নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

সকলেই একটি কথা বারবার শুনতে ও দেখতে পাচ্ছে। কথাটি হলো নগদ বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান। এই কথাটি শোনার পর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিভাবে এরকম একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? তাদের কাজ তো ভিন্নধর্মী।

তারা কেন এই ধরনের কাজ করার উদ্যোগ নিল? আপনাদের মতন আমার মনেও ঠিক একই প্রশ্ন ঘুরে ঘুরে আসতো কিন্তু আমি যখন আসল কারণটি জানতে পারি এবং একটু গভীরভাবে চিন্তা করি তারপরে খুব ভালোভাবে বিষয়টি উপলব্ধি করতে পারি। 

আসলে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাজ ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং চিঠিপত্র দেশের এক প্রান্ত হতে আর এক প্রান্তে নিয়ে যাওয়া। সেই কাগজপত্রগুলো সরকারি এবং বেসরকারি দুই ধরনের হত। জনগন পোস্ট অফিসের মাধ্যমে তাদের দরকারি চিঠিপত্র বা কাগজপত্র প্রেরন করতেন।  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর আন্ডারে কর্মরত সকল শাখা প্রশাখার কর্মচারীরা মিলে এই কাগজপত্র গুলির নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিত।

এটিই ছিল আগে একমাত্র পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের জরুরী কাগজপত্র এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছাতে পারতাম। যেহেতু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহকারী একটি প্রতিষ্টান তাই আস্থা সাথে আমরা এ কাজটি করতে পারতাম। কিন্তু বর্তমানে আমরা আধুনিকতার ছোঁয়ায় অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমরা অনেক আধুনিক হওয়ার পাশাপাশি অনেক কিছু হারিয়ে ফেলেছি। ঠিক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই আধুনিকতার ছোঁয়া তে অনেকটাই হারিয়ে গিয়েছে।

আগের দিনে যে চিঠি পাঠাতে আমাদের সময় লাগতো 3 থেকে 7 দিন সেই চিঠি এখন আমরা নিমিষেই 5 থেকে 10 মিনিটের ভেতর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রেরণ করতে পারছি। আমরা যত প্রয়োজনীয় কাগজপত্র হোক না কেন ইন্টারনেট সেবা ব্যবহার করে সেই কাগজপত্র ও চিঠিপত্র আমাদের নির্দিষ্ট গন্তব্যে নিজে থেকে প্রেরণ করতে পারছি এতে আমাদের অন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ছে না। এই পরিস্থিতির কারণেই বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল।

তারা আগে থেকেই গ্রাহকের টাকা লেনদেনের বিষয়টি পরিচালনা করত। আমরা অনেকেই খাম এর মাধ্যমে মানিঅর্ডার নামে টাকা পোস্ট অফিসের মাধ্যমে এক জায়গা হতে অন্য জায়গায় প্রেরণ করেছি। সেই সূত্র হতেই বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিয়ে এল নগদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডিজিটাল আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান নগদ।

নগদ আসার পরে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিছুটা সেরে উঠেছে এবং সচল হয়ে উঠেছে। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নগদ দুই বছর আগে তাদের ডিজিটাল সেবা চালু করলেও 49 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তারা তাদের নগদ এর উদ্বোধন করে। তারা তাদের সকল কার্যক্রম 26 শে মার্চ 2019 সাল হতে চালু করে। 

নগদ একাউন্ট কিভাবে দেখব

আসলে এই কথাটি অনেকে ভালোভাবে বুঝে উঠতে পারছেন না। এই বিষয়টি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। নগদ এর একাউন্ট দেখা বলতে তারা অনেক কিছুই চিন্তা করে। আপনাদের বিভিন্ন চিন্তার উপর ভিত্তি করে আমরা নগদ এর একাউন্ট দেখার তিনটি পদ্ধতি নিয়ে এসেছি। সম্পূর্ণ পদ্ধতি গুলো আপনাদের ধারণার ওপর ভিত্তি করে এবং সঠিক তথ্যের ওপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে। তো চলুন আমরা প্রথমে এক নজরে আলোচ্য বিষয়গুলো দেখে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করি।

এক নজরে পুরো অনুচ্ছেদ

  1. নগদ একাউন্ট খোলা আছে কিনা তা কিভাবে দেখব?
  2. নগদ একাউন্ট দেখার কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখা। 
  3. নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখা। 

নগদ একাউন্ট খোলা আছে কিনা তা কিভাবে দেখব?

আমাদের বিষয়টি পড়ার পর অনেকের মনে সর্বপ্রথম এই প্রশ্নটিই জাগতে পারে যে নগদ একাউন্ট খোলা আছে কিনা সেটি কিভাবে দেখা যায়। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি যে বাংলাদেশের যেকোনো অপারেটর এর সিম হতে নগদ একাউন্ট খোলা যায়। আপনি আপনার ব্যবহৃত যে কোন সিম থেকে নগদ একাউন্ট খুলতে পারবেন। আপনি আপনার যে কোন ধরনের মোবাইল হ্যান্ডসেট থেকে নগদ একাউন্ট খুলতে পারবেন।

নগদ এমন একটি সহজ পদ্ধতি নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি ঘরে বসে যখন তখন নিজেই মাত্র 2 মিনিটে নগদ একাউন্ট খুলতে পারেন। কিন্তু অনেকেই নগদ একাউন্ট খোলার পদ্ধতি টি না বোঝার কারণে বুঝতে পারেন না তাঁর অ্যাকাউন্টটি খোলা হল কিনা, বা অনেক গ্রাম বাংলার মানুষ আছে যারা নগদ একাউন্ট খোলা থাকলেও ভুলে যান বা বুঝতে পারেন না। তখন প্রয়োজন পড়ে সেই মোবাইল ফোন বা সিম থেকে নগদ একাউন্ট খোলা আছে কিনা সেটি দেখার। সেই নগদ একাউন্ট আছে কিনা সেটি দেখার পদ্ধতি একটি। 

আপনি যে সিমটিতে চেক করতে যাচ্ছেন নগদ একাউন্ট আছে কিনা সেই সিম হতে ডায়াল করুন *167#। আপনি এই ইউএসএসডি কোডটি ডায়াল করলেই দেখতে পাবেন আপনার মোবাইল স্ক্রীনে একটি এসএমএস এসেছে। সেই এস এম এস টি তে যদি নগদ একাউন্ট এর পূর্ণ প্রোফাইল দেখায় ঠিক যেমন: ক্যাশ আউট,সেন্ড মানি, বিল পে ইত্যাদির মত অপশন তাহলে আপনি ভাববেন যে এই সিম হতে পূর্বে নগদ একাউন্ট খোলা হয়েছে।

আর যদি আপনার সিম টিতে কোন নগদ একাউন্ট খোলা না থাকে তাহলে সেখানে ইংরেজিতে লেখা থাকবে যে আপনি নগদ এর রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশন করতে পিন নম্বর সেট করুন।আপনি তখন বুঝে যাবেন যে এই সিম হতে কোন নগদ একাউন্ট খোলা হয় নি।

নগদ কোড ডায়াল করে নগদ এর সম্পূর্ণ অ্যাকাউন্ট দেখা

আপনি যদি একজন নগদ গ্রাহক হন তাহলে আপনার নগদ ব্যবহারের ক্ষেত্রে প্রতিনিয়তই সম্পূর্ণ একাউন্টে দেখার প্রয়োজন হতে পারে। কারণ হচ্ছে আপনার একাউন্ট এর বিস্তারিত দেখে আপনি আপনার প্রয়োজনীয় লেনদেন প্রয়োজনীয় বিল পেমেন্ট আরো অন্যান্য কাজ গুলো খুব সহজেই এবং নির্ভুল ভাবে করতে পারবেন। তাই নগদ এর একাউন্ট দেখার পদ্ধতিটি একজন নগদ গ্রাহক হিসাবে আপনার জানা প্রয়োজন। 

আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার না করেন তাহলে ইউএসএসডি কোড ডায়াল করে অ্যাকাউন্ট দেখা সহজ মনে করেন তাহলে এই অংশটুকু আপনার জন্য। ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট এর সম্পূর্ণ প্রোফাইল দেখতে হলে আপনাকে *167# এই নম্বরটি ডায়াল করতে হবে। এই নম্বরটি ডায়াল করার পরে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন অনেকগুলি পয়েন্ট সম্বলিত একটি ইন্টারফেস। সেখান থেকে আপনি আপনার সুবিধামতো অপশনটিতে ঢুকে পিন নম্বর দিয়ে আপনার একাউন্টের সকল তথ্য জানা থেকে শুরু করে সকল ব্যবহার করতে পারবেন। ইন্টারফেস টিতে কি কি দেওয়া থাকবে তা একটু দেখিয়ে দিলাম ‌।

  1. ক্যাশ আউট 
  2. সেন্ড মানি
  3. মোবাইল রিচার্জ 
  4. পেমেন্ট 
  5. বিল পে
  6. মাই ডিপিএস 
  7. মাই নগদ

যে সকল গ্রাহকগণ এর প্রোফাইল সম্পুর্ণ হয়নি বা বিভিন্ন কারণে প্রোফাইল লক হয়ে গেছে তারা এই সকল পয়েন্টগুলি দেখতে পাবেন না। 

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখা

এই পদ্ধতিতে একাউন্ট দেখতে হলে আপনার একটি নগদ একাউন্ট থাকতে হবে। এবং আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনটি থেকে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে নগদ লিখে সার্চ দিলেই একটি এন্ড্রোয়েড অ্যাপস আসবে যেটি আপনাকে ইন্সটল করতে হবে। ইনস্টল করার পরে আপনি যখন অ্যাপস টি ওপেন করতে যাবেন তখন আপনার নগদ একাউন্ট এর ফোন নম্বর এবং পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন পরবর্তী আপনি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করে যেকোনো সময় অ্যাপস এ ঢুকতে পারেন। অ্যাপস এ ঢোকার পর আপনি আপনার সম্পূর্ণ অ্যাপসটিতে আপনার একাউন্ট সম্বলিত যাবতীয় তথ্য আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। খুব সহজেই আপনি ধাপে ধাপে এগুলো ব্যবহার করতে পারবেন। 

যারা নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণরূপে পরেছেন আশা করি তারা খুব ভালোভাবেই সবকিছু বুঝতে পেরেছেন। আমরা নগদ সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের এই ওয়েবসাইটে আপলোড করি এবং ভবিষ্যতে করব। তাই সকল তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *