নিজেকে ভালোবাসা নিয়ে উক্তি

নিজের জীবনকে নিজের ভীষণ ভালোবাসি। আমার জীবন বেঁচে থাকা কালীন কোন সময় চাই না আমার কোন ক্ষয় ক্ষতি হোক । নিজের জীবনের চেয়ে আর আপন কেউ নেই। নিজের জীবনের কাছে সবাই পরাজিত। নিজের জীবনকে সবাই মনে প্রাণে ভালোবাসে। কারণ নিজের জীবনের কিছু হলে সেটা নিজের কাছে খুব যন্ত্রণাদায়ক ও কষ্ট দেয়। তাই সকল মানুষই তার নিজের জীবনকে মনে প্রাণে ভালোবাসে। আপদে-বিপদে নিজের জীবনকে ভালোবাসা দিয়ে রক্ষা করে। এটাই মানুষ হয়ে মানুষের ভালোবাসা ।

নিজের জীবনের চেয়ে আর কেউ নেই। চলার পথে কিছু বড় বড় বিপদের সম্মুখীন হতে হয় । সেই সব বিপদে একের অধিক সাথে লোকজন থাকলে দেখা যায় । নিজেকেই উদ্ধার করার কথা আগে ভাবী। নিজের জীবনের প্রতি ভালোবাসা সবাই আছে । “নিজে বাঁচলে বাপের নাম “! এই কথাটি সবাই জানে, সবাই বলে। নিজের জীবনের মূল্য নিজের কাছে অনেক বেশি । নিজের জীবনের ভালবাসার চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু নেই । জীবন বাঁচলে জীবনে অনেক কিছু করা যাবে এবং অনেক কিছু দেখা যাবে।

১৯৫২ সালে নিজের মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে অনেকে যুদ্ধ শুরু করেছেন ভাষাকে বাঁচানোর জন্য । কিন্তু ভাষাকে যতই ভালোবাসো এবং ভাষার জন্য যুদ্ধ করুক তার মধ্যেও নিজের জীবনকে তারা বেশি ভালবেসেছে। নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে পারলে সকল কিছু রক্ষা করা যাবে ।‌ আর সকল কিছু উদ্ধার করা যাবে । কারণ মৃত্যুর মধ্যে কোন বাহাদুরি নেই । জীবনকে বাজি রেখে, ভালোবেসে অনেক কিছু সাধন করা যায়।

জীবনকে ভালোবেসে ভাষাকে রক্ষা করেছে সঙ্গে বাংলা ভাষা, মাতৃভাষা নিজের ভাষাকেও রক্ষা করেছে । তার পরিবর্তে যদি জীবনকে ভালো না বাস্ত তাহলে কোন কিছুই রক্ষা করা যেত না। অসাবধানতায় যুদ্ধে মারা গেলে সকল কিছু ধ্বংস হয়ে যেত। ‌ যারা জীবনকে ভালোবেসে জীবনকে রক্ষা করা যেত না। জীবনকে রক্ষা করার অর্থই হলো ভাষাকে রক্ষা করা ।‌ তাই নিজের জীবনকে আগেই ভালবাসতে হবে।

অন্যদিকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ দেশের ভালবাসার প্রতি মানুষের ভালবাসার প্রতি যুদ্ধ করেছিল । যদিও এটা ভয়ংকর এক যুদ্ধ । নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করা তবুও এই ছেলে তুমি চলে এসো কি তার মধ্যেও সবাই নিজের নিজের জীবনকে ভালোবেসেছে। জীবনের প্রতি ভালবাসা আছে বলেই । সবাই, সবার মতো করে নিজের জীবনকে ভালোবেসে রক্ষা করে দেশের প্রতি উদার হয়ে দেশকে বাঁচানোর জন্য মনে প্রাণে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। বিদেশি শত্রুদের উপর। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জীবনকে গভীর ভালবাসে ।‌ ভালোবাসা না থাকলে অন্য জনকে ভালোবাসা যায় না । নিজের জীবনকে ভালোবাসা থেকে শুরু করে । সেখান থেকে আরম্ভ হয় অন্য মানুষের প্রতি ভালোবাসা।

নিজের প্রতি নিজের ভালোবাসা থেকে ভালোবাসা জন্মায় দেশের মানুষের প্রতি । দেশের পশু পাখির প্রতি। প্রকৃতির প্রতি এবং দেশ মাতৃকার প্রতি । নিজের জীবনকে নিজে ভালো না বাসতে শিখলে কারো প্রতি ভালোবাসা জন্মাবে না। নিজের সাথে নিজের ভালোবাসা একটি গভীর গআঢ় সম্পর্ক যা জন্ম থেকে মৃত্যু অবধি নিজের সাথে। নিজের প্রেম নিজের সাথে নিজের ভালোবাসা থাকবে আজীবন। নিজের জীবনকে ভালবাসতে হয়।

জীবন চলে ভালোবাসার তরীতে। নিজের প্রতি যদি ভালোবাসায় না থাকবে । তবে কেন অপরের প্রতি ভালোবাসা জন্মাবে।‌ ভালোবাসায় ভালবাসা জন্ম নেয়। ভালবাসা ভালবাসা জন্ম দেয় ।‌ নিজেকে আগে ভালবাসতে শিখতে হবে। তারপরেই অপরের প্রতি ভালোবাসা জন্মাবে । দেশের প্রতি ভালোবাসা জন্মাবে।

দেশের মানুষের প্রতি ভালোবাসা জন্মাবে। দেশের প্রকৃতির উপর ভালোবাসা জন্মাবে।‌ দেশের নদী, নালা, পাহাড়, পর্বতের উপর ভালোবাসা জন্ম। ‌ যিনি মানুষ তিনি নিজের জীবনকে ভালোবাসা সাথে সাথে দেশের দেশের সকল কিছুর উপর ভালোবাসা জন্ম নেয়। তাই বলি আমার মত নিজের প্রতি নিজেকে ভালোবাসা দিন । নিজের প্রাণকে ভালোবেসে সেই ভালোবাসা দিয়ে দেশের প্রতি ভালোবাসা দিন।‌ মানুষকে ভালোবাসুন । তবেই আপনি একজন প্রকৃতির খোলা মনের মানুষ হতে পারবেন।

Updated: February 3, 2024 — 8:38 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *