কালো রং নিয়ে উক্তি | কালো নিয়ে উক্তি

সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই। সাতটি রংয়ের মধ্যে আমরা দেখতে পাই যে বেনিআসহকলা অর্থাৎ বেগুনি নীল আসমানী সবুজ হলুদ কমলা লাল। এই সাতটি মৌলিক রং। বাকি যত রং রয়েছে সবগুলোই যৌগিক রং। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালো রংয়ের একটি যৌগিক রং। তবে আমরা দেখি যে অনেকেরই এই কালো রং টি পছন্দ। কালো রং অবশ্যই সুন্দর এ কারণে কালো অনেক কিছুই আমরা পছন্দ করে থাকি।

আমাদের বাস্তব জগতে আমরা দেখি অনেক কিছুর রং কালো রয়েছে এবং সেগুলি আমাদের অনেক প্রিয় রং। যদি কালো রং অন্যরকম হয়ে যায় সেটি কালো হওয়ার জন্য আমরা উদগ্রীব হয়ে থাকি। তাই এটা অবশ্যই বলতেই পারি যে কালো জগতের আলো। আমাদের যদি অল্প বয়সে চুল পেকে যায় সেই চুলকে কালো রং করার জন্য কতই না কিছু করে থাকি। আমাদের পোশাকের মধ্যে আমরা কালো রংয়ের পোশাক অনেকেই পছন্দ করে থাকি। বিভিন্ন কারণে আবার কালো রং কে অনেক সময় আমরা অশুভ বলে থাকি।

যেমন রাত্রিবেলায় বাস সন্ধ্যাবেলায় ভোরবেলায় কালো বিড়াল দেখলে ভয় পাওয়ার কারণে কালো রং কে আমরা সেই সময় অশুভ বলে থাকি। তারপরেও রং হিসেবে কালো রং অত্যন্ত সুন্দর এবং এটি অনেকেই পছন্দ করেন। অনেক সময় আমরা কালো রংয়ের মানুষদেরকে পছন্দ করি না আবার কালো রংয়ের মানুষরাও সাদা চামড়ার মানুষদেরকে পছন্দ করে না। কালো রং সত্যিই একটি অনন্য রং। যদিও এই রংটি একটি যৌগিক রং তাই কালো রংয়ের ধারা অত্যন্ত সুন্দর। আমরা এখন এই কালো রং নিয়ে বিভিন্ন উক্তি দেখব। শুধু কালো রং নিয়ে উক্তিগুলি দেখলেই চলবে না এই কালো রং সম্পর্কিত উক্তি সকল দেখব তো অবশ্যই এবং সেই উক্তিগুলি আমরা বুকে ধারণ করে এটি থেকে নতুন কিছু করার বা এখান থেকে যে ভালো কিছু করার চেষ্টা করব আমরা। তাহলে চলুন আমরা এই কালো রং সম্পর্কিত যে উক্তি গুলি রয়েছে সেই উক্তি গুলি এখন এখানে একটি একটি করে দেখব এবং সে উক্তিগুলো নিয়ে যদি কিছু করা যায় সেটি আমরা করার চেষ্টা করব। তাহলে চলুন দেখতে থাকে কালো রং নিয়ে উক্তি।

“সাদাকালোর ভীষণ তাড়ায় , জীবন থেকে রঙিন হারায়
বাস্তবতার চিত্রপটে , ইচ্ছে গুলোর মৃত্যু ঘটে ।”
আমাদের জীবনটা সাদাকালো মিস কখনো রঙ্গিন কখনো বাসা দামাতা আবার কখনো সব রংগুলি হারিয়ে ফ্যাকাসে হয়ে যায়। কারণ জীবন সবসময় যে রঙিন থাকবে এটি অবশ্যই নয়। তবে কম বয়সী ছেলে-মেয়েদের মন রঙিন হয়ে থাকে অর্থাৎ যখন তারা স্কুল থেকে কলেজে যায় রঙ্গিন মন নিয়ে এই সময়টা বড়ই একটি অদ্ভুত সময়। সকলের পরনে থাকে কালো চশমাথার রঙিন চশমা বাস্তবতাটা তারা বুঝতে চায় না জীবনটা রংময় রঙিন হয়ে যায়। তাই জীবনটাকে সাজাতে হলে আমাদের বাস্তবতায় ফিরে আসতে হবে।
“সাদা কালোতে ছেয়ে যাক এ হৃদয়
বর্ণহীন তবুও হোক বর্ণময় ।”

হ্যাঁ যেকোনো সময় মানুষের জীবনের রং বদলায় সেই রংটি হতে পারে কালো সাদা অথবা রঙিন। বর্ণময় মানুষের জীবন বৈচিত্র্যময় মানুষের জীবন তাই যে কোন সময় এর রং বদলিয়ে যেতে পারে। এ কারণে আমাদের সর্বদা এ কথা বিশ্বাসে রাখতে হবে যে আমরা যেন একথা বিশ্বাস করি আমাদের রঙিন জীবন সবসময় থাকবে না। সাদাকালো জীবনকে রঙিন করতে হলে আমাদেরকে অবশ্যই একটু বেশি মনোযোগ দিতে হবে জীবনের প্রতি।
“চোখ সাদা কালো হলেও, স্বপ্ন দেখে রঙিন
তবু এত রঙের মাঝেও জীবন যে বে-রঙ্গিন ।”
আমরা আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ বা জীবনের অনেক অংশই কালোরঙ্গে রাঙ্গানো যেমন মাথার চুল চোখের কালো মনি এগুলি দেখতে কতই না সুন্দর তাই কালো রঙের আমাদের জীবনের অনেক গুরুত্ব ও রয়েছে।

এই কালো চোখ দিয়ে আমরা অনেক রঙ্গিন স্বপ্ন দেখি। সাদা এবং কালো চোখ দিয়ে যে রঙিন স্বপ্ন দেখা যায় সে কথাই আমরা এখানে দেখেছি এবং উক্তিগুলোর মাধ্যমে আমরা তা দেখতে পাই। এখন আমরা আমাদের এই কালো রং নিয়ে উক্তিগুলি একটি একটি করে পর্ব এবং সেগুলি থেকে দেখতে থাকব যে কেমন হয় উক্তিগুলি। তাহলে চলুন পড়তে থাকি উক্তিগুলি।

Updated: February 4, 2024 — 3:15 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *