ইউনিক নামের তালিকা

আপনারা যারা গুরুত্বপূর্ণ ও কার্যকরী আর্টিকেলগুলো পড়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো কিভাবে একটি ইউনিক নাম পছন্দ করা যায়। আপনারা অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান অথবা নতুন কোন প্রতিষ্ঠান তৈরি করে তার নাম দিতে চাইলে কোন ধরনের নামগুলো সবচেয়ে বেস্ট হতে পারে তা নিয়েই কথা বলব।

প্রতিষ্ঠান ছাড়াও আপনি যদি নিজের সন্তানের কোন ইউনিক নাম রাখতে চান তবে কোন নামগুলো পছন্দ করতে পারেন তার একটি লিস্ট দেওয়া হবে আজ। এর আগে আপনাকে জেনে নিতে হবে একটি সুন্দর নাম রাখতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে।

প্রথমত আমরা আলোচনা করব একটি প্রতিষ্ঠানের সুন্দর নাম রাখতে গেলে আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং এরপর আমরা আলোচনা করব আপনি নিজের সন্তানের একটি ভালো নাম রাখতে গেলে কোন বিষয়গুলো ভাবা জরুরী।

বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের আমরা এক নামে চিনতে পারি। উদাহরণস্বরূপ যদি আমরা বেশ কিছু কোম্পানির নাম বলি তবে প্রথমেই উঠে আসবে প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানির নাম জানেন না এমন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন।

প্রাণ নামটি শুনলেই আপনারা বুঝতে পারছেন নামটি অত্যন্ত ছোট হলেও এই নামের অর্থ অনেক বড়। প্রাণ নামটি শুনলেই কেমন বিশ্বস্ততার গন্ধ খুঁজে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণ কোম্পানি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যবসা চালাচ্ছে।

এই নামটি যেমন বুঝতে সমস্যা হয় না তেমনি শ্রুতি মধুর। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় কোম্পানি হচ্ছে রবি। আপনারা হয়তো জেনে থাকবেন রবি কোম্পানির নাম আগে রবি ছিল না। রবি কোম্পানিটি আগে একটেল নামে পরিচিত ছিল। একটেল নামটি খুব একটি জনপ্রিয় ছিল না।

ঠিক এ কারণেই কর্তৃপক্ষ একটেল নাম পরিবর্তন করে রবি রাখে এবং সেই থেকে রবি নামটি পুরো বাংলাদেশের মুখে মুখে। বর্তমান সময়ে এমন কোন মানুষ নেই যে কিনা robi নামটি শোনেনি এবং জানে না রবি নামে একটি কোম্পানি রয়েছে। এ থেকেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে একটি সুন্দর নামের প্রভাব কতটা রয়েছে।

অনেকেই নতুন কোন প্রতিষ্ঠান তৈরি করতে গেলে যে কোন নাম দিয়ে শুরু করতে চায়। যেকোনো নাম দিয়ে প্রতিষ্ঠান শুরু করলে প্রতিষ্ঠান খুব সহজে প্রতিষ্ঠিত হবে এমনটা বলা যায় না। আবার আমরা এমনটাও বলবো না যে একটি ভালো নামে পারবে আপনার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে, তবে এটা বলতে পারি একটি সুন্দর নাম আপনার প্রতিষ্ঠানের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। একবার ভেবে দেখুন, আপনার তৈরি করার প্রতিষ্ঠানটির নাম সারা দেশের মানুষের মুখে মুখে।

বিষয়টি ভাবতেই কেমন যেন গায়ের লোম খাড়া হয়েছে না? হ্যাঁ, ঠিক এই কারণেই যে কোন প্রতিষ্ঠান গড়ে তোলার আগে নাম নিয়ে ভাবনার প্রয়োজন আছে। এমন কোন নাম রাখতে হবে যা শুনতে ভালো লাগে এবং নামটি খুব সহজেই মানুষের মাঝে ছড়িয়ে যেতে পারে। যত দ্রুত নামটি মানুষের মাঝে ছড়িয়ে যাবে আপনার প্রতিষ্ঠান তত বেশি জনপ্রিয় হবে। আমরা সবাই কমবেশি নিজ এলাকার বাজারে যাওয়া আসা করি।

লক্ষ্য করবেন, আপনাদের বাজারে হাতে গোনা কয়েকটি দোকান বেশ জনপ্রিয়। এই দোকানগুলো শুধুমাত্র নামের জন্যই কয়েক ভাগ বেশি কাস্টমার পেয়ে যায়। তাই নাম রাখার আগে খেয়াল রাখবেন যেন এমন একটি নাম রাখা যায় যে নামটি সবাই খুব সহজে উচ্চারণ করতে পারে‌ এবং নামটির সুন্দর একটি অর্থ থাকতে হবে।

চলুন এবার ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিয়ে কিছু কথা বলা যাক। আমাদের দেশে একটি রেওয়াজ আছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে গেলে আমরা সাধারণত নিজের সন্তানের নামে অথবা মায়ের নামে কিংবা বউয়ের নামে দিয়ে থাকি। নিজের পরিবারের সদস্যদের নাম দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা খারাপ কিছু নয়। নিশ্চয়ই আপনার পরিবারের সদস্যদের নামগুলো অনেক সুন্দর হবে।

তাই আপনারা চাইলেই নিজের পরিবারের সদস্যদের নামগুলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহার করতে পারেন। তবে যারা এ বিষয়ে আগ্রহী নন অর্থাৎ যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পরিবারের সদস্যদের নাম দিতে চান না তাদেরকে নতুন কোন নাম ভেবে রাখতে হবে।

ব্যবসা প্রতিষ্ঠানের নাম এমন ভাবে দিতে হবে যেন আশেপাশের প্রতিটি মানুষ খুব সহজেই বুঝে নিতে পারে এই প্রতিষ্ঠানটি আপনার। এক্ষেত্রে আপনাকে ইউনিক নাম চয়েজ করতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কেন আমি ইউনিক নাম চয়েজ করতে যাব? ইউনিক নাম চয়েজ করতে হবে কারণ একই নামের যদি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তবে ক্রেতারা কনফিউজড হয়ে যাবে কোন দোকানটিতে তারা ভালো সার্ভিস পেয়েছিলেন। অনেক সময় বাজারে একই নামের অনেক দোকান দেখা যায়।

একই নামের অনেক ব্যবসা প্রতিষ্ঠান থাকলে ক্রেতারা সহজে চিনতে পারে না। সহজে চিনতে না পারায় তারা যে দোকানে যাওয়ার আগ্রহ প্রকাশ করে সে দোকানে খুব সহজে পৌঁছাতে পারে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইউনিক নাম সিলেক্ট করা কেন জরুরী। আপনারা অনেকে হয়তো জানেন না ইউনিক নাম বলতে আমি কোন নাম গুলো বোঝাতে চাইছি। চলুন একটু দেখে আসি ইউনিক নাম বলতে আসলে আমি কি বোঝাতে চাইছি।

ইউনিক শব্দটি ইংরেজি। ইউনিক শব্দের অর্থ হল অনন্য। অনন্য বলতে বোঝানো হচ্ছে অদ্বিতীয় অর্থাৎ শুধুমাত্র একটাকেই বোঝানো হচ্ছে। ইউনিক নাম বলতে বোঝানো হচ্ছে যে কোন একটি নাম যে নামটি দ্বিতীয়বার ব্যবহার করা হয় না অর্থাৎ নামটি যদি আপনি রাখেন তবে দ্বিতীয় কেউ রাখবে না এরকম। আমরা যদি অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠানের নাম কপি করে নিজেদের প্রতিষ্ঠানে ব্যবহার করি তবে সেটা ইউনিক নাম হবে না।

ইউনিক নাম হতে হলে এমন কোন নাম চয়েস করতে হবে যে নামটি এর আগে কখনো কেউ ব্যবহার করেনি। নিশ্চয়ই কাজটি খুব সহজ নয়। এমন একটি নাম খুঁজে বের করতে হবে যে নামটি এর আগে আপনি কোথাও দেখেননি। এই কাজটি করতে হলে সৃজনশীলতার পরিচয় দিতে হবে। আপনি যদি সৃজনশীল একজন মানুষ হয়ে থাকেন তবে খুব সহজেই এমন একটি নাম খুঁজে বের করতে পারবেন যে নামটি এর আগে কোথাও দেখা যায়নি।

আমাদের সন্তান-সন্ততি হলেও আমরা সব সময় ইউনিক নাম রাখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমাদের প্রতিবেশীদের মধ্যে একই নামের একাধিক ব্যক্তি রয়েছে। সবাই যদি নিজের সন্তানের ইউনিক নাম রাখে তবে একই নামের একাধিক ব্যক্তি হওয়া সম্ভব নয়। একই নামের একাধিক ব্যক্তি থাকলে বিভিন্ন সময় নানা রকম সমস্যা তৈরি হয়।

ধরুন আপনার প্রতিবেশীদের মধ্যে দুজনের নাম বল্টু। এখন আপনি যদি এক বল্টুকে ডাক দেন তবে অন্য বল্টু ডাকে সাড়া দেবে। এমন সময় নিশ্চয়ই আপনি নিজেও বেশ অস্বস্তির মধ্যে পড়বেন। তাই আমাদের সকলেরই উচিত আশেপাশে কোন বাচ্চা হলে অথবা নিজেদের সন্তান হলে তাদের এমন একটি নাম রাখা যে নামটি ওই গ্রামে এর আগে কেউ রাখেনি।

তবে নাম রাখার ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেমন নামটি সুন্দর হতে হবে এবং নামের ভালো একটি অর্থ থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি ইউনিক নাম সিলেক্ট করা কেন জরুরী। অনলাইনে বিভিন্ন জার্নাল থেকে কিংবা বই পত্র থেকে আপনারা খুব সহজেই ইউনিক নাম খুঁজে বের করতে পারবেন।

আপনারা যদি ধার্মিক নাম বের করতে চান তবে ধর্মীয় বই পত্র খুঁজে দেখতে পারেন। ইউনিক নামের বড় তালিকা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা বেশ কিছু সুন্দর ইউনিক নাম নিয়ে একটি তালিকা তৈরি করতে চলেছি যা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

Updated: January 22, 2024 — 8:51 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *