রকেট একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম ২০২৩

আপনারা যারা রকেট একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম জানতে আগ্রহী তাদের জন্য এই অনুচ্ছেদটি অনেক উপযোগী একটি অনুচ্ছেদ। যারা এখনো রকেট একাউন্ট ব্যবহার করেন না এবং রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা অনেকেই রকেট একাউন্ট খোলার পূর্বে রকেট সম্পর্কে তথ্য নিতে চান তাদের জন্য এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট হতে পারে

আমরা যারা মোবাইল ব্যাংকিং ব্যবস্থা তে অভ্যস্ত তারা জানি মোবাইল ব্যাংকিং কতটা গুরুত্বপূর্ণ মাধ্যম টাকা পাঠানোর। এক জায়গা হতে দেশের যেকোন প্রান্তে নিমিষেই টাকা পাঠানোর সঠিক মাধ্যম হলো মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। রকেট বাংলাদেশের অন্যতম মোবাইল ব্যাংকিং ব্যবস্থার একটি। আপনারা অনেকেই অবগত আছেন যে রকেট ডাচ বাংলা ব্যাংকের পরিচালিত একটি অংশ।

দেশব্যাপী নানা সুযোগসুবিধা দিয়ে ডাচবাংলা ব্যাংক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয়তার পাশাপাশি ডাচবাংলা ব্যাংক নতুন আঙ্গিকে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে আর সেই সেবাটির নাম দেয় রকেট। তারা এটিকে টাকার রকেট বলেও আখ্যায়িত দেয়। আজকে আমরা আমাদের মূল আলোচনার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং আশা করি আমাদের পুরো পোস্ট আপনারা পড়লে আজকের পর থেকে অবশ্যই রকেট থেকে ক্যাশ আউট কিভাবে করতে হয় বা টাকা কিভাবে তুলতে হয় সেটি জেনে যাবেন।

রকেট থেকে বেশ কয়েকটি পদ্ধতিতে ক্যাশ আউট বা টাকা উত্তোলন করা যায় তবে রকেট ব্যবহারকারীরা জানেন যে রকেট ক্যাশ আউট চার্জ দ্য টাকা উত্তোলন সবথেকে কম চার্জ আপনি যদি এটিএম বুথ এর মাধ্যমে টাকা উত্তোলন করেন তাহলে আপনাকে একহাজার টাকার জন্য খরচ দিতে হবে মাত্র 9 টাকা। বাংলাদেশের সকল মোবাইল অপারেটর থেকে রকেট এর ক্যাশ আউট চার্জ কম। এখন আমরা আপনাদের সামনে রকেট থেকে ক্যাশ আউট বা টাকা উত্তোলনের কয়েকটি পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি।

একনজরে পুরো পোস্ট

  1. রকেট এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট বা টাকা উত্তোলন
  1. রকেট অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট বা টাকা উত্তোলন ও
  1. ডাচ বাংলা এটিএম বুথ ব্যবহার করে রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন।

রকেট এজেন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন বা ক্যাশ আউট

  • রকেট এজেন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করতে হলে আপনাকে প্রথমে রকেট এজেন্ট এর দোকানে উপস্থিত হতে হবে।
  • এরপরে আপনাকে আপনার মোবাইল থেকে ডায়াল করতে হবে *322# এই ইউএসএসডি কোড টি তে। এতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে নাম্বারটি হতে রকেট একাউন্ট খুলেছেন সেই নম্বরটি হতে যেন ডায়াল করা হয়।
  • ডায়াল করার পরে আপনাকে অনেকগুলো অপশন এর মধ্যে ক্যাশ আউট অপশনটিতে যেতে হবে। ক্যাশ আউট অপশন টি তে যাওয়ার জন্য আপনাকে 1 লিখে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনাকে ফ্রম এজেন্ট সিলেক্ট করতে হবে। ফ্রম এজেন্ট সিলেট করার পরে আপনাকে এজেন্টের 12 সংখ্যার নম্বরটি দিয়ে পরবর্তী বাটন সিলেক্ট করতে হবে।
  • সিলেক্ট করার পরে আপনাকে আপনার টাকার পরিমাণটা সেখানে নির্দিষ্ট করে দিতে হবে আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চান সে পরিমাণ টাকা সেখানে উল্লেখ করে পরবর্তী অপশনে যেতে হবে।
  • এ পর্যায়ে আপনাকে আপনার 4 ডিজিটের পিন নম্বরটি দিতে হবে। আপনি খুব ভালোভাবে লক্ষ্য করে চার ডিজিটের পিন নম্বরটি দিয়ে ওকে করবেন।
  • প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে শেষ হলে আপনার রকেট একাউন্ট হতে এজেন্টের রকেট একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যাবে এবং দুইজন একই সঙ্গে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। এই হল রকেট একাউন্ট থেকে এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন এর পদ্ধতি।

রকেট অ্যাপ বা Nexus pay অ্যাপ ব্যবহার করে রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন।

  • আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর হতে Nexus pay অ্যাপ ইন্সটল এবং ডাউনলোড করে নিতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে।
  • এরপরে আপনাকে সেই অ্যাপসে লগইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তার জন্য আপনার রকেট এর 12 সংখ্যার নম্বরটি দিতে হবে এবং আপনার পিন নাম্বারটি দিতে হবে।
  • অ্যাপস এ ঢোকার পরে আপনি ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করবেন। ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করার পরে আপনাকে ফ্রম এজেন্ট সিলেকট করতে হবে। এরপরে আপনাকে সেখানে এজেন্টের 12 সংখ্যার নাম্বারটি দিতে হবে। অথবা কিউআর কোড স্ক্যান করতে হবে।
  • এরপর আপনাকে ক্যাশ আউটের টাকার পরিমাণটা উল্লেখ করে দিতে হবে। আপনি কি পরিমান টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তা সেখানে উল্লেখ করুন।
  • এই পর্যায়ে আপনাকে আপনার চার ডিজিটের পিন নম্বরটি দিয়ে কনফার্ম করতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেলে আপনি ক্যাশ আউট প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। এজেন্টের কাছ থেকে আপনি আপনার টাকাটি বুঝে নিন।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এর এটিএম বুথ ব্যবহার করে রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন

আপনি হয়তো জানেন না যে আপনার রকেট একাউন্ট থেকে কোন প্রকারের এটিএম কার্ড ছাড়াই ডাচবাংলার এটিএম বুথ হতে টাকা উত্তোলন করা সম্ভব। সত্যি বলতে অনেকেই এই বিষয়টি জানেন না অথবা জেনে থাকলেও এই প্রক্রিয়াটি না জানার কারণে তারা এটিএম বুথ হতে টাকা উত্তোলন করতে পারেন না।

এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের বিশেষ কিছু অসুবিধা রয়েছে সবথেকে বড় সুবিধাটি হলো আপনি যেকোনো সময় 24 ঘন্টা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এতে করে আপনি যদি কোনো বিপদে  পড়েন তাহলে কারো উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তো চলুন সকলে মিলে শিখে নিই কিভাবে এটিএম বুথ থেকে রকেট একাউন্টে টাকা উত্তোলন করা সম্ভব।

  • প্রথমে আপনি আপনার রকেট একাউন্টের ফোন নম্বরটি একটি ফোনে রেখে ডাচ বাংলা এটিএম বুথ এ প্রবেশ করুন।এটিএম বুথে প্রবেশ করার পরে আপনি যেকোনো একটি বুথ মেশিন এর সামনে গিয়ে উপস্থিত হন।
  • এরপরে এটিএম বুথের মোবাইল ব্যাংকিং mobile banking অপশনটি সিলেক্ট করুন অপশনটি সিলেক্ট করার পরে ফ্রম একাউন্ট from account অপশনে প্রেস করুন এবং mobile banking account number এই অপশনটিতে আপনি আপনার 12 ডিজিটের রকেট অ্যাকাউন্ট নম্বরটি
  • এখন আপনি সতর্কতার সাথে আপনার রকেটের 12 সংখ্যার নাম্বারটি দিবেন। রকেট একাউন্ট খোলার সময় আপনার মোবাইল নম্বরের সঙ্গে শেষে একটি মাত্র সংখ্যার যোগ করে যে নম্বর তৈরি করে দেওয়া হয় সেটি হচ্ছে আপনার রকেট একাউন্টের নাম্বার।
  • এ পর্যায়ে আপনাকে আপনার রকেট একাউন্টের 4 ডিজিটের পিন নম্বরটি দিতে হবে। পিন নম্বরটি দেওয়ার পর আপনাকে টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে এবং সঠিক বাটনে প্রেস করতে হবে।
  • এই কাজটি করার পরে আপনার মোবাইলটিতে একটি কল যাবে। যে কলটিতে আপনার কাছ থেকে আপনার পিন নম্বরটি চাওয়া হবে। আপনি আপনার রকেট এর পিন নম্বরটি দিয়ে কনফার্ম করলেই সেই কোডটি সঙ্গে সঙ্গে কেটে যাবে।
  • কিছুক্ষণ অপেক্ষা করুন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই এটিএম বুথ হতে আপনার উত্তোলনকৃত টাকা বেরিয়ে আসবে। টাকাগুলি সংগ্রহ করুন এবং বুথের ভেতরেই একবার গুলে নিন।
  • এই প্রক্রিয়ার মাধ্যমে একজন রাকেট ব্যবহারকারী ডাচ বাংলা এটিএম বুথ ব্যবহার করে কোন প্রকার এটিএম কার্ড ছাড়াই অ্যাকাউন্ট থেকে যখন তখন টাকা উত্তোলন করতে পারে।

এই ছিল রকেট একাউন্ট হতে টাকা উত্তোলনের কয়েকটি পদ্ধতি। আমরা বিশ্বাস করব যে যারা আমাদের অনুচ্ছেদটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়েছেন, তারা এখন থেকে খুব সহজেই রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন। অবশ্যই আপনারা যদি টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন কোন সমস্যার সম্মুখীন হন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *