বিকাশ পিন লক হলে করণীয়

বিকাশ পিন হঠাৎ করে লক হয়ে গেল এখন আপনি কি করবেন?? আপনাদের শুরুতেই একটি ঘটনা শোনাও যেটা শুনলে হয়ত আপনাদের একদিকে কষ্ট লাগবে আবার একদিকে হাসি পাবে??

অনেক কষ্ট করে এক ভদ্রলোক তার বিকাশে কিছু টাকা জমিয়েছে। কষ্ট করে জমানো এর কারণ হলো সেই ব্যক্তির বউ হচ্ছে একজন ডাইনি। সে তার মাসিক বেতনের সব টাকা হাতিয়ে নেয় এবং তাঁকে পকেট খরচের জন্য মাত্র 500 টাকা দেয়। তাই সেই লোকটি তার ভবিষ্যতের জন্য অল্প অল্প করে টাকা জমায় বিকাশে।

কিন্তু হঠাৎ করে একদিন সেই লোকটি দেখে তার বিকাশের পিন লক হয়ে গেছে। তখন সেই লোকটি হাউমাউ করে কান্না করে এবং বলে বউয়ের জালা ছিল অনেক বড় জালা কিন্তু বিকাশ তো এখন আমাকে মেরে ফেললো।

আপনি যদি এমন কোনো জ্বালাতে পড়েন তাহলে আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের দেখিয়ে দেবো কিভাবে বিকাশের পিন রিসেট করতে হয়। আজকের এই আর্টিকেলের থাকবে বিকাশ পিন লক হয়ে গেলে আপনি কিভাবে বিকাশ পিন লক খুলবেন।

বিকাশ পিন লক হয়ে গেলে হট নাম্বারে ফোন করে লক খোলার নিয়ম

আপনার যদি বিকাশ পিন লক হয়ে যায় তাহলে আপনি কিভাবে সেই প্রেম খুলবেন সেই সম্পর্কে এখন জানাবো ‌। আপনারা সরাসরি বিকাশের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করুন। তাদের সামনে আপনার সমস্যা তুলে ধরুন।আপনাকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে।

আপনি যে বিকাশ একাউন্ট খুলেছেন তার এনআইডি কার্ডের নাম্বার।
এনআইডি কার্ড এ যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সে জন্ম তারিখ নাম্বার।
আনুমানিক আপনার বিকাশ এর অ্যামাউন্ট এর পরিমাণ।
যেকোনো সময় ব্যবহৃত একটি বিকাশ পিন।

আপনি যদি এই সকল তথ্য তাদের সঠিকভাবে দিতে পারেন তাহলে তারা মুহূর্তের মধ্যে আপনার বিকাশ পিন লক খুলে দিবে এবং নতুন একটি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার বিকাশ একাউন্ট রিসেট করে দেবে।

বিকাশ পিন লক হলে বিকাশ কাস্টমার কেয়ারে করণীয়

আপনি যেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেই বিকাশ একাউন্টের পিন আপনার অজান্তেই হঠাৎ করে লক হয়ে যায়। সাধারণত বাঁচাতে যাদের ছোট ছেলে মেয়ে রয়েছে তাদের অত্যাচারে এই বিষয়টি বেশি হয়। যাইহোক টেনশনের কিছু নেই আপনারা চাইলে বিকাশ সিম আনলক করতে পারেন সরাসরি বিকাশ কাস্টমার কেয়ার এ উপস্থিত হয়। কিন্তু কাস্টমার কেয়ার এ উপস্থিত হয়ে যে তথ্যগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত।

বিকাশ একাউন্ট জে এন আইডি দিয়ে খোলা হয়েছে সে এনআইডি এক কপি।
বিকাশের পিন নম্বর
সর্বশেষ লেনদেন
আনুমানিক ব্যালেন্সের পরিমাণ।

আপনি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ার এ উপস্থিত হয়ে একজন কাস্টম অফিসারের সঙ্গে আপনার সমস্যা নিয়ে কথা বলুন এবং তারা আপনার সমস্যা শোনার পরে এই তথ্যগুলো তাদের জমা দিন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।

বিকাশ পিন লক হয়ে গেলে কি করব

আপনার যদি একটি বিকাশ একাউন্ট থাকে তাহলে অবশ্যই বিকাশ পিন আপনাকে ভাল ভাবে সংরক্ষন করতে হবে। বিকাশ পিন এর ক্ষেত্রে আপনাকে সবসময় সর্তকতা অবলম্বন করতে হবে। আপনার ব্যবহৃত বিকাশ পিন কোনভাবেই কাউকে দেওয়া যাবে না।

এবং যখন আপনি আপনার বিকাশ পিন কোন প্রয়োজনে কাউকে বলবেন অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয় কোনো ব্যক্তি যেন এই বিকাশ পিন সম্পর্কে শুনতে না পায়। এর কারণেই মূলত বিকাশ পিন লক হয়ে যায়। ভুল পিন নাম্বার ব্যবহার করলে অথবা যারা একটি বিকাশ একাউন্ট হ্যাক করতে চায় তাদের জন্য অনেক সময় আপনার বিকাশ একাউন্ট লক হয়ে যেতে পারে আপনার অজান্তেই।

তাই আমরা যারা বিকাশ ব্যবহার করি তারা অবশ্যই সতর্কতার সাথে বিকাশ পিন এর ব্যবহার করব এবং নিজের মনে থাকে ঠিক এরকম একটি পিন ব্যবহার করব। আর চেষ্টা করব এই পিন যেন কোনোভাবেই অন্য কেউ না জানে।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *