এয়ারটেল এমবি চেক কোড ২০২৩

আপনাদের চাহিদার ভিত্তিতে আজকে আমরা নিয়ে এলাম এয়ারটেল এমবি চেক কোড আজকে আমাদের পোস্টটি থেকে আপনি এয়ারটেল সিম থেকে কিভাবে এর ইন্টারনেট প্যাক বা এমবি চেক করা যায় সেটি সম্পর্কে একটি সঠিক ধারণা পাবেন। এয়ারটেল যার পুরো নাম হচ্ছে এয়ারটেল ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। এয়ারটেল সর্বপ্রথম একটি ইন্ডিয়ান কোম্পানি হিসেবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

পরবর্তীতে এয়ারটেল রবি আজিয়াটা কোম্পানির সঙ্গে সংযুক্ত হয় তাদের ব্যবসা পরিচালনা করে। এয়ারটেল নামটি শুনলে অনেকেই মনে করেন যে এটি ইন্ডিয়ান এয়ারটেল কোম্পানি। কিন্তু তা নয় এয়ারটেল ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড কোম্পানি একদম বাংলাদেশের একটি কোম্পানি। বাংলাদেশের 64 টি জেলায় এয়ারটেল 4g নেটওয়ার্কের মাধ্যমে তাদের ইন্টারনেট ও ভয়েস কল সুবিধা দিয়ে আসছে। এয়ারটেল তাদের ইন্টারনেট সেবা সমূহ দেশব্যাপী বিস্তৃত করেছেন তবে শহরাঞ্চলে এয়ারটেল বেশি দিচ্ছে।

প্রত্যেকেই এয়ারটেল ইন্টারনেট প্যাক কেনার পর একটি সমস্যার সম্মুখীন হন। যে সমস্যাটি হল ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করা। আজকে আমি সকলের অপেক্ষার পালা শেষ করতে যাচ্ছি এবং সবার মাঝে তুলে ধরতে যাচ্ছি আমরা কিভাবে এয়ারটেল ইন্টারনেট প্যাক বা এমবি ব্যালান্স সম্পর্কে জানব।

এই পোস্টটিতে আপনারা কি কি তথ্য পাচ্ছেন

  1. কিভাবে এয়ারটেল ইন্টারনেট প্যাক বা এমবি চেক করতে হয়।
  2. এয়ারটেল এমবি চেক করার ইউএসএসডি কোড।
  3. আপনি এয়ারটেল অ্যাপ ব্যবহার করে কিভাবে ইন্টারনেট প্যাক বা এমবি চেক করতে পারেন।
  4. আপনি সরাসরি কিভাবে এয়ারটেল এর অফিশিয়াল ওয়েবসাইট হতে আপনার ইন্টারনেট প্যাক এমবি চেক করে নিতে পারেন।

আপনি কিভাবে এয়ারটেল এর ইন্টারনেট প্যাক বা এমবি চেক করতে পারেন

এয়ারটেল ইন্টারনেট প্যাক এমবি চেক করার অনেকগুলি নিয়ম রয়েছে। তার মধ্যে রয়েছে ইউএসএসডি কোড ডায়াল করে ইন্টারনেট কেনা। এটি সবথেকে বহুল ব্যবহৃত ও সহজ একটি পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করে যে কেউ সহজেই ইন্টারনেট ব্যালান্স সম্পর্কে ধারণা পেতে পারে। পরবর্তীতে রয়েছে এয়ারটেল অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট প্যাক এমবি মেয়াদ সম্পর্কে জানা।এরপরে যেটি রয়েছে সেটি হলো সরাসরি এয়ারটেল ওয়েবসাইটে ঢুকে ইন্টারনেট প্যাক এমবি সম্পর্কে জানা। 

এয়ারটেল এমবি চেক করার ইউএসএসডি কোড

আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে সরাসরি *3# বা *8444# এই ইউএসএসডি কোড ডায়াল করবেন কোডটি ডায়াল করার পরে আপনি আপনার মোবাইল স্ক্রীনে এয়ারটেল ইন্টারনেট অফার বা এমবি চেক করতে পারবেন। প্যাক এর মেয়াদ ও অবশিষ্ট কতটুকু রয়েছে সেটি দেখতে পারবেন। এটি যেকোন মোবাইল থেকে যে কোন সময় করা যায়। তাই এটি বেশি ব্যবহৃত হয়।

আপনি এয়ারটেল অ্যাপ দিয়ে কিভাবে এয়ারটেল ইন্টারনেট প্যাক বা এমবি চেক করে নিতে পারেন

এই পদ্ধতিতে আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল হ্যান্ড সেটটি থেকে গুগল প্লে স্টোরে ঢুকতে হবে। গুগল প্লে স্টোরে ঢুকে সেখানে সার্চ অপশনে গিয়ে আপনাকে সার্চ করতে হবেমাই এয়ারটেল বাংলাদেশএই কথাটি লিখে। তারপরে আপনি আপনার স্ক্রিনে এয়ারটেল এর লোগো সম্বলিত একটি অ্যাপ দেখতে পাবেন।

আপনাকে সেই অ্যাপটি আপনার মোবাইল হ্যান্ডসেটে ইন্সটল করতে হবে। ইনস্টল করার পরে আপনি যখন সেই অ্যাপটিতে প্রথমবার অনুপ্রবেশ করতে যাবেন আপনি খেয়াল করবেন সেখানে একটি এয়ারটেল মোবাইল নাম্বার চাবে। আপনি আপনার এয়ারটেল সিম টির নম্বরটি সেখান দিয়ে কনফার্ম করবেন।

পরবর্তীতে আপনার মোবাইলে একটি ও টি টি পি কোড আসবে। আপনি সেই কোডটি দিয়ে কনফার্ম করলেই আপনি সেই অ্যাপ এ রেজিস্ট্রেশন হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি সেই অ্যাপ এ যখন ঢুকবেন আপনি আপনার এয়ারটেল সিম টির যাবতীয় তথ্য সেখানে পাবেন। যাবতীয় তথ্য বলতে সকল ধরনের অফার আপনার মোবাইলের মূল ব্যালেন্স এবং আরো অন্যান্য প্যাকেজসমূহ আপনি সবকিছু দেখতে পাবেন। আপনি সেখান থেকে আপনার সুবিধা অনুযায়ী ইন্টারনেট ব্যালেন্স বা এমবি চেক করে নিতে পারেন।

আপনি কিভাবে সরাসরি এয়ারটেল এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইন্টারনেট প্যাক বা এমবি চেক করে নিতে পারেন

চলুন তাহলে এই বিষয়টি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করা যাক। আপনাকে প্রথমত আপনার ব্রাউজার থেকে সার্চ দিতে হবেএয়ারটেল বাংলাদেশ এরপর আপনি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন এয়ারটেল এর অফিশিয়াল ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে এটি একটি অফিশিয়াল ওয়েবসাইট।

আপনি তখন সেখানে অনেকগুলো অপশন হতে দেখতে পাবেন যে ইন্টারনেট ব্যালেন্স জানা এই অপশনটি। অপশনটিতে ক্লিক করলেই সেখানে আপনার এয়ারটেল মোবাইল নাম্বারটি চাইবে। আপনি এয়ারটেল মোবাইল নাম্বারটি দিয়ে যখনই প্রবেশ করবেন তখন আপনি আপনার সিমটি ইন্টার্নেট প্যাক বা এমবি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও অন্যান্য সকল প্যাড সম্পর্কে তথ্য জানতে আপনি একই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

এয়ারটেল এর বিশেষ কিছু কোড সমূহ

আজকে আপনাদের সামনে এয়ারটেলের বিশেষ বিশেষ যে সকল কোড গুলো রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা এই কোডগুলো ব্যবহার করে উপকৃত হবেন।

  • সিমের নম্বর জানার কোড

আপনার এয়ারটেল সিমের নম্বরটি জানতে ডায়াল করুন *121*6*3# 

  • প্যাকেজ সম্পর্কে জানতে জানার কোড

আপনার এয়ারটেল সিমের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানতে ডায়াল করুন *121*8#

  • মূল ব্যালেন্স জানার কোড

আপনার এয়ারটেল সিম টির মূল ব্যালেন্স জানতে ডায়াল করুন *778#

  • মিনিট ব্যালেন্স জানার কোড

আপনার এয়ারটেল সিম টি তে কি পরিমান মিনিট রয়েছে সেটি জানতে ডায়াল করুন *778*5# or *778*8#

  • এসএমএস জানার কোড

আপনার এয়ারটেল সিম টি তে কি পরিমান এসএমএস রয়েছে সেটি জানতে ডায়াল করুন *778*2#

  • নেট সেটিং রিকুয়েস্ট কোড

আপনার মোবাইল হ্যান্ডসেট টিতে এয়ারটেল নেট সেটিং রিকুয়েস্ট করতে *140*7# এই কোডটি ডায়াল করুন।

  • এম এম এস জানার কোড

আপনার এয়ারটেল সিমটিতে এম এম এস ব্যালেন্স জানার কোড হচ্ছে *222*13#

এয়ারটেল তাদের গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ সার্ভিস চালু করে রেখেছে। সেটি হল এয়ারটেলের কাস্টমার কেয়ার সার্ভিস সেবা। এই কাস্টমার কেয়ার সার্ভিস সেবা অন্যান্য অপারেটরদের থেকে অনেকটাই আলাদা। আপনি ইচ্ছে করলেই নিজে থেকে আপনার সিমটি যাবতীয় অফার প্যাক তথ্য জানতে পারবেন। চলুন আপনাদের আরো একটু বিস্তারিত জানানো যাক।

কাস্টমার কেয়ার সার্ভিস

বর্তমানে বাংলাদেশে এয়ারটেল একটি বৃহত্তম মোবাইল অপারেটিং প্রতিষ্ঠান। এয়ারটেলের রয়েছে বিভিন্ন ধরনের সেবা। বর্তমানে এয়ারটেল ফোরজি স্পিড এর মাধ্যমে তাদের ইন্টারনেট সেবা প্রদান করছে। এয়ারটেলের গ্রাহকদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাহক। সকল ধরনের গ্রাহকের কথা চিন্তা করে এয়ারটেল নিয়ে এসেছে তাদের কাস্টমার কেয়ার সার্ভিস। আপনি সরাসরি *121# ডায়াল করে এই সার্ভিস গুলো পেতে পারেন।

নিজের একাউন্ট ব্যালেন্স এ কি পরিমাণ ব্যালেন্স রয়েছে এবং বিভিন্ন ধরনের বিল সম্পর্কে তথ্য নিতে পারবেন

বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে এটির মাধ্যমে আপনি জানতে পারবেন

আপনার পছন্দমত ইন্টারনেট প্যাকেজ অথবা অন্যান্য প্যাকেজগুলো আপনি একটি করতে পারবেন

এয়ারটেলের জনপ্রিয় একটি সার্ভিস রয়েছে সেটি হল ভ্যালু অ্যাডেড সার্ভিস। এটির মাধ্যমে আপনি আপনার ভ্যালু অ্যাডেড সার্ভিস টি অ্যাক্টিভ করতে পারবেন।

আপনি এই সুবিধার মাধ্যমে আপনার এফএনএফ নাম্বার এডো ডিলিট করতে পারবেন।

এয়ারটেল নাম্বারে অন্য এয়ারটেল নাম্বার হতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

আশা করছি আমাদের এই পোষ্ট টি আপনারা খুব ভালোভাবে পড়েছেন। তবে কোন কিছু করার আগে অবশ্যই সে বিষয়টি একটু ভালভাবে পড়ে নিবেন। আমাদের লিখায় যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা যেই লক্ষ্য নিয়ে পোস্ট লেখা শুরু করেছিলাম আশা করি আপনারা সে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এয়ারটেল সিমের যাবতীয় তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতিনিয়ত এয়ারটেলের সকল তথ্য সমূহ আপডেট দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *