রবি এমবি চেক কোড ২০২৩

রবি গ্রাহকদের জন্য আজকে নিয়ে এলাম রবি এমবি চেক কোড 2023 এখন পর্যন্ত রোগী চেষ্টা করে আসছে সবথেকে কম রেটে ইন্টারনেট সেবা প্রদান করার জন্য। দেশব্যাপী রবি দিচ্ছে 4g নেটওয়ার্কের সুবিধা। আপনারা যারা রবি এমবি চেক কোড জিনিসটি খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট। আপনারা কিভাবে রবি এমবি প্যাক দেখতে পারবেন তার একটি সহজ পদ্ধতি আজকে আপনাদের জানাবো। তবে চলুন আজকে রবি ইন্টারনেট প্যাক দা এমবি চেক করার কোড সম্পর্কে জেনে নিই।

একজন রবি ব্যবহারকারী হিসেবে রবি ইন্টারনেট ব্যালেন্স জানার কোড বা এমবি চেক কোড জানাটা খুব জরুরি একটি ব্যাপার। কারণ ব্যবহারকারী তার সিমটিতে বিভিন্ন প্যাকেজের ইন্টারনেট নিয়ে ব্যবহার করে। ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করার ক্ষেত্রে কি পরিমান ইন্টারনেট ব্যালেন্স রয়েছে অথবা কি পরিমান এমবি রয়েছে সেই এমবির মেয়াদ কতদিন রয়েছে সেটি জানা খুবই জরুরী। আসলে প্লান মতাবেক এমবি ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসগুলো জানতেই হবে।

এই এমবি চেক পদ্ধতি কয়েক ধরনের রয়েছে। আমরা সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে এমবি চেক করতে পারি অথবা প্লে স্টোর হতে রবি অ্যাপ এর মাধ্যমে আমরা এমবি চেক করে নিতে পারি। সবথেকে সহজ বিষয়টি হলো ইউএসএসডি কোড ডায়াল করে এমবি চেক করে নেওয়া এতে যে কোন মোবাইল হতে যে কোন সময় এমবি চেক করে নেওয়া যায়।

   রবি ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক কোড 2023

আপনারা যারা রবির গ্রাহক রয়েছেন তাদের ভেতরে অনেকেই রয়েছেন যারা প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন। আপনারা ইন্টারনেটের মাধ্যমে নানান ধরনের কাজ সম্পাদন করেন। এই কাজের গুরুত্বের উপর ভিত্তি করে নানান ধরনের ইন্টারনেট প্যাক দিয়েছে তবে এই প্যাকটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেওয়া হয়। একটু ভাবুন তো আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন আর সেই সময় আপনার রবি ইন্টারনেট প্যাক এর মেয়াদ শেষ হয়ে গেছে তবে জিনিসটা কেমন হয়?

আমরা যে প্যাকটি ব্যবহার করছি সেই প্যাকটি সম্পর্কে প্রতিনিয়ত জ্ঞান থাকা অতি জরুরী তাই আমরা ইউএসএসডি কোড ডায়াল করে সেই প্যাকটি মেয়াদ এবং কতটুকু এমবি রয়েছে সেটি সম্পর্কে জানতে পারবো।আর এর জন্যই ইন্টারনেট প্যাক বা এমবি প্যাক চেক কোড জানা অত্যন্ত জরুরী। এখন আমরা জানবো কিভাবে এমবি চেক করা যায়।

কিভাবে এমবি চেক করব?

আপনি যদি ইউএসএসডি কোড ডায়াল করে এমবি চেক করতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • আপনি আপনার মোবাইল এর ডায়াল প্যাড ওপেন করুন।তারপর *8444*88# ইউএসএসডি কোড ডায়াল করুন।এই কোডটি ডায়াল করার পরে আপনি আপনার মোবাইল স্ক্রীনে আপনার রবি এমবি মেয়াদ ব্যালেন্স দুটোই দেখতে পারবেন।
  • এছাড়াও আপনি *3# এই কোডটি ডায়াল করে আপনার ইন্টারনেট বা এমবি প্যাক দেখতে পারবেন।
  • আপনি যদি চান তাহলে গুগল প্লে স্টোর হতে রবি অ্যাপটি ডাউনলোড করুন। রবি অ্যাপ টি ডাউনলোড করে আপনার রবি সিম নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পরে সেই অ্যাপটি ঢুকলে আপনি সেই সিম সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আপনি সেখান থেকে রবি এমবি চেক করে নিতে পারবেন।
  • এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে যেটি হল রবি অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার নম্বর দিয়ে লগইন করে আপনার সিম সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
  • এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে এমবি চেক করা যায়। যদিও একটি জটিল পদ্ধতি তারপরেও যদি আপনারা অন্যান্য পদ্ধতি গুলো অবলম্বন করতে না পারেন তাহলে এদের মাধ্যমে রবির এমবি চেক করে নিতে পারেন। এই পদ্ধতিতে এমবি চেক করতে আপনি সরাসরি *121*3*5# কোডটি ডায়াল করুন।

কোড সম্পর্কিত কিছু তথ্য:

আপনারা অনেকেই হয়তো বিষয়টি অবগত আছেন যে রবি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে তাদের ব্যবসা পরিচালনা করছে। রবির সম্পূর্ণ নাম রবি আজিয়াটা কম্পানি। রবি গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার পেছনে রয়েছে রবির সেবা। দেশব্যাপী রবি 4.5 জি স্পিড তাদের গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। কোন ধরনের বাফারিং ছাড়া গ্রাহকগণ নেট ব্রাউজিং বা লাইভ ভিডিও দেখতে পারছেন।

এছাড়াও শিক্ষার্থীদের জন্য ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ক্লাস করার ক্ষেত্রে রবি ইন্টারনেট অত্যন্ত ভূমিকা পালন করছে। রবি তাদের সকল ধরনের ক্রেতাদের কথা চিন্তা করে তাদের প্যাকেজের নিয়ে এসেছে অনেক ধরনের ইন্টারনেট প্যাক। যাদের খুব কম ইন্টারনেট প্রয়োজন হয় তাদের জন্য নিয়ে এসেছে একদিনের ও তিন দিনের ইন্টারনেট প্যাক।

যারা রেগুলার ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য রবি রেখেছে সাপ্তাহিক ইন্টারনেট প্যাক ও যারা সব সময় ইন্টারনেট এর মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করে তাদের জন্য রবি নিয়ে এসেছে রবি মন্থলি ইন্টার্নেট প্যাক অফার। এই অফার গুলো রবি অফার মাধ্যমে দিয়ে থাকে। কিছু কিছু রয়েছে রবি রেগুলার প্যাক জি প্যাক গুলো রবির সকল গ্রাহক গুলো পেতে পারে।

কিছু কিছু রয়েছে রবির রিচার্জ প্যাক যেটা সরাসরি রিচার্জের মাধ্যমে ব্যবহারকারী গুলো পেতে পারে। কিছু কিছু রয়েছে রবি স্পেশাল অফার প্যাক যেগুলো ব্যবহারকারীর ব্যবহারের উপর নির্ভর করে রবি আলাদাভাবে অফার করে। এই সকল পেজগুলি মূলত রবি সর্বনিম্ন মূল্যে দেওয়ার চেষ্টা করে। কারণ অন্যান্য অপারেটর গুলো দিন দিন তাদের ইন্টারনেটের মূল্য কমানোর চেষ্টা করে আসছে।

তাই বর্তমান পরিস্থিতিতে বাজারে টিকে থাকার জন্য ইন্টারনেটের মূল্য কম রাখা অত্যন্ত জরুরী। রবি এই সকল কারণে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে তাদের সেবা প্রদান করছে।

রবি কিছু গুরুত্বপূর্ন কোড সমূহ

আমরা যারা রবি ব্যবহারকারী রয়েছে তারা অনেকেই কিছু কিছু গুরুত্বপূর্ন কোড রয়েছে যেগুলো জানিনা। সাধারণত এই কোড গুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কম ব্যবহার করা হয় তাই হয়তো অনেকে ভুলে যায়। চলুন দেখা যাক সেই কোড গুলো কি কি।

  • এমবি চেক

রবি এমবি চেক করতে হলো। *8444*88# এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি রবি এমবি ব্যালেন্স জানতে পারবেন।

  • এমবি নতুন ব্যালেন্স চেক

আপনি যদি রবি এমবি নতুন ব্যালেন্স চেক করতে চান তাহলে *3# এই কোড পেতে ডায়াল করুন এবং দেখে নিন রবির নতুন এমবি ব্যালেন্স।

  • এমবি প্যাক কেনার কোড

আপনি যদি রবি এমবি প্যাক কিনতে চান তাহলে *4# এই কোডটি ডায়াল করে নিতে পারেন।

  • মূল ব্যালেন্স চেক কোড

আপনারা যারা রবি সিমের ব্যালেন্স চেক করতে চান তারা *222# ডায়াল করুন।

  • মোবাইল নম্বর চেক কোড

আমরা অনেকেই নিজের মোবাইল নাম্বার চেক করা যে কোডটি রয়েছে সেটি জানিনা। নিজের মোবাইল নাম্বার চেক করতে *140*2*4# এই কোডটি ডায়াল করতে হবে।

  • সকল ধরনের প্যাকেজ চেক কোড

রবিতে অনেক ধরনের প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ গুলো চেক করার কোড হচ্ছে *140*14#।

  • মিনিট ব্যালেন্স চেক কোড

আপনারা যারা মিনিট প্যাক কিনে ব্যাবহার করেন তাদের জন্য মিনিট ব্যালেন্স কোড জানতে *222*3# এই কোডটি অনেক প্রয়োজনীয়।

  • এসএমএস ব্যালেন্স চেক কোড

এসএমএস ব্যালেন্স জানতে আপনার রবি সিম থেকে ডায়াল করুন *222*11# এই কোড।

  • সকল ধরনের সার্ভিস চেক কোড

রবিতে রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিস। আপনি কোন সার্ভিসটি পাচ্ছেন সেটি জানতে আপনাকে *123# সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে।

শেষ কথা

আশা করতেছি যে আপনারা আজকে আমাদের এই পোস্ট থেকে রবি এমবি কোড সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন। এটা অত্যন্ত জরুরী একটি পোস্ট  যেটা কিনা রবি গ্রাহকদের অনেক কাজে আসবে। আপনারা রবি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরো অনেক কোড জানা জরুরী সেগুলো আমরা এই পোস্টে সঙ্গে অ্যাড করে দিয়েছি।

আমরা এ সকল তথ্য গুলো রবি নিজস্ব ওয়েবসাইট হতে সংগ্রহ করেছি এবং এটি সর্বশেষ তথ্য। পরবর্তী কোনো ঘোষণা আসা না পর্যন্ত আপনারা এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটি জিনিসের প্রয়োজন রয়েছে তার ভিতরে রবি এমবি চেক কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনারা যারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণরূপে পড়েছেন এবং এই পোস্ট হতে উপকৃত হয়েছেন তাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা আমাদের এই পোস্টটি শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। যে কোন সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *