নগদ থেকে বিকাশে টাকা ট্রানস্ফার ২০২৩

দেশে মোবাইল ব্যাংকিং সিস্টেম এর নাম বলতেই সকলের সামনে আসেন নগদ বিকাশ এর নাম। এই নগদ ব্যবহারকারী প্রতিনিয়ত আয় বৃদ্ধি পাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই নানান পদ্ধতি অবলম্বন করে নগদ তার গ্রাহকদের মন জয় করছে এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি করছে। আজকে আমরা হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো নগদ একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করার নিয়ম বা পদ্ধতি। যত দিন যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আধুনিকতার ছোঁয়া বৃদ্ধি পাচ্ছে।

যার সুবাদে আমরা ঘরে বসে এখন সকল কেনাকাটা এবং প্রয়োজন সেরে ফেলতে পারছি। মনে করেন আপনি চাচ্ছেন আপনার ঘরে বসেই ঈদের কেনাকাটা গুলি করে নিতে। এক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু মূল বিষয়টি হলো টাকা লেনদেন বা কেনাকাটার বিল পরিশোধ করা।

চিন্তার কোন কারণ নেই আপনি ঘরে বসেই নগদ ব্যবহার করে আপনার কেনাকাটার যাবতীয় বিল পরিশোধ করতে পারেন নগদ এর বিল পে সিস্টেম এর মাধ্যমে অথবা পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে। এছাড়া আপনি বাসায় আছেন এবং হুট করে আপনার কোন এক প্রিয় জন বিপদে পড়েছে এবং তার টাকার প্রয়োজন আপনি ঘরে বসে নগদ এর মাধ্যমে সেটি তাকে দিতে পারবেন।

এত সব সুযোগ এবং পরিবর্তন নিয়ে এসেছে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং ব্যবস্থার কারণে। তাই আমরা যারা রয়েছে তারা প্রত্যেকেই মোবাইল ব্যাংকিং ব্যবস্থার আওতায় রয়েছি। এখন যাদের নগদ একাউন্ট এবং বিকাশ একাউন্ট এই দুইটি অ্যাকাউন্টটি রয়েছে তারা অনেকে প্রশ্ন করেন যে তারা কিভাবে তাদের নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে টাকা পাঠাবেন বা টান্সফার করবেন। এটি একটি জটিল বিষয় কারণ নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে সরাসরি টাকা পাঠানো যায় না। আমরা আজকে সেই সকল পাঠকদের উদ্দেশ্যে হাজির হয়েছে যারা এ প্রশ্নের উত্তরটি অনেক আগে থেকে খুঁজছেন ‌। তো চলুন আজকে বিষয়টি আলোচনা করা যাক। 

নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে টাকা পাঠানো যায় কিনা

আপনার একটি নগদ একাউন্ট রয়েছে এবং একটি বিকাশ একাউন্ট রয়েছে। এখন আপনি আপনার নগদ একাউন্টে টাকা রেখেছেন। হঠাৎ করেই এমন একটি প্রয়োজন হলো যে আপনার বিকাশ একাউন্টে টাকার প্রয়োজন। আপনি কিভাবে সেটা নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে ট্রান্সফার করবেন সেটা আপনার জানা নেই।

আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে নগদ একাউন্ট হতে সরাসরি বিকাশ একাউন্টে টাকাটা আশা করা যায় না। তবে একটি পদ্ধতি রয়েছে যেটি আপনি অবলম্বন করলে আপনি নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন ‌। আমরা কয়েকটি ধাপ এর মাধ্যমে আপনাদের নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করার নিয়ম টি শিখিয়ে দেব।

নগদ থেকে বিকাশে টাকা টান্সফার

নগদ একাউন্ট হতে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে প্রয়োজন পড়বে কিছু জিনিসের। 

  1. আপনার নগদ একাউন্ট এবং বিকাশ একাউন্ট
  2. নগদ একাউন্ট এর ভার্চুয়াল কার্ড নাম্বার
  • এখন আপনাকে প্রথমত আপনার বিকাশ অ্যাপস এ প্রবেশ করতে হবে। বিকাশ অ্যাপ এ ঢোকার পর আপনাকে সেখানে লগইন করতে হবে। 
  • এরপরে আপনাকে অনেকগুলো অপশন হতে অ্যাড মানি অপশনে ঢুকতে হবে। অ্যাড মানি অপশনে ঢোকার পর সেখানে আপনাকে দুইটি অপশন দেখাবে একটি হলোব্যাংক টু বিকাশআরেকটি হলোকার্ড টু বিকাশ“। 
  • এই অবস্থাতে আপনি যে নগদ একাউন্ট হতে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নম্বর দিতে হবে এবং পরবর্তীতে টাকার পরিমান দিতে হবে টাকার পরিমাণ দেওয়ার পরে আপনি চার মিনিটের ভেতর আপনার নগদ একাউন্টের ভার্চুয়াল কার্ড নাম্বারটা দেবেন।
  • এই অপশনটি সিলেক্ট করার পরে আপনাকে সেখানে একটি অপশন দেখাবে অপশনটিতে লিখা থাকবে আপনার কার্ড নাম্বার 
  • আপনি আপনার নগদ একাউন্টের ভার্চুয়াল কার্ড নম্বরটি সেখানে দিয়ে দিবেন। 
  • উক্ত ধাপগুলি অনুসরণ করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার মোবাইলে ওটিপি আসার জন্য। ওটিপি নাম্বার আসলেই আপনি ওটিপি নম্বরটি দিয়ে কনফার্ম করবেন। 
  • এরপরে একটি কনফার্মেশন এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ওই নগদ একাউন্ট হতে এই বিকাশ একাউন্টে টাকা টান্সফার হয়ে গেছে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি নগদ একাউন্ট হতে বিকাশ একাউন্টে টাকা নিতে পারবে। 

ভার্চুয়াল কার্ড সম্বলিত যাবতীয় তথ্য

  • শুরু থেকেই নগদ নতুন নতুন ফিচার নিয়ে বাজারে আসছে। তারা এমন সব সুযোগসুবিধা নিয়ে বাজারে আসছে যে অন্যান্য কোম্পানি গুলো তা কখনো চিন্তাও করতে পারেনি। ঠিক তেমনি একটি ফিচার হল নগদের ভার্চুয়াল কার্ড।আপনাদের যেমন ব্যাংক একাউন্টের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড রয়েছে ঠিক তেমনি নগদ একটি ভার্চুয়াল কার্ড তৈরি করেছে। ভার্চুয়াল কার্ড বলতে সত্যিই এটি একটি অদৃশ্য কার্ড। অন্যান্য কার্ডের মত এগুলো দেখা যায় না এবং এগুলোর কোনো অস্তিত্ব নেই। কিন্তু নগদ অ্যাপস এ এর একটি অস্তিত্ব রয়েছে এবং এই কার্ড এর একটি নম্বর রয়েছে। যে সকল জায়গায় পেমেন্ট সিস্টেম এ কার্ড দিয়ে নিয়ম করা রয়েছে, সে সকল জায়গাতে আপনি নগদ দিয়ে পেমেন্ট করার সুবিধার্থে নগদ এই পদ্ধতি চালু করেছে। আপনি সরাসরি সেই নগদ একাউন্টের ভার্চুয়াল কার্ড নম্বর দিয়ে ইভ্যালি, দারাজ, আলিশা মার্ট ইত্যাদির মতন অনলাইন প্লাটফর্ম থেকে কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। এবং কার্ডের মাধ্যমে কেনাকাটা সম্পন্ন করার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ বোনাস পেতে পারেন ‌। তবে একটি বিষয় উল্লেখ্য যে এই কার্ডটি বাংলাদেশের ভেতরে ব্যবহার করা যাবে বাংলাদেশের বাইরে এই কার্ডের কোন মূল্য নেই।
  • এখন অনেকে প্রশ্ন করেন যে এই ভার্চুয়াল কার্ড আমি কিভাবে পাব বা এ ভার্চুয়াল নম্বরটি আমি কোথায় থেকে পাব। অনেকেই এই ভার্চুয়াল নাম্বারটি পেয়েছেন আবার অনেকেই না জানার কারণে এই ভার্চুয়াল কার্ড নাম্বারটি পাননি। অনেকেই জানতে চান যে নগদ একাউন্ট খোলার পরেও কি এই ভার্চুয়াল কার্ড নাম্বা রটি পাওয়া যায়? আপনি আপনার নগদ এপস টি ব্যবহার করে এই ভার্চুয়াল কার্ড নাম্বারটি নিতে পারবেন। এটির জন্য আপনাকে আপনার নগদ একাউন্ট এর জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এবং সেই অ্যাপটি তে লগইন করতে হবে। লগইন করার পরে আপনাকে আমার নগদ এই অপশনটি তে যেতে হবে। এই অপশন দিতে ঢোকার পর একটি অপশন রয়েছে যেখানে দেখাবে নাম পরিবর্তন। আপনি নাম পরিবর্তনের এই মেনুতে ঢুকলেই দেখতে পাবেন যে সেখানে 16 ডিজিটের একটি কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এই কার্ড নাম্বারটি হল আপনার ভার্চুয়াল কার্ড নাম্বার। এখন আপনি এই কার্ড নাম্বার ব্যবহার করে আপনার যাবতীয় কেনাকাটা সম্পন্ন করতে পারেন।
  • এখন অনেকেই এই ভার্চুয়াল কার্ড নাম্বারটি খুঁজে পায়না। একটু সতর্ক হলেই এই ভার্চুয়াল কার্ড নাম্বারটি খুঁজে পাওয়া অত্যন্ত সহজ। যাদের মোবাইলে ফন্ট সাইজ বড় করা থাকে বা স্ক্রিনে জায়গা কম তাদের এই ফন্ট সাইজটা ডাকা দেখা যায় না। তারা তাদের মোবাইল হ্যান্ডসেটের সেটিং এ প্রবেশ করে ফ্রন্ট সাইজ ছোট করে নিলেই ভার্চুয়াল কার্ড নাম্বার টি দেখতে পাবে।

নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর সরাসরি কোনো মাধ্যম নেই। আমরা চেষ্টা করেছিলাম এই সঠিক তথ্যটি ব্যবহার করে গ্রাহকদের উপকৃত করার। আমরা বরাবরের মতোই শতকরা 100 ভাগ সঠিক তথ্য দিয়ে গ্রাহকদের উপকৃত করার চেষ্টা করি। যেসকল পাঠকগণ সম্পূর্ণ অনুচ্ছেদটি খুব ভালোভাবে লক্ষ্য করে পড়েছেন তাঁরা এ বিষয়টি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন তার পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ‌। যোগাযোগের মাধ্যম টি হলো আপনার কমেন্ট তো আর কথা না বাড়িয়ে আজকের মতন অনুচ্ছেদটি শেষ করতে যাচ্ছে। 

Updated: November 1, 2023 — 7:50 am

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *