বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি । বিজয়ের উক্তি

আপনারা বিভিন্ন সময়ে বিজয়ের শুভেচ্ছা খুঁজে বেড়ান। বিজয়ের শুভেচ্ছা বার্তা বিষয়ে জানার জন্য । বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজে বেড়ান এবং প্রয়োজনমতো আপনারা হয়তো পান না। কিন্তু আমাদের এ ফাইলে আপনারা সেটা পাবেন এবং বিভিন্ন প্রয়োজনে এই স্ট্যাটাস আপনারা খোঁজাখুঁজি করেন। আমাদের এই ফাইলটা ওপেন করবেন তখন বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। আপনি মনোযোগ সহকারে পড়বেন।‌ তাতে আপনার বেশ জ্ঞান অর্জন করতে পারবেন।

অনেক দেশে যুদ্ধ হয় এবং সেই দেশ যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায়। যুদ্ধ লাগলে সে দেশে অনেক প্রাণের ক্ষয়ক্ষতি হয় । অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সকল দেশ যুদ্ধে স্বাধীন হয়।‌ যুদ্ধ জয়ী হয় তারপরে বিজয় অর্জন হয় ।‌ তখন বিভিন্ন দেশ সেই বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। আমাদের বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল । সেই যুদ্ধ চলাকালীন সময়ে অনেক মানুষ, অনেক শিক্ষার্থী, ছাত্রসমাজ যুদ্ধ করেছিল ।‌

মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল ।‌ যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার দামাল ছেলে ছাত্র সমাজ ইপিআর বাহিনী। পুলিশ , মুক্তিযুদ্ধারা জীবন দিয়ে, রক্ত দিয়ে লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে। আমাদের এই দেশ অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছিল।‌ তারপরে বাংলাদেশের বন্ধুসুলভ দেশগুলো । আমাদের বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিল বলে। বিজয় অর্জন করেছিল বলে ।‌‌ এই সকল দেশ পরপর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল।‌ প্রায় সকল দেশি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল কয়েকটি দেশ ছাড়া ।‌ যারা সেই সময়ের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল না । তারা শত্রুপক্ষের পক্ষ নিয়েছিল।

* “যুদ্ধ কোন গল্প বা কেচ্ছা নয়’ হয় জীবনের রক্তক্ষয়,
যুদ্ধ শেষে আসবে বিজয়, বন্ধু রাষ্ট্র শুভেচ্ছা পাঠায়।”
—- গাজিবর রহমান (নাট্যকার)

যখন কালবৈশাখী ঝড় উঠে । তখন পাগলা হাতির মতো নাচতে নাচতে সমস্ত ঘর বাড়ি, গাছপালা, প্রাকৃতিক সাজানো দৃশ্য সবকিছু এলোমেলো করে দেয়। সমস্ত গাছপালা ঘরবাড়ি ভেঙ্গে চুরে ভয়ংকর এক দৃশ্য মনে হয় । সবকিছু মিলে এক ভয়ঙ্কর দৃশ্য ।‌ ঠিক তেমনি ভাবে কোন দেশে যুদ্ধ লাগলে দেখা যায় যে, সে দেশের সমস্ত ঘর-বাড়ি গাছ পালা পথ-ঘাট এবং মানুষের জীবনের অনেক ক্ষতি হয়। সব কিছু মিলিয়ে এক বীভৎস, ধ্বংস যজ্ঞ একটি দেশ হয়ে যায়। যেন তাকে চেনা যায় না । মনে হয় অপরিচিত কোনো স্থান ।‌ যুদ্ধ শেষে সকল কিছু যেন তছনছ হয়ে গেছে ।‌ প্রাণহীন একটি দেশ আস্তে আস্তে তখন বিজয় অর্জন করে। দেশের মানুষ ঘরের মানুষ ঘরে ফিরে আসে। তখন দেখা যাচ্ছে কিছুদিন পরে আমাদের বন্ধুসুলভ দেশগুলো আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেয়। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।

একটি দেশ বিজয় হওয়ার পরে সকল বাঙালির মুখে আনন্দ ফুটে ওঠে। আপামর জনসাধারণের মুখে বিজয় উল্লাস।‌ পথে পথে বিজয়ী মিছিল। বিজয় স্লোগানে স্লোগানে চারিদিকে বিজয়ের প্রচার ছড়িয়ে পড়ে। সবার মনে যেন জয়মাল্য পড়ে যায়। চারিদিকে বিজয়ের জয়মাল্য পড়ে যায়। আনন্দের আর সীমানা থাকে না ।‌ ঘরে ঘরে বিজয়ের গল্প। পথে পথে বিজয়ী উল্লাস হাটে-ঘাটে, মাঠে, বাজারে বিজয়ের গল্প যেন আর শেষ হতে চাই না । ঘরের মানুষ ঘরে ফিরেছে। দেশের ছেলে দেশে ফিরেছে। ঘরে আত্মীয়-স্বজন সবাই যেন ফিরে এসেছে। এর মধ্যে অনেকেই আছে। তারা আর কোনদিন ফিরে আসবেনা। তারা আমাদের দিয়ে গেছে জয়মাল্য। জয় শুভেচ্ছা।

* ” যুদ্ধ শেষে বিজয় কেচ্ছা, বন্ধু রাষ্ট্র পাঠায় শুভেচ্ছা।”
—- গাজিবর রহমান (শিক্ষক ও লোক গবেষক)

আমার প্রিয় বন্ধু, প্রিয় সজন যারা – আপনারা বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজে বেড়ান । তারা আমাদের এই ফাইলে দেখবেন। অনেক রকমের বিজয় শুভেচ্ছা উক্তি পেয়ে যাবেন। সেগুলো আপনার পছন্দমত এবং পছন্দসই স্ট্যাটাস বা উক্তিগুলি আপনি পুরোপুরি গ্রহণ করবে । অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ।‌ এতে অনেক শিক্ষামূলক নির্দেশনা দেওয়া আছে ।‌ আপনার জীবন চলার পথে, আপনি অনেক জ্ঞান অর্জন পারবেন। আপনার চলার পথ আরো বেগবান করে তুলবে ।
ধন্যবাদ।

Updated: February 6, 2024 — 10:58 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *