কম খরচে কক্সবাজার হোটেল ভাড়া ২০২৩

কক্সবাজার এলাকায় অসংখ্য হোটেল রয়েছে। কিছু হোটেল ভিআইপি রয়েছে। কিছু কিছু পাচ তারা হোটেল ও রয়েছে। আপনারা যারা কম খরচে কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল। এছাড়াও কিছু কম খরচের আবাসিক হোটেল রয়েছে যেখানে কম খরচে থাকা অতিথীগণ অনেক আরামদায়কভাবে থাকতে পারবেন। যারা কক্সবাজার এলাকায় কম খরচে হোটেলে থাকতে চান তাদের জন্য আমাদের আর্টিকেলের এই অংশটুকু।

তবে কম খরচ হলেও হোটেল গুলোর মান অনেক উন্নত এবং অনেক সুযোগ-সুবিধা রয়েছে এই হোটেল গুলোতে। সুতরাং আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে কম খরচের হোটেল গুলোর নামের তালিকা আপনাদের সাথে আলোচনা করব এর সাথে আমরা আলো আরো আলোচনা করব হোটেলের ভাড়া সম্পর্কে। আপনারা যারা কক্সবাজারের কম খরচের মধ্যে মানসম্মত হোটেলগুলো খুঁজছেন তারা অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

কক্সবাজার একটি পর্যটন এলাকা যেখানে প্রতিদিন অসংখ্য দেশই বিদেশি পর্যটক আসেন বেড়াতে। এবং আবাসিক হোটেল অনুসন্ধান করে থাকেন। যারা ভিআইপি পর্যটক আসেন তারা ফাইভ স্টার ও পাঁচ তারা হোটেল গুলো অনুসন্ধান করেন। আর যারা বেশি পর্যটক রয়েছে তারা কম খরচে বাস রাস্তায় কোন হোটেলে থাকা যায় তা অনুসন্ধান করে থাকেন। যে সমস্ত পর্যটক ও অতিথি কক্সবাজার বেড়াতে আসেন এবং কম খরচে হোটেলে থাকতে চান তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট। তো চলুন জেনে নেওয়া যাক।

কম খরচে কক্সবাজার হোটেলের তালিকা

আপনারা যারা কক্সবাজার এলাকায় পর্যটক হিসেবে ঘুরতে আসেন এবং কিছুদিন থাকবেন বলে ভাবছেন তাদের জন্যই আমাদের আর্টিকেলের এই অংশটুকু। আপনারা যদি মনে করেন যে কম খরচের হোটেলগুলোতে থাকবেন এবং বেশিদিন থাকতে পারবেন তাহলে আমাদের এই আর্টিকেলের এই অংশটুকু ভালোভাবে করে নিন। সে সকল পর্যটকদের খরচ কম হবে এবং সুবিধা ও বেশি পাবেন। সেই সমস্ত হোটেল গুলোর তালিকা নিচে আলোচনা করব।

১. সি হ্যাভেন গেস্ট হাউজ

সি হেভেন গেস্ট হাউজ হলো কক্সবাজার যেসব পর্যটক ঘুরতে আসেন তাদের জন্য একটি খুব সুন্দর মনোরম পরিবেশের গেস্ট হাউস। আপনারা চাইলে এই গেস্ট হাউসে খুবই কম খরচে থাকতে পারবেন। আপনারা চাইলে পুরো ফ্যামিলি সহ এই গেস্ট হাউসে থাকতে পারবেন। এই গেস্ট হাউজের লোকেশন ও ফোন নাম্বার হল: ব্লক এ, হাউস ৬৭, কলাতলী রোড, কক্সবাজার ।ফোন: ০১৭২৬ ৫১৯৩২৩।

২. সি হিল গেস্ট হাউস

কক্সবাজারে কম খরচের মধ্যে আপনারা চাইলে সি হিল গেস্ট হাউসে খুবই মনোরম পরিবেশে থাকতে পারবেন। শিহিল গেস্ট হাউসের ঠিকানাটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব।

সি বিচ আবাসিক এলাকা, কলাতলী রোড কক্সবাজার। ফোন নাম্বার: ০৩৪১৬৩০ ৮৮, মোবাইল নাম্বার: ০১৮১৫০৭৫৬৯৮।

৩. হোটেল সিগাল ফাইভ স্টার

আপনারা যারা কক্সবাজারে পর্যটক হিসেবে আসেন তাদের মধ্যে অনেকেই রয়েছে একটু কম খরচের মধ্যে ফাইভ স্টার হোটেলে থাকতে চান। তাদের জন্য সবচেয়ে ভালো ফাইভ স্টার হোটেল হবে হোটেল সিগাল। আপনারা চাইলে কম খরচের মধ্যে এই হোটেল সিগাল ফাইভ স্টার এ থাকতে পারবেন। হোটেলটির ঠিকানা হলো: ঢাকা অফিস হোয়াইট হাউস হোটেল ১৫৫, শান্তিনগর, ঢাকা। ফোন: ৮৩২২৯ ৭৩৬।

কম খরচে কক্সবাজার হোটেল ভাড়ার তালিকা

যে সমস্ত পর্যটক বা অতিথি কক্সবাজার এলাকায় বেড়াতে আসেন এবং কম খরচে হোটেলে থাকতে চান সে সমস্ত সস্তা বা কম খরচের হোটেলের ভাড়ার তালিকা গুলো আমরা এখন তুলে ধরব।

রেগুলার সি সাইট বা সমদ্র মুখী

আপনারা যারা সমুদ্রের সাথে সমুদ্র মুখী রুমগুলোতে থাকতে চান। তাদের জন্য সর্বনিম্ন ৬৭১৯ টাকা হতে শুরু হবে রুম ভাড়া। এটি ডাবল রুমের জন্য।

ডিলাক্স এ হিল সাইড বা পাহাড় মুখী

আপনারা যারা পাহাড়মুখী রুমগুলোতে থাকতে চান তাদের জন্য সিঙ্গেল রুমের জন্য ৭০৩৬ টাকা হতে রুম মূল্য শুরু।

রেগুলার হিল সাইড বা পাহাড় মুখী সিঙ্গেল রুমের জন্য আপনাকে ভাড়া দিতে হবে 5850 টাকা।

ডিলাক্স সিসাইড বা সমুদ্রমুখী ডাবল রুমের জন্য আপনাকে ভাড়া দিতে হবে ৭৯০৫ টাকা।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *