টেলিটক ইন্টারনেট অফার ২০২৩

টেলিটক হচ্ছে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ মোবাইল অপারেটর। আজকে আপনাদের টেলিটক ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত জানাবোযে সকল গ্রাহকরা টেলিটক ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকে আমরা বিশেষ কিছু ইন্টারনেট অফার এর তথ্য নিয়ে এসেছি। সকল টেলিটক গ্রাহকদের টেলিটক ইন্টারনেট অফার  স্বাগতম।

বরাবরের মতোই টেলিটক তাদের অফার গুলোতে বিভিন্ন ধরনের অফার উপস্থাপন করে থাকে। কিছু দুর্দান্ত অফার এর মাধ্যমে প্রতিনিয়ত তাদের ক্রেতাদের মন জয় করে আসছে। টেলিটক বাংলাদেশের একটি নির্ভরযোগ্য মোবাইল অপারেটর সংস্থা যারা কিনা বিভিন্ন ধরনের অফার এর মাধ্যমে তাদের গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে।

টেলিটক তাদের নিয়মিত গ্রাহকদের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। তারা তাদের সিম গুলোকে বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছে। টেলিটক টেলিটক শিক্ষার্থীদের মাঝে তাদের আমেজিং কিছু ইন্টারনেট এবং মিনিট অফার নিয়ে এসেছে যার ফলে প্রত্যেকটি শিক্ষার্থী অনেকটা উপকৃত হয়েছেন

টেলিটক বরাবরই শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে কম মূল্যে ইন্টারনেট প্যাকেজ সমূহ উপস্থাপন করে 2023 সালে টেলিটক সর্বপ্রথম বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য একদম ফ্রিতে ক্লাস করার জন্য ইন্টারনেট অফার উপস্থাপন করে।

টেলিটক সম্পর্কে

বাংলাদেশে সর্বপ্রথম বিটিটিবি মোবাইল নামে টেলিটক প্রকাশ পায়টেলিটক 2004 সালের 26 শে ডিসেম্বর প্রথম তাদের যাত্রা শুরু করে পরবর্তীতে টেলিটক বাংলাদেশ লিমিটেড নামে কোম্পানি হিসেবে এটা যাত্রা শুরু করে। টেলিটক হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি।

টেলিটক তাদের সেবার মাধ্যমে পুরো দেশব্যাপী ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। এছাড়াও টেলিটক কিছু দুর্গম পার্বত্য অঞ্চলে তাদের ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে নিজেদেরকে একটি অনন্য রূপ হিসেবে তুলে ধরেছে। ২০২৩  অনুযায়ী বর্তমানে টেলিটক মোবাইল অপারেটর বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে এবং তাদের মোট গ্রাহক সংখ্যা হচ্ছে 58 লাখ 20 হাজার প্রায়।

বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ সমূহ

টেলিটক হচ্ছে বাংলাদেশের এমন একটি মোবাইল অপারেটর যারা কিনা প্রতিনিয়ত বিভিন্ন সুলভ মূল্যে তাদেরকে তাদের অনেক সুন্দর সুন্দর ইন্টারনেট অফার দিয়ে থাকে। তারা তাদের সিম গুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে তাদের সেবার মান আরো প্রচার করেছে। গুরুত্বের সাথে শিক্ষার্থীদের মাঝে তাদের সবথেকে সুলভ মূল্যে ইন্টারনেট সেবা প্রসার লাভ করতে সক্ষম হয়েছে।
আমরা আজকে টেলিটক ইন্টারনেট অফার ২০২৩ এর কিছু রেগুলার অফার সম্পর্কে এবং সিম ভিত্তিক কিছু অফার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব।

টেলিটক ইন্টারনেট অফার এর কিছু রেগুলার প্যাক রিচার্জ অফার সমূহ:

100 এমবি প্যাক:
টেলিটক 100 এমবি ইন্টারনেট অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবে  *111*501# এবং ইন্টারনেট অফার টি মেয়াদ 5 দিন অফারটি নিতে আপনার 9 টাকা প্রয়োজন হবে অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে হবে।

500 এমবি ইন্টারনেট:
500 এম বিইন্টারনেট অফার পেতে আপনাকে যেটা করতে হবে  *111*503# ডায়াল করুন ইন্টারনেট অফার টি পেতে হলে আপনাকে অবশ্যই আপনার মূল ব্যালেন্সে 26 টাকা রাখতে হবে তাছাড়া আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে অফারটি নিতে পারেন অফারের মেয়াদ 30 দিন।

3.5 জিবি 78 টাকা:
টেলিটক নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য 3.5 জিবি 78  টাকা ইন্টারনেট অফার এটা নিতে আপনাকে 78 টাকা রিচার্জ করতে হবে অথবা আপনাকে ডায়াল করতে হবে *111*511# ইন্টারনেট অফার মেয়াদ 30 দিন।

5 জিবি ইন্টারনেট 30 দিন:
টেলিটক গ্রাহকদের জন্য 5 জি বি ইন্টারনেট 30 দিন অফারটি অনেক ভালো একটি অফারঅফারটি পেতে আপনাকে আপনার মূল ব্যালেন্সে 201 টাকা রেখে রাখতে হবে এবং ডায়াল করতে হবে *111*532# আপনি 201 টাকা রিচার্জের মাধ্যমে অফারটি পেতে পারেন।

10 জিবি অফার:
টেলিটকের ইন্টারনেট অফার গুলির মধ্যে 10 জিবি ইন্টারনেট 301 টাকা এই অফারটি অত্যন্ত আকর্ষণীয় অফার। এই অফারটির মেয়াদ 30 দিন নিতে হলে আপনাকে  *111*505# ডায়াল করতে হবে। শুধুমাত্র 301 টাকা রিচার্জ করে অফারটি পেতে পারেন।

টেলিটক 3 জিবি 139 টাকা অফার:
টেলিটক আপনাদের দিচ্ছে 3 জিবি ইন্টারনেট অফার শুধুমাত্র 139 টাকা আপনারা সরাসরি 139 টাকা রিচার্জের মাধ্যমে অফারটি পেতে পারেন অথবা আপনার মূল ব্যালেন্সে 139 টাকা রেখে ডায়াল করুন *111*531# মেয়াদ 30 দিন।

20 জিবি 30 দিন অফার:
টেলিটক শুধুমাত্র তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ অফার অফার টি হচ্ছে 20 জিবি ইন্টারনেট 498 টাকা মেয়াদ 30 দিন। অফার পেতে আপনাকে *111*552# ডায়াল করতে হবে অথবা রিচার্জ করতে হবে 498 টাকা।

649 টাকায় 30 জিবি ইন্টারনেট:
সুলভ মূল্যে এয়ারটেল দিচ্ছে তাদের গ্রাহকদের 649 টাকায় 30 জিবি ইন্টারনেট অফার মেয়াদ 30 দিন। সরাসরি 649 টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *111*553#

45 জিবি ইন্টারনেট  849 টাকা:
টেলিটক ইন্টারনেট এর এই অফারটি নিতে আপনাকে সরাসরি 849 টাকা রিচার্জ করতে হবে অথবা আপনাকে ডায়াল করতে হবে *111*554# এই অফারটির মেয়াদ 30 দিন।

টেলিটকের প্রদত্ত সকল সেবা সমূহ:
টেলিটক তাদের সেবার মধ্যে টুজি, থ্রিজি ,ফোরজি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের বিল প্রদান ,মোবাইল টিভি দেখা ,ভিডিও কল ,সরকারি চাকরির ফি প্রদান ,পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ ইত্যাদি বিভিন্ন সার্ভিসের মাধ্যমে টেলিটক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।

টেলিটক হচ্ছে তরুণদের নিয়ে তরুণদের কেন্দ্রিক সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান।

বরাবরের মতই টেলিটক নতুন ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু সাশ্রয়ী প্যাকেজ নিয়ে আসে এতে করে তাদের কলরেট sms সবকিছুই অনেক কম হয়ে যায়

এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটকের রয়েছে বিশেষ কিছু প্যাকেজ এর সুব্যবস্থা যার মাধ্যমে শিক্ষার্থীরা সবথেকে কম রেটে এসএমএস কল রেট ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বর্ণমালা সিম এই সিম এর মাধ্যমে শিক্ষার্থীরা টেলিটকের বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে।

বর্তমানে শুধুমাত্র নারী গ্রাহকদের জন্য টেলিটক নিয়ে এসেছে অপরাজিতা প্যাকেজ যার মাধ্যমে যে সকল নারী উদ্যোক্তা আছেন তারা অনেক সুবিধা পেতে পারেন।

শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উপবৃত্তি মুলক বিভিন্ন কার্যক্রম এর ব্যাংকিং লেনদেন সমূহ পরিচালনা করার জন্য টেলিটক নিয়ে এসেছে মায়ের হাসি প্যাকেজ। এই সিমে রয়েছে সাশ্রয়ী কলরেট প্যাকেজ।

মুজিব শতবর্ষ উপলক্ষে টেলিটক নিয়ে এসেছে শতবর্ষ প্যাকেজ এর সিমএর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ কিছু সুবিধা গ্রহণ করতে পারে।

টেলিটকের সেবা সমূহের মধ্যে অন্যতম সেবাটি হলো শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট চালু করাএই করোনা পরিস্থিতির মধ্যে টেলিটক তাদের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে বিনামূল্যে বিডিরেনজুম। যে কোন প্যাকেজের টেলিটক ব্যবহারকারীরা 100 টাকা রিচার্জ করলে 100 টাকা ব্যালেন্স থাকে এবং ফ্রিতে বিডিরেনজুম অনলাইনে ক্লাস সেবাটি উপভোগ করতে পারেন।

বিভিন্ন প্যাকেজের সিম সমূহের ইন্টারনেট প্যাকেজ ২০২৩ এর বিস্তারিত

টেলিটক আগামী  প্যাকেজ অফার:
আপনারা অবগত আছেন যে টেলিটক আগামী 3 জি সিম বিক্রির জন্য নয়এটি শুধুমাত্র অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে জিপিএ 5 প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। এই আগামি প্যাকেজ এর কিছু বিশেষ সুবিধা রয়েছেবিভিন্ন ধরনের প্যাকেজসমূহ নিচে দেওয়া হল সকল প্যাকেজ সমূহ বিক্রির জন্য নয় শুধুমাত্র নিবন্ধিত শিক্ষার্থীদের প্যাকেজ একদম ফ্রিতে প্রদান করা হবে।

1 জিবি ইন্টার্নেট প্যাকেজ 7:
7 দিনব্যাপী ইন্টারনেট অফার 22 টাকায় 1 জিবি।

2 জিবি ইন্টার্নেট:
টেলিটক দিচ্ছে তাদের আগামী গ্রাহকদের জন্য 2 জিবি ইন্টারনেট অফার মাত্র 180 টাকায় মেয়াদ 30 দিন।
3 জিবি ইন্টার্নেট প্যাকেজ :
আগামী গ্রাহকরা পাচ্ছেন 3 জিবি ইন্টার্নেট প্যাকেজ মাত্র 55 টাকায় মেয়াদ 10 দিন

টেলিটক বর্ণমালা প্যাকেজ সিম এর অফার

টেলিটক বর্ণমালা প্যাকেজ সিম ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ কিছু সাশ্রয়ী মূল্যের প্যাকেজ। অফার গুলো পেতে বর্ণমালা পেকেজ হতে রিচার্জ করুন নির্দিষ্ট পরিমাণ টাকা।

24 টাকা 1 জিবি:
1 জিবি ইন্টারনেট পাচ্ছেন শুধুমাত্র 24 টাকায় মেয়াদ 7 দিন।
46 টাকা 1 জিবি :
1 জিবি ইন্টারনেট মেয়াদ 30 দিন শুধু মাত্র 46 টাকায়
5 জিবি 96 টাকা:
5 জিবি ইন্টারনেট পাচ্ছেন শুধু মাত্র 96 টাকা মেয়াদ 15 দিন।
30 জিবি ইন্টারনেট অফার:
30 দিনের জন্য 10 জিবি ইন্টারনেট প্যাক টি পাচ্ছেন শুধুমাত্র 186 টাকায়।

টেলিটক অপরাজিতা প্যাকেজ সিম ইন্টারনেট অফার

টেলিটক তাদের মহিলা ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অপরাজিতা প্যাকেজ সিম। শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্যই এই প্যাকেজটি সীমাবদ্ধ।

1 জি বি অফার:
অপরাজিতা গ্রাহকরা 1 জিবিইন্টার্নেট পাচ্ছেন 19 টাকা মেয়াদ 30 দিন।
2 জিবি অফার:
অপরাজিতা গ্রাহকরা 2 জিবি ইন্টারনেট অফার পাচ্ছেন 38 টাকায় মেয়াদ 7 দিন।
10 জিবি আফার:
10 জিবি ইন্টারনেট অফার পাচ্ছেন মাত্র 156 টাকা মেয়াদ 15 দিন।
1 জিবি অফার:
1 জিবি ইন্টারনেট তিন মাসের জন্য পাচ্ছেন শুধু মাত্র 8 টাকায়।

টেলিটক বর্তমানে তাদের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীর ব্যবহারকারীদের সেবা প্রদান করে আসছে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে টেলিটক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোবাইল প্রতিষ্ঠানযেসকল শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন তারা  এর সুফল অবশ্যই পেয়েছেনএছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ফরম পূরণের ক্ষেত্রে টেলিটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এত দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদআপনাদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের অফার এর তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছিটেলিটক ইন্টারনেট অফার 2023 এর মাধ্যমে আমরা আপনাদের সামনে টেলিটক ইন্টারনেট অফার 2023 এর যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি

আপনারা যদি আমাদের তথ্য হতে কোন সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেনআর যদি আপনাদের আমাদের এই টেলিটক ইন্টারনেট অফার 2023 পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকে টাইমলাইনে শেয়ার করবেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *