কবিতা লিখে টাকা আয় করার সাইট ২০২৩

কবিতা পড়তে কে না পছন্দ করেন। আমরা সকলেই কবিতা পড়তে পছন্দ করি এবং কবিতাগুলো আমাদের সকলেরই খুব ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে যেমন ছন্দ কবিতা গুলো পড়তাম বড় হয়েও কিন্তু এখন অনেক কবিতা পড়ি। এমন কোন ব্যক্তি নেই যার সামনে একটি নতুন কবিতা আসলো আর সেই কবিতাটি সে না পড়ে ছেড়ে দিল। সকলেই কবি তাকে পছন্দ করেন এবং কবিতা পড়তে পছন্দ করেন।

তবে বেশ কিছু মানুষ এমন রয়েছে যারা কবিতা লিখতে ভালোবাসেন। খুব ভালো মানের কবিতা লিখে রাখতে না পারলেও তারা এমন কিছু কবিতা লিখেন যা সহজে একটি মানুষের মন জয় করতে পারে। বর্তমানে আমাদের বইতে কবিতার প্রচলন খুব একটা দেখা যায় না যার কারণে যারা কবিতা লিখেন তাদের উপার্জনের জায়গা খুব কমে গেছে।

আপনি যদি একজন ভালো কবিতা লেখক হন এবং বাংলাতে ভালো কবিতা লিখতে পারেন তাহলে আপনাকে আর বসে থাকতে হবে না। আপনি চাইলেই এই কবিতাগুলো অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে লিখতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন। বাংলাদেশে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যারা তাদের ওয়েবসাইটে বিভিন্ন রাইটারের দ্বারা কবিতা লিখে নেন এবং তার জন্য তাকে পারিশ্রমিক প্রদান করেন।

যারা সত্যিই বাংলাতে খুব ভালো কবিতা লিখতে পারেন তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যারা আগ্রহী রয়েছেন তারা মনোযোগসহকারে আমাদের এই সম্পূর্ণ পোষ্টের প্রতিটি অংশ করুন এবং আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করুন।

কবিতা লেখার ওয়েবসাইট

আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো কোন কোন ওয়েবসাইটে কবিতা লেখা যায়। তবে এসবের আগে আমি কিছু বিষয় আপনাদের জানাতে যাচ্ছি সেটি হল আপনাকে এসকল সাইডে কাজ করতে হলে কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে হবে। আপনার একটি ভালো মানের কম্পিউটার সেট এবং একটি এন্ড্রয়েড স্মার্টফোন সঙ্গে রাখতে হবে।

সেগুলোতে যাতে অনলাইন এর কাজগুলো ভালো ভাবে করা যায় এবং ইন্টারনেট কানেকশন অন করা যায় সেগুলো খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই একজন ভালো কবিতা লেখক হতে হবে। আপনি যদি ভাল মানের লেখা তাদের উপহার দিতে না পারেন তাহলে আপনার পুরো পরিশ্রমই ব্যর্থ হয়ে যাবে।

বাংলাতে কবিতা লেখার ওয়েবসাইট 2023

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি এমন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি বাংলাতে কবিতা লিখে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন। আমরা আজকে সেই ওয়েবসাইটের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং সেখানকার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো আংশিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেননা প্রত্যেকটি জায়গার নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে ভালো ফল পাবেন।

বাংলা হাব ডট কম ডট বিডি ওয়েবসাইট বাংলা কবিতা লেখা

আপনি চাইলে banglahub.com ডটবিডি নামক এই ওয়েবসাইটে আপনার কবিতা বাংলাতে লিখতে পারেন। তারা আপনার জন্য সুযোগ করে দিয়েছে বাংলাতে কবিতা লেখার মাধ্যমে অর্থ উপার্জন এর। আপনারা চাইলে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বাংলাতে কবিতা লিখতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন।

প্রথমত আপনি যখন এই সাইডে কবিতা লিখতে যাবেন তখন আপনাকে কিছু ভালো মানের কবিতা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালো লেখক। তারা আপনার কবিতা পছন্দ পড়লে আপনি অ্যাপ্রভাল পাবেন। তবে কপি-পেস্ট করে কোন কবিতা লিখা যাবে না এবং আপনি প্রতিমাসে বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট পেয়ে যাবেন।

Roarbangla.com ওয়েবসাইটে কবিতা লিখে টাকা আয়

আপনারা যারা কবিতা লিখে উপার্জন করতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য এটি একটি বাংলা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একজন বাংলা কবিতা লেখক চাইলে বাংলাতে কবিতা লিখতে পারে। বাংলাতে কবিতা লেখার পাশাপাশি তারা সুযোগ পাচ্ছে সেই কবিতার বিনিময় কিছু পারিশ্রমিক পেতে। আপনি চাইলেই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে দেখতে পারেন।

তারা আপনাকে প্রথমত চেক করার উদ্দেশ্যে কিছু কাজ দিবে আপনি যদি সেই কাজগুলো ভালোভাবে করে তাদের উপহার দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সিলেক্ট হয়ে যাবেন। এর পরে আপনি নিয়মিত কাজ করবেন তবে কাজের ক্ষেত্রে মনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাল মানের কবিতা লিখতে পারেন এবং দর্শকরা যদি আপনার কবিতা পড়ে তাহলে অবশ্যই আপনি বারবার কাজ পাবেন।

কোন ভাবে কপি পেস্ট করা যাবে না তারা চেক করে নেবে আপনার কবিতাটি কপি-পেস্টের মাধ্যমে তৈরি করা হয়েছে কিনা। আপনি বিকাশের মাধ্যমে চাইলে আপনার পারিশ্রমিক নিতে পারেন।

grontho.com এর মাধ্যমে কবিতা লিখে টাকা আয়

অনেকে হয়তো মনে করবেন এটি বাইরের কোন ওয়েবসাইট। কিন্তু আপনাদের বলে রাখি এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট এবং এখানে সম্পূর্ণ বাংলাতে সকল কার্যক্রম পরিচালনা করা হয়। আপনারা যারা বাংলাতে লিখতে পছন্দ করেন এবং বাংলাতে কবিতা লিখেন তাদের জন্য এটি ভাল একটি সাইট। যারা বাংলাতে কবিতা লিখতে পছন্দ করে তাদের জন্য এই সাইটটি একটি ইনকামের উৎস হতে পারে।

তারা তাদের ওয়েবসাইট এ বিভিন্ন অ্যাড এর মাধ্যমে জানিয়ে দিবে কিভাবে আপনাকে গল্প লিখতে হবে। এছাড়া আপনি তাদের আর্নিং প্রোগ্রাম থেকে সকল তথ্য জানতে পারেন। এখানে অবশ্যই তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাকে নির্দেশনা দিবেন।

আপনি যদি মনে করেন বাংলাতে তাদের ভালো ভালো কবিতা উপহার দিতে পারবেন তাহলে অবশ্যই সেখানে রেজিস্ট্রেশন করে ফেলুন। সেখানে রেজিস্ট্রেশন এর মাধ্যমে আপনি অনেক বড় একটি সুযোগ পাচ্ছেন বাংলা কবিতা লিখে আয় করার। এই কবিতাগুলো কপি পেস্ট থেকে একদম সুরক্ষিত হতে হবে। আপনার কবিতার মান গুলো খুবই ভালো হতে হবে।

কবিতাগুলো দর্শক আকৃষ্ট করার মতন হতে হবে। আপনি সরাসরি কবিতাগুলো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না তবে কবিতার যে লিঙ্ক থাকবে সেটি আপনি শেয়ার করতে পারবেন। এখানে আপনি কাজ করলে প্রতি পোস্ট থেকে 25 থেকে 200 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছেন। কবে আপনার কবিতাতে যত বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন তত বেশি আপনার ইনকাম বৃদ্ধি পাবে। অনেক কয়টি মেথর রয়েছে যার মাধ্যমে আপনি আপনার পেমেন্ট নিতে পারেন।

জে-আই টি ডট কম এর মাধ্যমে কবিতা লিখে টাকা উপার্জন

জে আই টি ডট কম এমন একটি প্রতিষ্ঠান যেটা সম্পূর্ণ বাংলাতে পরিচালিত হয়। তারা তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট করে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত এবং বিভিন্ন সামাজিক খবরা-খবর তারা তাদের ওয়েবসাইটে পোস্ট করে। এছাড়াও তাদের ওয়েবসাইটে গল্প-উপন্যাস বিভিন্ন ধরনের রহস্য কাহিনী অথবা ভ্রমণ কাহিনী সেখানে লেখালেখি করে।

তবে যারা লেখক রয়েছেন তাদের জন্য একটি বড় সুযোগ হলো তারা বিভিন্ন রাইটারের মাধ্যমে এই কনটেন্ট গুলো লিখে নেন। আপনি যদি সেই রাইটারের মধ্যে একজন হন তাহলে অবশ্যই এখানে বাংলাতে কবিতা লিখে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। আপনাকে প্রথমত এই সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ট্রাইল হিসেবে তারা কিছু কাজ দিবে। কাজগুলো আপনাকে ভালোভাবে জমা দিতে হবে। আপনার কাজগুলো যদি তারা পছন্দ করে তাহলে অবশ্যই আপনি তাদের নিয়মিত রাইটারে নিবন্ধিত হবেন।

এরপর থেকে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়মিত কবিতা লিখতে হবে। কোন কবিতা তে কোন ধরনের কপি করা চলবে না। তারা বিভিন্ন টুলস ব্যবহার করে আপনার কবিতার লেখা চেক করবে তাতে কপি আছে কিনা। এছাড়াও আপনাকে কিছু নিয়ম মেনে কবিতা লিখতে হবে যেগুলোর নির্দেশনা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। এখানেও আপনি খুব সহজে বিভিন্ন মাধ্যমে আপনার পেমেন্ট বুঝে নিতে পারেন। অনলাইনে বাংলা কনটেন্ট লেখার যে কয়েকটি সাইট রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো এই সাইটটি।

আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সম্পর্কে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো পরবর্তীতে বিভিন্ন ধরনের তথ্য সম্বলিত পোস্ট আপনাদের জন্য উপহার দিতে। আজকের এই পোষ্ট আপনাদের কেমন লাগল এবং আপনারা বাস্তবে এখান থেকে কোন উপকার পেলেন কিনা তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।

 

Updated: November 1, 2023 — 7:50 am

23 Comments

Add a Comment
  1. Mohammad Nizam Uddin

    এই লেখাগুলো পড়ে আমি খুব খুশী হলাম। আমি একজন লেখক। হয়তো আর্থিক ভাবে উপকৃত হতে পারবো। ধন্যবাদ।

    1. অনুপ কুমার দাস

      আমি একজন লেখক কবিতা লিখে ইনকাম করতে চাই

      1. অনুপ কুমার দাস

        আপনাদের সাইটটি খুব পছন্দ লাগলো তাই আমি কবিতা লিখে কিছু পয়সা ইনকাম করতে চাই

      2. কে শুধু শুধু negative চিন্তা। এমন ছেলে আছে যারা পৃথিবীর দামী আসনে বাবা-মাকে বসিয়ে রাখছে

  2. Mohammad Nizam Uddin

    Good writting.

    1. অনুপ কুমার দাস

      আমি একজন লেখক আপনাদের এখানে লেখা দিতে পারলে এবং আর্থিকভাবে সাহায্য যদি পেয়ে যায় তো আমার ভালো হবে। এই আশাতে এখানে কবিতা পোস্ট করতে চাই।

    1. Md Rashto Hossain

      মিছে দুনিয়ার মিছে মায়া
      নামাজ পড় নামাজ পড় ফেলে সকল কাজ,
      নামাজ হলো এমন জিনিস সকল রুপেরই সাজ l
      দুনিয়াটা নয়তো কিছুই মিছেই মায়ার ধোকা,
      দুনিয়াকেই স্বর্গ ভেবে কেউ হয়ওনা বোকা l
      দুনিয়াটা এমন, যেনো আখিরাতের বাজার,
      এই বাজারে যাই কিনিবে তাই সঙ্গে যাবে তোমার l

      দুনিয়াটা আবার যেনো তোমার কর্মক্ষেত্র,
      যেমন কর্ম করবে তুমি তেমনই পাবে পুত্র l
      কর্ম করে ধর্ম করে কিনবে ট্রেনের টিকিট,
      তবেই তোমার মিলতে পারে একটা স্বর্গসিট l
      মরন নামের ট্রেনে চরে যাবে রোজহাশরে,
      তার আগেই দুই টিটি এসে ফেলবে তোমায় ধরে l

      বলবে তোমার টিকিট দেখাও করবে তিনটা ছাওয়াল,
      মুমিন ব্যক্তির জবাব দিতে লাগবেনা বেশিকাল l
      মরন নামের ট্রেনে চরে পৌছাবে হাশরে,
      দ্বার করিয়ে দেবে তোমায় কঠিন শেষ বিচারে l
      বিচার শেষে কেউবা হেঁসে কেউবা আবার কেঁদে,
      কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে l

      তাইতো বলি নামাজ পড় ইসলামের ঐপথে,
      বন্ধু নামের হাতটি রাখো সব মুমিনের হাতে l

      1. আসসালামু আলাইকুম, আমিও লিখতে খুব ভালোবাসি।আমি ভালো কবিতা লিখতে পারি,আমি চাই নিজে কিছু একটা ইনকাম করতে আর আমার পরিবারের পাশে থাকতে।কিভাবে আমি ইনকাম করতে পারবো কবিতা লিখে প্লিজ হেল্প

        1. স্বপ্ন দেখি
          কিছু স্বপ্ন বাস্তব
          কিছু স্বপ্ন আশায়,
          কতই না স্বপ্ন ছিল
          গড়বো ভালোবাসায়…
          স্বপ্ন ছিল অনেক কিছু
          হয়তো পুরন নয়,
          স্বপ্ন দেখতে কেনো জানি
          লাগে অনেক ভয়..
          স্বপ্ন দেখি চোখ খুলে
          অনেক বড় হবো,
          স্বপ্ন দেখি বাবা মাকে নিয়ে
          ওমরা হজ্জে যাবো..
          স্বপ্নের দুনিয়ায় ভাসছি যেন
          তাই যাচ্ছি স্বপ্ন দেখে,
          চোখে যেন আলপনাতে
          শুধু স্বপ্নেরি ছবি আকে…

      2. আমি কিবিতা লিখে ইনকাম করতে চাই।
        আমার 200এর ও অধিক কবিতা আছে।
        কিন্তু কিভাবে বই প্রকাশ করবো বা ইনকাম করবো তা যদি help করতে

  3. বিষয়-স্বপ্নের সন্তান
    কলমে-মোঃ জাহাঙ্গীর আলম জয়
    তারিখ-৩/৪/২০২২

    ঘাম ঝরিয়ে বাবা আমার
    সন্তান বড় করে ,
    সকাল সন্ধ্যা তাহার তরে
    শুধুই খেটে মরে |

    বাবার বুকে শত স্বপ্ন
    হৃদয় ভরে রাখে ,
    লেখা-পড়া করিয়ে তাকে
    ঘুম পাড়ায় বুকে |

    সন্তান বাবার বড় হয়ে
    চাকরি যখন মেলে ,
    শহর তুলে বিয়ে করে
    গ্রাম যায় ভুলে |

    নতুন সঙ্গী পেয়ে সন্তান
    দিন কাটায় সুখে ,
    বাবা তাহার কষ্ট করে
    থাকে চরম দুখে |

    বাবার স্বপ্ন মাটি করে
    ফেলে রাখে একা ,
    মৃত্যু বেলায় বাবার সাথে
    সন্তান করেনা দেখা |

  4. রুবেল সৈয়দী

    লেখাটি মনোযোগ সহকারে পড়লাম। পড়ে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ চমৎকার উপস্থাপনায় লেখাটি পোস্ট করার জন্য।

  5. MD Nazmul Hasan Kabir

    I am interested

    1. Owajiul Huque Sharif

      I Am interested
      আমি একজন কবি

  6. Owajiul Huque Sharif

    I Am interested

  7. ব্যক্তিত্ব
    নাজমুল ইসলাম

    আমি মানুষ তাই আমার _
    ব্যক্তিত্বই হচ্ছে আমি।
    আমি ভেবেছিলাম সবাই আমার আপন!
    তাই তাদের একটি কথাই দিয়েছিলাম সারা ;
    উৎসর্গ করেছিলাম নিজেকে –
    তাদের ওই উপকারে।
    সহজেই মিশে যেতাম সবার সাথে।
    ভালো আমিও বেসেছিলাম তাকে – নিজের আত্মা কে ত্যাগ করে রাখিতে চেয়েছিলাম!
    ভুলেই গেছিলাম আমার ব্যক্তিত্ব
    জীবন হচ্ছে জটিল খেলা
    যা আমি বুঝেছি সময়ের স্রোতের তরে
    ধরে রাখো ধরে রাখো হে যুবক
    তোমার ব্যক্তিত্ব।
    মনে রেখো দিনশেষে সকল
    সৌন্দর্য চলে যায় ব্যক্তিত্ব ঠিকই রয়ে যায়।

  8. i interested for writting poem , pls if you give chance for writting then i try for writting poem pls help me .

  9. iam interested for writting poem

  10. I can write any type of poem.

  11. Outstanding

  12. আমি একজন লেখক। আমার কবিতা সহজবোধ্য।আমার ফেইসবুক পেজে আমি লেখালিখি করি।আশা করি আমার প্রত্যেকটি কবিতা আপনাদের খুবই ভালো লাগবে।আমি সনেট কবিতাও লিখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *