হাদিসের গল্প

হাদিস প্রতিটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়‌। কারণ যে কাজ রাসূল (সঃ) স্বয়ং করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন তাই হাদীস। তাই এটাকে অবহেলা করা বা বিশ্বাস না করার কোন সুযোগ নেই মুসলমানদের কাছে। আর একজন মুসলমান ব্যক্তি কে মহান আল্লাহতালার নৈকট্য ও তার অনুগত্য পেতে হলে অবশ্যই তার এবাদত করতে হবে। তাই সঠিক ইবাদত করার জন্য হাদিস কোরআন পড়তে হবে তাহলে, ধর্ম সম্পর্কে আরো অজানা অনেক কিছু জানতে পারা যাবে।

তাই ইসলামের ইতিহাসে এমন অনেক হাদিসের গল্প রয়েছে যে হাদিসের গল্প থেকে একজন মুসলমান ব্যক্তি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে অনেক সামাজিক ও নৈতিক মূলক শিক্ষা গ্রহণ করতে পারবে। আর তার জন্য একজন মুসলমান ব্যক্তিকে অবশ্যই হাদিসের এর গল্প গুলো জানতে হবে। তবে অনেকেই এই হাদিসের গল্প গুলোর সম্পর্কে জানতে আগ্রহী। আর তাই অনেকেই অনলাইনের বিভিন্ন জায়গায় হাদিসের গল্পগুলো অনুসন্ধান করছে। তাই আজ আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু হাদিসের গল্প শেয়ার করবো।

ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম। আর এই শান্তি প্রতিষ্ঠান করার জন্য যুগ যুগ ধরে অনেক ইতিহাস রয়েছে। যে ইতিহাস গুলো হাদিসে পরিপূর্ণভাবে বর্ণনা করে রয়েছে। তাছাড়া হাদিসের মাধ্যমে প্রতিটি মুসলমান ব্যক্তি জানতে পারবেন যে কিভাবে ইসলামের পথে তার জীবন পরিচালনা করতে হবে। এক কথায় আমরা যদি বলি হাদিস হলো ইসলামিক কিতাব।তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত নিয়মিত হাদিস পাঠ করা এবং হাদিসের বানী গুলো অক্ষরে অক্ষরে পালন করে চলা। তাই নিজে হাদিস পড়বো এবং পরবর্তী প্রজন্মকে হাদিস পড়ার জন্য উৎসাহিত করবো।

একজন মুসলমান ব্যক্তি অবশ্যই চাই মহান আল্লাহতালার প্রিয় বান্দা হিসেবে নিজেকে চিহ্নিত করতে। আর নিজেকে মহান আল্লাহতালার প্রিয় বান্দা হিসেবে তৈরি করতে হলে অবশ্যই কুরআন মাজীদের পাশাপাশি নবী করীম সাল্লাল্লাহু সালামের জীবনী ও তার সাহাবার উক্তি নিয়ে যে হাদিসগুলো রয়েছে অবশ্যই আমাদের তা অনুসরণ করতে হবে। তাছাড়া বেশ কিছু শিক্ষনীয় হাদিসের গল্প রয়েছে যে গল্পগুলো থেকে আমরা অনেক ধরনের শিক্ষা নিতে পারি। ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেতে হলে অবশ্যই প্রতিটি মুসলমান ব্যক্তিকে হাদিস পড়তে হবে এবং হাদিসের গল্প গুলো সম্পর্কে জানতে হবে।

এখানে ধর্মীয় ও ইসলামিক শিক্ষা বলতে বোঝানো হয়েছে সকলের সঙ্গে বন্ধু সুবল আচরণ করতে হবে। হিংসা নিন্দা এগুলো থেকে দূরে থাকতে হবে। ইসলাম ধর্মে বলা হয়েছে গরিব ধনী সকলে মিলে মিশে একসঙ্গে বসবাস করতে হবে। মানুষের ভেদাভেদ করা যাবে না। উত্তেজনা এবং অহংকার কে বিসর্জন দিয়ে সব সময় আল্লাহর এবাদত করতে হবে। আর মহান আল্লাহ তাআলার ইবাদত করলে মন শান্তিতে থাকবে। তাই আমরা যদি নতুন প্রজন্মকে নিয়মিত ভাবে হাদিসের গল্প গুলো পড়াতে উদ্বুদ্ধ করি। তাহলে তারা একজন সঠিক মানবিক গুণাবলীর অধিকারী হতে পারবে।

আপনারা যারা হাদিসের গল্প জানার জন্য আমাদের এখানে ভিজিট করেছেন বা আপনারা যারা হাদিসের গল্প গুলো সম্পর্কে জানতে চান তাদের জন্য বলছি হাদিসের গল্পটা সে সময়ের, যখন বিচারের মাঠ কায়েম হবে। একে একে সব বান্দাদের বিচার হবে। আর বিচারক হবেন স্বয়ং আহকামুল হাকিমীন। এক সময় সব বান্দাদের বিচারকাজ সম্পন্ন হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আর জাহান্নামীরা জাহান্নামে। এরপর আর কাউকে জান্নাত থেকে বের করে দেয়া হবে না। জাহান্নাম থেকেও কাউকে মুক্তি দেয়া হবে না। সেদিন সব কিছু হিসাব পরিপূর্ণ ভাবে নেয়া হবে।

ইসলাম ধর্মে অনেক ইতিহাস রয়েছে আর এই ইতিহাস কে কেন্দ্র করে রচিত হয়েছে বিভিন্ন হাদিস। আর তাই অনেক ধরনের হাদিসের গল্প পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন হাদিস বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনটা শিক্ষা মূলক কোনোটা আদেশ মুলক আবার কোনটা উপদেশ মূলক হয়ে থাকে। তবে আমরা যদি নিয়মিত ভাবে হাদিসের গল্পগুলো পড়তে পারি তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। তাই আপনারা যারা হাদিসের গল্প পড়তে চান আমাদের আজকের আলোচনাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Updated: December 20, 2023 — 1:40 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *