সাইকেল পার্টস এর দাম

বর্তমান যুগে সাইকেলের জনপ্রিয়তা দিনকে দিন শুধু বেড়েই চলেছে। আমাদের দেশেও সেই হাওয়া বয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে সাইকেল চালায়। এমনকি ছোট বাচ্চারাও সাইকেল চালায়, এবং তাদের জন্য আলাদা সাইকেল কিনতে পাওয়া যায়।

সাইকেলে যেহেতু অনেক পার্টস থাকে তাই বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কারণে সেগুলো নষ্টও হয়। এক্ষেত্রে সাইকেল মেরামত করার সময় নষ্ট হওয়া পার্টস রিপ্লেস করার দরকার হয়। কিন্তু সাইকেলের পার্টস এর দাম সম্পর্কে কোন ধারণা না থাকলে দোকানদার আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে। তাই আপনারা যারা অনলাইনে এসে সাইকেলের পার্টসের দাম সম্পর্কে জানার জন্য সার্চ করে থাকেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন।

আমাদের আজকের এই পোস্ট পড়ার মাধ্যমে আপনারা সাইকেলের বিভিন্ন প্রয়োজনীয় পার্টস এর দাম সম্পর্কে জানতে পারবেন। তবে তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই লেখাটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। চলুন তাহলে শুরু করা যাক।

Deemount ডাবল হ্যান্ডেলবার এক্সটেনশন ফর বাইসাইকেল

সাধারণত সাইকেলে যে হ্যান্ডেল বার দেওয়া থাকে তার উপরে আরও একটি ছোট হ্যান্ডেল বার লাগানো যায়। এর মাধ্যমে আরও সুবিধাজনক গ্রিপ পাওয়া যায়। এটিকে বলা হয় এক্সটেনডেড হ্যান্ডেল বার। Deemount ডাবল হ্যান্ডেলবারটি দেখতে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয়। আপনি যদি এটি আপনার সাইকেলে লাগান তাহলে এটি আপনার সাইকেলের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিবে।

এই হ্যান্ডেল বারের ডায়ামিটার হল ২০-২২.৫ মিলিমিটার। আপনারা যারা মাউন্টেন বাইক, রোড বাইসাইকেল ইত্যাদি ব্যবহার করছেন তারা এই হ্যান্ডেলবারটি আপনাদের সাইকেলে লাগাতে পারে। এতে করে আপনারা আলাদা ধরনের গ্রিপ পাবেন।
বর্তমানে এই ডাবল হ্যান্ডেল বার এক্সটেনশন এর দাম ৯৫০ টাকা।

Shimano alivio ক্রাংক সেট

আপনারা যারা মাউনটেন বাইসাইকেল ব্যবহার করেন, আপনাদের সাইকেলে আপনারা এই Shimano alivio ক্রাংক সেট ব্যবহার করতে পারবেন। এটি মূলত একটি চেইন হুইল। মেটালের তৈরি এই ক্রাংক সেটের ক্রাঙ্কের লেন্থ ১৭০/১৭৫ মিলিমিটার। এছাড়াও এই ক্রাংকের দাঁতের সংখ্যা 40-30-22T। এই ক্র্যাংক সেটের মডেলের নাম Shimano Alivio Crank Crankset FC-M4050 w or w/o BB52 for M4000 HollowTech Chain wheel M4050। Crank size: 40/30/22t• Crank arm length: 170mm / 175mm (optional)• BB Shell Width: 68 and 73mm।
বাজারে এই ক্রাংক সেটের দাম ৪৮০০ টাকা।

এছাড়াও আপনাদের সুবিধার জন্য এখন আমি সাইকেলের বিভিন্ন পার্টস এর একটি তালিকা দিয়ে দিচ্ছি। আশা করি এটি থেকে আপনারা উপকৃত হবেন।

Suntour XCM 26″ Lockout 100mm মাউন্টেইন বাইক ফোর্ক এর বর্তমান বাজার মূল্য ৪৯৯৯ টাকা।
Truvativ 31.8 mm শর্ট স্টিম এর বর্তমান দাম ৭৯৯ টাকা।
Deemount Ergonomic বাইসাইকেল কমফোর্টেবল গ্রিপ ফর লং রাইড এর বর্তমান দাম ৯৭০ টাকা
বাইসাইকেল 7 স্পীড এন্ড 3 স্পীড শিফটার সেট এর বর্তমান দাম ৬৫০ টাকা।
বাইসাইকেল সিট পোস্ট ক্ল্যাম্প এর বর্তমান দাম ১৭৬ টাকা।
160mm বাইসাইকেল রটোর এর বর্তমান দাম ৩৬২ টাকা।
Mosso Headset Seald বিয়ারিং এর বর্তমান দাম ৮০০ টাকা।
Akrapovic শর্ট এক্সস্ট এর বর্তমান দাম ৩০০০ ঢাকা।
AkrapovicMuffler/Howler এক্সস্ট ফর লাউড সাউন্ড replica এর বর্তমান দাম ৬০০০ টাকা।
Shimano Altus 3speed বাইসাইকেল গিয়ার shitter এর দাম ৬০০ টাকা।

তো বন্ধুরা আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। সামনে আবারো হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। তবে তার আগে একটি কথা, যেহেতু সাইকেলের পার্টস এর দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাই এখানে যে দাম উল্লেখ করা হলো সেটা কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য নয়। আপনারা যখন সাইকেলের পার্টস কিনবেন তখন অবশ্যই নিকটস্থ বাজার থেকে পার্সের সর্বশেষ প্রাইস আপডেট সম্পর্কে জেনে নেবেন। না হলে একশ্রেণীর অসাধু দোকানদার রয়েছে, তারা আপনার দাম না জানার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে বেশি টাকা নেবে। এতে করে আপনার অনেক টাকা লস হতে পারে। তাই আপনার সাইকেলের জন্য যে কোন পার্টস কেনার আগে অবশ্যই সেই পার্সের দাম সম্পর্কে জেনে যাবেন।

Updated: January 17, 2024 — 8:44 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *