বাংলালিংক নাম্বার ব্লক করার নিয়ম ২০২৩ – বাংলালিংক কল ব্লক সার্ভিস

অন্যান্য অপারেটরগুলোর মতন বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য কল ব্লক সার্ভিস এই সেবাটি চালু করেছে। কল ব্লক সার্ভিস নানা কারণবশত চালু হয়েছে। আপনি যদি এই কল ব্লক সার্ভিস টি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং একজন বাংলালিংক গ্রাহক হন তাহলে আমাদের এই অনুচ্ছেদটি পড়তে পারেন। আমরা আমাদের এই অনুচ্ছেদ দ্বারা কিভাবে বাংলালিংক থেকে কল ব্লক সার্ভিস চালু করা যায় বা নাম্বার ব্লক সার্ভিস চালু করা যায় তা জানাবো। যাদের ফোনে কল ব্লক সার্ভিস নেই তারা কিভাবে বাংলালিংক এর মাধ্যমে কল ব্লক সার্ভিস একটিভ করতে পারেন বা চালু করতে পারেন সেটি আমরা দেখিয়ে দেব।

আমরা এই মোবাইল ব্যবহার করে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করি। এই মোবাইলের যেমন অনেকগুলি সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। অপরিচিত নম্বর থেকে ফোন আসা এবং সেই ফোনে আপনাকে বিরক্ত করা হতে পারে একটি অসুবিধার কারণ। শুরু থেকে এই অসুবিধার কারণে অনেক মানুষ অনেক ধরনের ভোগান্তির শিকার হয়েছেন।

কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে এবং বর্তমানে বিভিন্ন মোবাইল কোম্পানি অপারেটর এবং মোবাইল হ্যান্ডসেট কোম্পানিগুলো একটি সেবা চালু করেছে। এই সেবাটির মাধ্যমে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত নাম্বারগুলো ব্লক করে দিতে পারবেন যার কারণে সেই ব্যক্তি তার নাম্বার থেকে আপনার নাম্বারে আর কোন ধরনের কল করতে পারবে না।

এখন অনেক কারণ রয়েছে যার কারণে অনেকেই ইচ্ছে করলো এই নাম্বার বা কল ব্লক সার্ভিস একটিভ করতে পারেন না। এই কল ব্লক সার্ভিস টি অ্যাক্টিভ করার জন্য একটি হ্যান্ডসেট প্রয়োজন হয়। অনেক সময় হ্যান্ডসেটে কল ব্লক সার্ভিস ঠিক থাকে না যার কারণে অনেক ইচ্ছে করল এটা একটিভ করতে পারে না। কিন্তু আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে বাংলালিংক এর মাধ্যমে কল ব্লক সার্ভিস একটিভ করে নিতে পারবেন। আমরা আমাদের এই সম্পূর্ণ অনুচ্ছেদে কিভাবে বাংলালিংক এর কল ব্লক সার্ভিস একটিভ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

বাংলালিংক কল ব্লক বা নাম্বার ব্লক সার্ভিস 2023

আমরা যেহেতু আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি সেই তথ্যগুলো শতভাগ সঠিক এবং আপডেট তথ্য হওয়া উচিত। যাতে করে আমরা কোন ভোগান্তি ছাড়াই খুব সহজে আমাদের তথ্যগুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন। এখন আমরা বাংলালিংক এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ কল ব্লক সার্ভিস সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করব আমাদের এই সার্ভিস আপনাদের ভালো লাগবে।

বাংলালিংক কল ব্লক

আপনি চাইলে খুব সহজে বাংলালিংক এর মাধ্যমে কল ব্লক সার্ভিস টি চালু করতে পারেন। এটির জন্য আপনি শুধুমাত্র একটি এসএমএস পাঠালে হবে। আপনি আপনার মোবাইল হ্যান্ড সেটটি থেকে বাংলালিংক সিমে গিয়ে ম্যাসেজ অপশনে টাইপ করুন START এবং সেটি সেন্ড করুন 8181 এই নম্বরটি তে। আপনি যখন এই নাম্বারটিতে সেন্ড করবেন তখন তারা একটি কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে আপনাকে জানাবে আপনার কল ব্লক সার্ভিস টি চালু হয়েছে কিনা। এই সার্ভিসের জন্য আপনাকে প্রতিমাসে 30 টাকা চার্জ দিতে হবে।

কিভাবে বাংলালিংক কল ব্লক সার্ভিস অ্যাক্টিভ করবেন?

খুব সহজেই আপনি বাংলালিংক কল ব্লক সার্ভিস একটিভ করতে পারেন। এটির জন্য প্রয়োজন হবে আপনার যেকোনো ধরনের সচল মোবাইল হ্যান্ডসেট এবং আপনার বাংলালিংক সিম।

আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশন এ প্রবেশ করুন।

সেখানে টাইপ করুন START এবং সেটি সেন্ড করুন 8181 নম্বর।

অপেক্ষা করুন কনফার্মেশন এসএমএস এর জন্য এবং এসএমএস আসলে অফারটি উপভোগ করুন।

খুব সহজ একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার কল ব্লক সার্ভিসটি চালু করতে পারেন। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনি যখন এই এসএমএসটি পাঠাবেন তখন আপনাকে এসএমএস এর জন্য কোন চার্জ দিতে হবে না।

বাংলালিংক থেকে কল ব্লক সার্ভিস চালু করতে আপনার কত চার্জ দিতে হবে

আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে চিন্তা করছেন কল ব্লক সার্ভিস অ্যাক্টিভ করবেন, তাহলে আপনার জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ। আপনি আপনার বাংলালিংক সিম থেকে কল ব্লক সার্ভিস ডিএক্টিভ করলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। বাংলালিংক কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলেছে যে, আপনি যদি বাংলালিংক থেকে কল ব্লক সার্ভিস টি অ্যাক্টিভ করেন তাহলে আপনাকে প্রতি 30 দিনে 30 টাকা করে চার্জ দিতে হবে। আপনি যদি এই অফারটি চালু করতে চান তাহলে চালু করুন এবং যখন বন্ধ করতে যাবেন অবশ্যই বন্ধ করে নিন। আমি আশা করছি আপনারা কল ব্লক সার্ভিস এর চার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন।

বাংলালিংক কল ব্লক সার্ভিস এ কিভাবে নাম্বার অ্যাড করতে হয়

আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি বাংলালিংক এর কল ব্লক সার্ভিস অ্যাক্টিভ করতে পেরেছেন। এখন আপনার কাজ হবে সেই সার্ভিসের নাম্বার যোগ করা। আপনি কোন নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন সেটি যোগ করে দিলেই আপনি সে নাম্বারটি কে ব্লক করতে পারবেন। এটির জন্য একটি প্রক্রিয়া রয়েছে। চলুন নিচে আমরা এই প্রক্রিয়াটি উল্লেখ করে এবং আপনারা সেটি মনোযোগ সহকারে পড়ুন।

আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল হ্যান্ডসেটের sms-box এ প্রবেশ করতে হবে। sms-box হতে আপনাকে টাইপ করতে হবে Add [space] “যে নম্বরটি আপনি ব্লক করতে চাচ্ছেন সেই নম্বর”।
এরপরে আপনাকে এসএমএস টি সেন্ড করতে হবে 8118 এই নম্বরে এর পরে আপনি সাকসেসফুল হবেন উক্ত নম্বরটি ব্লক করতে।

আপনি কিভাবে বাংলালিংক কল ব্লক সার্ভিস থেকে নাম্বার ডিলিট করবেন

অনেক সময় আমাদেরকে বাংলালিংক কল ব্লক সার্ভিস একটিভ করে কোন নম্বরটি এড করার প্রয়োজন হয়। প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা সেই নম্বরটি ব্ল্যাক লিস্ট থেকে ডিলিট করে দিতে পারি। এটার একটি প্রক্রিয়া রয়েছে এ প্রক্রিয়াটি খুব সহজ একটি প্রক্রিয়া চলুন দেখে নেওয়া যাক।

আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল হ্যান্ডসেটের sms-box এ প্রবেশ করতে হবে। sms-box হতে আপনাকে টাইপ করতে হবে DEL [space] “যে নম্বরটি আপনি ডিলেট করতে চাচ্ছেন সেই নম্বর”।
এরপরে আপনাকে এসএমএস টি সেন্ড করতে হবে 8118 এই নম্বরে এর পরে আপনি সাকসেসফুল হবেন উক্ত নম্বরটি ডিলেট করতে।

বাংলালিংকের কল ব্লক সার্ভিস একটিভ করার একটি চার্ট রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই নাম্বারগুলো ব্লক এবং আনলক করে নিতে পারেন। এটির জন্য আপনাকে বাংলালিংক এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

এই সাইডে এসে তথ্য থেকে আপনি কিভাবে নাম্বার ব্লক করতে হয় কিভাবে সেই ব্লক লিস্ট দেখতে হয় সেটি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও সেই নম্বর কিভাবে ডিলিট করবেন এবং আপনার বাংলালিংক সিমের অফ হোয়াইট লিস্ট দেখার অপশন বাম হোয়াইটলিস্ট নাম্বার এড করার অপশনটি সেখানে পেয়ে যাবেন। এছাড়াও এই কোডগুলো একটিভ করতে আপনাকে কি কি চার্জ দিতে হবে এবং কি কি নিয়ম রয়েছে সেগুলো সেখানে দেখতে পাবেন।

আশা করি আমাদের উপরে উল্লেখিত তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আপনারা যারা এখনো বাংলালিংক এর কল ব্লক সার্ভিস টি সম্পর্কে কিছুই জানেন না তারা হয়তো আমাদের এই অনুচ্ছেদ পড়ে অনেক কিছু জানতে পারলেন। এখন থেকে নিজের ইচ্ছা করলে বাংলালিংক কল ব্লক সার্ভিস একটিভ করে নিতে পারবেন।

আপনারা যারা বাংলালিংকের কল ব্লক সার্ভিস একটিভ করতে সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পোস্ট কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ওয়েবসাইটে শেয়ার করলে আমরা বেশি বেশি করে অনুপ্রাণিত হই। সকলকে অসংখ্য ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *