কম টাকায় কোন দেশে যাওয়া যায়

আমরা বাংলাদেশে বসবাস করি। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এদেশে থেকে অন্য দেশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। ভ্রমণ করতে কে না পছন্দ করে? তাই আমাদের দেশে যারা অর্থ সম্পদশালী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে অনেকেই চান বিদেশে ভ্রমণ করতে।

তবে বিদেশে ভ্রমণ করলেও যদি ভ্রমণে কম টাকার মধ্যে সবকিছু উপভোগ করা যায় তাহলে তো অনেক ভালো হয়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কম টাকায় কোন দেশে যাওয়া যায়? তাইতো আজকে আমরা এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন একটি আর্টিকেল নিয়ে।

আজকের আর্টিকেলের মূল আলোচনা হল কম টাকায় কোন দেশে যাওয়া সম্ভব সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কম খরচে কোন কোন দেশে যাওয়া সম্ভব সেই দেশগুলো সম্পর্কে।

কোন দেশগুলোয় বাংলাদেশি শ্রমিকরা বেশি চান

বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ গুলোর পরিচালক আতিকুর রহমান বিবিসি বাংলা কে বলেছেন এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হল সৌদি আরব। এরপরই রয়েছে ওমান, কাতার, বাহরাইনের মত দেশগুলো।

কম-বেশি মিলিয়া আমাদের কাছ থেকে বৈধভাবে 172 টি দেশে বাংলাদেশে কর্মীরা যাচ্ছেন বলে তিনি জানান। কুয়েত মালয়েশিয়া সংযুক্তা আরব আমিরাত ও মালদ্বীপ এক সময় বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার ছিল।

এখনো এসব দেশে বৈধ অবৈধ মিলিয়ে অনেক বাংলাদেশী কাজ করেন। তবে এসব দেশে বৈধভাবে এখন করবিরা যেতে পারছেন না। বৈধভাবে পোল্যান্ড রোমানিয়া বলিভিয়ায় বাংলাদেশি শ্রমিকরা সম্প্রতি যেতে শুরু করেছেন। তবে করোনাভাইরাস সংক্রামন শুরু হওয়ার পর প্রায় দেড় লক্ষ্য শ্রমিক বাংলাদেশে ফিরে এসেছেন তাদের অনেকে ছুটিতে এসেছেন যাদের আবার যাওয়ার কথা রয়েছে।

যেসব ভিসা বাংলাদেশি শ্রমিকরা যাচ্ছে

নতুন দেশগুলোয় যাওয়া কর্মীরা মূলত ক্যাটারিং, নার্স,কেয়ার গিভার ইত্যাদি ভিসায় বেশি যাচ্ছেন। তবে ওমান সৌদি আরবের মতো দেশে যাওয়া বেশিরভাগ শ্রমিক যাচ্ছেন অদক্ষ শ্রমিক হিসেবে। বাংলাদেশের এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিকুইটিং এজেন্সি সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বিবিসি বাংলা কি বলেছেন আমাদের যেসব দেশে সবচেয়ে বড় বাজার সে সব দেশে যাওয়া বেশিরভাগই অদক্ষ শ্রমিক। তারা নির্মাণ খাতে রেস্তোরায় দোকানে বা অনত্র বিভিন্ন ছোটখাটো কাজ করে থাকেন।

এক লাখের বেশি কর্মী ভিসা লাগিয়া অপেক্ষা করেছেন কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারছেন না। অনেক ভ্রমণ ভিসায় বা স্বজনদের সাথে দেখা করার ভিসায় গিয়ে নানা দেশে থেকে যাচ্ছেন অনেকে কাজের মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে অবস্থান করতে বাধ্য হন। বাংলাদেশ থেকে যেসব দেশে সবচেয়ে বেশি কর্মী যায় সেই রকম সাতটি দেশের বর্তমান অবস্থান এখানে জানানো হবে।

কম টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায়

বাংলাদেশ থেকে কম হলেও সংযুক্ত আরব আমিরাত বাহারাইন লেবানন লিবিয়া সুদান মালেশিয়া দক্ষিণ কোরিয়া ইতালি যুক্তরাজ্যে দক্ষ অদক্ষ শ্রমিক যে থাকেন।

যদিও এই বছরে দেশগুলোর কোনোটিতেই যাওয়া কর্মীর সংখ্যা হাজারের ঘর ছুঁতে পারেনি বিশেষ করে মালয়েশিয়া মালদ্বীপ সংযুক্ত আরব আমিরাতে আগে থেকে অনেক বাংলাদেশী কাজ করছেন। কর্মকর্তারা বলেছেন এর বাইরে ভ্রমণ ভিসা স্বজনদের সঙ্গে দেখা করার ভিসা নিয়ে অনেকেই গিয়ে অবৈধভাবে থেকে যান এই তালিকায় তাদের হিসেব যোগ করা হয়নি।

কম টাকায় কুয়েত যাওয়ার ভিসা

আপনারা যারা কম টাকায় দেশের বাইরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন তাদের জন্য সবথেকে ভালো হবে কুয়েত। এক সময় বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক কুয়েতে কাজ করতে গেলেও এখন সেখানে কর্মীদের যাওয়া অনেক কমে গেছে।

২০২০ সালের প্রথম তিন মাসে দেশটিতে বাংলাদেশ থেকে গিয়েছেন ১৭ ৩৪ জন। আগের বছর বৃষ্টিতে গিয়েছেন ১৭৩৯৮ জন। ছয় মাস বন্ধ থাকার পর আগস্ট মাসের শুরুতে বাংলাদেশ থেকে কুয়েতের সঙ্গে বিমান চলাচল আবার শুরু হয়েছে। তবে এখনো দেশটিতে নতুন করে কোনো কর্মী যাওয়া শুরু করেনি।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *