আজকে আমাদের এই অনুচ্ছেদ থেকে সকল পাঠকগণ জানতে পারবেন কিভাবে রবি সিম রিপ্লেসমেন্ট করা যায়। আমরা আজকের এই পুরো অনুচ্ছেদ জুড়ে রবি সিম রিপ্লেসমেন্ট পদ্ধতি নিয়ে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রবি রিপ্লেসমেন্ট এর জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে এবং আপনি কেন রবি সিম রিপ্লেসমেন্ট করবেন সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব।
আপনি কেন রবি সিম রিপ্লেসমেন্ট করবেন
- আপনি যে রবি সিম টি ব্যবহার করছেন তা রিপ্লেসমেন্ট করার অনেক কারণ রয়েছে। কেউ এমনি এমনিতে রবি সিম রিপ্লেসমেন্ট করেনা। রবি সিম রিপ্লেসমেন্ট করার প্রথম ও প্রধান কারণ হলো সিম হারিয়ে যাও। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যার কারণে আপনি আপনার রবি সিম রিপ্লেস করে নিতে পারেন।
- আপনি হঠাৎ করেই আপনার রবি সিম টি হারিয়ে ফেলেছেন। আপনি অনেক খোঁজাখুঁজির পরও রবি সিম টি খুঁজে পাচ্ছেন না। এখন সেই সিম টি ফিরে পাওয়ার একটি মাত্র উপায় রয়েছে। আপনি সেই সিম টি রিপ্লেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে পারবেন। এই প্রক্রিয়াতে যদি আপনাকে সম্পূর্ণ নতুন একটি সিম এর প্যাকেট দেওয়া হবে কিন্তু তার ভেতরে যে সিমটি রয়েছে সেটির নম্বর একেবারে সেম হবে এবং আপনি সেটি ব্যবহার করতে পারবেন।
- এছাড়াও আরেকটি বড় কারণ রয়েছে 3g থেকে 4g। বর্তমান সারাদেশব্যাপী রবি তাদের 4.5 জি নেটওয়ার্ক কাভারেজ এর মাধ্যমে সেবা প্রদান করছে। কিন্তু রবির গ্রাহক সংখ্যা রয়েছে তার ভেতরে সবথেকে বেশি সিম বিক্রি হয়েছিল থ্রিজি সিম। যারা এই থ্রিজি সিম তখন কিনে ব্যবহার করেছেন বর্তমানে তাদের মধ্যে অনেকেই রয়েছেন সেই একই সিম ব্যবহার করছেন। তাই অনেকেই এই থ্রিজি নেটওয়ার্ক থেকে ফোরজি নেটওয়ার্কে আসার জন্য সিম রিপ্লেসমেন্ট করেন। সিম রিপ্লেসমেন্ট করলে আপনি থ্রিজি নেটওয়ার্ক থেকে ফোরজি নেটওয়ার্কে চলে আসবেন এবং উপভোগ করতে পারবেন বাংলাদেশের সবথেকে সেরা ইন্টারনেট নেটওয়ার্ক রবি 4.5 জি।
- অনেক ধরনের রিপ্লেসমেন্ট অফার এর জন্য। প্রতিটি মোবাইল অপারেটর চান তাদের গ্রাহকদের একটু বেশি সুবিধার দিয়ে তাদের ব্যবহার বৃদ্ধি করা। তাইতো তারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছে অনেকগুলো প্যাকেজ অফার। আপনি শুধু রিপ্লেস করলেই ইন্টারনেট মিনিট এবং কল রেট এর উপর পাবেন বিশেষ অফার। অনেকেই এই সকল সুবিধার জন্য রিপ্লেসমেন্ট করে থাকেন।
রবি সিম রিপ্লেসমেন্ট করতে কি কি প্রয়োজন হবে
- আপনাকে সর্বপ্রথম সেই সিম টি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই এনআইডি কার্ডের একটা ফটোকপি সঙ্গে নিতে হবে।
- এরপরে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে নিতে হবে অবশ্যই এনআইডি কার্ড তার ছবি নিতে হবে।
- যার নামে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তাকে সরাসরি উপস্থিত হতে হবে রবি কাস্টমার কেয়ার অথবা রবি এজেন্ট এর দোকানে।
আপনি কিভাবে আপনার রবি সিম রিপ্লেস করতে পারবেন
- আপনি খুব সহজভাবেই একটি রবি সিম রিপ্লেস করতে পারেন। রবি সিম রিপ্লেস করতে হলে আপনাকে কিছু কাগজ পাতি সঙ্গে নিতে হবে। আপনি যখন আপনার কাগজপত্রগুলো সংগ্রহ করতে পারবেন তখন আপনার রিপ্লেসমেন্ট এর ধাপগুলো শুরু হবে।
- আপনি প্রথমত আপনার নিকটস্থ বিভিন্ন মোবাইলে টপ–আপ অথবা রবি এজেন্টের দোকানে উপস্থিত হবেন। এক্ষেত্রে সকল দোকানে রিপ্লেসমেন্ট সুবিধা প্রদান করেনা তাই আপনাকে জেনে নিতে হবে কোন দোকানে সিম রিপ্লেস করা হয়।
- আপনি যদি এজেন্টের কাছ থেকে সিম রিপ্লেসমেন্ট করা সুবিধাজনক বলে না মনে করেন তাহলে আপনি নিকটস্থ রবি কাস্টমার কেয়ার পয়েন্টে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে আমরা রবির সকল কাস্টমার কেয়ার পয়েন্ট সম্বলিত একটি পোস্ট আপলোড করেছি আপনি সেখান থেকে তথ্য নিতে পারেন।
- আপনি নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে আপনার সমস্যা শেয়ার করতে পারেন। আপনি মূলত কি কারনে আপনার সিমটি রিপ্লেস করতে চাচ্ছেন সেটি তাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করুন।
- তারা আপনার কথা শুনে আপনাকে একটি ফরম পূরণ করতে দিবে। আপনি এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ফরমটি পূরণ করে তাদের কাছে জমা দিবেন এবং সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জমা দিবেন।
- এরপরে তারা আপনার সিমটি রিপ্লেস করার কাজ শুরু করে দিবে।সিম রিপ্লেস এর একপর্যায়ে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে। বর্তমানে প্রত্যেকটি সিম কোম্পানি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে সিম বিক্রয় করে। আপনাকে সিম রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রেও বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর ভেতর দিয়ে অতিক্রম করতে হবে।
- আপনি একটু পরেই আপনার নতুন কাঙ্খিত রিপ্লেসমেন্ট সিমটি হাতে পাবেন। আপনাকে এই সিমটি রিপ্লেস করার জন্য 200 টাকা চার্জ দিতে হবে। যদিও শুরুর দিকে এই রিপ্লেসমেন্ট চার্জ একদম ফ্রি ছিল কিন্তু বর্তমানে প্রত্যেকটি মোবাইল অপারেটর 200 টাকা করে চাঁর্জ ধার্য করে দিয়েছে।
আপনার ব্যবহৃত রবি সিম টি 4.5 জি কিনা তা কিভাবে জানবেন
আপনি যে রবি সিম নিয়মিত ব্যবহার করছেন সেই সিম টি 4.5 জি কিনা সেটি জানার একটি অফিশিয়াল পদ্ধতি রয়েছে। যারা এখনো এ বিষয়টি জানেন না তারা খুব সহজে আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন। আপনাকে সর্বপ্রথম রবির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং সেখানে সার্চ দিতে হবে 4.5 জি চেক। এরপরে আপনার মোবাইলে যে ইন্টারফেসটি চলে আসবে সেখানে আপনার রবি সিম নম্বরটি দিয়ে ওকে করলে আপনি দেখতে পারবেন আপনার সিমটি 4.5 জি কিনা।
রবি সিম রিপ্লেসমেন্ট অফার সমূহ
আমি আমার এই পোষ্টের ওপরের অংশে ইতিপূর্বে বলে দিয়েছি যে আপনি সিম রিপ্লেসমেন্ট করলে অনেকগুলো অফারের আওতায় পড়বেন। বিভিন্ন ধরনের অফার এর মাধ্যমে আপনাকে আগ্রহী করা হয়েছে সিম রিপ্লেসমেন্ট করতে। প্রথম সুবিধা কি হবে আপনি একদম ফ্রিতে 4.5 জি নেটওয়ার্ক এর ভেতরে চলে আসবেন এবং দ্বিতীয় সুবিধা হল বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ মিনিট প্যাকেজ বা কলরেট সুবিধা পাবেন।
7 জিবি রিপ্লেসমেন্ট অফার
রবি সিম রিপ্লেস করলেই পেয়ে যাবেন 7 জিবি ইন্টারনেট বোনাস। শুধুমাত্র রবি প্রিপেইড গ্রাহকদের জন্য এই অফারটি বরাদ্দ। এই অফারটি বিস্তারিত নিচে উল্লেখ করা হলো
- আপনি যদি আপনার ব্যবহৃত সিম টি ইউ সিমে পরিবর্তন করেন তাহলে এই অফারের আওতায় আসবেন। এই অফারের মধ্যে আপনি পেয়ে যাবেন সর্বমোট 7 জিবি রবি ইন্টারনেট অফার। এই 7 জিবি রবি ইন্টার্নেট প্যাকেজ এর মধ্যে 2 জিবি থাকবে যেকোনো ইন্টারনেট প্যাক বাকি 5 জিবি থাকবে রবি 4.5 জি ইন্টারনেট প্যাক।
- আপনারা আপনার সিমটি ইউ সী মে পরিবর্তন করলেই এই অফারের আওতায় হবেন পরিবর্তন না করলে এই অফারের আওতায় হবেন না।
- আপনি যখন সিমটি পরিবর্তন করবেন তারপর থেকে 48 ঘণ্টার ভেতরে এই অফার এর আওতায় চলে আসবেন। অর্থাৎ আপনি সিম রিপ্লেসমেন্ট 12 দিনের ভেতরে আপনি এই অফার গুলো পেতে পারেন।
- বোনাসের বাইরে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আপনাকে বিভিন্ন ধরনের ডাটা প্যাক কিনে ব্যবহার করতে হবে। তবে আপনি যদি ডাটা প্যাক না চিনেন তাহলে আপনার মূল ব্যালেন্স হতে নির্দিষ্ট হারে টাকা কেটে নেওয়া হবে।
- আপনি এই ইন্টারনেট ব্যালেন্স এর ব্যালেন্স দেখতে হলে *১২৩*৩*৫# এই ইউএসএসডি কোড ডায়াল করুন।
রবি সিম রিপ্লেসমেন্ট প্রক্রিয়া খুব সহজ একটি প্রক্রিয়া। আমাদের তথ্যগুলো যারা পড়েছেন তাদের কাছে এই পক্ষে আরও সহজ হয়ে গেল। কবে রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই যুক্তিযুক্ত কারণ থাকার প্রয়োজন রয়েছে। আপনারা অযথাই সিম রিপ্লেসমেন্ট করবেন না। আমাদের পোষ্ট ভাল লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের অনুপ্রাণিত করুন।
প্রিয় সার
আমার বাড়ি চট্টগ্রাম,ফটিকছড়ি থানা,আমি আপনাদেরকে আমার সিমের একটা সমস্যার কতা বলতে চায়।আমি একজন প্রবাসী, আমার ঘরের রবি সিম টা 4g মনে হয়,, কারন আমি কাতার তেকে কল করলে ইমোতে কতা বুঝা জায়না,নেট স্পিড স্লো তাকে,,তাই আমার সিম টা 3g করলে মনে হয় ইমো কল ভাল চলবে,,দয়াকরে আমাকে এটার সঠিক সমাধান দিলে আমি কৃতজ্ঞ থাকব।
4g থেকে 3g কিভাবে করবো বলবেন