Adjective চেনার উপায়

ইংরেজি ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হল adjective। তাই আমরা যারা ইংরেজি ব্যাকরণ সম্পর্কে ভালো করতে চাই তাদেরকে অবশ্যই adjective সম্পর্কে জানতে হবে। কারণ এই বিষয়টি সম্পর্কে আপনাদের ভালোভাবে না জানেন তাহলে ইংরেজি সম্পর্কে আপনি সঠিক দক্ষতা অর্জন করতে পারবেন না। আমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের adjective সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তবে কোনো শিক্ষার্থী যদি ইংরেজিতে ভালো দক্ষ তর্জন করতে চাই তাহলে adjective গুলোকে চিহ্নিত করতে জানতে হবে।

তাই আমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যারা adjective চেনার উপায় গুলো সম্পর্কে জেনে নিতে চাই। বর্তমান যুগ যেহেতু অনলাইনের যুগ যে কোন তথ্য শিক্ষার্থীরা ঘরে বসে জেনে নিচ্ছে আর তাদের ধারাবাহিকতায় অনেকেই গুগলের মাধ্যমে সার্চ দিয়ে জেনে নিতে চাই adjective চেনার উপায় সম্পর্কে। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান আমাদের পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে পড়ুন। কেননা এ বিষয়টি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চলুন তাহলে জেনে নেয়া যাক এ বিষয়টি সম্পর্কে।

adjective চেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে adjective কাকে বলে বা adjective কত প্রকার। তাহলে আপনি খুব সহজেই adjective চিনতে পারবেন। ইংরেজি বাক্যের মধ্যে যেই শব্দ গুলো নাউন এবং প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে। আমরা জানি পৃথিবীতে যে কোন জিনিসের নাম কেই নাউন বলা হয় এবং যে কোন নাউন এর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়। তবে ব্যাকের মধ্যে Adjective চেনার বেশ কিছু উপায় রয়েছে। যেই উপায় গুলো সম্পর্কে আমরা অনেকেই জানিনা। কিন্তু এ বিষয়ে সম্পর্কে আমাদের জানতে হবে।

adjective চেনার উপায়

অনেক শিক্ষার্থী রয়েছেন যারা বাক্যের মধ্যে adjective না চেনার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু adjective চেনার বেশ কিছু সহজ উপায় রয়েছে যে গুলো সম্পর্কে আমরা অনেকেই জানিনা। এই উপায় গুলো যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজে বাকের মধ্যেকার adjective চিনতে পারব। চলুন তাহলে আমরা দেখে নিই কোন উপায়ে খুব সহজেই বাক্যের মধ্যেকার adjective গুলো চেনা যায় এর সঠিক উপায় সম্পর্কে।

বাকের মধ্যে adjective চেনা অনেকের কাছে খুব কঠিন একটি বিষয় বলে মনে হয়। তবে adjective চেনার কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো সম্পর্কে আপনি যদি জানতে পারেন তাহলে আপনি খুব সহজেই বাক্যের মধ্যকার adjective চিনে ফেলতে পারবেন। মনে রাখতে হবে বাক্যের মধ্যে যদি কখনো দোষ, গুণ,অবস্থা, সংখ্যা, পরিমাণ, স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করা হয় তখন সে বাক্য adjective উল্লেখ থাকে। কোন ব্যক্তি যদি এই বিষয়গুলো উল্লেখ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন বাক্যটি অবশ্যই adjective। আর এটাই হলো adjective চেনার মূল বিষয়।

তাছাড়া আরও অনেক ভাবে adjective চেনার উপায় রয়েছে। তবে আমরা যেভাবে আপনাদেরকে adjective চেনার উপায় গুলো জানিয়ে দেব সেই মোতাবেক আপনি যদি বাক্যের মধ্যে adjective চিনতে পারেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন বাক্যের মধ্যে adjective রয়েছে। বাক্যের মধ্যে শুধু অ্যাডজেকটিভ থাকেনা এর বিশেষ কিছু প্রকারভেদ রয়েছে আপনি যখন বাক্যের মধ্যে adjective চিনবেন অবশ্যই বিষয়টি ভালো করে লক্ষ্য করবেন। তাই যখনই কোন Word নাউন এবং প্রোনাউন এর Modifier হিসাবে কাজ করবে তখনই আমরা চিনতে পারবো সেই ওয়ার্ডটি হচ্ছে Adjective।

Adjective ইংরেজি ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তাই আমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যারা Adjective সঠিকভাবে চেনে না। কিন্তু একজন শিক্ষার্থীকে ইংরেজিতে ভালো দক্ষ অর্জন করতে হলে অবশ্যই তাকে Adjective সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাছাড়া আমরা আপনাদের জন্য আমাদের আজকের আলোচনাটি তে adjective চেনার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। আপনারা যদি এই বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই পুরো আলোচনাটি মনোযোগ সহকারে পড়ুন।

Updated: February 1, 2024 — 7:36 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *