নগদ থেকে উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৩

বর্তমানে বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা চালু রয়েছে। সরকারিভাবে বিভিন্ন ধরনের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মূলত অনেকেই মনে করেন যে শুধুমাত্র উপবৃত্তি ভালো শিক্ষার্থীদের দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে বাংলাদেশ সরকার সকল শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। বিশেষ করে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য অনেক উপবৃত্তির ব্যবস্থা করেছে। এতে করে যারা গরীব ও মেধাবী শিক্ষার্থীরা আছে তারা অনেক উপকৃত হয়েছে ‌।

গরিব দেশ হিসাবে বেশিরভাগ শিশুরাই তাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে শুরু করতে পারে না। কারণ তাদের পিতামাতা পড়াশোনার খরচ চালাতে রাজি হয় না। এর ফলে শিশুরা শুরু থেকেই পড়াশোনার প্রতি অনাগ্রহ এবং আস্তে আস্তে পড়াশোনা ছেড়ে দেয়। যার কারণে পরবর্তীতে তারা বড় হয়ে দেশের সম্পদ হওয়ার থেকে দেশের বোঝা হয়ে দাঁড়ায় একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এই উপবৃত্তির ব্যবস্থা চালু করেছে।

উপবৃত্তি ব্যবস্থা চালু করার ফলে প্রাইমারি শিক্ষার্থীগণ তিন মাস অন্তর অন্তর উপবৃত্তি পায়। তারা উপবৃত্তির টাকা গুলি তাদের পড়াশোনার কাজে ব্যবহার করে। যার ফলে পিতামাতার ওপর থেকে পড়াশোনার আলাদা খরচ ব্যয় করার চাপটি কমে যায়। এর সুবাদে তারা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠায় এবং শিক্ষিত করে তোলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা দেখার নিয়ম। 

নগদ হচ্ছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার একটি প্রতিষ্ঠান। 2019 সালে সর্বপ্রথম নগদ তাদের কর্মকান্ড চালু করে। এখন নগদ তাদের গ্রাহক সেবায় নিয়ে এসেছে প্রাইমারি শিক্ষার্থীদের সকল ধরনের উপবৃত্তির সেবা। কয়েক বছর আগে এই উপবৃত্তি টা সরকার স্কুল এর শিক্ষকদের মাধ্যমে বন্টন করতে। তিন মাস অন্তর অন্তর স্কুল শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের মাঝে এই উপবৃত্তির টাকা বন্টন করতো। এরপরে নানান কারণে সরকার সিদ্ধান্ত নিলো যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে উপবৃত্তির টাকা টি বন্টন করার।

তার সুবাদে সরকার শিওর ক্যাশ, ইউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে টাকা বন্টন করতে লাগলো। সরকার 2020 সালে একটি নোটিশের মাধ্যমে জনসাধারণকে এটাই জানাই যে এখন থেকে প্রাইমারি স্কুলের সকল উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে বন্টন করা হবে। 2020 সালের 14 ডিসেম্বর উপবৃত্তি প্রদান প্রকল্প সম্পর্কিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে নগদ বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিচালিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরকার তাদের প্রাইমারি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবে। এর ফলে আমরা তারপর থেকে উপবৃত্তির টাকা নগদ এর মাধ্যমে পেতে দেখেছি। 

কিভাবে নগদ থেকে উপবৃত্তির টাকা দেখবো

প্রথমত আপনাকে একটা জিনিস ভালোভাবে জানতে হবে। নগদ তার গ্রাহকদের জন্য এমন একটি সুবিধা নিয়ে এসেছে যেটা আপনারা অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান পাবেন না। এই সুবিধাটি হলো আপনার একটি নগদ একাউন্ট যদি নাও থাকে আপনার মোবাইল নম্বরটি তে নগদ থেকে টাকা পাঠানো যাবে। এই ব্যবস্থা চালু করার ফলে শিক্ষার্থীদের শুধুমাত্র মোবাইল নাম্বারের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

কিন্তু আপনাকে সেই টাকা উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনি নগদ একাউন্ট ছাড়া সেই টাকা উত্তোলন করতে পারবেন না। তাই আমরা দুইটি ধাপে নগদ একাউন্টে কিভাবে টাকা দেওয়ার বিষয়টি উপস্থাপন করলাম। 

নগদ একাউন্ট না থাকলে কিভাবে উপবৃত্তির টাকা দেখবেন

আপনারা যারা প্রাইমারি শিক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তাদের মোবাইল নাম্বার দিয়ে উপবৃত্তির টাকা নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। এখন যখন উপবৃত্তির টাকা আপনার মোবাইলে দেওয়া হয় তখন সেটা নগদ এর মাধ্যমে দেওয়া হয়। আপনার সেই নাম্বারটি হতে নগদ একাউন্ট খোলা নেই। আপনি কিভাবে সেই নগদ অ্যাকাউন্ট থেকে উপবৃত্তির টাকা দেখবেন? প্রথমত আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে উপবৃত্তির টাকা আসার খবরটি জানানো হবে।

তারপরে আপনাকে সেই এস এম এস টি পাওয়ার পরে নিকটস্থ নগদ এজেন্ট এর নিকট বা নগদ উদ্যোক্তা নিকট যেতে হবে। সেই উদ্যোগ তার নিকট আপনি এসএমএসটি দেখালে তারা বলতে পারবে আপনার মোবাইল নম্বরে নগদ হতে উপবৃত্তির টাকা এসেছে কিনা। এরপরে আপনাকে সেই টাকা দেখার জন্য একটি নগদ একাউন্ট খুলতে হবে। আপনি চাইলে শুধুমাত্র একটি ইউএসএসডি কোড ডায়াল করেই নগদ একাউন্ট খোলা যাবে। 

  • নগদ একাউন্ট  খুলতে আপনার সেই সিম নম্বরটি হতে *167#  ইউএসএসডি কোড ডায়াল করুন।
  • কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইল স্ক্রীনে একটি এসএমএস দেখা যাবে। সেখানে একটি পিন নাম্বার সেট করতে বলবে। আপনি সেখানে 5 ডিজিটের একটি পিন নাম্বার সেট করবেন। পিন নম্বরটি সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একই নম্বর বার বার দিবেন না। 
  • এবার পুনরায় পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করতে বলবে। যে পিন নম্বরটি দিয়ে একাউন্ট খুললেন সেই  পিন নাম্বারটি পুনরায় দিয়ে পিন নম্বরটি কনফার্ম করুন। 
  • এই পর্যায়ে আপনার মোবাইলে একটি কোড আসবে। সেই কোডটি আপনি যথাস্থানে বসিয়ে কনফার্ম করলে আপনার নগদ একাউন্ট খোলার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। 
  • এর পরে আপনি পুনরায় সেই অ্যাকাউন্ট হতে *167# ডায়াল করে অ্যাকাউন্টে প্রবেশ করুন।
  • এরপর 7 নম্বরমাই নগদঅপশনটিতে ঢুকুন এর পরে আপনি দেখতে পাবেন সেখানে লিখা থাকবেব্যালান্স ইনকোয়ারিএক নম্বর অপশন অপশন টি তে ঢুকুন।  
  • ব্যালান্স ইনকোয়ারি তে ঢুকলে সেখানে আপনার মোবাইল ব্যালান্স দেখানোর জন্য পিন নম্বরটি চাবে।  আপনি যে পিন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পিন নাম্বার সেখান দিয়ে ওকে করুন। 
  • সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে কনফার্মেশন এর মাধ্যমে আপনার উপবৃত্তির টাকার পরিমাণ দেখাবে আপনি কি পরিমান উপবৃত্তির টাকা পেলেন সেটি সেখানে দেখাবে। 

নগদ একাউন্টের মাধ্যমে  উপবৃত্তির টাকা দেখা

আপনার যদি একটি নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সহজেই সেখান থেকে উপবৃত্তির টাকা দেখা যাবে। আপনি যদি কোনো শিক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন তাহলে সরাসরি ইউএসএসডি কোড অথবা নগদ অ্যাপস এর মাধ্যমেও নগদের উপবৃত্তির টাকা দেখতে পাবেন। 

  • প্রথমত আপনাকে নগদ অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে উপবৃত্তির টাকা আসার এসএমএস এর জন্য। উপবৃত্তির টাকা আসার এসএমএস আসলে আপনি নগদ অ্যাপ টিতে প্রবেশ করবেন। 
  • আপনি নগদ অ্যাপ টিতে প্রবেশ করতে পারেন অথবা ইউএসএসডি কোড ডায়াল করতে পারেন। *167* ইউএসএসডি কোড ডায়াল করে আপনি নগদ একাউন্টে প্রবেশ করতে পারেন বা নগদ অ্যাপস এ লগইন করে আপনি নগদ একাউন্টে প্রবেশ করতে পারবেন। এরপর একই রকম ভাবে নগদ অ্যাপস বা ইউএসএসডি কোডের মাধ্যমে আপনি পরবর্তী ধাপগুলো অনুসরন করতে পারবেন। 
  • আপনি 7 নাম্বার অপশন মাই নগদ এ ঢুকবেন এরপরে এক নম্বর অপশন ব্যালান্স ইনকোয়ারি ঢুকবেন। এর পরে আপনি দেখতে পাবেন যে সেখানে আপনাকে একটি পিন নাম্বার দিতে বলা হয়েছে। আপনি যদি সেখানে আপনার নগদ এর পিন নাম্বারটি দিয়ে দেন এবং কনফার্ম করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি কনফার্মেশন এর মাধ্যমে উপবৃত্তির টাকার পরিমাণ টি দেখাবে। 

যেসকল অভিভাবকগণ উপবৃত্তির টাকা দেখার জন্য অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই উপবৃত্তির টাকা দেখার জন্য নিজের নগদ পিন নম্বর অন্যদের কাছে শেয়ার করছেন। আমরা তাদের জন্য নিয়ে এলাম আজকের তথ্যবহুল এই অনুচ্ছেদটি। এই অনুচেছদ সম্পূর্ণরূপে পড়ার পরে অভিভাবকগণ নিজে থেকেই উপবৃত্তির টাকা দেখে নিতে পারবেন। অভিভাবকগণ যদি উপবৃত্তির টাকা দেখতে নাও পারেন তাহলে আমাদের কমেন্ট বক্স এর মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব এই পদ্ধতিটি আপনাদের সামনে আরও সহজ করে তুলে ধরার। 

শিক্ষা জাতির মেরুদন্ড। আমরা সকলেই এই কথাটির গুরুত্ব খুব ভালোভাবে জানি। একটি শক্তিশালী জাতি গঠনে শিক্ষিত জনগণের প্রয়োজন সব থেকে আগে। সেই শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করছে তার মধ্যে প্রাইমারি শিক্ষার্থীদের উপবৃত্তি মূলক প্রণোদনা প্রদান অন্যতম ‌। আশা করি এই সকল ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমাদের জাতি একদিন শিক্ষিত জাতি হিসেবে পরিচিতি লাভ হবে।

Updated: November 1, 2023 — 7:50 am

1 Comment

Add a Comment
  1. I can not see balance.because I have forgeted the pin which is given from school. And I can’t reset pin,16167 helpline showing line busy.so what should I do.help please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *