রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম ও কোড

বর্তমানে বাংলাদেশ টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইলভিত্তিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলি বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ এর মাধ্যমে জনগণ যে সকল সুবিধাগুলি পাচ্ছে সেই সকল সুবিধা গুলি অন্য মাধ্যমে পাচ্ছে না। স্বাভাবিকভাবেই তাই জনগণ যেটাতে বেশি সুবিধা পাবে সেটা তেই বেশি আগ্রহ দেখাবে। বাংলাদেশে যে কয়টি মোবাইলভিত্তিক আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে রকেট বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রকেটের বড় সেবা গুলির মধ্যে একটি হলো ক্যাশ আউট সুবিধা সবথেকে কম খরচে এবং অন্যটি হলো বিনামূল্যে সেন্ড মানি এর মাধ্যমে টাকা পাঠানোর সুযোগ। আরো অন্যান্য কারণ রয়েছে যার মাধ্যমে রকেট তাদের গ্রাহকদের মন জয় করতে পেরেছে। আমরা একজন রকেট ব্যবহারকারী হিসেবে প্রতিনিয়তই রকেট এর একাউন্ট সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করি। কারণ আপনার একাউন্টে কি হচ্ছে সেটা সম্পর্কে আপনার একটু ধারণা থাকা দরকার। তারমধ্যে রকেটের ব্যালেন্স জানা সব থেকে জরুরি একটি বিষয়।

রকেট ব্যালেন্স কেন জানব?

আপনার একটি রকেট একাউন্ট আছে। আপনি সেই রকেট একাউন্ট নিয়মিত ব্যবহার করেন। আপনি যদি নিয়মিত রকেট একাউন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে আপনার রকেট একাউন্টের ব্যালেন্স জানা জরুরী। কারণ আপনার অজান্তে যদি রকেটের ব্যালেন্স শেষ হয়ে যায় অথবা বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে যদি আপনি ভুক্তভোগী হন তাহলে আপনি ব্যালেন্স না জানলে সেটা বুঝতেই পারবেন না।

আরো অনেক কারণ রয়েছে যার জন্য আপনাকে আপনার মোবাইলের ব্যালেন্স জানা উচিত। এখন আজকের আলোচনার বিষয় ব্যালেন্স জানার নিয়ম ও কোড। আপনি দুইটি নিয়মে রকেটের ব্যালেন্স জানতে পারবেন। প্রথমটি হলো ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে আপনি ব্যালেন্স জানতে পারবেন এবং দ্বিতীয়টি হলো রকেট অ্যাপ ব্যবহার করে আপনি আপনার রকেটের ব্যালেন্স জানতে পারবেন।

সরাসরি *322# ইউএসএসডি কোড ডায়াল করে রকেট এর ব্যালেন্স জানা

  • সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে আপনার রকেটের ব্যালেন্স জানতে হলে আপনার প্রয়োজন পড়বে একটি মোবাইল হ্যান্ডসেট এবং যে সিম হতে রকেট একাউন্ট খুলেছেন সেই সিম টি।
  • এরপরে আপনাকে আপনার মোবাইল হ্যান্ড সেটটি থেকে *322# ডায়াল করতে হবে। ডায়াল করার পরে আপনার মোবাইল স্ক্রীনে একটি লেআউট আসবে। সেই লেআউট গুলিতে অনেকগুলি অপশন থাকবে। আপনাদের সুবিধার্থে আমি লেআউটে র সকল অপশনগুলি নিচে দিয়ে দিলাম।
  1. বিল পে
  2. সেন্ড মানি
  3. টপ আপ/টেলকো সার্ভিস 
  4. ব্যাংক একাউন্ট 
  5. মাই অ্যাকাউন্ট 
  6. রেমিটেন্স 
  7. ক্যাশ আউট 
  8. মার্চেন্ট পে
  9. টোল কার্ড 

      0.   লগ আউট

  • এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে উল্লেখিত নয়টি অপশন রয়েছে। প্রত্যেকটি অপশনের কাজ আলাদা আলাদা। আপনি যে অপশনটিতে যেতে আগ্রহী হবেন সে অপশনটি নম্বর লিখে আপনাকে সেন্ড করতে হবে।
  • আমরা রকেট এর ব্যালেন্স দেখার জন্য মাই অ্যাকাউন্ট এই অপশনটি তে প্রবেশ করব। এই অপশনটি তে প্রবেশ করার জন্য আমাদের নিচে ফাঁকা অংশে 5 লিখে সেন্ড করতে হবে। 5 লিখে সেন্ড করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। আপনাদের সকলের সুবিধার্থে অপশনগুলি আমরা নিচে উল্লেখ করলাম।
  1. ব্যালেন্স 
  2. স্টেটমেন্ট 
  3. পিন চেঞ্জ 
  4. অ্যাকাউন্ট নম্বর 
  5. হেল্প

      9.   মেন মেনু

  • এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটি তে লিখা আছে ব্যালেন্স। ব্যালেন্স চেক করতে হলে আপনাকে এই ব্যালেন্স নাম্বারটিতে প্রবেশ করতে হবে। তার জন্য আপনাকে নিচে সিলেক্ট ইয়োর অপশন এই ফাঁকা অংশটিতে 1 লিখে সেন্ড করতে হবে।
  • এ পর্যায়ে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনাকে আপনার রকেট একাউন্ট এর 4 ডিজিটের ফোন নম্বরটি দিতে হবে। আপনি সতর্কতার সাথে আপনার চার ডিজিটের ফোন নম্বরটি সেখানে বসিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে জেটিতে আপনার রকেট একাউন্টের ব্যালেন্স দেখাবে। আপনি আপনার ব্যালেন্স টি ভালোভাবে দেখে নিচে থেকে লগআউট বা মেইন মেনুতে ফিরে যেতে পারেন।
  • এই ছিল ইউএসএসডি কোড ব্যবহার করে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম ও কোড। আশা করছি আপনারা যারা আমাদের এই অংশটুকু ভালোভাবে লক্ষ্য করেছেন তারা এখন থেকে নিজে নিজেই রকেট এর ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

রকেট অ্যাপ ব্যবহার করে রকেট এর ব্যালেন্স চেক করা

রকেট অ্যাপ ব্যবহার করে আপনি চাইলে আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন খুব সহজেই। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না অথবা কোন কোড ডায়াল করতে হবে না। শুধুমাত্র আপনার প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আপনার সচল রকেট একাউন্ট।

  • প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে রকেটের অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
  • এরপর এসে অ্যাপসটিতে লগিং/রেজিস্ট্রেশন করতে হবে। লগইন /রেজিস্ট্রেশন এর জন্য আপনাদের প্রয়োজন হবে আপনি যে মোবাইল নম্বর হতে আপনার রকেট একাউন্টে খুলেছেন সেই নম্বর এবং আপনার রকেট একাউন্টের 4 ডিজিজ এর পিন নাম্বার। চার ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে দিন।
  • 4 ডিজিটের পিন নম্বরটি বসিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনি রকেট অ্যাপস তে প্রবেশ করতে পারছেন। রকেট অ্যাপ এ প্রবেশ করার পরে আপনি আপনার রকেট একাউন্ট এর পূর্ণ প্রোফাইল দেখতে পারবেন।
  • এই পেজটিতে আপনি রকেট এর যাবতীয় তথ্য দেখতে পাবেন। সব অপশন গুলো আপনি প্রথম পেজেই পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে রকেটের মোবাইল রিচার্জ অপসন বিলপে অপশন সেন্ড মানি অপশন ক্যাশ আউট অপশন ইত্যাদির মতো আরো অনেক অপশন।
  • আপনি এই পেজটি সবার ওপরে ডান সাইডে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন একটি অপশন রয়েছে অপশনটিতে বলা হয়েছে “Tap for Balance” আপনি যদি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে সেই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে সেখানে আপনার রকেটের ব্যালেন্স টি দেখাচ্ছে।
  • এই ছিল রকেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করা। আমার কাছে খুবই সহজ একটি পদ্ধতি। যারা একবার এই পদ্ধতি অবলম্বন করে ব্যালেন্স চেক করতে পারবেন তারা আর কোনদিন ব্যালেন্স চেক করার সমস্যায় পড়বেন না।

রকেট বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। রকেট ডাচ বাংলা ব্যাংকের একটি অংশ। ডাচ বাংলা ব্যাংকের সেবার পরিধি দেশব্যাপী ছড়িয়ে রয়েছে। এছাড়াও ডাচবাংলা ব্যাংক তাদের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেকটি মানুষের দ্বারপ্রান্তে ডাচ বাংলা ব্যাংকের সুবিধা নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তারা গ্রাম বাংলার মানুষদের অনুপ্রাণিত করছে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট খুলতে। তারা একাউন্ট এর সুবিধা গুলি জনগণের সামনে উপস্থাপন করছে এবং তাদের আগ্রহী করে তুলতে একাউন্ট খুলতে। অ্যাকাউন্ট খোলার পাশাপাশি তারা একটি রকেট একাউন্ট ও তাদের খুলে দিচ্ছে। এতে করে তারা একই সাথে তাদের ব্যাংকের সেবা এবং মোবাইল ব্যাংকের সেবা তে এগিয়ে যাচ্ছে।

জনগণ ও বিনামূল্যে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তাদের রকেট একাউন্ট ব্যবহার করতে আগ্রহী হচ্ছে। আসলে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই জীবিকার তাগিদে শহরে বসবাস করে। তাই তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে আগ্রহী যাতে টাকা লেনদেন করতে খরচ অনেক কম হয় এবং খুব অল্পসময়ের মাধ্যমে টাকা পাঠানো যায়।

আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। রকেট সম্পর্কিত অন্যান্য তথ্য গুলো পেতে আমাদের সাইটটি খুব ভালোভাবে ভিজিট করুন। আমরা রকেটে যাবতীয় তথ্য আমাদের সাইটে আপলোড করেছি এবং নতুন নতুন তথ্য আসলে তা আপলোড করব। আমাদের ওয়েবসাইটটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করুন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *