নারী ও প্রকৃতি নিয়ে উক্তি

নারী ও প্রকৃতি শব্দ দুটি পৃথক হলেও আসলে এরা যেন জমজ বোন। নারী যেমন রূপের ডালি ঠিক তেমনি প্রকৃতি যেন রসে রসায়নে ভরা। পৃথিবীর সকল নারীর ধর্ম ও বৈশিষ্ট্য একই রকম ঠিক প্রকৃতিও তার ধর্মের ব্যতিক্রম নয়। একটি নারী যখন বিউটি পার্লারে বিভিন্ন প্রসাধনের মাধ্যমে নিজেকে সাজুগুজু করে উপস্থাপন করে তখন নিজেকে ধন্য মনে করে এবং শ্রেষ্ঠত্বের দাবিদার মনে করে।

নারীর যৌবন আসে ষোল বছর বয়সে এবং যখন সে যৌবনে পরিপূর্ণ লাভ করে তখন তার সৌন্দর্য পরিপূর্ণভাবে ফুটে উঠে। প্রকৃতি যখন বসন্তকালে ফুলে ফুলে নতুন পাতায় শাখায় পরিপূর্ণ হয় এবং পাখির কলকা কলিতে মুখরিত হয় বিভিন্ন পাখি আমাদের মনকে গানে গানে মুখরিত করে তখন যেন আমরা আনন্দে মেতে উঠি।

প্রকৃতি যেমন বসন্তের ভেলায় ভাসতে থাকে নারী ও ঠিক তেমনি যৌবনকালে তার রসের ভেলায় ভাসতে থাকে। নারী ছাড়া একটি পুরুষ পরিপূরক নয় এবং একটি পুরুষ ছাড়া একজন নারী পরিপূরক নয়। নারী ছাড়া পুরুষ একা চলতে পারে ঠিক পুরুষ ছাড়া নারী ও চলতে পারে না উভয় যেন উভয়ের ভালবাসায় গদ গদ এবং বন্ধুত্ব দিয়ে সুন্দর বন্ধুত্বের দাবিদার। নারী তার বিভিন্ন বয়সে বিভিন্ন আচরণে ছাপ ফেলায় এক এক বয়সে এক এক রকম তার আচরণের পরিবর্তন দেখা যায় ঠিক প্রকৃতিও তেমনি বিভিন্ন ঋতুতে তার বিভিন্ন পরিবর্তন দেখা যায়।

আমাদের বাংলাদেশে যেমন ছয়টি ঋতু দৃশ্যমান। ঋতুগুলো হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত পালাবদল করে এই ছয়টি ঋতুই ঘুরেফিরে আসে ।
আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী।গ্রীষ্মকালে যেমন বাংলার মাঠ কটি ফাটা হয়ে যায় জিবরল ডাক ছাড়ে আকাশের চাতক পাখির দল বুকফাটা চিৎকার করে। বর্ষাকালে চারদিকে ছমছম বৃষ্টি গাছপালা সবুজ রং ধারণ করে নদী নালা পুকুর কানায় কানায় পরিবর্তন হয় মাছের আনন্দের সীমা থাকে না। হেমন্তকালে বাংলার মাঠে মাঠে সোনালী ধানের মম গন্ধে ভরে যায় বিশাল কৃষানের মুখে মধুর হাসি ফুটে ওঠে শুরু হয় নবান্ন উৎসব।

শীত আমাদের উপহার দেয় টাটকা শাকসবজি আর মিষ্টি খেজুর রস শীতের সময় চারদিকে কুয়াশাদ ঢাকা থাকি আর কনকনে ঠান্ডা পড়ে তখন আমরা বড় কাপড় শরীরে জড়িয়ে থাকি এবং পিঠা পায়েস ভাপা ফুলি চেনো এক নতুন উৎসব। বসন্তকালে গাছের পাতা ঝরে নতুন পাতায় হয়ে যায় প্রকৃতি যেন ফুলে ফুলে সেজে ওঠে আপন মনে গাছের পাতার আড়ালে কোকিলের সুমধুর গান শোনা যায়।

একটি নারী ও ঠিক তেমনি বয়সের ধাপে ধাপে তার বিভিন্ন পরিবর্তন দেখা যায় ষোড়শি বয়সী তার একেক রকম সৌন্দর্যের পরিবর্তন ঘটায়। প্রকৃতি ও নারী যেন একই বৃন্তে দুটি ফুল। নারী যখন যৌবনে পদার্পন করে তখন একটি পুরুষের মন সেই নারীর দিকে বিকশিত হয় এবং উভয়ে বিপরীত লিঙ্গের দিকে ধাবিত হয়। নারী ও প্রকৃতি একই পথের পথিক তারা একই ঘাটের মাঝি।

নারীর জীবনে যেমন সুখ দুঃখ হাসি কান্না সংসার জীবনে তাদের বিভিন্ন ধরনের কষ্ট এবং কালবৈশাখী ঝড় উঠে, ঠিক তেমনি প্রকৃতির জগতে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় যেমন ঝড়-বৃষ্টি তুফান বজ্রপাত অনেক ধরনের ঘটনা ঘটে থাকে এবং অনেক কিছু বদলে দেয় যা একটি নারীর জীবনেও প্রকৃতির মত অনেক ঘটনা ঘটে যায়। নারীর গতিপথ এবং প্রকৃতির গতিপথ যেন একই ফুলের মালা। নারী ও প্রকৃতি যেন

দুটি দেহ এবং দুটি দেহে যেন একটি প্রাণ। নারী যেন প্রকৃতির সন্তান প্রকৃতিও যেনো নারীর গর্ভজাত সন্তান। নারী যেমন সন্তান লাভ করার ক্ষমতা থাকি প্রকৃতিও ঠিক একই কায়দায় তাদের সন্তান ধারণ করার ক্ষমতা থাকে। নারী হোক একটি আদর্শ প্রকৃতির গুলবধূ আর প্রকৃতিও হোক নারীর একজন আদর্শবান বলিষ্ঠ পুরুষ ভয়ে যেন উভয়ের পরিপূর ক বেঁচে থাক বিশ্ব নারী, বেঁচে থাক বিশ্ব প্রকৃতি।

Updated: February 4, 2024 — 10:25 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *