পানি গরম করার হিটার দাম কত

পানি গরম করার হিটার বেশ জনপ্রিয় হোম এপ্লায়েন্স যা দিয়ে আপনি তাৎক্ষণিক গরম পানি করে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের পানি গরম করার হিটার পাওয়া যায়। বাংলাদেশে পানি গরম করার হিটারের দাম মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। হিটারের ধরণের উপর নির্ভর করে পানি গরম করার হিটারগুলো বিভিন্ন দামের হতে পারে।

যেমন দুই ধরনের পানি গরম করার হিটার রয়েছে। একটি হল ইনস্ট্যান্ট হিটার এবং আরেকটি হল গিজার। ইনস্ট্যান্ট হিটারগুলোতে পানি গরম করতে একটি ছোট হিটের ব্যবহার করা হয় যা অনেক দ্রুত পানি গরম করে দেয়। গিজার হিটারগুলো পানি গরম করার জন্য একটি বড় পানির ট্যাংক ব্যবহার করে থাকে, যা পানি গরম করার পর পানির ট্যাংকে সংরক্ষণ করে রাখতে পারে।

হিটারের আকারের উপর ফিটারের দাম নির্ভর করতে পারে। বড় হিটারগুলো সাধারণত ছোট পানি গরম করা হিটার গুলোর তুলনায় বেশি দামের হয়ে থাকে। পানি গরম করার হিটারগুলোতে অতিরিক্ত কিছু ফিচার্স থাকতে পারে যেগুলোর উপর নির্ভর করে দাম বেশি হতে পারে। বাংলাদেশে পানি গরম করার হিটারের দাম মূলত শুরু হয় ৮০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। তবে আরো ভালো মানের কিনতে চাইলে সে ক্ষেত্রে ৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আমি নিচে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য কোম্পানির পানি গরম করার হিটারের দাম সম্পর্কে উল্লেখ করেছি।

আরএফএল কোম্পানির ৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আরএফএল এপিএক্স ৫এল এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৫৫০০ টাকা। এই কোম্পানির ১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আরএফএল এপিএক্স ১০এল এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমান বাজারে 7900 টাকা। এই কোম্পানির ১৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আরএফএল এপিএক্স ১৫এল এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ১০৯০০ টাকা।

ওয়ালটন কোম্পানির ৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়ালটন ইআই ৫০০০ মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৬৫০০ টাকা। এই কোম্পানির ১০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ১০৫০০ টাকা। এই কোম্পানির ১৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওয়ালটন ইআই ১৫০০০ এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে 14500 টাকা।

ভিশন কোম্পানির ৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ভিশন ৫এল এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৫৫০০ টাকা। এই কোম্পানির ১০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ভিশন ১০এল এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৮৫০০ টাকা। এই কোম্পানির ১৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ভিশন ১৫এল এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ১১৫০০ টাকা।

মিডিয়া কোম্পানির ৪ লিটার ধারণক্ষমতা সম্পন্ন মিডিয়া MIH 407 এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৬৫০০ টাকা। এই কোম্পানির ৬ লিটার ধারণক্ষমতা সম্পন্ন মিডিয়া MIH 607 এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমান বাজারে ৭৫০০ টাকা। এই কোম্পানির ৮ লিটার ধারণক্ষমতা সম্পন্ন মিডিয়া MIH 807 এই মডেলের পানি গরম করার হিটারের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৯৫০০ টাকা।

পানি গরম করার হিটার কেনার আগে অবশ্যই কিছু বিষয় বিবেচনা করে তারপর কেনা উচিত। যেমন আপনি কত ক্ষমতার হিটার কিনবেন সেটা নির্ভর করবে আপনার পরিবারে কতজন সদস্য আছেন এবং তারা কত পরিমান পানি ব্যবহার করেন তার ওপর।

তাছাড়া খুব অল্প পরিমাণে পানি গরম করার জন্য যে সকল পানি গরম করার হিটার পাওয়া যায় সেগুলো আপনি বাজারে ৮০ থেকে ১০০ টাকা বা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো সাধারণত জগ আকারে পাওয়া যায় এবং এগুলোর ভেতরে ধাতব পাত দেয়া থাকে। এগুলোর ভেতর বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে পানি গরম করা হয়ে থাকে। আপনি আর এফ এল বা যে কোন কোম্পানির ছোট সাইজের বা ১ লিটার পানি ধরে এরকম সাইজের একটি জব ১০০ বা ২০০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন।

Updated: December 28, 2023 — 12:59 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *