টেলিটক এমবি চেক কোড ২০২৩

টেলিটক এমবি কিভাবে দেখতে হয় আপনি কি সেটা জানেন না? টেলিটক ব্যবহারকারী হয়েও আপনি টেলিটক এমবি দেখার কোড খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের আজকের বিষয়টি হচ্ছে টেলিটক এমবি চেক কোড টেলিটক তাদের সেবা গুলোকে আরো বিস্তারিত করতে অনেকগুলি সিম নিয়ে এসেছে বাজারে।

প্রত্যেকটি সিমের ওই কিছু বিশেষত্ব রয়েছে। প্রত্যেকটি সিম আলাদা আলাদা ভাবে ইন্টার্নেট ব্যাক অফার করে। আমরা যারা এই সকল সিম ব্যবহার করি এবং ইন্টারনেট ব্যবহার করি তারা অনেকেই হয়তো ইন্টারনেট প্যাক বা এমবি চেক করার নিয়ম জানিনা। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন টেলিটক ইন্টারনেট বা টেলিটক এমবি চেক করার কোড সম্পর্কে।

আপনাদের কথা মাথায় রেখেই আজকে আমাদের এই তথ্যবহুল পোষ্ট টি তৈরি করেছি। টেলিটক দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। বিশেষ করে কম বয়সী গ্রাহকদের জন্য টেলিটক অনেক উপযোগী একটি মোবাইল অপারেটর এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য , মেয়েদের জন্য টেলিটক বিশেষ কিছু সিম রেখেছে।

আপনার কি টেলিটক এমবি চেক কোড জানার প্রয়োজন তাহলে আর চিন্তা কিসের আজকে আমি টেলিটক এমবি চেক ইউএসএসডি কোড সম্পর্কে আপনাদের বলব। টেলিটক একটি সহজ সোজা মোবাইল অপারেটর অল্প কিছু গ্রাহক নিয়ে চেষ্টা করে অনেক বড় কিছু উপহার দিতে। আজকে আমি আপনাকে যে পদ্ধতিতে দেখাবো সে পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই টেলিটকের এমবি চেক করে নিতে পারবেন।

টেলিটক ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত কিছু কথা

টেলিটক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্যাকেজ এর সিম। প্রত্যেকটি প্যাকেজের ইন্টারনেট অফার এর ধরন আলাদা তাই আমরা যে যে প্যাকেজ ব্যবহার করি সে সেই প্যাকেজের ইন্টারনেট অফার গুলো উপভোগ করতে পারি। টেলিটক বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাক অফার করে।

কোনটি একদমই কম মূল্যে অল্প সময়ের জন্য আবার কোনোটি সাপ্তাহিক আবার কোনোটি পুরো মাসব্যাপী ব্যবহার করার জন্য। টেলিটক শিক্ষার্থীদের জন্য বিশেষ করে একদম ফ্রিতে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষার্থীরা ইচ্ছে করলে একটি অ্যাপস ব্যবহার করে একদম ফ্রিতে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে।

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা এমবি চেক কোড

অনেক মানুষই কিভাবে এমবি চেক করতে হয় সে বিষয়টি ভুলে গেছেন। আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে আজকের আমাদের এই পোষ্ট টি আপনার জন্য। এই পোস্টে আমরা একদম সহজ ভাবে কিভাবে ইন্টারনেট চেক করতে হয় সেটি আপনাদের দেখাবো। একটিমাত্র ইউএসএসডি কোড ডায়াল করে আপনি ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করে নিতে পারেন। চলুন একটু কষ্ট করে এই পোস্ট এর নিচের দিকে যায় এবং বিস্তারিত দেখার চেষ্টা করি।

এমবি চেক ডায়াল কোড

  • প্রথমে আপনার মোবাইলে ডায়াল প্যাড ওপেন করুন।
  • পরে আপনার মোবাইলে ডায়াল প্যাড হতে ডায়াল করুন *152#।
  • আপনার  ইন্টারনেট ব্যালেন্স টি দেখে নিন।
  • এছাড়াও আপনি মেসেজের মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স টি দেখতে পারেন।
  • মেসেজের মাধ্যমে দেখতে হলে মেসেজ অপশনে গিয়ে “U” লিখে সেন্ড করুন 111 নাম্বারে একদম ফ্রি। 
  • এইভাবে আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন।

আপনারা যারা উপরের অংশটুকু পড়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে টেলিটক অপারেটর থেকে কত সহজেই ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করা যায়। আপনারা অনেকেই হয়তো অন্য অপারেটর ব্যবহার করেন সকলে আমার সঙ্গে হয়তো একমত হবেন যে টেলিটক এ যত সহজে ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করা যায় অন্যান্য অপারেটরের সেটা করা যায় না।

প্রথমত আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন এরপরে সেখান থেকে *152# কোড ডায়াল করবেন। কোডটি ডায়াল করার পরে আপনি টেলিটকের ব্যালেন্স সহ ইন্টারনেট ব্যালেন্স বা এমবি আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন।

এছাড়াও আপনি যদি চান তাহলে এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক বা এমবি চেক করে নিতে পারেন। আপনার মোবাইল অপশনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “U” এবং সেন্ড করুন 111 এই নম্বরে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড

টেলিটক বাংলাদেশ সরকারি মোবাইল অপারেটর হিসাবে দেশের সর্বত্র বিস্তৃত নেটওয়ার্ক দেওয়ার চেষ্টায় ব্যবসা পরিচালনা করছে। যদিও টেলিটকের গ্রাহক সংখ্যা অনেক কম। বিভিন্ন চাকুরীর আবেদন পত্র পূরণের ক্ষেত্রে অথবা বিভিন্ন রেজাল্টের ক্ষেত্রে টেলিটক সিম ব্যবহার অতি প্রয়োজনীয়। এসকল কারণেই টেলিটকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টেলিটকের সবগুলো শেয়ার বাংলাদেশ সরকারের সরকার কর্তৃক কেনা হয়েছে যদিও একটি এটি রেজিস্টার হয়ে আছে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে। 

2004 সালে টেলিটক পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তাদের যাত্রা শুরু করে। টেলিটক বাংলাদেশের সর্ব প্রথম এবং একমাত্র সরকার কর্তৃক স্পন্সরকৃত মোবাইল অপারেটর।

টেলিটক বিভিন্ন প্যাকেজ এর মাধ্যমে তাদের কাস্টমার সার্ভিস বৃদ্ধি করেছে। তারা খুব আস্তে আস্তে বুদ্ধি করে বিভিন্ন প্যাকেজের সিম বাজারে এনেছে। এই সিম গুলো বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন বয়সের গ্রাহকদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা অনুসারে ব্যবহার হচ্ছে। টেলিটক শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে আলাদা প্যাকেজের একটি সিম।

এই প্যাকেজ টির নাম হল বর্ণমালা। শিক্ষার্থীরা এই প্যাকেজটি ব্যবহার করে অনেক স্বল্প মূল্যে ইন্টারনেট প্যাক অফার পাই। এছাড়াও বর্তমানে এই করোনাকালীন অবস্থাতে ঘরে বসে শিক্ষার্থীদের ক্লাস করানোর উদ্দেশ্যে টেলিটক দিয়েছে একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা।

টেলিটক নিয়ে এসেছে টেলিটক আগামী প্যাকেজ সিম। এই সিমটি মূলত যারা এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য দেওয়া হয়েছে। এই সিমটি ক্রয়বিক্রয় জন্য নয় অনলাইনের মাধ্যমে এই সিমটি রেজিস্ট্রেশন করা যায়।

এছাড়াও টেলিটক মেয়েদের জন্য নিয়ে এসেছে টেলিটক অপরাজিতা প্যাকেজ এর সিম। এসেম্বলি শুধুমাত্র মেয়েরাই ব্যবহার করতে পারবেন। সিমটিতে মেয়েদের জন্য রয়েছে বিশেষ কিছু অফার।

টেলিটকের গুরুত্বপূর্ণ কিছু কোড সমূহ

  • মূল ব্যালেন্স চেক কোড

টেলিটক এর মূল ব্যালেন্স জানতে হলে আপনাকে একটি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। টেলিটকের গ্রাহক সংখ্যা অনেক কম তাই অনেকেই এটি সম্পর্কে কম জানেন কিংবা যারা নতুন আছেন তারা হয়তো টেলিটকের ব্যালেন্স দেখার নিয়ম টি জানেন না। আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *152# ইউএসএসডি কোড। এই কোডটি ডায়াল এর মাধ্যমে আপনি আপনার মোবাইল স্ক্রীনে আপনার টেলিটক সিম এর মূল ব্যালেন্সে দেখতে পাবেন।

  • মিনিট ব্যালেন্স চেক কোড

আপনি টেলিটক ব্যবহারকারী হয়েও টেলিটক সিম টি তে কিভাবে মিনিট ব্যালেন্স চেক করতে হয় সেটি জানেন না। আমরা আজকে আপনাকে সেই তথ্যটি দিতে যাচ্ছি। আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *152# ইউএসএসডি কোড এই কোডটি ডায়াল এর মাধ্যমে আপনি আপনার সিমটি মিনিট ব্যালেন্স দেখতে পাবেন।

  • এসএমএস চেক কোড

আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *152# এই ইউএসএসডি কোড ডায়াল করলে আপনার মোবাইলটিতে আপনার সিমটি এসএমএস ব্যালেন্স জানতে পারবেন।

  • এমএমএস চেক কোড

টেলিটক তাদের সেবার মধ্যে এমএমএস সেবাটি প্রদান করে। এই এমএমএস ব্যালেন্স জানতে আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *152# এবং আপনার সিমটির এমএমএস ব্যালান্স জেনে নিন।

  • কাস্টমার কেয়ার কোড *111#

 কাস্টমার কেয়ার সার্ভিস এটার মাধ্যমে ভোক্তাদের নানা অভিযোগ সরাসরি টেলিটক মোবাইল কোম্পানি জানতে পারে এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে সমাধানের চেষ্টা করে। কাস্টমার কেয়ার সার্ভিস অত্যন্ত প্রয়োজনীয় একটি মাধ্যম ব্যবহারকারীদের জন্য। আমরা প্রতিনিয়ত ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখিন হই তাৎক্ষণিক সমাধানের জন্য আমরা শরণাপন্ন হই কাস্টমার কেয়ারের। তাই আমাদের সকলেরই কাস্টমার কেয়ারের ফোন সম্পর্কে জানা উচিত।

আমরা যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করব। কাস্টমার কেয়ার নাম্বার টি হল *111#।

আপনাদের সকলকে আমাদের পুরো পোস্টটি খুব ভালোভাবে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *