নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড নম্বর ২০২৩

আপনারা যারা আমাদের এই হেডিং টি দেখে এই পোস্টে অনুপ্রবেশ করেছেন তারা হয়তো একজন নগদ গ্রাহক। আপনারা হয়তো আগে থেকে নগদ একাউন্ট খুলে ফেলেছেন। অনেকে এমন রয়েছেন যে নগদ অ্যাকাউন্ট এখনও খুলেননি কিন্তু খুলতে যাচ্ছেন তার জন্যই নগদ এর যাবতীয় তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটিতে ভিজিট করছেন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড নম্বর।

নগদ ব্যবহারের মূল ও প্রথম উদ্দেশ্য কি? আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মূল্যবান সময়কে বাঁচিয়ে দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে টাকার লেনদেন করার উদ্দেশ্যেই নগদ ব্যবহার করে থাকি। এখানে টাকার লেনদেনের অনেক কয়টি রূপ রয়েছে। অনেক সময় আমরা টাকা সরাসরি লেনদেন করি না। অনেক সময় আমরা নগদ এর মাধ্যমে টাকা জমা করে বিল পে করি। আমরা যাই করি না কেন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে টাকার যথাযথ ব্যবহার।

তাই নগদ ব্যবহারকারীদের জন্য নগদ একাউন্ট এর ক্ষেত্রে টাকার অংকটি জানা বা সেই সম্পর্কে ধারণা রাখার বিষয়টি খুব জরুরী একটি বিষয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে যাচ্ছি সেই বিষয়টি প্রত্যেকটি নগদ গ্রাহকের কাজে লাগবে। তাই চলুন কেন আমরা নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করার কোড নম্বর জানব তা একটু জেনে নি।

নগদ ব্যালেন্স দেখার নম্বর কোড এর প্রয়োজনীয়তা

আপনি একজন নগদ ব্যবহারকারী বা আপনারা সকলে নগদ ব্যবহারকারী। আপনি যখন আপনার নগদ একাউন্টে হতে কোন এজেন্ট নম্বরে ক্যাশ আউট করলেন সেখানে একটি কনফার্মেশন এসএমএস আসে। এসএমএস আসার শব্দ আপনার কি প্রয়োজন হয় না সরাসরি ব্যালেন্স চেক করে নেওয়া? কেউ যদি আপনার নগদ নম্বরে টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন করে। তখন আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস ও টাকার পরিমাণ আসে। কিন্তু আপনার কি তখন মনে হয় না যে আপনার মূল ব্যালেন্স টি একবার চেক করে নেওয়া উচিত?

আপনি যখন আপনার নগদ একাউন্টে ব্যবহার করে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করেন। যদিও বিল পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে একটি কনফার্মেশন এসএমএস আসে। কিন্তু তারপরেও আপনার কি একবারও মনে হয় না মূল ব্যালেন্সটা চেক করে নেওয়া উচিত? আমি এই কয়টা কথা এজন্য বললাম যে, এসএমএস ব্যবহার করে অনেকেই নগদ গ্রাহকদের ঠকিয়ে থাকে। তারা আগেই নগদ ব্যবহারকারীর তথ্য নেয় এবং একটি নকল এসএমএস ব্যবহার করে তাকে ঠকিয়ে থাকে।

এতে করে নগদ ব্যবহারকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রত্যেকটি লেনদেনের পরে আপনি যদি আপনার মূল ব্যালেন্সটা চেক করে নেন তাহলে আপনি এই ক্ষতিগ্রস্ত এর হাত থেকে রক্ষা পেতে পারেন। আপনি আপনার নগদ একাউন্টে ঢুকে সরাসরি ব্যালেন্স দেখলে সেখানে আর ভুল হবেনা। এসকল কারণ ছাড়াও একজন গ্রাহকের জানা উচিত তার নগদ এ কি পরিমাণ ব্যালেন্স রয়েছে। সে ব্যালেন্স এর ধারণা একজন গ্রাহকের সবসময়ই রাখা উচিত।

আমি যে কারণগুলো বললাম এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যার কারণে একজন গ্রাহক চান তার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে।এখন আপনি যদি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার কোড না জানেন বা কিভাবে অ্যাপস থেকে নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে হয় তা না জানেন তাহলে আপনি কিভাবে সেটি করবেন? আপনারা আমাদের অনুচ্ছেদটি সম্পূর্ণরূপে পড়ে নগদ এর ব্যালেন্স চেক করার কোড বা অ্যাপস দিয়ে কিভাবে নগদ এর ব্যালেন্স চেক করতে হয় সেটি জেনে নিন। 

ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ এ ব্যালেন্স চেক করা বা নগদ একাউন্ট এর টাকা চেক করার নিয়ম *167#

আপনি ইতি পূর্বে নগদ একাউন্ট খুলেছেন। এখন আপনি জানেন না কিভাবে নগদ একাউন্ট এর ব্যালেন্স বা টাকা চেক করতে হয়। নগদ একাউন্ট এর ব্যালেন্স বা টাকা চেক করতে হলে আপনাকে সর্ব প্রথম *167# ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবেন ‌। আপনি যখন ইউএসএসডি কোড টি ডায়েল করবেন তখন অবশ্যই যে সিম হতে আপনি নগদ একাউন্ট খুলেছেন সেই সিম হতেই যেনো ডায়াল করা হয়।

আপনি ভুলবশত অন্য সিম হতে যদি ডায়াল করেন তাহলে আপনি নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন না। আপনি এই কোডটি ডায়াল করলে আপনার মোবাইল স্ক্রীনে একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে অনেকগুলি পয়েন্ট আকারে তথ্য দেওয়া থাকবে। প্রথমত আপনি এই তথ্যগুলো বুঝতে নাও পারেন। এখানে থাকবে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে,মাই ডিপিএস, মাই নগদ। আপনাদের সুবিধার্থে চলুন এ বিষয়গুলো একটু বিস্তারিত দেখিয়ে দি। 

  1. ক্যাশ আউটএটি মূলত নগদ উদ্যোক্তা হতে টাকা উত্তোলনের একটি পদ্ধতি। 
  2. সেন্ড মানিএই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোন মাধ্যমে টাকা পাঠাতে পারেন ‌। 
  3. মোবাইল রিচার্জনগদে মোবাইল রিচার্জ অপশনটি ব্যবহার করে আপনি আপনার বা অন্যদের মোবাইল রিচার্জ করে দিতে পারবেন ‌। 
  4. পেমেন্টএই অপশনটি হতে আপনি আপনার ক্রয় কৃত পণ্যের টাকা পরিশোধ করতে পারবেন। 
  5. বিল পেঅপশনটি হতে আপনি আপনার দৈনন্দিন যাবতীয় বিল পে করতে পারবেন। 
  6. মাই ডিপিএসএ অপশনটি তে আপনি আপনার নগদ একাউন্ট এর ডিপিএস সম্পর্কিত তথ্য পাবেন। 
  7. মাই নগদএটি আপনার নগদ একাউন্টে অনেক তথ্যবহুল একটি অংশ। এই অংশটিতে আপনি আপনার নগদ এর ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন ‌। এছাড়াও মিনি স্টেটমেন্ট, পিন চেঞ্জ, হেল্পলাইন ইত্যাদি অপশন গুলো পাবেন। 
  • আপনি এখন 8 নম্বর অপশনটি যেটাতে লেখা থাকবে মাই নগদ সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার জন্য আপনাকে 8 নম্বরটি তুলে ওকে করতে হবে। 
  • এরপরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। সে ইন্টারফেসে সর্বপ্রথমে লিখা থাকবে ব্যালান্স ইনকোয়ারি। এটি এক নম্বর অপশন। আপনি এক নম্বর অপশনটিতে ঢুকতে 1 লিখে ওকে করবেন।
  • এরপরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার নগদ এর পিন নম্বরটি চাইবেন। আপনি আপনার নগদ এর পিন নম্বরটি লিখে সেখানে ওকে করবেন বা সেন্ড করবেন। একটু পরেই আপনি দেখতে পাবেন যে আপনার নগদ এর মূল ব্যালেন্স দেখা যাচ্ছে। এভাবে আপনি আপনার নগদ এর একাউন্ট ইউএসএসডি কোড ব্যবহার করে দেখতে পারেন।

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে নগদ এর ব্যালেন্স চেক করা

এই পদ্ধতিটি করতে হলে আপনাকে একটি নগদ একাউন্ট এর পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিতে হবে। আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি থেকে গুগল প্লে স্টোরে ঢুকে নগদ লিখে সার্চ দিবেন। সার্চ দেয়ার পর নগদ এর অ্যান্ড্রয়েড অ্যাপস টি আসবে। আপনি সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনার এন্ড্রয়েড ফোনটি তে ইন্সটল করুন। ইনস্টল করার পরে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করে অ্যাপ টিতে প্রবেশ করুন।

প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন সেখানে আপনার নগদ একাউন্ট এর ফোন নম্বর এবং পিন নম্বরটি চাচ্ছে। আপনি আপনার নগদ একাউন্ট এর ফোন নাম্বার এবং পিন নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং সঙ্গে সঙ্গে লগইন করুন। এরপরে আপনি যখন এই অ্যাপসটিতে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। কিন্তু সবার ওপরে একটি অপশন দেখতে পাবেন সেই অপশনটি হল ব্যালেন্স চেক করার অপশন। সেখানে লিখা থাকবেব্যালেন্স জানতে ট্যাপ করুন“।

আপনি যদি আপনার নগদ এর ব্যালেন্স জানতে চান তাহলে আপনাকে শুধুমাত্র সেই অপশনটিতে ট্যাপ করতে হবে। সঙ্গে সঙ্গেই সেখানে আপনার নগদ এর মূল ব্যালেন্সে দেখাবে। অ্যাপস দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স দেখা খুবই সহজ একটি পদ্ধতি। যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই তারা এই অপশনটি নিতে পারবেন না ‌। যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে তারা ঝটপট প্লে স্টোরে গিয়ে নগদ এর অ্যান্ড্রয়েড অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করে ঝটপট আপনার নগদ এর একাউন্ট ব্যালেন্স দেখে নিন। 

আমাদের পক্ষ হতে এই ছিল আপনাদের উদ্দেশ্যে নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করার কোড নম্বর বিষয়টির উপর বিস্তারিত আলোচনা। উপকৃত হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কোন সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্স এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করুন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *