প্রিমিয়ার সিমেন্ট দাম 2024

সভ্যতার উন্নতির সাথে সাথে বিশ্বের প্রায় সকল স্থানে অবকাঠামগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আদিম যুগে একটা সময় ছিল যখন বসবাস করার জন্য এখনকার মত পাকা দালান কোঠা ছিল না। মানুষ গুহায় বসবাস করত, বনে জঙ্গলে গাছের নিচে বসবাস করতো। এরপর ধীরে ধীরে সভ্যতার অন্যদের সাথে সাথে মানুষের জ্ঞান বুদ্ধির বিকাশ করতে লাগলো এবং তারা সভ্যতায় উন্নত হতে শুরু করল।

আর সেটার স্পষ্ট প্রভাব পড়ল তাদের খাবারদাবার থেকে শুরু করে বাসস্থানের উপরে। এরপর ধীরে ধীরে মানুষ ঘরবাড়ি তৈরি করতে শিখলো। একটু উন্নত হওয়ার পরে মানুষ বিভিন্ন গাছের পাতা, ডালপালা, প্রভৃতি ব্যবহার করে ছোট ছোট ঘর তৈরি করে বসবাস করতে শুরু করলো। এরপর আরো উন্নত হওয়ার পরে তারা মাটির তৈরি ঘর কিংবা ছনের ফোনের তৈরি ঘরে বসবাস করা শুরু করলো।

এরপর সভ্যতা যখন আরো উন্নত হয়ে আধুনিক পর্যায়ে এসে পৌঁছল, মানুষ তখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে আকাশচুম্বী পরিবর্তন নিয়ে আসলো। বর্তমানে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটি জায়গাতে পাকা ঘরবাড়ি তৈরি করার প্রচলন বেশি দেখা যায়। বিশেষ করে শহরে তো বিশাল বিশাল দালান কোঠা তৈরি হতে দেখা যায়। এই সকল আধুনিক পাকা দালানকোঠা বা ঘরবাড়ি তৈরি করতে গেলে যে সকল উপকরণ দরকার হয় তার মধ্যে অন্যতম হলো সিমেন্ট। ঘরবাড়ি থেকে শুরু করে যেকোনো অবকাঠামোগত কাজে সিমেন্ট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে বাংলাদেশের অন্যতম একটি সিমেন্ট প্রস্তুতকারক ব্র্যান্ড এর সিমেন্টের দাম সম্পর্কে জানিয়ে দিব। আর সেই সিমেন্ট হল প্রিমিয়ার সিমেন্ট। বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি উল্লেখযোগ্য সিমেন্ট প্রস্তুতকারক ব্র্যান্ড বা কোম্পানী রয়েছে তার মধ্যে প্রিমিয়ার সিমেন্ট অন্যতম।

আপনারা যারা এই ব্র্যান্ডের সিমেন্টের দাম সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন কিন্তু ভালো কোন তথ্যের উৎস খুঁজে না পাওয়ার কারণে আপনাদের কাঙ্খিত তথ্য সম্পর্কে জানতে পারেন না, আজকের এই পোস্ট পড়লে তারা প্রিমিয়ার সিমেন্টের দাম সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বলে আশা করছি। তবে তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেল ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে।

প্রিমিয়ার সিমেন্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ড। এটি চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড দ্বারা উৎপাদিত হয়। প্রিমিয়ার সিমেন্টের গুণগতমান এবং স্থায়িত্বের জন্য এটি বাংলাদেশের সকল মানুষের কাছে বেশ ভালোভাবে সুপরিচিত একটি সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বিভিন্ন ধরণের নির্মাণ কাজে ব্যবহৃত হয়, যেমন ভবন, সেতু, রাস্তা ইত্যাদি।

আপনারা যারা প্রিমিয়ার সিমেন্টের দাম সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে এবার আমরা প্রিমিয়ার সিমেন্টের দাম সম্পর্কে জানিয়ে দিব। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা প্রিমিয়ার সিমেন্টের দাম সম্পর্কে নিজে যেমন জানতে পারবেন ঠিক তেমনি ভাবে আপনাদের আশেপাশের মানুষজনকেও জানাতে পারবেন।

গত এক বছরের ব্যবধানে প্রিমিয়ার সিমেন্টের দামে কিছুটা পরিবর্তন এসেছে। ২০২২ সালের ১লা জানুয়ারি, প্রিমিয়ার সিমেন্টের প্রতি বস্তা দাম ছিল ৪৮৫ টাকা। ২০২৩ সালের ১লা জানুয়ারির হিসেব অনুযায়ী প্রিমিয়ার সিমেন্টের প্রতি বস্তা দাম বেড়ে ৪৯৯ টাকা হয়েছে। অর্থাৎ, গত এক বছরে প্রিমিয়ার সিমেন্টের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। এদিকে বর্তমান বাজার অনুযায়ী প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্টের দাম ৫৩০ থেকে ৫৬০ টাকা। বর্তমান দামের সাথে গত বছরের দামের তুলনা করলে দেখা যায় যে সিমেন্টের দাম বর্তমানে বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি প্রায় ৪৫ থেকে ৭৫ টাকা।

প্রিমিয়ার সিমেন্টের দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাপী কাঁচামালের দাম বৃদ্ধিকে উল্লেখ করা যেতে পারে। সিমেন্ট উৎপাদনে কাঁচামাল হিসেবে চুনাপাথর, বালি এবং জল ব্যবহৃত হয়। এই কাঁচামালের দাম বিশ্বব্যাপী বৃদ্ধির ফলে সিমেন্টের দামও বৃদ্ধি পেয়েছে। এদিকে সিমেন্টের দাম বৃদ্ধির ফলে নির্মাণ খরচও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই পোস্ট করার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং প্রিমিয়ার সিমেন্টের দাম সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।

 

 

 

Updated: January 4, 2024 — 9:18 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *