ব্রয়লার মুরগির দাম চট্টগ্রাম 2024

হ্যালো বন্ধুরা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। ‌আজকের আর্টিকেল থেকে আমি আপনাদের সাথে কথা বলব বাংলাদেশের বর্তমান বাজারে ব্রয়লার মুরগির দাম কত সে বিষয়ে। মূলত আজকের আর্টিকেলটিতে থাকছে চট্টগ্রামের ব্রয়লার মুরগির দাম কত করে রাখা হচ্ছে সেই বিষয়ক তথ্য। আপনারা অনেকেই ইন্টারনেটে চট্টগ্রামের ব্রয়লার মুরগির দাম এই বছরে কত করে রাখা হচ্ছে সেই বিষয়ে জানতে চেয়েছেন এবং খোঁজ করেছেন।

তাদের জানার সুবিধার্থে এবং তাদের কথা মাথায় রেখে আজকের এই আর্টিকেলটি আমি চট্টগ্রামের ব্রয়লার মুরগির দাম কত করে রাখা হচ্ছে সেই বিষয়ে তথ্য সমূহ নিয়ে যত্ন করে সাজিয়েছি। এই আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজেই জেনে যাবেন ব্রয়লার মুরগির দাম চট্টগ্রাম ২০২৩ এই বিষয়টি সম্পর্কে। আপনারা যারা এ বিষয়টি নিয়ে আগ্রহী এবং ব্রয়লার মুরগির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। আশা রাখছি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করে দেয়া যাক।

পুরো বাংলাদেশে প্রতি কেজি ফার্মের মুরগির দাম আবারও প্রতি কেজিতে বেড়েছে। ৬০ থেকে ৭০ টাকা বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি মুরগিতে। ১৭০ টাকা থেকে ১৯০ টাকা তে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছিল কিছুদিন আগেও। কিন্তু বর্তমানে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি সেই একই দামে কিনতে পারা যাচ্ছে না।

ব্রয়লার উৎপাদন ও সরবরাহকারী শীর্ষস্থানীয় চারটি কোম্পানি ব্রয়লার মুরগির দাম কমানোর ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন। প্রতি কেজি ব্রয়লার মুরগী বর্তমানে বাংলাদেশের বাজারে বিক্রি করা হচ্ছে ২২০ টাকা থেকে ২৪০ টাকা দরে। আমাদের দেশের নিম্ন আয়ের পরিবারের মানুষদের একটি অন্যতম প্রধান খাবার হল ব্রয়লার মুরগি। গরিবের খাসি বলা হয়ে থাকে ব্রয়লার মুরগিকে। কারণ নিম্ন আয়ের মানুষের পক্ষে খাসি বা গরুর মাংস কেনা সম্ভব হয়ে ওঠে না।

ব্রয়লার মুরগির দাম

ভোক্তা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গার ফার্মের মুরগির দামই‌ অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে সর্বনিম্ন ৪০ টাকা থেকে সর্বোচ্চ 70 টাকার মধ্যে। শুধু ব্রয়লার মুরগির ক্ষেত্রেই নয় অন্যান্য সব ধরনের মুরগির ক্ষেত্রেই বাড়তি দামের ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে। ফার্মের মালিকদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় বর্তমানে ব্রয়লার

মুরগি লালন পালনের ক্ষেত্রে খরচ বেড়েছে আগের থেকে অনেক গুন। তাছাড়া ব্রয়লার মুরগির খাবার হিসেবে গম, ফিড, ভুসি ও ভিটামিনের দাম আগে তুলনায় অনেকটা বেড়েছে। ‌এর সাথে প্রতি মাসে ২-৩ বার মুরগির চিকিৎসা তো করাতেই হয়। বাড়তি ঔষধ খরচ বেড়েছে ফার্মের মালিকদের। সব জিনিসের দাম এভাবে বেড়ে যাওয়ার কারণে এবং বাড়তি খরচ হওয়ার কারণে ব্রয়লার মুরগির দাম এভাবে বাড়ানো হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে ২২০ টাকা থেকে ২৩০ টাকা দরে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের চারটি কোম্পানি সর্বশেষ ১৯০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে ব্রয়লার মুরগির দাম ঘোষণা করে। এরপর আস্তে আস্তে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। বাংলাদেশের অন্যান্য জায়গায় ২২০ টাকা থেকে ২৪০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। সাদা ব্রয়লার মুরগির দাম আগে তুলনায় অনেকটা বেড়েছে এবং এই দাম বাড়ার সম্ভাবনা আরও রয়েছে সামনে।

১১০ টাকা থেকে ১২০ টাকা দরে প্রতি কেজি মুরগি কেনা যেত। গত বছরে তা ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এই বছরের শুরু থেকে বয়লার মুরগির দাম প্রতি কেজিতে বাড়ছেই। ১ কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৬০ টাকা অর্থাৎ আজকের ব্রয়লার মুরগির দাম ২৩০ টাকা থেকে 250 টাকার মধ্যে রয়েছে। জায়গা ভেদে ব্রয়লার মুরগির দাম কিছুটা ভিন্ন রয়েছে।

ব্রয়লার মুরগির দাম চট্টগ্রাম

চট্টগ্রাম বাংলাদেশের একটি জেলা। এখানেও ব্রয়লার মুরগি বেশ ভালো পরিমানে পাওয়া যায়। চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম রয়েছে 220 টাকার মধ্যে। তবে চট্টগ্রাম শহরেও মুরগির দাম প্রতি কেজিতে কিছুটা বেড়েছে। ১ কেজি ব্রয়লার মুরগির দাম চট্টগ্রামে রাখা হচ্ছে 220 টাকা। লেয়ার মুরগির দাম চট্টগ্রামে রাখা হচ্ছে ২৯০ টাকা। দেশি মুরগির দাম চট্টগ্রামে রাখা হচ্ছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।

Updated: January 17, 2024 — 9:07 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *