যদি আপনার বাংলালিংক সিমে এসএমএস এর মাধ্যমে অফার গুলো পান তার ভেতরে মিনিট প্যাকেজ গুলো থাকবে। আপনি ইচ্ছে করলে সেখান থেকে যেকোনো একটি প্যাকেজ একটিভ করে নিতে পারেন।

আজকের অনুচ্ছেদ আপনাদের কোন উপকারে আসলে অবশ্যই তা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের যাবতীয় সমস্যার জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করবেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *