মেরাজের রোজা কবে

মহান আল্লাহ তায়ালার তরফ থেকে রমজান মাসের রোজা ব্যতীত মুসলমানকে বিশেষ বিশেষ কিছু রোজা পালন করতে হয়। যে রোজা গুলো প্রতিটি মুসলমানের জন্য ঐচ্ছিক একটি ইবাদত। অনেকেই শবে মেরাজ উপলক্ষে নামাজ ছাড়াও মহান আল্লাহতালার সন্তুষ্ট লাভের আশায় রোজা পালন করে থাকেন। অনেক মুসলমান এই রাত উপলক্ষে মেরাজের রোজা রাখতে চান বা রাখার বিধান জানতে চান। অনেকেই শবে মেরাজের নামাজ বা রোজাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন।

তাই মেরাজর নামাজ আদায় করা ও রোজা রাখা অবশ্যই অধিক সয়াবের কাজ। তাই বিশেষ ফজিলতপূর্ণ শবে বরাতের রোজা করার জন্য অনেকেই বেশ আগ্রহী। তাই শবে মেরাজের অগ্রিম প্রস্তুতির জন্য আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই ও বোনেরা জেনে নিতে চাই মেরাজের রোজা কবে ২০২৩। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান এই বিষয়টি সম্পর্কে আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করবো। চলুন তাহলে জেনে নেয়া যাক মেরাজের রোজা কবে ২০২৩।

ইসলামের ইতিহাস থেকে জানা যায় যে রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাত আসমান পাড়ি দিয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন সেই রাতকে শবে মেরাজের রাত বলা হয়। আর সেজন্যই শবে মেরাজের অর্থ ঊর্ধ্ব গমন। তাই আমরা যারা মুসলমান রয়েছি তাদের প্রত্যেকেরই উচিত এই রাতে উদ্দেশ্যে নানান ধরনের ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আর নামাজের পরে হলো রোজা তাই আমরা শবে মেরাজ উপলক্ষে রোজা রাখতে পারি।

তাই আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহতালার সন্তুষ্টির লাভের জন্য শবে মেরাজের রোজা রাখা। তবে শবে মেরাজের রোজা রাখতে হলে আপনাকে যে বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে তা হলো কোন দিনে কত তারিখে কোন মাসে শবে মেরাজের রোজা পালন করবেন সেই বিষয়টি আগে জেনে রাখতে হবে। কারণ ইসলামের প্রতিটি ইবাদতই একটি নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু হয় আবার একটি নির্দিষ্ট সময় শেষ হয়।

শবে মেরাজের মতো এতো গুরুত্বপূর্ণ দিন ইসলাম ধর্মে খুবই কমই রয়েছে। সাধারণত শবে মেরাজ আরবি বার মাসের মধ্যে রজব মাসে শবে মেরাজ অনুষ্ঠিত হয়ে থাকে। রজব মাস হলো মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটি বিশেষ মাস। রজব মাস হলো রমজান মাসের আগের মাস অর্থাৎ আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে রজব মাস হচ্ছে প্রতিটি মুসলিম উম্মতের জন্য রমজান মাসের প্রস্তুতির একটি বিশেষ মাস।

সেহেতু এই মাসে আল্লাহ তায়ালার ইবাদত এবং মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর দেখানো পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রজব মাসে নবীজি খুব ঘনঘন রোজা পালন করতেন। যেহেতু এর পরের মাসেই রমজান মাস তাই এ মাসের রোজা পালন করার জন্য তিনি উম্মতদের বিশেষ তাগিদ দিয়েছেন। তাই রজব মাসের সোমবার বৃহসপতি বার বা শুক্রবারে রোজা রাখা সুন্নত। রজব মাসে নবীজি কমপক্ষে দশটি রোজা রাখতেন। কেউ যদি এর কম রোজা পালন করে এক্ষেত্রে কোন সমস্যা নেই।

আমরা যারা মুসলমান রয়েছি তারা কমবেশি সবাই জানি ইসলাম ধর্মের প্রতিটি ইবাদত আরবি মাসের চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই আমরা যারা জানতে চেয়েছি মেরাজের রোজা কবে ২০২৩ এ প্রসঙ্গে আমরা বলছি। আরবি ক্যালেন্ডার অনুসারে রজব মাসের ২৭ তারিখে শবে মেরাজ পালন করে থেকে সারা বিশ্বের মুসলমানেরা। আসলে শবে মেরাজের রোজা সম্পর্কে ইসলামের সুস্পষ্টভাবে ব্যাখ্যা রয়েছে অর্থাৎ বিভিন্ন হাদিসে বলা হয়েছে শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্টভাবে কোন রোজা পালন করার কথা বলা হয়নি।

যেহেতু কোন হাদিসে শবে মেরাজের রোজা পালন করার কথা বলা হয়নি তাই ২০২৩ সালে মেরাজের রোজা কবে এই বিষয়টি বলা অসম্ভব। যেহেতু এই মাসটি রমজানের মাসের জন্য প্রস্তুতি একটি মাস তাই নবীজি এই মাসটিতে অনেক রোজা পালন করেছেন। কিন্তু মেরাজ উপলক্ষে কোন ধরনের রোজা পালন করেননি। তাই শবে মেরাজ উপলক্ষে আমরা যদি কেউ রোজা পালন করি তা বিদাত একটি ইবাদত হবে। তবে রজব মাসের রোজা পালন করার জায়েজ রয়েছে।

Updated: December 23, 2023 — 7:26 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *