রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩- রবি সিম থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিস গুলো বন্ধ করার কোড জেনে নিন

রবি সকল সার্ভিস বন্ধ করার কোড এই প্রশ্নটিই অনেকে অনেক ভাবে করেন। কোন কোন গ্রাহক সার্ভিস বলতে সুযোগ-সুবিধায় বোঝায় অসুবিধা কে বোঝায় না। আসলে যখন নিজের অজান্তেই কোন সার্ভিস এক্টিভেট আপনার ফোন থেকে টাকা কেটে নেয় তাহলে সেটা অসুবিধা তে পরিণত হয়। তাই অনেকে সরাসরি বলেন যে, আপনার টাকা কেটে নেয় সেই অপশনটি বন্ধ করা যায় কিভাবে।

আবার অনেকেই বলেন যে সার্ভিসগুলোর কারণে এসএমএস এর মাধ্যমে টাকা কেটে নিচ্ছে সেগুলো কোন কোড দিয়ে বন্ধ করা যায়। আপনারা যাই বলেন না কেন সব প্রশ্নের উত্তর কিন্তু একই ধরনের হবে। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম।

প্রত্যেকটি মোবাইল অপারেটর এর প্রধান কাজ হল গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়া। যদিও সুবিধা দেয়ার পেছনে গ্রাহকদের থেকে তারা প্রচুর পরিমাণে অর্থ নিয়ে থাকে। এটি ব্যবহার একটি অংশ হিসেবে নেওয়া হয়। প্রত্যেকটি মোবাইল অপারেটর এর মতন রবিও অনেক ধরনের পরিষেবা গ্রাহকদের দিয়ে থাকে। এই পরিষেবা গুলোর মধ্যে হচ্ছে লাইভ নিউজ পরিষেবা, কলার টিউন পরিষেবা, ওয়েলকাম টিউন পরিষেবা, আবহাওয়া আপডেট পরিষেবা, কল ব্লক পরিষেবা, কল ওয়েটিং পরিষেবা, কল ডাইভার্ট পরিষেবা ইত্যাদি।।

এখন এই সেবাগুলো অ্যাক্টিভ করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে কিন্তু দেশের বেশিরভাগ মানুষই সঠিকভাবে মোবাইল ফোন চালনা করতে জানেন না। যার কারণেই নিজের অজান্তেই হুট করেই এই সেবাগুলোর যেকোনো একটি অথবা 2 টি অ্যাক্টিভ হয়ে যায়। তখন তার মোবাইল ব্যালেন্স হতে নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হয়।

এটা অনেক সময় শুরুর দিকেই বুঝতে পারেন আবার অনেকেই অনেক দিন পরে বুঝতে পারেন। যখন তারা বুঝতে পারেন তার মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়ার মূল কারণটি কি তখন তারা এই সেবাগুলো বন্ধ করার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়ান। আপনাদের আর চিন্তা করতে হবে না আমরা এখন যে পরিষেবা গুলো রয়েছে সেগুলোর বন্ধ করার কোড দেখাবো। আশা করছি এগুলো হতে আপনি আপনার প্রয়োজনীয় কোডটি পেয়ে যাবেন এবং স্বাচ্ছন্দে তা ব্যবহার করে উপকৃত হবেন।

কিভাবে রবি সকল সার্ভিস বন্ধ করবেন

অথবা সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড সমূহ

আপনি যদি আপনার রবি সিম টি তে গুনগুন অফার একটিভ করে থাকেন এবং সেটা বর্তমানে বন্ধ করতে চাচ্ছেন তাহলে আপনার সিমটি হতে OFF লিখে এসএমএস করুন 8466 নম্বরে।

আপনি আপনার রবি সিমের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে চাচ্ছেন। যদি আপনি রবি সিমের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে চাইলেন তাহলে *8999*00# এই নম্বরটিতে আপনাকে ডায়াল করতে হবে।

এখন আমরা দেখাবো আপনি রবি সিম থেকে মিসকল এলার্ট কিভাবে বন্ধ করবেন। আপনি আপনার রবি সিম টি হতে মিস কল এলার্ট বন্ধ করতে হলে *140*2*1*2# এই ইউএসএসডি কোড ডায়াল করে নিন।

এখন আমরা দেখাবো রবি ব্যাকআপ পেতে চাইলে আপনাকে কি করতে হবে। রবি সিম টি হতে ব্যাকআপ পেতে চাইলে আপনাকে একটি ইউএসএসডি কোড ব্যবহার করতে হবে। *140*2*2*6# এই ইউএসএসডি কোড টি ব্যবহার করলেই আপনি রবি সিমে ব্যাকআপ নিতে পারবেন।

কল ব্লক সিস্টেমটি বহুল আলোচিত এবং উপকারী একটি সার্ভিস। অনেকে এই সার্ভিসটি এক্টিভ করেন আবার অনেকেই কিছু সময় পরে সার্ভিসগুলো বন্ধ করে নিতে চান। তাহলে আপনি আপনার রবি সিমে কল ব্লক বন্ধ করতে চাইলে এই *140*2*3*6# ইউএসএসডি কোড ডায়াল করে সেটি করতে পারবেন।

রবি ভয়েস টিউন বন্ধ করতে চাইলে আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে সেটি সম্পন্ন করতে হবে। এসএমএসটি পাঠাতে আপনার সেই রবি সিম টি হতে UBSUB লিখে 88088 এই নম্বরটিতে সেন্ড করতে হবে।

রবি সিমের ব্লাস্ট বন্ধ করার জন্য একটি এসএমএস এর শরণাপন্ন হতে হবে। এর জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার এসএমএস অপশনে গিয়ে STOP লেখার এবং সেটি সেন্ড করতে হবে 21291 এই নম্বরটিতে।

রবি লোকেটর হচ্ছে অনেকগুলি সার্ভিস এর মধ্যে একই সার্ভিস। অনেক সময় আমাদের এটি বন্ধ করার প্রয়োজন পড়ে তখন আমরা আমাদের এসএমএস বক্সে OFF লিখে 1818 এই নম্বরটিতে সেন্ড করব।

অনেক সময় নিজের অজান্তেই অনেক সার্ভিস অন হয়ে যায়। রবি ডেইলি ওয়েব এমন একটি সার্ভিস যেটা নিজের অজান্তেই অন হয়ে যেতে পারে। এ সার্ভিস অফ করতে হলে আপনাকে আপনার এসএমএস বক্সে প্রবেশ করে অফ লিখতে হবে এবং সেটি 21290 এই নম্বরটিতে সেন্ড করতে হবে।

অনেকেই ব্রেকিং নিউজ পাওয়ার জন্য ব্রেকিং নিউজ এলার্ট সার্ভিস কে চালু করেন। অনেক সময় অনেকে কিছুদিনে সার্ভিসটির ব্যবহার করার পরে সেটি বন্ধ করতে চান। আপনিও তাদের মধ্যে একজন হলে ঝটপট আপনার সিমটি হতে*140*8*1*2*3# এই কোডটি ডায়াল করে ব্রেকিং নিউজ সার্ভিসটি বন্ধ করে নিন।

অনেক সময় অনেকে রবি ফান পোর্টাল জবি অপশনটি চালু করে রাখেন। অনেকেই জোকস শুনতে অনেক পছন্দ করেন তাই এই অপশনটি চালু করেন। কিন্তু নানান কারণবশত যদি আপনি সেই অপশনটি অফ করতে চান তাহলে আপনাকে আপনার রবি সিম টি হতে OFF লিকে 4636 এই নাম্বারটিতে এসএমএস করতে হবে।

অনেক সময় বাচ্চাদের জন্য আমরা রবি কিডস জোন এসএমএস অপশন চালু করে রাখে। সার্ভিসটি অনেক উপকারী একটি সার্ভিস কিন্তু তারপরেও প্রয়োজনে যদি এটি বন্ধ করতে চান তাহলে এসএমএস অপশনে OFF লিখে পাঠিয়ে দিন 8543 নম্বরে।

রবিতে মুসলিম লাইভ এস এম এস নামের একটি সার্ভিস চালু করা যায়। আপনি যদি কোনো কারণে এই সার্ভিসটি চালু করেন এখন সেটা বন্ধ করতে চান তাহলে আপনার এসএমএস অপশনে গিয়ে OFF লিখে পাঠিয়ে দিন 21279 এই নাম্বারে।

আপনি রবি সিম টি হতে ইবাদত অফারটি যদি বন্ধ করতে চান তাহলে এসএমএস অপশনে গিয়ে WZ লিখে পাঠিয়ে দিন 8378 নম্বরে।

রবিতে সকল সার্ভিস স্টপ করতে চাইলে আপনাকে খুব সহজভাবে এসএমএস অপশনে গিয়ে শুধুমাত্র STOP লিখে তা পাঠিয়ে দিতে হবে 9090 নাম্বারে।

রবিতে ক্রিকেট অল নামের একটি সার্ভিস চালু করা যায়। এটির মাধ্যমে আপনি ক্রিকেট জগতের সকল খবরাখবর পেতে পারেন। এ সার্ভিস অফ করতে হলে আপনাকে 8274 নাম্বারে কল করে ধাপে ধাপে সেটি বন্ধ করতে হবে।

রবি ফেইসবুক সার্ভিস টি কমন একটি সার্ভিস। অনেকেই এটি তাদের প্রয়োজনে এক্টিভ করেন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন এটি বন্ধ করতে হলে আপনাকে STOP লিখে 32665 নম্বরে মেসেজ পাঠাতে হবে।

রবিতে লোকাল সার্ভিস নামের একটি সার্ভিস রয়েছে যেটি বন্ধ করতে হলে আপনাকে আপনার এসএমএস অপশনে গিয়ে OFF লিখে 1818 তে মেসেজ করতে হবে।

রবিতে ওম্যান জোন সার্ভিস নামের একটি সার্ভিস রয়েছে। এ সার্ভিসে মেয়েদের সকল তথ্য বা ট্রিক্সগুলো দেওয়া থাকে। অনেক মেয়েরাই এই সার্ভিসগুলো অন করে রাখেন। কিন্তু যখন আপনারা সার্ভিস গুলো বন্ধ করতে চাচ্ছেন তখন বন্ধ করার উপায় গুলো পান্ না। শুধুমাত্র এসএমএস অপশনে গিয়ে STOP WZ লিখে 8378 এই নম্বরে মেসেজ করে দিলে এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

রবি থেকে আপনি কি কি সার্ভিস গুলো পেতে পারেন সেটা সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত এবং সেগুলো কিভাবে নিতে হবে এবং কিভাবে বন্ধ করতে হবে সেটাও আপনার জানা উচিত। আশাকরি আমাদের এই তথ্যগুলো হতে আপনি আপনার তথ্যটি পেয়েছেন। এছাড়াও আপনি যদি আপনার সকল টাকা কাটার চার্জ বন্ধ করতে চান তাহলে *9# এই কোডটি ডায়াল করে সেটি করতে পারেন।

আমাদের তথ্যগুলো হতে আপনারা উপকৃত হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *