রবি আনলিমিটেড ইন্টারনেট অফার ২০২৩

আপনারা যারা আমাদের ওয়েবসাইটে রবি আনলিমিটেড ইন্টারনেট অফার 2023 এর সম্পর্কে তথ্য খোঁজার জন্য প্রবেশ করছেন তাদের জন্য এই অনুচ্ছেদটি প্রযোজ্য। আনলিমিটেড ইন্টারনেট প্যাক অনেকেই নিয়ে থাকেন। অনেকেই এই ইন্টারনেট প্যাক টি কিভাবে নিতে হয় সে তথ্য না পাওয়ার কারণে এই ইন্টারনেট প্যাক নিতে পারেন না। আমরা আমাদের এই অনুচ্ছেদের মাধ্যমে আপনাদের খুব সহজেই বুঝিয়ে দেবো কিভাবে আনলিমিটেড ইন্টারনেট প্যাক গুলো নিতে হয় এবং তা একটিভ করতে হয়। আপনারা যারা এই বিষয়ে আগ্রহী রয়েছেন তারা আমাদের এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং ইন্টারনেট প্যাক সম্পর্কে যাবতীয় তথ্য জানুন।

অনেকে রয়েছে নেই আনলিমিটেড প্যাকেজ সম্পর্কে কিছুই জানেন না। রবি তাদের গ্রাহকদের সেবা লক্ষ্যে নিয়ে এসেছে আনলিমিটেড রোমিং প্যাক। এই রোমিং প্যাক বলি পৃথিবীর অনেকগুলি দেশেই ব্যবহার করা সম্ভব হবে। সারা পৃথিবীব্যাপী 77 টি দেশে এই আনলিমিটেড রোমিং প্যাক অফার চালু করা যাবে।

রবি 77 টি দেশে আনলিমিটেড ডাটা রোমিং অফার সমূহ

রবি থেকে আপনি আনলিমিটেড ডাটা রোমিং অফার পাচ্ছেন শুধু মাত্র 99 টাকা তে। এই 99 টাকা দিয়ে আপনি একদিন এর জন্য আনলিমিটেড ডাটা রোমিং অফার পাচ্ছেন। এটির জন্য আপনাকে ডায়াল করতে হবে *123*0099# এই ইউএসএসডি কোড টিতে। এই অফারটি নিতে আপনাকে সর্বোচ্চ 131 টাকা 92 পয়সা খরচ করতে হবে। এর ভেতরে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিতে যদি আপনি সাত দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট রোমিং প্যাক নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে 599 টাকা। এই 599 টাকা খরচ করলে আপনি পেয়ে যাবেন সাত দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট রোমিং প্যাক। এই অফারটি নিতে আপনাকে ডায়াল করতে হবে *123* 00599# ইউএসএসডি কোড টিতে। আপনাকে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সার চার্জ বাবদ সর্বোচ্চ 798.17 টাকা খরচ করতে হবে।

অনেকের রয়েছেন যারা বারবার ইন্টারনেট নেওয়ার ঝামেলা থেকে মুক্ত থাকতে চায়। তাদের জন্য রবি নিয়ে এলো মাসিক আনলিমিটেড ইন্টারনেট রোমিং এর সুবিধা। আপনি একবার আনলিমিটেড ইন্টারনেট রোমিং প্যাক টি নিবেন এবং সারা মাস ধরে এই প্যাকটি উপভোগ করবেন। এই প্যাকটি নিতে হলে আপনাকে খরচ করতে হবে 2,599 টাকা। আপনাকে এই একটি নিতে হলে *123*002599# ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। আপনাকে এই প্যাকটি নিতে হলে ভ্যাট ,সম্পূরক শুল্ক ও আর চার্জ বাবদ 3463.17 টাকা খরচ করতে হবে।

এই আনলিমিটেড রবি ইন্টারনেট প্যাক এর বিভিন্ন শর্ত সমূহ

আপনি যদি এই অফারটি নিতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম রবি রোমিং সার্ভিস একটিভ করে নিতে হবে। খুব সহজেই আপনি রবির অফিশিয়াল ওয়েবসাইটে আপনার ইউজার নেম এবং ফোন নাম্বার দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে, রোমিং পেজে গিয়ে, আপনি এই সার্ভিসটি একটিভ করে নিতে পারেন।

আপনি যদি বিদেশে ভ্রমন করতে চান তাহলে অবশ্যই এই অফারটি নিতে চাইলে আপনাকে opt-in ইউএসএসডি কোড ডায়াল করে নিতে হবে।

ভয়েস ও এসএমএস এর জন্য স্ট্যান্ডার ট্রাফিক অনুসারে চার্জ ধার্য করা হবে।

পোস্ট-পেইড গ্রাহকগণ রয়েছেন তাদের জন্য দৈনিক 1 জিবি পর্যন্ত ইন্টারনেট প্যাক হিসেবে মান্থলি এবং সাপ্তাহিক ব্যবহার করতে পারবেন। আপনি প্রতিদিন 1 জিবি পর্যন্ত ইন্টারনেট সাধারণ স্পিডে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যখন 1 জিবি ইন্টারনেট ব্যবহার করা শেষ করে দেবেন সেই মুহূর্ত হতে 256kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যখন বাংলাদেশ সময় রাত 12 টা পার হয়ে যাবে তখন থেকে আপনি পরবর্তী দিনের হিসাবে অন্তর্ভুক্ত করবেন এবং পুনরায় আগের মতন ডাটার স্পিরিট পাবেন।

প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে নির্ধারিত ভলিয়ম দৈনিক আনলিমিটেড এর জন্য 300 মেগাবাইট এবং সাপ্তাহিক আনলিমিটেড প্যাকেজ এর জন্য 1 জিবি এবং মান্থলি আনলিমিটেড ইন্টারনেট এর জন্য 3.5 জিবি ইন্টারনেট ব্যবহার করার পরবর্তী সময়ে প্যাক এর মেয়াদ থাকাকালীন পর্যন্ত তা ব্রাউজিং গতি 256kbps হয়ে যাবে। নির্ধারিত পরিমাণ ইন্টারনেট ব্যবহারের পরে এই গতি কমে আসবে।

অনুমোদনকৃত 77 টি দেশের বাইরে ভয়েস এবং ডেটা ব্যবহারের জন্য 100 টি দেশের বিশেষ যে রেট রয়েছে সে অনুযায়ী ধার্য করা হবে।

অতিরিক্ত যে চার্জ গুলো রয়েছে যেমন 15 শতাংশ ভ্যাট, 1 শতাংশ সারচার্জ ও 15 শতাংশ সম্পূরক শুল্ক মূল্যের সাথে যুক্ত করে কেটে নেওয়া হবে

এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে রবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রোমিং অপশনটিতে চেক করতে পারেন।

এর ভিতরেও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আপনাদের জানা উচিত।

post-paid এর ক্ষেত্রে
পোস্ট পেইড গ্রাহকদের প্যাক এর মেয়াদ বাংলাদেশি ক্যালেন্ডার এর উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

আপনি যদি ইন্টারনেট প্যাক ফুরিয়ে যাওয়ার পরেও সেটি ব্যবহার করতে চান তাহলে স্বয়ংক্রিয়ভাবে সে প্যাক একটিভ করা যাবে।

আপনি যদি স্বয়ংক্রিয়ভাবে সেই প্যাক অ্যাক্টিভ করতে না চান তাহলে আপনার মোবাইলের ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে থ্রি জি অথবা টুজি নেটওয়ার্ক সচল করুন। এছাড়াও মোবাইলের ডাটা ওর ডাটা রোমিং বন্ধ করুন এবং লোকেশন সার্ভিসটি বন্ধ করে দিন।

প্রিপেইড এর ক্ষেত্রে
প্রিপেড এর মেয়াদ প্যাকটি যখন প্রথম ব্যবহার করা হবে তখন থেকেই গণনা করা হবে।

একজন প্রিপ্রেইড গ্রাহক যখন পূর্ববর্তী প্রিপেইড প্যাকেজ নিবেন তখন অবশ্যই সেই প্যাকেজটি শেষ করার পরে অন্য একটি প্যাকেজ নিতে পারবেন।

প্রিপেইড গ্রাহকরা যখন ইন্টারনেট ব্যবহার করতে করতে সেটি ফুরিয়ে যাবে তখন অটোমেটিক্যালি কোন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। প্যাকগুলি অটোমেটিক একটিভ হবে না তাই আপনাকে নতুনভাবে প্যাক কিনতে হবে। মূল কথা হল ডাটা প্যাক ছাড়া প্রিপেইড গ্রাহকরা কোনরকম ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।

যারা এনএমপি গ্রাহক রয়েছেন তাদের জন্য বর্তমানে এই প্রিপেড ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি নয়।

আমরা এখন কয়েকটি দেশের নাম উল্লেখ করবো যেগুলো থেকে আপনারা এই আনলিমিটেড রোমিং সুবিধা পাবেন।

পোস্টপেইড এর ক্ষেত্রে প্রযোজ্য দেশসমূহ
আফগানিস্তান, অষ্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কোরিয়া, কুয়েত, ম্যাকাও, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদিআরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুর্কি, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম,আলবেনিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, জার্সি, লাটভিয়া, লাইসেন্সটাইন, লুক্সেমবুর্গ, মাল্টা, মেক্সিকো, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,চাদ, কঙ্গো, মিশর, গাবোন, ঘানা, কেনিয়া, মাদাগাস্কার, মলয়ি, নাইজার, নাইজেরিয়া, রুয়ান্ডা, সিয়েরা লিওনি, সাউথ আফ্রিকা, তাঞ্জেনিয়া, উগান্ডা।

প্রিপেইড-এর জন্য প্রযোজ্য দেশসমূহ
অষ্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, কাতার, সৌদিআরব, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, তুর্কি, সংযুক্ত আরব আমিরাত,আলবেনিয়া, বেলজিয়াম, কানাডা, চেক রিপাবলিক, জার্সি, জার্মানি, গ্রীস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লাটভিয়া, লুক্সেমবুর্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, রোমানিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,ঘানা, রুয়ান্ডা, সাউথ আফ্রিকা

এই ছিল আজকের জন্য রবি আনলিমিটেড অফার রোমিং সার্ভিস সমূহ। আপনারা যারা এই অফারটি নিতে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য নিয়ে এখনই ঝটপট এই সার্ভিসের অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও আপনারা রবির অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

আমাদের অনুচ্ছেদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স এর মাধ্যমে আমাদের জানাবেন। কোন কিছু জানার থাকলে সেটাও জানাবেন। আমাদের ওয়েবসাইটটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করুন। আশা করছি আপনাদের সবার রবি ইন্টারনেট আনলিমিটেড রোমিং অফার এর যাত্রা খুব ভালো হবে।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *