চুল বড় করার উপায়

প্রতিটি নারী-পুরুষের জন্য মাথার চুল শরীরের বিশেষ একটি বৈশিষ্ট্য। তাই অনেকেই চুলের প্রতি অনেক বেশি যত্নশীল। যেহেতু পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে বড় চুল রাখতে হয় তাই অনেকে নারী বড় চুল করার জন্য অনেক বেশি আগ্রহী।তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষরাও শখের বসে বড় চুল রাখে। তবে চুল কতটুকু বড় রাখবেন এই বিষয়টি সম্পূর্ণ আপনার উপর। তবে চুল রাখার পরে যদি চুল স্বাভাবিক বৃদ্ধি না হয় তবে সেটা সুস্থ চুল নয়। চুলের নানা সমস্যার জন্য চুল বড় হয় না।

চুল রাখার পরে চুলের যত গুলো সমস্যা রয়েছে তার মধ্যে একটি হলো চুল লম্বা হয় না। আজকাল অনেকেরই চুল বড় করার শখ রয়েছে কিন্তু সেই শখ অনেকেরই পূরণ হয় না। তাই অনলাইনে সার্চ করে জেনে নিতে চাই চুল বড় করার উপায় গুলো কি সে সম্পর্কে জেনে নিতে। তাই আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো চুল বড় করার বেশ কিছু সহজ উপায়। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী আমাদের পুরো আলোচনাটি শেষ অব্দি পরুন। আর জেনে নিন চুল বড় করার উপায় গুলো সম্পর্কে।

আমাদের মধ্যে অনেকেই আমরা চুল নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ি। আর চুলের সমস্যা গুলোর মধ্যে খুবই কমন একটি সমস্যা হল স্বাভাবিক হারে চুল বড় হয় না। বাঙালি নারীদের সবচেয়ে পছন্দের জায়গা হল লম্বা বড় ঘন চুল। তবে অনেকেরই অনেক চেষ্টা করার পরে লম্বা ও ঘনচুল হয়ে থাকে। আবার অনেকেই অনেক ধরনের চেষ্টা করার পরও চুল বড় করতে পারে না। আমরা চুল বড় করার জন্য অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু এর ফলে চুলের আরো ক্ষতি হয়। চুল বড় করার জন্য বেশ কিছু উপায় রয়েছে। সেই উপায় গুলোর মাধ্যমে চুল বড় করতে হয়।

চুল বড় করার উপায়

বড় চুল খুব আকর্ষণীয় একটি বিষয় তাই আমাদের কম বেশি সকলেরই বড় চুল অনেক পছন্দের। তাছাড়া বেশির ভাগ নারীই বড় চুল পছন্দ করেন। চুলের দৈর্ঘ্য বাড়াতে দীর্ঘদিন নানান ধরনের পদ্ধতি অবলম্বন করে। কিন্তু চুল বড় করা অত সহজ কাজ নয়। এর জন্য বিস্তর পরিশ্রমের প্রয়োজন। চুল বড় করতে অনেকে বাজারচলিত প্রসাধনী ব্যবহার করেন। এতে সাময়িক উপকার হলেও চুলের ক্ষতি হয়। তাই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো চুল বড় করার বেশ কিছু সহজ উপায়। এর মাধ্যমে চুল বড় করতে পারবেন চুলের কোন ক্ষতি ছাড়াই।

পর্যাপ্ত পুষ্টি দেওয়া

শরীর বাড়ানোর জন্য যেমন প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার খেতে হয়। তেমনি চুল বড় করার জন্য চুলকে পুষ্টি দিতে হয়।
রোজ কী খাচ্ছেন তার প্রভাব শুধু শরীরে নয় চুল ও ত্বকেও পড়ে। পুষ্টির অভাব হলে চুল বড় হয় না। তাই চুল বড় করার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে।

চুলের ডগা ছাঁটা

চুল তাড়াতাড়ি বড় করতে চাইলে আপনাকে চুলের ডগা ছাটতে হবে। কারণ চুলের মাথা যদি দুইটা হয় তাহলে সেই চুল বড় হতে পারে না। তাই চুল বড় করার জন্য খুবই গুরুত্ব পূর্ণ একটি উপায় হল চুলের ডগা ছাটা। তাই নিয়মিত চুলের ডগা গুলো ছেটে ফেলতে হবে।

মাস্যাজ করা

চুল বড় করার জন্য খুবই কার্যকরী একটি উপায় হল তেল দিয়ে মাস্যাজ করা। তাই সপ্তাহে দুই দিন মাথার চুল ম্যাসাজ করা জরুরি। তেল দিয়ে মাস্যাজ করতে পারেন। এতে মাথার তালুর রক্ত সঞ্চালন ভাল হয়। যা প্রাথমিক ভাবে আপনার চুল বড় করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পেঁয়াজের রস

আমরা হয়তো অনেকেই চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করি। কারণ পেঁয়াজের রস ব্যবহার করার ফলে চুলের অনেক ধরনের সমস্যা দূর করা যায়। তবে আপনি যদি আপনার চুল দ্রুত লম্বা করতে চান তাহলে সপ্তাহে দুই দিন পেঁয়াজের রস দিতে হবে।

মেথি

চুল বড় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো মেথি। ৮ থেকে ১০ ঘন্টা মেথি ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে সপ্তাহে দুই দিন চুলে ব্যবহার করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চুল বড় হতে শুরু করেছে।

Updated: January 30, 2024 — 10:16 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *