কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

রূপচর্চায় বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয় তবে একটি বিষয় সবসময় নজর রাখতে হয় সেটা হচ্ছে আপনি যেই উপকরণটি ব্যবহার করছেন সেটা উল্টো আপনার ত্বকের কোন ক্ষতি করবে কিনা। আপনি যদি দেখেন এটা উল্টো আপনার ত্বকের কোন ক্ষতি করবে না এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাহলে আপনি সেই উপকরণের মাধ্যমে রূপচর্চা করতে পারেন। কফি আমাদের অত্যন্ত পছন্দের একটি খাবার কিন্তু আশ্চর্যজনকভাবে এই কফি রূপচর্চায় ব্যবহার হয়।

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কিভাবে কফির ব্যবহার করে নিজের শরীরকে আগের থেকে আরো চকচকে করে তুলবো এবং আগের থেকে আরও বেশি সুন্দর ও ফর্সা করে তুলবো সেই বিষয়ে জানব। কফি সাধারণত যেমন ভাবে আপনার ভেতরের সতেজতা কে বাইরে নিয়ে আসে ঠিক তেমনি আপনার শরীরের সতেজোটা কেউ বাইরে নিয়ে আসতে পারে। কফি থেকে কি উপকার পাওয়া যায় সে সম্পর্কে জানব এবং এর পাশাপাশি কিভাবে এই কফির ব্যবহার হয় সেটাও আমরা জানবো।

কফি দিয়ে হাত পা ফর্সা করার উপায়

সারাদিন রোদে অনেক খাটাখাটনি করার পরে যখন আপনি ক্লান্ত হয়ে যান এবং আপনার চেহারার হাল অনেক বেশি খারাপ হয়ে যায় তখন এই কফি আপনার কাজে আসবে। ডার্ক সার্কেল থেকে শুরু করে রোদে পরাতক অথবা ড্রাই স্কিন থেকে পিগমেন্টেশন সবকিছুই দূরে ঠেলতে এই কফি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

ডার্ক সার্কেল এর ক্ষেত্রে আপনি যদি এক চা চামচ কফির সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিয়ে সেটা পুরো মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখেন তাহলে দেখবেন এর উপকারিতা। এটা ব্লাড সার্কুলেশন ভালো করে যার অভাবেই সাধারণত ডার্ক সার্কেল তৈরি হয়। এটার সপ্তাহে একদিন ব্যবহার আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের ডার্ক সার্কেল রিমুভ করবে।

কফিতে থাকা পলিফিন লস সাধারণত ত্বকের সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচাতে পারে। আমরা যদি এক চা চামোস কফির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে ১৫ মিনিট সেটা আমাদের ত্বকের ওপর এপ্লাই করে রেখে দিতে পারি তাহলে দেখব সেটা রোদে পড়া ত্বক কত সুন্দরভাবে ময়শ্চেরাইজ করছে।

কফি ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের ত্বক একেবারে শুষ্ক তাদের জন্য এই কফির ব্যবহার অত্যন্ত উপকারী হতে পারে।এক্ষেত্রে কফি ব্যবহার করতে হবে অলিভ অয়েল এর সঙ্গে অর্থাৎ এক চা চামচ অলিভ ওয়েলের সঙ্গে এক চা চামচ কফি ব্যবহার করে সেটা ত্বকের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। ১৫ মিনিট ব্যবহার করার পরে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বকে শুষ্কতা দূর হয়ে গেছে।

পিগমেন্টেশন দূর করতে কফি মার্কস ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটি রূপচর্চার জিনিস। অনেকের ক্ষেত্রে ঠোঁটের কালো ছোপ দাগ থেকে শুরু করে বিভিন্ন এ ধরনের পিগমেন্টেশন সমস্যা সমাধানের জন্য কফির পাউডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক টেবিল চামচ লেবুর রস এবং হাফ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে একটি প্যাক বানানো উচিত এবং এই প্যাক ১০ থেকে ১৫ মিনিট ত্বকের উপর লাগিয়ে রাখা উচিত সঠিক উপকারিতা পাওয়ার জন্য।

মধু ও কফির প্যাক

কফি ও মধুর প্যাক হিসেবে আজকে আমরা আপনাদের দুইটি উপকরণ শেখালাম যেখানে সরাসরি এক টেবিল চামচ কফি এবং এক টেবিল চামচ মধু মিশ্রণ করে একটি প্যাক তৈরি করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এক টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে হাফ টেবিল চামচ লেবু এবং হাফ টেবিল চামচ মধু মেশিও এই প্যাক তৈরি করা যায় যা আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা এবং হারিয়ে যাওয়া সবকিছু ফিরিয়ে আনতে সাহায্য করে।

 

 

 

Updated: January 30, 2024 — 2:29 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *