বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩

দেশের সবগুলো মোবাইল অপারেটরের মধ্যে বাংলালিংক অন্যতম। প্রত্যেকটি অপারেটর এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। সবাই ভিন্ন ভিন্ন ভাবে তাদের সুবিধাগুলো ক্রেতাদের সামনে উপস্থাপন করে এবং তাদের মন জয় করার চেষ্টা করে। আপনি যদি বাংলালিংক গ্রাহক হোন এবং কোন ধরনের সার্ভিস যনিত সমস্যায় ভোগেন তাহলে আপনার জন্য এই পোস্ট। আপনি আপনার বাংলালিংক সিম থেকে আপনার অজান্তেই এমন কিছু সার্ভিস একটি করেছেন যার ধরুন আপনার মোবাইল থেকে প্রতিনিয়ত টাকা কাটছে। আপনার সার্ভিসটি এই মুহূর্তে প্রয়োজন নেই তবুও আপনাকে প্রতিনিয়ত ওয়েদার টাকা দিতে হচ্ছে। এটা থেকে মুক্তির উপায় রয়েছে।

আপনারা কিভাবে বাংলালিংক থেকে সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করতে পারবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি কোন কোন সার্ভিস কিভাবে বন্ধ করতে পারবেন সেগুলো আপনাদের বুঝিয়ে বলব। আমরা যারা মোবাইল ব্যবহার করি তাদের মধ্যে অনেক ধরনের মানুষ রয়েছে। কিছু কিছু মানুষ রয়েছে খুব একটা মোবাইল ব্যবহার করা বোঝেনা কিন্তু প্রয়োজন এর স্বার্থে সেটি ব্যবহার করতে হয়। বিশেষ করে সেই সকল মানুষ গুলো ভুল করে এ সার্ভিসগুলো একটিভ করে ফেলেন।

এছাড়াও অনেকেই ভুল করে এই সার্ভিসগুলো একটিভ করে যার কারণে পরবর্তীতে বিনা প্রয়োজনে তাদের চার্জ দিতে হয়। বেশিরভাগ মানুষই জানে না কিভাবে এই সার্ভিস গুলো বন্ধ করতে হয়। আপনাদের আমাদের ওয়েবসাইট থেকে আজকে এই সার্ভিসগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আশা করব এই সার্ভিসগুলোর মধ্যে আপনি আপনার টি পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাটা কালেকশন করে আপনি আপনার টাকা কাটার সার্ভিস অপশনটি বন্ধ করে নিতে পারবেন।

আপনি কিভাবে টাকা কাটার সার্ভিস গুলো বন্ধ করতে পারবেন

মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার নিয়ম

আপনারা যারা বাংলালিংক গ্রাহক হয়ে মিসকল সার্ভিস বন্ধ করার জন্য তথ্য খুঁজছেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। মিসকল এলার্ট সার্ভিস খুবই কমন একটি সার্ভিস জেটা সচড়াচর অনেকেই ব্যবহার করেন। মিসকল এলার্ট সার্ভিস এর মাধ্যমে অনেকেই অনেক উপকার পেয়েছেন। কিন্তু যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেকেই সার্ভিস শুধু শুধু অন রাখতে চান না।

কারণে সার্ভিস অন করতে আপনাকে নির্দিষ্ট পরিমাণের প্রতিমাসে চার্জ দিতে হয়। আপনি ইচ্ছে করলে এই সার্ভিসটি নিজে থেকেই বন্ধ করতে পারেন। এটার জন্য আপনাকে শুধুমাত্র একটি এসএমএস পাঠাতে হবে। আপনারা আমাদের নিচে দেখানো পদ্ধতি অনুসারে মিসকল এলার্ট সুবিধাটি বন্ধ করে নিন।

আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন এবং সেখান থেকে টাইপ করুন STOP।
এরপরে এটি সেন্ড করুন 622 এই নম্বরে। অবশ্যই বাংলালিংক নাম্বার থেকে সেন্ড করবেন।

আন্তর্জাতিক সংবাদ সার্ভিস বন্ধ করার নিয়ম

অনেকেই রয়েছেন যারা এই সার্ভিসটি অন করেন। অনেকে জেনে আবার অনেকেই না জেনে অন করে। যে যেভাবে অন করুক না কেন এটি এক সময় বন্ধ করার প্রয়োজন হয়। তাই আপনি যদি এই আন্তর্জাতিক সংবাদ সম্পর্কিত সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে শুধুমাত্র একটি ইউএসএসডি কোড ডায়াল করুন। আমাদের নিচের দেখানো নিয়ম অনুসারে করছেন করে আন্তর্জাতিক সংবাদ সার্ভিসটি বন্ধ করুন।

প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন এ প্রবেশ করুন।
সেখান থেকে *6297*6*7*1*2# টাইপ করে বাংলালিংক সিম থেকে সেন্ড করুন।

কল ব্লক সার্ভিস বন্ধ করার নিয়ম

আপনারা যারা কল ব্লক সার্ভিস এক্টিভ করেন তাদের জন্য এটি পরবর্তীতে ডিএক্টিভ করার প্রয়োজন হয়। আপনারা যখন প্রয়োজন অনুভব করেন তখন এই কল ব্লক সার্ভিস ডিএক্টিভ করে নেন। কিন্তু যখন এই সার্ভিসের প্রয়োজন শেষ হয়ে যাবে আপনারা ইচ্ছে করলেই এই সার্ভিসটি বন্ধ করে নিতে পারেন। যদি সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে আমাদের দেখানোর নিয়ম অনুসারে এটি বন্ধ করে নিন।

আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন এবং সেখান থেকে বাংলালিংক সিম সিলেক্ট করুন।
মেসেজটা মেসেজ বক্সে STOP লিখে সেন্ড করুন 8118 এই নম্বরে।

স্পোর্টস জোন ক্রিকেট আপডেট সার্ভিস বন্ধ করার নিয়ম

যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য এই সার্ভিসটি। খেলাধুলা নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেকেই সার্ভিসটি এক্টিভ করেন। বিশেষ করে ক্রিকেট খেলার খোঁজ খবর রাখার জন্য অনেকে সার্ভিস এক্টিভ করেন কিন্তু যখন খেলা শেষ হয়ে যায় তখন সার্ভিসটি অ্যাক্টিভ রাখার প্রয়োজন পড়ে না। ঠিক তখন আপনি কিভাবে এই সার্ভিস বন্ধ করবেন তা জানতে আমাদের নিচের অংশটুকু দেখুন। সে অনুযায়ী বন্ধ করে নিলে সার্ভিসটি।

আপনার মোবাইল ডায়াল অপশন ওপেন করুন এবং সেখান থেকে ডায়াল করুন *2002*12# এই নম্বর।

স্পোর্টস ফুটবল আপডেট সার্ভিস বন্ধ করার নিয়ম

যারা ফুটবলকে ভালবাসেন তারা প্রতিনিয়ত এই ফুটবলের সংবাদ পেতে আগ্রহী থাকেন। অনেকেই এমন রয়েছেন নিয়মিত ফুটবল এর খবরা খবর পেতে বাংলালিংক থেকে ফুটবল স্পর্টস update24 বৃষ্টি চালু করে রাখেন। কিন্তু যখন খেলা শেষ হয়ে যায় তখনি সার্ভিস অ্যাক্টিভ প্রয়োজন পড়ে না। আপনার যদি প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে আমাদের দেখানোর নিয়ম মেনেই সার্ভিসটি বন্ধ করে নিন।

আপনার মোবাইলের অপশন ওপেন করুন এবং সেখান থেকে বাংলালিংক সিলেট করে ডায়াল করুন *2002*2*2# নম্বর।

“প্রিয়” টিউন সার্ভিস বন্ধ করার নিয়ম

এই সার্ভিসটি অনেকেই ইচ্ছে করে অন করেন বা ভুলবশত অন হয়ে যায়। কিন্তু সে সার্ভিসটি বন্ধ করার নিয়ম অনেকে জানেন না যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হন। আপনি চাইলে আমাদের দেখানোর নিয়ম অনুসারে প্রিয় টিউন সার্ভিস বন্ধ করে নিতে পারেন।

আপনি আপনার মোবাইল হ্যান্ডসেট থেকে মেসেজ অপশন এ প্রবেশ করুন।
আপনার মেসেজ অপশন থেকে STOP টাইপ করুন ।
এরপরে বাংলালিংক সিম থেকে সেই এসএমএসটি সেন্ড করুন 4000 এই নাম্বারে।

হজ্ব পোর্টাল সার্ভিসটি বন্ধ করার নিয়ম

আপনারা যারা হজ যাত্রী রয়েছেন বা যারা হজ সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে আগ্রহী তারা সাধারনত এই সার্ভিসটি অন করেন। যখন হজের মৌসুম শেষ হয়ে যায় তখন এই সার্ভিসটি বন্ধ করার প্রয়োজন পড়ে। আপনি চাইলে আমাদের দেখানোর নিয়ম অনুসরণ করে এই সার্ভিসটি অফ করে নিতে পারেন।

ওর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল হ্যান্ডসেট এর মেসেজ অপশন এ প্রবেশ করতে হবে।

এরপর সেখান থেকে টাইপ করতে হবে STOP এবং সেটি সেন্ড করতে হবে 2200 এই নাম্বারে।

সেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন বাংলালিংক সিম থেকে সেন্ড করা হয়।

রেডিও সার্ভিস বন্ধ করার নিয়ম

অনেকেই স্থানীয় রেডিও শোনার জন্য এই সার্ভিস এক্টিভ করেন। অনিচ্ছাকৃত কারণে অনেকের কাছ থেকে এই সার্ভিসটি একটিভ হতে পারে। আপনি চাইলে শুধুমাত্র একটি এসএমএস এর মাধ্যমে সার্ভিসটি অফ করতে পারেন। নিচের দেখানো নিয়ম অনুসারে এসএমএস করে সার্ভিসটি অফ করে নিন।

আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন। বাংলালিংক সিম সিলেক্ট করুন।
সেখান থেকে টাইপ করুন STOP এবং সেটি সেন্ড করুন 2001 এই নম্বরে।

বাংলালিংক সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার জন্য একটি বিশেষ স্পেশাল কোড।

অনেক সময় বাংলালিংকের সার্ভিস অ্যাক্টিভার কারণে আপনার মোবাইল থেকে অনাকাঙ্ক্ষিতভাবে টাকা কেটে নিতে পারে। আপনি যখন এটি বন্ধ করতে চাইবেন তখন আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে। প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন সার্ভিসের আওতায় রয়েছেন এবং সে অনুযায়ী আপনাকে খুঁজে খুঁজে আলাদাভাবে সার্ভিস বন্ধ করতে হবে।

কিন্তু আপনি যদি চান শুধুমাত্র একটি ইউএসএসডি কোড ডায়াল করলে আপনি যে কোন সার্ভিস অন করে থাকেন না কেন সেটি বন্ধ হয়ে যাবে। অনেকেই ঝামেলাবিহীন এই সার্ভিস কোডটি পছন্দ করেন।*121*7*1*2*1# এই ইউএসএসডি কোড ডায়াল করলে আপনি আপনার বাংলালিংক সিম থেকে সকল ধরনের টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করে দিতে পারবেন।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *