একজন মুমিন বান্দার দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য খুবই আশ্চর্যজনক উপায় হল সাইয়েদুল ইস্তেগফার। পবিত্র কুরআনের মাধ্যমে মুমিন বান্দাদের জন্য বারবার বলা হয়েছে সাইয়েদুল ইস্তেগফার দোয়াটি পাঠ করার জন্য। কারণ দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য এই দোয়াটি মানবজাতির জন্য খুবই কল্যাণকর আর ক্ষমা প্রার্থনার জন্য ও বরকতময় হিসেবে এই দোয়াটি বিশেষ উল্লেখযোগ্য। তাই একজন মুসলিম ব্যক্তি হিসেবে আমাদের সকলেরই এই দোয়াটি জেনে থাকা দরকার। তাছাড়া একজন মুসলমান ব্যক্তির পাপ মোচন জান্নাত লাভের জন্য এই দোয়াটি অন্যতম।
প্রত্যেকটি মুসলমান ব্যক্তিকে দিনে একবার হলেও সাইয়েদুল ইস্তেগফার দোয়াটি পাঠ করা প্রয়োজন। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে সাইয়েদুল ইস্তেগফার আরবী ও সাইয়েদুল ইস্তেগফার অর্থসহ আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা অনেকেই গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় এই বিষয়টি জানার জন্য অনুসন্ধান করছেন। আপনারা যারা এখনো এই দোয়াটি জানেন না বা এই দোয়াটি জানতে আগ্রহী আমাদের আজকের আর্টিকেলটি থেকে এই দোয়াটির আরবি ও এর অর্থ জানতে পারবেন। চলুন তাহলে দেরি না করে জানা যাক
সাইয়েদুল ইস্তেগফার আরবী ও তার অর্থ।
সাইয়েদুল ইস্তেগফার পাঠ করার ফলে বিশেষ কিছু ফজিলত রয়েছে যার মধ্যে অন্যতম হলো ফজরের সালাত এর পর একবার এবং মাগরিবের সালাত এর পর একবার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাতের লাভ করবে। হাদিস ও কুরআন পাঠ করলে বোঝা যায় সাইয়েদুল ইস্তেগফার পাঠ করার ফজিলত কতটুকু। যে এই দোয়াটি বারবার পড়বে আল্লাহ তায়ালা তার গুনাগুলো মাফ করে দিবেন। এবং আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করার জন্য পথ সহজ করে দিবেন। রাসুলুল্লাহ (সা.) এটি সব সময় আমল করতেন। সাইয়েদুল ইস্তেগফার দোয়া পাঠ করা বড় একটি আমল।
আমরা অনেকেই এই দোয়ার সঠিকভাবে জানি না কিন্তু একজন মুসলমান ব্যক্তি হিসেবে আমাদের সকলেরই এই দোয়ার টি সঠিকভাবে জানা দরকার। আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। সাইয়েদুল ইস্তেগফার দোয়া যদিও খুব সহজ একটি দোয়া তবে এই দোয়াটি নিয়মিত ভাবে আমল করার খুবই বড় একটি ইবাদত। তাই এ দোয়াটি আমাদের জেনে থাকা দরকার।
যেহেতু মহান আল্লাহতালা একমাত্র তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছে। তাই যে সকল দোয়া ও এবাদত করলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় আমাদের তা করা উচিত। শুধু নামাজ ও রোজা মধ্য সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বেশ কিছু ইবাদত করতে হয় আর তার মধ্যে সাইয়েদুল ইস্তেগফার দোয়া আমাদের সকল মুসলমানের জন্য খুবই প্রয়োজনীয় একটি দোয়া। শুধু এই দোয়াটি পাঠ করলে হবে না এই দোয়ার সঠিক অর্থ জানতে হবে। কারণ সঠিক অর্থ না জানলে আমরা বুঝতে পারবো না এই দোয়াতে আমাদের জন্য কি নির্দেশনা দেয়া হয়েছে।
আপনারা যারা সাইয়েদুল ইস্তেগফার দোয়া অর্থ জানতে চান তাদের জন্য আমরা এই দোয়ার সঠিক অর্থ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। কারণ এই দোয়ার অর্থ সম্পর্কে জেনে থাকা আমাদের দরকার। হে আল্লাহ তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃত কর্মের অনিষ্ট হতে তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়ার অর্থ আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণার প্রদান করছে।
সাইয়েদুল ইস্তেগফার দোয়া টি প্রতিটি মুসলমানের জানাটা কতটা জরুরী। কারণ আপনি যদি এই দোয়াটি নিয়মিত ভাবে পাঠ করে মহান আল্লাহতালার কাছে অতীতের পাপগুলো থেকে ক্ষমা চান তাহলে মহান আল্লাহতালা আপনাকে সেই পাপগুলো থেকে পরিত্রাণ দেবে। তাই আপনারা আজকের আর্টিকেলটি থেকে জেনে নিন সাইয়েদুল ইস্তেগফার আরবী ও তার সঠিক অর্থ। কারণ মুসলমান জাতির জন্য এই দোয়াটি জেনে রাখাটা বিশেষ প্রয়োজন।