ভালো ফাউন্ডেশনের নাম ও দাম 2024

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আবারো আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আর্টিকেল নিয়ে এবং আজকের এই নতুন আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই আর্টিকেলটিতে আমি মূলত আলোচনা করব বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন কয়েকটি উল্লেখযোগ্য ব্রান্ডের ভালো ফাউন্ডেশনের নাম এবং দাম সম্পর্কে। আপনারা অনেকেই ইন্টারনেটে ভালো ফাউন্ডেশনের নাম এবং দাম সম্পর্কে জানতে

চেয়ে থাকেন কিন্তু ভাল কোন সোর্স না জানা থাকার কারণে আপনারা কাঙ্খিত তথ্য সম্পর্কে জানতে পারেন না। তাই আপনাদের কথা মাথায় রেখে আজকের এই আর্টিকেলটিতে আমি বাংলাদেশে পাওয়া যায় এমন কয়েকটি ভালো ফাউন্ডেশনের নাম ও দাম সম্পর্কে উল্লেখ করেছি। আশা করি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা ভালো ফাউন্ডেশন এর নাম সম্পর্কে এবং তাদের দাম সম্পর্কে জানতে পারবেন।

আপনারা যারা ভাল ফাউন্ডেশন এর নাম ও দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবেন। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং পরবর্তীতে এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করবেন।

ফাউন্ডেশন হলো মেকআপের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার ত্বকের অসামঞ্জস্যতা ঢেকে ফেলতে এবং ত্বকের আন ইভেন‌ টোনকে ইভেন করতে সাহায্য করে। আপনি যদি ভাল মানের ফাউন্ডেশন ব্যবহার করেন তাহলে আপনার ত্বক সুন্দর ও মসৃণ দেখাবে। আমি আজকের এই আর্টিকেলটিতে আপনাদেরকে কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের ফাউন্ডেশন এর নাম এবং দাম সম্পর্কে জানিয়ে দেব।

১. Lancome Teint Idole Ultra Wear Foundation

ল্যানকমে টেইন আইডোল আল্ট্রা ওয়্যার ফাউন্ডেশন একটি ফুল কভারেজ ফাউন্ডেশন যা ত্বকের দীর্ঘ সময় ধরে মসৃণ ও ইভেন রাখে। এটি অয়েল ফ্রি এবং ওয়াটার-প্রুফ, তাই এটি ত্বকে তৈলাক্তভাব বা ধুয়ে যাওয়ার সমস্যা করে না। এটিতে SPF 15 রয়েছে, তাই এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ফাউন্ডেশনের দাম ৩৫০০ টাকা থেকে ৪৫০০ টাকার মধ্যে।

২. Dior Forever Foundation

ডিয়োর ফরএভার ফাউন্ডেশন একটি লাইট-ওয়েট ফাউন্ডেশন যা ত্বককে হাইড্রেটেড রাখে। এটি দীর্ঘ সময় ধরে স্থায়ী হয় এবং ত্বকে কোনও দাগ তৈরি করে না। এটিতে SPF 35 রয়েছে, তাই এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ফাউন্ডেশনের দাম ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে।

৩. Chanel Les Beiges Healthy Glow Foundation

শানেল লেস বেইজ হেলদি গ্লো ফাউন্ডেশন একটি ন্যাচারাল লুকিং ফাউন্ডেশন যা ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। এটি ত্বকে হালকাভাবে বসে এবং ত্বকের অসামঞ্জস্যতা ঢেকে ফেলে। এটিতে SPF 25 রয়েছে, তাই এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ফাউন্ডেশনের দাম ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে।

৪. Nars All Day Luminous Weightless Foundation

নার্স অল ডে লুমিনাস ওয়েটলেস ফাউন্ডেশন একটি লাইট-ওয়েট ফাউন্ডেশন যা ত্বককে হাইড্রেটেড ও মসৃণ রাখে। এটি ত্বকে হালকাভাবে বসে এবং ত্বকের অসামঞ্জস্যতা ঢেকে ফেলে। এটিতে SPF 30 রয়েছে, তাই এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এই ফাউন্ডেশনের দাম বর্তমানে বাংলাদেশের বাজারে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে।

৫. Estee Lauder Double Wear Stay-in-Place Foundation

এসটিই লাউডার ডাবল ওয়্যার স্টে-ইন-প্লেস ফাউন্ডেশন একটি ফুল কভারেজ ফাউন্ডেশন যা ত্বকের দীর্ঘ সময় ধরে মসৃণ ও ইভেন রাখে। এটি অয়েল ফ্রি এবং ওয়াটার-প্রুফ, তাই এটি ত্বকে তৈলাক্তভাব বা ধুয়ে যাওয়ার সমস্যা করে না। এটিতে SPF 10 রয়েছে, তাই এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ফাউন্ডেশনের দাম ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে।

৬. Maybelline Fit Me Matte + Poreless Foundation

মেবেলিন ফিট মি ম্যাট + পোরলেস ফাউন্ডেশন একটি ফুল কভারেজ ফাউন্ডেশন যা ত্বকের দীর্ঘ সময় ধরে মসৃণ ও ইভেন রাখে। এটি অয়েল ফ্রি এবং পোর-ক্লোজিং, তাই এটি ত্বকে তৈলাক্তভাব বা পোরসের দৃশ্যমানতা কমায়। এটিতে SPF 18 রয়েছে, তাই এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ফাউন্ডেশনটির দাম ২৪৬ টাকা থেকে 299 টাকার মধ্যে।

Updated: January 4, 2024 — 11:24 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *