বক্স খাটের ডিজাইন দাম

হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি আর্টিকেল নিয়ে। আপনি যদি আপনার ঘরকে অন্য সবাই চাইতে আলাদাভাবে সাজিয়ে তুলতে চান, সে ক্ষেত্রে খাটের কোন বিকল্প নেই। ঘরে সৌন্দর্য বর্ধনের জন্য খাট বা বিছানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবাব।

আপনি আপনার ঘরে যত ধরনের আসবাবপত্র ব্যবহার করেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে আপনার ঘরের খাটটি। আপনার ঘরে আপনি কি ধরনের খাট ব্যবহার করেন সেটা আপনার রুচির পরিচয় দেয়। এই খাট বা বিছানার ডিজাইন হওয়া চাই ইউনিক এবং ক্লাসি। বিভিন্ন মানুষ তার রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের খাট ব্যবহার করে।

একটি ঘরে ব্যবহৃত একটি খাটের ডিজাইন আপনার স্বতন্ত্র একটি রুচিকে ফুটিয়ে তোলে। খাটের মধ্যে বিভিন্ন রকম ফেরও রয়েছে। আপনার ঘরের সৌন্দর্যকে ইউনিক ভাবে মানুষের কাছে পরিবেশন করতে আপনি বাজারে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের বিভিন্ন রকম ডিজাইনের খাট। একেকজন ব্যক্তি পছন্দ করেন একেক রকম খাট। তবে বর্তমানে বক্স খাটের চাহিদা সবচেয়ে বেশি এবং প্রত্যেকেই তার বাড়িতে একটি বক্স খাট রাখতে চান। এমনকি ড্রয়িং রুমে বসে আড্ডা দেয়ার জন্য ছোট ছোট বক্স খাট কিনছেন বেশিরভাগ মানুষ।

তাই আজকের এই আর্টিকেলটিতে আমি আলোচনা করব বক্স খাটের খুঁটিনাটি নিয়ে। এই আর্টিকেলটি থেকে আপনারা জানতে পারবেন বক্স খাটের দাম এবং সেই সাথে আমরা আলোচনা করব অন্যান্য বিভিন্ন ধরনের খাট নিয়ে ও সেসব খাটের দাম নিয়ে, যাতে করে আপনি অন্যান্য খাটের সাথে বক্স খাটের একটি তুলনা করতে পারেন। এই ধারণা থেকে আপনি আপনার পছন্দমত একটি খাট কিনে ফেলতে পারবেন।

অনেক ক্রেতাই আছেন যারা কি কি ধরনের খাট বাজারে অ্যাভেলেবেল তার সম্পর্কে জানেন না এবং সে সব খাটের দাম কেমন রেঞ্জের সে সম্পর্কে কোন ধারণা রাখেন না। তাদের জন্যই মূলত আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন খাটের দাম, বক্স খাটের ডিজাইন ২০২১ দাম।

বাংলাদেশের বিভিন্ন ধরনের খাট পাওয়া যায় এবং সেসব খাটের দাম সম্পর্কে অনেক ক্রেতাই স্পষ্ট ধারণা রাখেননা। কাঠের দাম সাধারণত অনেক কম থেকে শুরু করে অনেক বেশি দাম পর্যন্ত হতে পারে। এই দাম নির্ভর করে খাটের ধরনের ওপর। বিভিন্ন খাটের দাম হয়ে থাকে ভিন্নরকম। খাটের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন খাটের দাম বাংলাদেশ, বক্স খাটের ডিজাইন ২০২১ দাম এবং পাশাপাশি আমরা জেনে নেব বিভিন্ন ধরনের খাট এবং সেগুলোর দাম সম্পর্কে।

ঘরের সৌন্দর্য বাড়িয়ে ইউনিক করে তুলতে কে না চায় বলুন! সবাই চায় তার ঘর সুন্দর হোক। যে কারো মন ভালো হয়ে যায় যখন অন্য কেউ এসে তার ঘরের প্রশংসা করে। আরেকটি ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিতে পারে একটি সুন্দর ইউনিক ডিজাইনের খাট। আমি সবাই চাই দিনশেষে এসে আমাদের বিশ্রামের জায়গাটা যেন আরামদায়ক ও সুন্দর হয়। আর এজন্য দরকার একটি ভালো মানের খাট যা আপনার বিছানাকে করবে আরামদায়ক। বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজাইনের ছোট বড় খাট পাওয়া যায়।

সবচেয়ে জনপ্রিয় বক্স খাটের পাশাপাশি বাংলাদেশে আরো পাওয়া যায় স্টিলের খাট, কাঠের খাট এবং মালয়েশিয়ান কাঠের খাট। আর এই খাট গুলোই আমাদের ঘরকে সাজিয়ে তোলে সুন্দর করে। তাই ঘরকে সাজিয়ে তুলতে আর তার সৌন্দর্য বাড়াতে এখনই একটি ভালো মানের খাট কিনে ফেলুন। বাংলাদেশে খাট পাওয়া যায় সর্বনিম্ন ৪০০০ টাকা মূল্যে। আবার আপনারা যারা সৌখিন তারা চাইলে দেড় লাখ টাকা দিয়েও খাট কিনতে পারেন। এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো বক্স খাটসহ বিভিন্ন খাট সম্পর্কে।

বক্স খাটের দাম

বক্স খাট সাধারণত কাঠের তৈরি হয়। বক্স খাট যে কোন কাঠ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। সেগুন কাঠ, কড়ই কাঠ বা আকাশমনি কাঠ যেকোনো কাঠ দিয়ে আপনি আপনার পছন্দমত ডিজাইন দিয়ে বক্স খাট বানিয়ে নিতে পারবেন। বিভিন্ন দোকানে বক্স খাট বানানো থাকে বিভিন্ন কাঠ দিয়ে। আপনি চাইলে সেখান থেকেও আপনার পছন্দমত একটি বক্স খাট কিনে ফেলতে পারেন। তবে কাঠের ভিন্নতা অনুযায়ী বক্স খাটের দাম কিন্তু ভিন্ন হবে।

আপনি আপনার পছন্দমত একটি বক্স খাট কিনতে চাইলে আপনি দোকানে গিয়ে একটি বক্স খাট কিনে নিতে পারবেন। বক্স খাট তৈরিতে কাঠ বেশি পরিমাণে দরকার হয়। তাই এই খাটগুলোর দামও একটু বেশি পড়ে যায়। আপনি কম দামের ভেতর বক্স খাট কিনতে চাইলে ১০ হাজার টাকার ভেতরেও আপনি একটি বক্স খাট কিনে নিতে পারবেন। তবে বেশি দামি বক্স খাট যদি আপনি কিনতে চান তাহলে সে ক্ষেত্রে ৫০০০০ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

স্টিলের খাটের দাম

বিভিন্ন প্রকারের খাট বাজারে পাওয়া যায়। কাঠের খাটের পাশাপাশি স্টিলের খাটও পাওয়া যায়। আপনি যদি একটি স্টিলের খাট পছন্দ মত বানাতে চান। সেক্ষেত্রে কাঠের তুলনায় বেশ কম দামে আপনি একটি স্টিলের খাট বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন দোকানে গিয়ে আপনার পছন্দসই একটি স্টিলের খাট কিনেও নিতে পারবেন। তাছাড়া আপনি যদি ভালো মানের একটি স্টিলের খাট বানাতে চান। সে ক্ষেত্রে আপনি ভাল মানের স্টিল দিয়ে খাট বানিয়ে নিতে পারবেন। এটা আপনার খরচ অনেক বেশি পড়বে।

আপনি আপনার নিজস্ব ডিজাইন দিয়ে দোকান থেকে ভালো মানের একটি স্টিলের খাট বানিয়ে নিতে পারবেন বা কিনে নিতে পারবেন। ৫০০০ টাকা দাম থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে আপনি একটি স্টিলের খাট কিনে নিতে পারবেন। ৫০০০ টাকা বাজেটের স্টিলের খাটের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। কিন্তু আপনি দশ বারো হাজার টাকা খরচ করে যদি একটি স্টিলের খাট কিনতে পারেন সেক্ষেত্রে আপনি একটি ভাল মানের স্টিলের খাট পাবেন।

কাঠের খাটের দাম

খাটের সৌন্দর্য নির্ভর করে খাটের ডিজাইন এর উপর। একমাত্র কাঠের খাটেই সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা যায়। স্টিলের খাট বা অন্যান্য খাটে কাঠের খাটের মতো ডিজাইন ফুটিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে না। একমাত্র কাঠের খাটের মধ্যেই খোদাই করে চোখ ধাঁধানো সব ডিজাইন ফুটিয়ে তোলা যায়। কাঠের খাটও অনেক কম দামে পাওয়া যায়। কিন্তু সে ক্ষেত্রে খাটের কোয়ালিটি খুব একটা ভালো হয় না অথবা এতে কোন সুন্দর ডিজাইন করা থাকে না।

১০-১২ হাজার টাকায় আপনি একটি মোটামুটি মানসম্পন্ন কাঠের খাট কিনতে পারবেন। কিন্তু বানিয়ে নিতে গেলে সেক্ষেত্রে খরচ বেশি পড়বে। তাছাড়া আপনি যদি আরেকটু বেশি দামি খাট কিনতে চান সে ক্ষেত্রে আপনাকে গুনতে হবে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকার মত। এই খাটগুলো ডিজাইন হবে অনেক বাহাড়ি, যা আপনার আভিজাত্যের পরিচয় দেবে। আর এই বাহাড়ি ডিজাইনের জন্যই এসব খাটের দাম তুলনামূলক অন্যান্য খাটের চেয়ে বেশি হবে।

মালয়েশিয়ান কাঠের খাটের দাম

বাংলাদেশে এখন নতুন পছন্দের নাম মালয়েশিয়ান কাঠের খাট। এখন বাংলাদেশের বিভিন্ন খাটের দোকানে কাঠের খাটের বিকল্প হিসেবে মালয়েশিয়ান কাঠের খাট রাখা হয়। এই খাটগুলোর দাম সাধ্যের মধ্যেই রয়েছে। তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকলেও এই খাটগুলো অনেক টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। ২০ হাজার টাকা খরচ করলেই আপনি বাংলাদেশের বাজারে কিনে নিতে পারবেন একটি ভালো মানের মালয়েশিয়ান কাঠের খাট। তবে আপনি যদি আরও ভালো মানের খাট কিনতে চান সে ক্ষেত্রে আপনাকে গুনতে হবে ৫০ হাজার টাকার মত।

খাটের দাম কখনোই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। কারণ খাটের কাঠের কোয়ালিটি, ডিজাইন, জায়গাভেদে বানানোর মজুরি ইত্যাদি অনুযায়ী খাটের দাম কম বা বেশি হয়ে থাকে। বিশেষ করে কাঠের প্রকারভেদে এবং মানের ভিন্নতার জন্য খাটের দাম ভিন্ন হতে পারে। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে বক্স খাটের দাম ও বাংলাদেশে বিভিন্ন খাটের দাম সম্পর্কে একটি ধারণা পেয়েছেন।

Updated: January 14, 2024 — 2:42 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *