ব্রেস্ট টিউমার চেনার উপায়

পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একটি মেয়ের ব্রেস্ট নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যা গুলোর মধ্যে খুবই পরিচিত একটি সমস্যা হলো ব্রেস্ট টিউমার। আমাদের আশেপাশে অধিকাংশ মেয়ে ব্রেস্ট টিউমার এ আক্রান্ত হয়। আর যত দিন যাচ্ছে মেয়েদের এই সমস্যাটি তত বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই দেশে ব্রেস্ট টিউমার আক্রান্তের হার বেশি। আর প্রাথমিক অবস্থায় আপনি যদি এই টিউমার না ভালো করতে পারেন পরবর্তীতে এ টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই টিউমার চিনতে হবে এবং চিকিৎসা নিতে হবে।

একজন মানুষের শরীরে বিভিন্ন জায়গার টিউমারের সমস্যা হতে পারে। তবে বর্তমানে মেয়েদের জন্য আতঙ্কিত টিউমার হল ব্রেস্ট টিউমার। তবে অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা একটি বিষয় বুঝতে পারে না আর তা হল ব্রেস্ট টিউমার হলে সহজে তারা চিনতে পারে না তাই অনেকে অনলাইনে সার্চ করে জেনে নিতে চাই ব্রেস্ট টিউমার চেনার উপায় গুলো কি সে সম্পর্কে জানতে। তাই আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ব্রেস্ট টিউমার চেনার সহজ কিছু উপায়। তাই আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান আজকের আলোচনা সঙ্গে থাকুন।

একজন নারীর শরীরে সবচাইতে মূল্যবান যে জিনিসটি তা হল ব্রেস্ট। তবে বর্তমান সময়ে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টর নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন তার মধ্যে ব্রেস্ট টিউমার একটি। আর এই টিউমার হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে এই কারণের জন্যই এই টিউমার নারীদের হয়ে থাকে।

অতিরিক্ত মাত্রায় শরীরের ওজন বেড়ে গেলে, ব্রেস্ট যদি আপনি অপরিষ্কার রাখেন, ভুল মাপের ব্রা পরলে ইত্যাদি আরও নানান কারণে মেয়েদের ব্রেস্ট টিউমার হতে পারে। তবে যে কারণে এই টিউমার একটি মেয়ের হোক না কেন সেটা চিহ্নিত করে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে।

ব্রেস্ট টিউমার চেনার উপায়

বর্তমান সময়ে মেয়েদের জন্য খুবই কমন এবং মারাত্মক একটি সমস্যা হল ব্রেস্ট টিউমার। বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সের পর বেশিরভাগ মেয়েরাই এই সমস্যাটির মধ্যে পড়ে। আর এই সমস্যাটি থেকেই হয় ব্রেস্ট ক্যান্সারের মতো কঠিন রোগ।

তাই মেয়েদের জন্য ব্রেস্ট টিউমার চেনাটা খুবই জরুরী এর জন্য একটি মেয়েকে সবার আগে ব্রেস্ট জনিত যত টিউমার আছে সে টিউমার গুলো চিনতে হবে। তবে অনেকেই আমরা ব্রেস্ট টিউমার সঠিকভাবে চিনি না যার থেকে সৃষ্টি হয় ক্যান্সার। তাই আমরা এখন জানিয়ে দেবো ব্রেস্ট টিউমার চেনার কিছু উপায়। যেটা আপনাদের জন্য জানার জরুরী।

শক্ত অনুভব করা

ব্রেস্ট টিউমার চেনার খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় হল ব্রেস্ট এর ভিতরে শক্ত অনুভব করা। সাধারণত একজন মেয়ে সুস্থ স্বাভাবিক ব্রেস্ট অনেক নরম হয়। তবে যে সকল নারীদের ব্রেস্ট টিউমার হয় তাদের ব্রেস্ট স্বাভাবিকের তুলনায় অনেক শক্ত হয়ে যায়।

ব্রেস্টের বোটা পরিবর্তন

ব্রেস্ট টিউমার চেনার অন্যতম একটি উপায় হল ব্রেস্টের বোটা। কোন মেয়ের ব্রেস্টে টিউমার হলে বোটাতে অনেক পরিবর্তন আসে। যেমন অতিরিক্ত মাত্রায় বোটা কালো হয়ে যাওয়া, কোন কারন ছাড়াই ভিতরে ঢুকে যাওয়া, এবং এটা স্বাভাবিকের থেকে অনেক বেশি শক্ত হয়ে যায়।

ব্যথা থাকা

যেহেতু একটি নির্দিষ্ট বয়সের পর মেয়েদের ব্রেস্ট টিউমার হয়ে থাকে তবে কোনো কারণ ব্যতীত বেশির ভাগ সময় মেয়েদের ব্রেস্ট প্রচুর পরিমাণে ব্যাথা হবে। আর যখন এ ব্যথা কোনভাবেই কমবে না তখন আপনি বুঝতে পারবেন এই ব্যথা মূলত কি টিউমারের জন্য। টিউমার হলে প্রচুর পরিমাণে ব্রেস্ট ব্যথা হতে শুরু করে।

চুল চুল করা

ব্রেস্ট টিউমার চেনার আরো একটু সহজ উপায় হলো পুরো ব্রেস্ট প্রতিনিয়ত চুলচুল করা। কোন কারণ ছাড়াই যদি আপনার বেস্ট চুল চুল করে তখন আপনি বুঝে নিবেন এটা টিউমার।

ব্রেস্টের বোটা দিয়ে পানি ঝরা

কোন কারণ ব্যতীত যদি নিয়মিত ভাবে ব্রেস্টের বোটা দিয়ে পানি ঝরতে থাকে তখন আপনি এই বিষয়টি সম্পন্ন টিউমার বলে ভেবে নিবেন। কারণ যখন নির্দিষ্ট ভাবে কোন কারণ ছাড়া নিয়মিত ভাবে ব্রেস্টের বোটা দিয়ে পানি পরবে এটা ব্রেস্টের টিউমার।

Updated: January 26, 2024 — 10:04 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *