নগদ একাউন্ট এর সুবিধা ২০২৩

নগদ হচ্ছে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিচালিত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। নগদ কথাটি শুনলেই কেমন জানি ভালো লাগা কাজ করে। নগদ মূলত আর্থিক লেনদেন ব্যবস্থাটি আরও সহজ করতে চালু করা হয়েছে। যেহেতু এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান তাই নগদ প্রতিনিয়ত তাদের সেবার পরিধি বৃদ্ধি করছে। তার আওতায় নগদ বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে এসেছে। নগদ এর সুবিধা বলে শেষ করা যাবে না। আমরা নিচে গুরুত্বপূর্ণ কিছু সুবিধাসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যার বিস্তারিত আলোচনায় আপনারা উপকৃত হবেন।

নগদ এর বিভিন্ন ধরনের সুবিধা

  • নগদ একাউন্ট খোলার সুবিধা
  • নগদ ক্যাশ আউট সুবিধা
  • নগদ মোবাইল রিচার্জ সুবিধা
  • নগদ বিল পেমেন্ট সুবিধা
  • নগদে আয়কর দেওয়ার সুবিধা
  • নগদে একাউন্ট এর মুনাফা/সঞ্চয় এর মুনাফা
  • নগদে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস সুবিধা

নগদ একাউন্ট খোলার সুবিধা

নগদে যতটা সহজে একাউন্ট খোলা যায় অন্যান্য সকল মোবাইল অপারেটর গুলোতে সেটা করা সম্ভব নয়। এই নগদ একাউন্ট আপনি যখন ইচ্ছে তখন এবং যেখানে ইচ্ছা সেখানে বসে নিজে নিজেই খুলতে পারেন। এতে করে আপনার বাড়তি সময় ও লাগছে না এবং বাইরে কোথাও যেতেও হচ্ছে না।

শুধুমাত্র *167# নম্বরে ডায়াল করে খুব সহজে আপনি খুলে নিতে পারেন নগদ একাউন্ট। শুধুমাত্র দুটি ধাপ অবলম্বন করলে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র এই ইউএসএসডি কোড ব্যবহার করে কিভাবে আপনি নগদ একাউন্ট খুলবেন সেটির জন্য নিচের ধাপগুলো ভালোভাবে লক্ষ্য করুন :

  • আপনার মোবাইল হ্যান্ডসেট থেকে ডায়াল করুন *167#।
  • এখন আপনার মোবাইল স্ক্রিনে যে শর্তগুলো আসবে সেগুলো ঠিকঠাকভাবে পড়বেন এবং চার ডিজিটের পিন নম্বর সেট করে ফেলবেন। 
  • আপনি যে পিন নাম্বারটি সেট করলেন সেটি কনফার্ম করতে পুনরায় পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করুন।
  • আপনি যদি সেই অ্যাকাউন্ট হতে তাৎক্ষণিক কোন মুনাফা পেতে চান তাহলে সেটি বেছে নিন।
  • এই ছিলো নগদ এর একাউন্ট খোলার সবথেকে সহজ প্রক্রিয়া। আমার মনে হয় সকলে এখন ঘরে বসেই ঝটপট নগদ এর একাউন্ট নিজে নিজে খুলে নিতে পারেন।

নগদ এ ক্যাশ আউট সুবিধা

আমরা যারা মোবাইল ব্যাংকিং সেবা টি ব্যবহার করি তারা ক্যাশ আউট এই শব্দটি সম্পর্কে সবার পরিচিত। টাকা লেনদেনের ক্ষেত্রে এই শব্দটির মূল্য অনেক। আপনি আপনার মোবাইল ব্যাংকিং এর যেকোন একাউন্টে টাকা জমা রাখতে পারেন কিন্তু যখন সেই টাকা উত্তোলন করতে যান তখন আপনাকে ক্যাশ আউট সুবিধাটি নিতে হয়। ক্যাশ আউট করতে গেলে আপনাকে সরাসরি ইউএসএসডি কোড ব্যবহার করতে হয় অথবা সেই একাউন্ট অ্যাপস ব্যবহার করতে হয়।

নগদ দিচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে সবথেকে কম রেটে ক্যাশ আউট সুবিধা। আপনি বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা হতে যে টাকা খরচ করে ক্যাশ আউট করবেন নগদে তার থেকে অনেক কম টাকাতে আপনি ক্যাশ আউট করবেন। যার কারণে নগদ বর্তমানে অল্প সময়ে দেশের অনেকটা জুড়ে তাদের সার্ভিস বানাতে পেরেছে এবং অনেক গ্রাহক নগদ ব্যবহারে আগ্রহী হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সুবিধাটি টাকার অংকে কেমন। আসলে ক্যাশ আউটের হিসেব সবসময় 1000 টাকা তে হয়ে থাকে। আমরা এখন আপনাদের দেখিয়ে দেবো প্রতি 1000 টাকায় নগদে ক্যাশ আউট চার্জ কত।

  • নগদ অ্যাপস দিয়ে ক্যাশ আউট চার্জ প্রতি 1000 টাকায়
  • নগদ অ্যাপস দিয়ে ক্যাশ আউট করলে আপনাকে প্রতি হাজারে ভ্যাট ছাড়া খরচ হবে 9.99 টাকা এবং ভ্যাট সহ সর্বমোট খরচ হবে 11.49 টাকা।
  • নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে ক্যাশ আউট চার্জ প্রতি 1000 টাকায়
  • আপনি যদি সাধারন মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করেন, এবং ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ ক্যাশ আউট করতে চান, তাহলে আপনাকে ভ্যাট ছাড়া 12.99 টাকা প্রতি হাজারে চার্জ দিতে হবে। এছাড়া আপনাকে ভ্যাট সহ সর্বমোট 14.94 টাকা চার্জ দিতে হবে।

উপরে কথা গুলো পড়লে বুঝতে পারবেন যে নগদে ক্যাশ আউট চার্জ কত। এমনিতেও অন্যান্য সকল আর্থিক মোবাইল লেনদেন প্রতিষ্ঠান হতে নগদ এর ক্যাশ আউট চার্জ প্রায় অর্ধেক। আরো বেশি সুবিধা নিতে হলে আপনাকে নগদ এর অ্যাপ্স টি ব্যবহার করতে হবে। তাই যারা নগদের অ্যাপসটি এখনো ব্যাবহার করেননি তারা ঝটপট অ্যাপসটি ডাউনলোড করে ব্যাবহার করা শিখে নিন।

নগদ এ মোবাইল রিচার্জ সুবিধা

মোবাইল রিচার্জ এ শব্দটি পেছনে যে কত কাহিনী রয়েছে সেটা আমাদের সকলেরই জানা। এই মোবাইল রিচার্জ করতে যে আমাদের জীবনে অনেক অনেক গল্পের সৃষ্টি হয়েছে। আগে আমাদের এই মোবাইল রিচার্জ করতে যেকোনো টেলিকম এর দোকানে যেতে হতো। আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনারা অনেকেই হয়ত জানেননা নগদ একাউন্ট থেকে ঘরে বসেই মোবাইল রিচার্জ করা যায়। যেটি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। আপনি একবার শিখে গেলে কোনোদিন এই সহজ পদ্ধতিটি আর ভুলবেন না। শুধুমাত্র রিচার্জ সুবিধা নয় নগদে এইতো কিছুদিন আগে 598 টাকা বান্ডেল থেকে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছিল। এছাড়াও বর্তমানে আপনি যদি নগদ অ্যাপস এ লগইন করেন এবং সেখান থেকে সর্বপ্রথম নিজের নম্বরে 20 টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন 20 টাকা ক্যাশব্যাক। এই সুবিধাগুলো নগদ মোবাইল রিচার্জের দিয়ে থাকে। মোবাইল রিচার্জ সুবিধা প্রতিদিনই চেঞ্জ হয় তাই ব্যবহার করলে আপনারা ব্যবহারের মাধ্যমে এগুলো সম্পর্কে জানতে পারবেন।

নগদে বিল পেমেন্ট সুবিধা

বর্তমানে আপনি ঘরে বসেই নগদ এর মাধ্যমে আপনার যাবতীয় বিল পেমেন্ট করতে পারবেন যে কোন চার্জ ছাড়াই। তবে বিল পেমেন্ট এর ক্ষেত্রে আপনাকে নগদ এপস টি ব্যবহার করতে হবে। এই অ্যাপস ব্যবহার করার ফলে আপনি অতি সহজেই যখনতখন ঘরে বসেই অনেক ধরনের বিল দিতে পারবেন। আপনি যে সকল বিল দিতে পারবেন সেগুলো নিচে উল্লেখ করলাম।

  • আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 
  • আপনি শিক্ষা প্রতিষ্ঠান বিল ও নগদ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। 
  • আপনি আপনার পানির বিল নগদে পরিশোধ করতে পারবেন। 
  • আপনি আপনার গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। 
  • ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন। 
  • টিভি ও টেলিফোন বিল পরিশোধ করতে পারবেন।

আরো অনেক মিল রয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম না। তাই নগদ ব্যবহারকারীরা যদি এই অংশটুকু পড়েন তাহলে এসকল বিলগুলি নিয়ে নিশ্চিন্ত থাকুন। আপনারা ঘরে বসেই বিলগুলি দিতে পারবেন। 

নগদ এর আয়কর সুবিধা

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশের উন্নয়নে করদাতাদের ভূমিকা অনেক। এই করদাতাদের এগিয়ে নেয়ার স্বার্থে নগদ ঘরে বসেই আয়কর দেওয়ার সুবিধাটি চালু করেছে। যে সকল করদাতারা রয়েছেন তারা ইচ্ছে করলে ঘরে বসে নগদ অ্যাপস এর মাধ্যমে আয়কর পেমেন্ট বাটনে ক্লিক করে নিজের কর টি দিতে পারবেন। 

নগদ একাউন্টের মুনাফা/সঞ্চয় সুবিধা

অনেক নগদ ব্যবহারকারী জানেন না যে নগদ একাউন্টে যদি আপনি সঞ্চয় করেন তাহলে আপনি সেই সঞ্চয় হতে অনেক সুবিধা পেতে পারেন। এখন আপনি যদি নগদ একাউন্টে টাকা জমা রাখেন তাহলে সেখান থেকে আপনি নির্দিষ্ট হারে মুনাফা পেতে পারেন। আপনাদের সুবিধার্থে চলুন নগদের মুনাফার হার উল্লেখ করি।

  • আপনি যদি নগদ একাউন্টে 0 থেকে 1 হাজার টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে আপনাকে কোন মুনাফা দেওয়া হবে না।
  • আপনি যদি নগদ একাউন্টে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে আপনাকে শতকরা 4% হারে বার্ষিক মুনাফা দেওয়া হবে।
  • আপনি যদি নগদ একাউন্টে 5000 এর ওপরে জমা রাখেন তাহলে আপনাকে বাৎসরিক 6% হারে মুনাফা দেওয়া হবে।
  • নগদে টাকা জমা রাখলে মুনাফা পাওয়া যায় এই কথাটি প্রথমে অনেকেই বিশ্বাসই করতে চায় না। কিন্তু বর্তমানে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা তেও আপনারা মুনাফা পেতে পারেন সেটা নগদ প্রমাণ করে দিল।

নগদ 24 ঘণ্টা কাস্টমার সার্ভিস সুবিধা

নগদে রয়েছে 24 ঘণ্টা কাস্টমার সার্ভিস সুবিধা। আপনি যেকোন সময় নগদের কাস্টমার কেয়ার পয়েন্টে ফোন দিয়ে নগদের সুবিধাগুলি নিতে পারেন। এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ যেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলো দিতে পারেনা।

এই ছিল নগদ এর সুবিধার সংক্ষিপ্ত আলোচনা। যেহেতু নগদ নতুন একটি প্রতিষ্ঠানে এবং প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা নিয়ে আসছে। তাই আপনারা আরো নতুন নতুন সুবিধা পেতে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের আপনাদের জানার বিষয়গুলো জানান।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *