রবি নাম্বার ব্লক করার নিয়ম – রবি কল ব্লক সার্ভিস ২০২৩

রবি অপারেটরদের জন্য আজকে একটি ভালো এবং কাজের তথ্য নিয়ে হাজির হলাম। আপনি যদি একজন রবি ব্যবহারকারী হন তাহলে এই তথ্যটি আপনার অনেক কাজে আসতে পারে। রবি মোবাইল অপারেটর ব্যবহারকারীদের জন্য কল ব্লক সার্ভিস অনেক প্রয়োজন একটি সার্ভিস। অনেকেই এই সার্ভিসটি অ্যাক্টিভ করে ব্যবহার করেন।

অনেকে রয়েছেন এ সার্ভিসটি ব্যবহার করেন না। অনেকে রয়েছেন এ সার্ভিসটি ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে সেটি করতে পারছেন না। আজকে আমরা আমাদের এই অনুচ্ছেদ হতে আপনাদের রবির কল ব্লক করার নিয়ম অথবা কল ব্লক সার্ভিস নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আপনি কি রবি মোবাইল অপারেটর ব্যবহার করেন? আপনার মোবাইলে হঠাৎ করেই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে এবং সেই পক্ষ হতে আজেবাজে কথা বলে । অনেক সময় এমন হয় যে সেই নাম্বার থেকে বারবার ফোন আসা শুরু হয় এবং আপনাকে বিরক্ত করা শুরু হয়। আপনি সে ক্ষেত্রে কিভাবে তার থেকে বেচে ফিরবে না তাকে অ্যাভয়েড করবেন। এই ধারণা থেকেই কল ব্লক সার্ভিস এর উৎপত্তি।

আপনি যখন কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবেন তখন আপনি চান না যে আপনার মোবাইলে কেউ কল করুন করুক। তাই আপনি ইচ্ছে করে আপনার মোবাইলটি বন্ধ না করে অন্যান্য সব সুবিধা চালু রেখে শুধুমাত্র কলটি কিভাবে অ্যাভয়েড করবেন সে ধারনা থেকে কল ব্লক সিস্টেমটি চালু হয়।

কল ব্লক সিস্টেম কি

সাধারণত কল ব্লক বলতে ইনকামিং কল গুলো আসা বন্ধ করে দেওয়া কে বোঝায়। আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনার মোবাইল অপারেটর কল আসা বন্ধ করতে চান তাহলে আপনি যে পদ্ধতি অবলম্বন করবেন সেটি কে বলা হচ্ছে কল ব্লক সিস্টেম। এটি সাধারণত দুই ধরনের হতে পারে। একটি হলো যখন কেউ আপনার মোবাইলে বারবার ফোন দিয়ে বিরক্ত করে, আপনি তার ফোন দেওয়াতে অত্যন্ত বিরক্ত হন এবং সে আপনাকে বারবার ফোন দিয়ে আজেবাজে কথা বলে ঠিক তখনই আপনি চান যে সেই নম্বরটি কে ব্লক করা এটি হলো ব্লাকলিস্ট সিস্টেম।

আরেকটি সিস্টেম হল আপনি কোন দরকারই মিটিংয়ে প্রবেশ করবেন এবং সেই সময় আপনি আপনার মোবাইলে কাউকে ফোন দিতে দেবেন না। অর্থাৎ তখন যদি কেউ আপনার মোবাইলে ফোন দেয় তাহলে আপনি বিরক্ত হবেন তাই তৎক্ষণাৎ তখনকার জন্য আপনি কিভাবে কল ব্লক করে রাখবেন এটি হলো একটি পদ্ধতি।

আপনি কিভাবে রবিতে নাম্বার ব্লক করবেন বা কল ব্লক সার্ভিস অ্যাক্টিভ করবেন??

প্রথমে আমরা যে কল ব্লক সিস্টেমটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল ইচ্ছে করেই বিরক্তিকর কল গুলো থেকে দূরে থাকার জন্য যে কল ব্লক সিস্টেম চালু করা যায়। এই সিস্টেমটি মূলত আপনার ব্যবহৃত হ্যান্ডসেট এর উপর নির্ভর করে। আপনি যে মোবাইল থেকে এই অপশনটি নিতে চাচ্ছেন সে মোবাইল এর ওপর ভিত্তি করেই এই কল ব্লক সার্ভিস চালু করা যাবে।

তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে অনেকগুলো মোবাইল সার্ভিস বর্তমানে বাংলাদেশে রয়েছে যাদের এখনও কল ব্লক সার্ভিস টি চালু করা নেই। যারা এই ধরনের মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করেন তারা এই কল ব্লক সার্ভিস পাবেন। এখন আমরা কয়েকটি মডেলের মোবাইলে কল ব্লক সার্ভিস এর সেটিং গুলো আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে সেটিং গুলো বুঝে নিবেন।

সিম্বিয়ান মোবাইল

এই সকল মোবাইল গুলোতে সাধারনত কোন কল ব্লক সিস্টেম থাকে না বা কল ব্ল্যাকলিস্ট। আপনি যদি এই মোবাইল গুলো হতে কল ব্ল্যাকলিস্ট সিস্টেম চালু করতে চান তাহলে আপনাকে এই মোবাইলে একটি অ্যাপস ইন্সটল করতে হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে অটো কল ব্ল্যাকলিস্ট নামক এই অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন। এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনি সেই আপটিতে প্রবেশ করে নম্বরটি দিয়ে কল ব্লক করে নিতে পারেন।

চায়না মোবাইল

যারা চায়না মোবাইল ব্যবহার করেন এবং নাম্বার ব্ল্যাকলিস্ট করতে চান তারা তাদের মোবাইলের সেটিং থেকে নম্বর ব্ল্যাকলিস্ট করতে পারেন। এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের কল হিস্টরি তে প্রবেশ করতে হবে। আপনি যে নাম্বারটি কে ব্ল্যাক লিস্টে রাখতে চাচ্ছেন সেই নম্বরটি ওপরে ওকে বাটনে একবার চাপতে হবে।

এবং সেখানে অনেকগুলো অপশন থেকে লক্ষ্য করবেন যে একটি অপশন রয়েছে যেটাতে লেখা আছে add black list । আপনি সেই নাম্বারটি ব্ল্যাকলিস্টে রাখতে চাইলে সেই ব্ল্যাক লিস্ট এর ওপর ক্লিক করুন সঙ্গে সঙ্গে সেই নম্বরটি ব্ল্যাকলিস্টে চলে যাবে। এছাড়াও আপনি আপনার মোবাইলের সেটিং এ গিয়ে ব্ল্যাকলিস্ট সফটওয়্যার টি ওপেন করতে পারেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন

যারা এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন তারা খুব সহজেই আপনার মোবাইল থেকে যেকোনো নাম্বারে ব্ল্যাকলিস্ট করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি কললিসটে গিয়ে যে নাম্বারটি ব্ল্যাকলিস্ট করতে যাচ্ছেন তার ওপর একটি ক্লিক করতে হবে। এরপরে সেই অপশন গুলো থেকে আপনাকে block incoming call এই অপশনটিতে ক্লিক করতে হবে। প্লে করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটি ব্লক লিস্টে চলে যাবে।

কোন কোন ক্ষেত্রে নাম্বার গুলি আপনাকে আবার আনব্লক করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি ফোনের একই রকম সেটিং-এ একই জায়গাতে প্রবেশ করলে সেখানে দেখতে পাবেন নাম্বার আনব্লক করার সিস্টেম রয়েছে। আপনি সেই নাম্বার থেকে খুব সহজেই আনব্লক করতে পারবেন।

কল ব্লক সার্ভিস

এখন আমরা যে অপশনটি নিয়ে কথা বলব সেটি হল কল ব্লক সিস্টেম। আপনার একটি গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য কিছু সময়ের প্রয়োজন। আপনি কিভাবে সব সার্ভিস ওপেন রেখে শুধুমাত্র কলটি বন্ধ করতে পারেন। সেটি হল রবি কল ব্লক সার্ভিস।

আপনি যদি মনে করেন খুব সহজেই এই কল ব্লক সার্ভিস টি নিতে পারবেন। খুব সহজেই শুধুমাত্র একটি কোড ডায়াল করে আপনি এই কল ব্লক সার্ভিস টি অন করতে পারবেন। এবং পুনরায় এই কল ব্লক সার্ভিস কিভাবে আপনি পরিবর্তন করবেন সেটাও আমরা আপনাদের দেখে দিব।

আপনি যে ফোনে ব্যবহার করেন না সেখান থেকে ডায়াল প্যাড ওপেন করুন। সে ডায়াল প্যাডে সতর্কতার সাথে *21*018# এই ইউএসএসডি কোড ডায়াল করুন। এই নাম্বারটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসার পর থেকে আপনার মোবাইলে আর কোনরকম ফোন আসবেনা অর্থাৎ কেউ ইচ্ছে করলেও আপনার মোবাইলে কল দিতে পারবে না।

এর পরে আপনি যখন আপনার কর্মব্যস্ততার শেষ করবেন তখন ইচ্ছে করলেই এই কল ব্লক সার্ভিস টি বন্ধ করতে পারেন। আপনি যদি মনে করেন এই কল ব্লক সার্ভিস বন্ধ করতে চান তাহলে আপনার মোবাইল ডায়াল প্যাড থেকে 21 ডায়াল করুন। সঙ্গে সঙ্গে একটি কনফার্মেশন এর মাধ্যমে আপনার অ্যাক্টিভ কৃত কল ব্লক সার্ভিস পুনরায় বন্ধ হয়ে যাবে।

আশা করছি যাদের এই কল ব্লক সার্ভিস সম্পর্কে তথ্য প্রয়োজন ছিল তারা আমাদের তথ্যগুলো পেয়ে অনেক খুশি হয়েছেন। নিয়মিত আমরা আমাদের ওয়েবসাইটে সকল ধরনের টেকনোলজি সম্পর্কে নানান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে করে আপনারা অনেক অনুপ্রাণিত হন খুশি হন। আমাদের তথ্যগুলো আপনাদের কেমন লাগে এবং তথ্যগুলো থেকে আপনারা কি কি উপকার পান সে সকল বিষয়ে জানাতে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার ইচ্ছে করলেও আমাদের ওয়েবসাইট বা পোস্ট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে পারেন এতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *